বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে চান কামিন্স

অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে প্যাট কামিন্স যথেষ্ট সফল। তাঁর অধীনে ওডিআই বিশ্বকাপ এবং অ্যাসেজের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতেছে অজি ব্রিগেড। তবে বর্ডার-গাভাসকর ট্রফি এখনও অধরা কামিন্সের। ২০১৪-১৫ মরশুমের পর এই ট্রফি আর জেতেনি তাঁর দেশ। হোম-অ্যাওয়ে মিলিয়ে টানা চারবার বাজিমাত করেছে টিম ইন্ডিয়া। তাই এবার দেশের মাটিতে রেকর্ড বদলাতে মরিয়া অজি অধিনায়ক। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘বর্ডার-গাভাসকর ট্রফি জিততে পারলে ক্যাপ্টেন হিসেবে আমার বৃত্ত পূর্ণ হবে। প্রথম ম্যাচে হারলেও সেই লক্ষ্য থেকে সরছি না।’ কামিন্সের সংযোজন, ‘শুধু আমি নই, ড্রেসিং রুমের অর্ধেক সদস্য বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের স্বাদ পায়নি। তাই এবার ঘুরে দাঁড়াতে মরিয়া প্রত্যেকে।’
টেস্ট ক্রিকেটের অন্যতম জনপ্রিয় সিরিজ বর্ডার-গাভাসকর ট্রফি। অনেকে তো অ্যাসেজের সঙ্গেও তুলনা করছেন ভারত-অস্ট্রেলিয়ার দ্বৈরথকে। তবে কামিন্স সেই পথে হাঁটতে নারাজ। তিনি বলেন, ‘অ্যাসেজের বড় ইতিহাস রয়েছে। তবে সাম্প্রতিক সময়ের হিসাবে এই সিরিজ সবার উপরে থাকবে।’ মুখে ঘুরে দাঁড়ানোর কথা বললেও ভারতের বিরুদ্ধে রীতিমতো সতর্ক কামিন্স। তাঁর মন্তব্য, ‘ভারতের টপ অর্ডার অত্যন্ত শক্তিশালী। এমনকী পাঁচ, ছয় ও সাত নম্বর ব্যাটারও ভয় ধরাতে সক্ষম। অবশ্য আমাদের ব্যাটিং লাইন আপও বেশ ভালো। তিন-চার উইকেট পড়ে যাওয়ার পরও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম ট্রাভিস হেড, মিচেল মার্শরা।’ এদিকে, চোটের কারণে জস হ্যাজলউড ছিটকে যাওয়ায় গোলাপি টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে অজি ব্রিগেড। পরিবর্তে খেলবেন স্কট বোল্যান্ড। এই প্রসঙ্গে কামিন্স বলেন, ‘অ্যাডিলেডে বোল্যান্ড কার্যকরী ভূমিকা পালন করবে। ও খুবই ধারাবাহিক। পাশাপাশি মার্শও পুরোপুরি ফিট। নেটে পুরোদমে বোলিং করছে। তবে অ্যাডিলেডে প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই টস বড় ফ্যাক্টর হবে।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা