খেলা

রাজস্থানকে হারিয়ে শেষ আটে বাংলা

রাজকোট: বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা ম্যাচের আগে পইপই করে ছেলেদের বলেছিলেন, জিতেই মাঠ ছাড়তে হবে। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য কোনও অঙ্কের অপেক্ষা করা যাবে না। কোচের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেন বাংলার ক্রিকেটাররা। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে শেষ আটে জায়গা করে নিল বঙ্গ ব্রিগেড। 
বৃহস্পতিবার টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় বাংলা। দ্বিতীয় বলেই দলকে সাফল্য এনে দেন মহম্মদ সামি। তিনি ২৬ রান দিয়ে নেন তিনটি উইকেট। রাজস্থান ৯ উইকেটে তোলে ১৫৩ রান। ক্যাপ্টেন লোমরোর ৪৫ ও কার্তিক শর্মা ৪৬ রান করেন। বাংলার হয়ে শাহবাজ ও সায়ন ঘোষও দু’টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের কড়ি জোগাড় করে নেয় বাংলা। শুরুতে করণ লাল (৪) আউট হলেও বাঁহাতি ওপেনার অভিষেক পোড়েল ৪৮ বলে ঝোড়ো ৭৮ রান করেন। সাতটি বাউন্ডারির পাশাপাশি চারটি ওভার বাউন্ডারিও হাঁকিয়েছেন তিনি। ক্যাপ্টেন সুদীপ ঘরামি ৪৫ বলে ৫০ রানে অপরাজিত। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ সাকির গান্ধী। ১৮ রানে অপরাজিত থাকেন শাহবাজ। জয়ের পর কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, ‘গোটা টুর্নামেন্টে ছেলেরা ভালো খেলেছে। আমার বিশ্বাস ছিল, রাজস্থানের বাধা টপকাতে সমস্যা হবে না। তবে এখনও অনেক পথ বাকি। এই ছন্দ ধরে রাখতে হবে।’
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা