বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

টিম ইন্ডিয়ার সবাই সুপারস্টার: নাথান

অ্যাডিলেড: ভারতীয় দলে তারকার ছড়াছড়ি। আর সেই কারণেই বিশেষ কোনও একজনকে নিয়ে ভাবছে না অস্ট্রেলিয়া। বরং দুর্দান্ত প্রতিভাবান একটা দলকে হারানোর জন্যই রণকৌশল তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন অজি অফ স্পিনার নাথান লিয়ঁ। গোলাপি বলের টেস্ট শুরুর আগে তিনি বলেছেন, ‘ওদের স্কোয়াড দুর্দান্ত। সুপারস্টারে ভরা একটা গ্রুপ। ক্রিকেট হল টিমগেম। দলের সবাই পারফর্ম না করলে জেতা মুশকিল। ভারতীয় দলে যশপ্রীত বুমরাহর মতো অসাধারণ ক্রিকেটার রয়েছে ঠিকই, তবে অন্যরাও কম নয়। প্রতিভায় কেউ কারও থেকে খুব বেশি পিছিয়ে নেই। ভারত সত্যিই অবিশ্বাস্য একটা দল। তাই কোনও একজনের উপরে ফোকাস রাখছি না।’
শুক্রবার অ্যাডিলেডে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে লিয়ঁ বলছেন, ‘ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য আমাদের শ্রদ্ধা রয়েছে। অবশ্য তার মানে এই নয় যে, আমরা হাল ছেড়ে দিয়েছি বা লড়াই থেকে সরে আসছি। ওদের ক্রিকেটীয় দক্ষতার উপর যতটা শ্রদ্ধাই থাক না কেন, আমরা নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট মেলে ধরব। মরিয়া লড়াই করব। তবে এটাও সত্যি যে, ভারত এখন বিশ্বের অন্যতম সেরা দল।’ পারথে প্রথম টেস্টে খেলেননি দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। পরিবর্তে একমাত্র স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দরের উপর আস্থা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই সম্পর্কে লিয়ঁর মন্তব্য, ‘এটা আমাকে প্রচণ্ড অবাক করেছে। তবে ওদের বাদ পড়া ভারতীয় দলের শক্তিকেই তুলে ধরছে। টেস্টে অশ্বিনের রয়েছে ৫৩৬ উইকেট। জাদেজার শিকারসংখ্যা ৩১৯। তাই এমন দুই বোলারের বেঞ্চে বসে থাকা চমকপ্রদ। তবে আমি তো আর ঠিক করতে পারি না যে, কাদের ওরা মাঠে নামাবে। সত্যিটা হল, টিম ইন্ডিয়া যাদের উপরই আস্থা রাখুক, আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জই থাকছে।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা