সিনেমা

বাংলার প্রাপ্তি

‘কালকক্ষ’, ‘ঝিল্লি’, ‘রুকু মাঝির দুখু কথা’— জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে বাংলার মুখ উজ্জ্বল করল এই তিন ছবি। বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে না পারলেও, সেরা বাংলা ছবির পুরষ্কার জিতে নিয়েছে রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি পরিচালিত ‘কালকক্ষ’। জাতীয় সম্মানে ভূষিত হয়ে উচ্ছ্বসিত শর্মিষ্ঠা। পাশাপাশি খানিক আক্ষেপও স্পষ্ট তাঁর গলায়।  বললেন, ‘কেবল বক্সঅফিস কেন, কোথাও সেই অর্থে কদর পায়নি ছবিটি। সেখানে দাঁড়িয়ে এধরনের একটি পুরস্কার পাওয়া, নিঃসন্দেহে দারুণ প্রাপ্তি। এই ভালোলাগা ভাষায় প্রকাশ করতে পারব না। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দারুণ প্রশংসিত হয়েছে ছবিটি। তবে রাজ্যে সিনেমাটা নিয়ে যে আশা ছিল, তা পূরণ হয়নি। তবে এই পুরস্কার পাওয়ার পর আশা রাখছি ছবিটা যোগ্য সম্মান পাবে। আবার প্রেক্ষাগৃহে মুক্তিও পেতে পারে।’ অন্যদিকে, বিশেষ মনোনয়ন ও সেরা সাউন্ড অডিওগ্রাফির বিভাগে পুরস্কার জিতল বাংলা ছবি ‘ঝিল্লি’। জাতীয় মঞ্চে দু’টি বিভাগে পুরস্কার নিঃসন্দেহে দায়িত্ব অনেকটা বাড়িয়ে দেয়। পরিচালক ঈশান ঘোষ বললেন, ‘যেমন দায়বদ্ধতা নিয়ে আগে কাজ করতাম, এখনও তেমনই করব।’ গোটা টিমের কী প্রতিক্রিয়া? বললেন, ‘ওঁরা তো হতবাক। ওঁদের অভিনয় স্থানীয়ভাবে প্রশংসিত হয়নি। কারণ লাউড নয়। খুব স্বাভাবিক অভিনয়। আমরা সকলেই খুশি।’ পরিচালক গৌতম ঘোষের ছেলে ঈশান। বাবা কী বলছেন? ‘বাবাকে এবার ফোন করে জানাব’, হেসে বললেন ঈশান। 
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     December,   2024
দিন পঞ্জিকা