কলকাতা

উলুবেড়িয়া থেকে দুবাই পাড়ি দিচ্ছেন উমা
 

সংবাদদাতা, উলুবেড়িয়া: পুজোর ঢাকে কাঠি পড়েছে। চারদিকে কাশফুলের সমারোহ, পাড়ায় পাড়ায় মণ্ডপ বাঁধার প্রস্তুতি জানান দিচ্ছে বাঙালির শ্রেষ্ট উৎসব আসন্ন। তবে পুজো আসতে এখনও কয়েক দিন বাকি। এর মধ্যেই সপরিবারে উলুবেড়িয়া ময়রাপাড়া থেকে দুবাই পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত উমা। আগামী সপ্তাহেই মাটির তৈরি ২০ ইঞ্চির এই দুর্গা প্রতিমা বিমানে দুবাই নিয়ে যাওয়া হবে। প্রতিমাটি তৈরি করেছেন উলুবেড়িয়া ময়রাপাড়ার বাসিন্দা সঞ্জীব চন্দ্র। ইতিমধ্যে এই প্রতিমার কাজ সম্পূর্ণ।
এই ২০ ইঞ্চির দুর্গা প্রতিমার পাশাপাশি সঞ্জীবের তৈরি আরও একটি ১২ ইঞ্চির দুর্গা প্রতিমা লুক্সেমবার্গে যাবে। এখন সেই প্রতিমা তৈরির কাজ চলছে জোরকদমে। ইতিমধ্যে কলকাতার কুমোরটুলি থেকে বিদেশের পথে পাড়ি দিয়েছেন উমা। এবার উলুবেড়িয়ার ময়রাপাড়া থেকে দুবাই পাড়ি দিচ্ছেন তিনি। বেশ কয়েক বছর ধরে সঞ্জীবের তৈরি দুর্গা প্রতিমা বিদেশের বিভিন্ন মণ্ডপে পৌঁছে যাচ্ছে। এবার তাঁর প্রতিমা যাচ্ছে দুবাই। সঞ্জীব জানান, কলকাতার বাসিন্দা দেবাশিস এবং পাপিয়া সাধ্য আমাকে এই প্রতিমাটির অর্ডার দেন। সেই মতো আমি মাটি এবং মোল্ডিট দিয়ে প্রতিমাটি বানিয়েছি। প্রতিমার অস্ত্র এবং সমস্ত অলঙ্কারও আমি এবং আমার স্ত্রী তৈরি করেছি। প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে ২০ দিন।
সঞ্জীব জানালেন, প্রতিমার কাজ সম্পূর্ণ। আগামী সপ্তাহে দেবাশিসবাবু প্রতিমা নিয়ে দুবাই রওনা দেবেন। তবে শুধু এই দু’টি নয়, এই বছর ছোট-বড় মিলিয়ে ১০টি প্রতিমা তৈরি করছেন সঞ্জীববাবু। -নিজস্ব চিত্র
14Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা