কলকাতা

একই পুকুরে পরপর দু’দিন ২ ছাত্রের দেহ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরপর দু’দিনে রহড়ার পুকুরে ডুবে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খড়দহের রহড়া বাজারের পাশে কোঅপারেটিভ কলোনির পুকুর। বাঁধানো পুকুরপাড়, দু’টো ঘাটও রয়েছে। আর এই পুকুরে ডুবে মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে দুই ছাত্রের মৃত্যু হয়। এদিন সকালে যে যুবকের মৃত্যু হয়, তাঁর মুখে রক্তের দাগ ছিল। তাই এই মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে।
পুলিস জানিয়েছে, মঙ্গলবার রাতে মৃত স্কুলছাত্রটি পানিহাটি সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র। বুধবারের ঘটনায় মৃত যুবক রহড়া রামকৃষ্ণ মিশন ভিসি কলেজের বিএসসির ছাত্র। তাঁর নাম মেঘদীপ কুণ্ডু (২১)। বাড়ি দক্ষিণপল্লিতে। তাঁর মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, দশম শ্রেণির ছাত্রটি মঙ্গলবার বিকেলে শান্তিনগর খেলার মাঠে খেলে বাড়ি ফেরার পথে রহড়া বাজারের পাশে কোঅপারেটিভ কলোনির পুকুরে স্নান করতে নামে। সাঁতার কাটতে কাটতে কোনওভাবে সে মাঝপুকুরে চলে যায়। সেখানেই তলিয়ে যায়। খবর পেয়ে রহড়া থানা বিশাল পুলিস বাহিনী প্রথমে ডুবুরি নামিয়ে খোঁজে। পরে, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এসে দেহ উদ্ধার করেন। দেহ ময়নাতদন্তের জন্য বারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে পাঠানো হয়। 
অন্যদিকে, বুধবার সকালে ফের ওই একই পুকুরে মেঘদীপ নামে এক ছাত্রের মৃতদেহ দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রবীণ বাসিন্দা দীপক ঘোষ বলেন, আমি ঘুম থেকে উঠে পুকুরধারে আসতেই দেখি একটি ছেলে জলে ভাসছে। তার পিঠে ব্যাগ। পাড়ার সবাইকে খবর দিই। খবর দেওয়া হয় রহড়া থানায়। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়িতে ঘুমনোর পর বুধবার যুবক ভোর সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। যদিও কী উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কেনই বা পুকুরের কাছে গিয়েছিলেন, সঙ্গে কেউ ছিল কিনা, এই সমস্ত বিষয় সম্পূর্ণ অজানা পরিবারের কাছে। এই ঘটনা নিয়ে মেঘদীপের মামা বলেন, বেশ কিছুদিন ধরে ভাগ্নে মানসিক অবসাদে ভুগছিল। পড়াশোনা শেষে ভবিষ্যৎ নিয়ে সর্বক্ষণ চিন্তা করত। তবে, এদিন ভোরে সে কেন ওই পুকুরে গিয়েছিল, তা আমরা বুঝতে পারছি না। এখন পুলিসের তদন্তে কী উঠে আসে, সেটাই দেখার। 
খড়দহ পুরসভার চেয়ারপার্সন নীলু সরকার বলেন, আমরা তাজ্জব হয়ে যাচ্ছি পরপর দু’দিন একই পুকুরে একই ঘটনা ঘটায়। এবার পুকুরের ঘাট বন্ধ রেখে দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এই পুকুরটিতে বহু মানুষ রোজ স্নান করেন। কিন্তু কেন এমন ঘটল বুঝতে পারছি না।
17Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা