বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

এক বছরে ১ কোটি ফাইন
সংগ্রহ টিকিট পরীক্ষকের

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এক বছরে টিকিট পরীক্ষা করে রেলের হাতে ১ কোটিরও বেশি টাকা তুলে দিলেন পিন্টু দাস। সাঁতরাগাছি স্কোয়াডের রেল কর্মচারী পিন্টুর রেকর্ড দেখে মুগ্ধ রেল আধিকারিকরা। খড়্গপুরের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার কঠোর পরিশ্রম করার জন্য বাহবা জানিয়েছেন ওই রেলকর্মীকে। পাশাপাশি সুপরিকল্পিত কর্মপদ্ধতির জন্য ওই ডিভিশনের সমস্ত আধিকারিককেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
চলতি অর্থবর্ষের ২৬ মার্চ পর্যন্ত পিন্টু মোট ৩০৪ দিনে ১১৮৬১টি অনিয়মিত ও টিকিটহীন যাত্রীকে ধরেছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডিভিশনে এই প্রথম কোনও টিকিট পরীক্ষক এক বছরে যাত্রীদের কাছ থেকে ফাইন বাবদ ১ কোটি ২২ হাজার ২৭০ টাকা তুলে দিয়েছেন। শুধুমাত্র টিকিটহীন ১০৭১১ জন যাত্রীকে ধরেছেন পিন্টু। তাদের থেকে তিনি ফাইন সংগ্রহ করেছেন প্রায় ৯৫ লক্ষ টাকা। এছাড়া অনিয়মিত টিকিট নিয়ে যাতায়াত করছিলেন, এমন ১০০৮ জন যাত্রীকে ফাইন করে তিনি প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা রেলের হাতে তুলে দিয়েছেন। মাল পরিবহণের ক্ষেত্রে অনিয়মের জন্য ১৪২ জন যাত্রীর কাছ থেকে প্রায় ১০ হাজার টাকা সংগ্রহ করেছেন তিনি। রেল সূত্রের খবর, গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে রেলের এই ডিভিশনে আর্থিক বৃদ্ধির হার ৪২১ শতাংশ।  

29th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ