কলকাতা

পেশায় সরকারি কর্মী, মনের টানে
প্রতিমা গড়ছেন রায়দিঘির গোকুল

সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: পেশায় সরকারি কর্মী। নেশা প্রতিমা তৈরি। ফি বছর গোকুল দাসের তৈরি প্রতিমা পৌঁছে যায় রায়দিঘির বিভিন্ন পুজো মণ্ডপে। ডায়মন্ডহারবার মহকুমা শাসকের অফিসে গ্রুপ ডি পদে কাজ করেন তিনি। দিনে অফিস আর রাতভর প্রতিমা গড়ে আসছেন রায়দিঘির গোকুল। টানা ৩০ বছর ধরে চলছে একই রুটিন। বাপ-ঠাকুরদার আমলের কাজকে টিকিয়ে রাখতে বদ্ধপরিকর গোকুল দাস। রায়দিঘির কাছারি মোড়, রায়দিঘি বাজারের মণ্ডপে এবার যাবে তাঁর হাতে তৈরি প্রতিমা। নাওয়া-খাওয়া ভুলে কাজ করে চলেছেন গোকুল। সেই সঙ্গে অফিসও যাচ্ছেন নিয়মিত। রায়দিঘির কাছারি মোড়ের বাসিন্দা গোকুলবাবু। ১০ বছর ধরে ডায়মন্ডহারবার মহকুমা শাসকের অফিসে পিয়নের কাজ করছেন। 
বাবা ক্ষুদিরাম দাসের কাছে প্রতিমা তৈরির হাতেখড়ি। সেই কাজ এগিয়ে নিয়ে চলেছেন নিষ্ঠার সঙ্গে। চাকরি পেলেও ভুলে যাননি পুরনো পেশাকে। বাপ-ঠাকুরদার পেশা আজও বাঁচিয়ে রেখেছেন অজানা এক তাগিদ থেকে।  সকালে ডায়মন্ডহারবারে বেরিয়ে যান। রাতে বাড়ি ফিরে প্রতিমা নির্মাণের কাজে নেমে পড়েন তিনি। ছোট মেয়ে খুকুমণি দাস ও স্ত্রী মিঠুরানি দাস গোকুলবাবুর কাজে সাহায্য করেন। রায়দিঘি জুড়ে গোকুলবাবুর নাম শোনা যায় পুজা কমিটির কর্তাদের মুখে মুখে। গোকুলবাবু বলেন, নেশার টানেই ৩০ বছর ধরে বাপ-ঠাকুরদার কাজকে ধরে রেখেছি এখনও। মায়ের কাজে আনন্দ বেশি। পরিশ্রম হলেও ক্লান্তি আসে না শরীরে। তিনি বলেন, আমার হাতে তৈরি প্রতিমা এককালে কলকাতার বেহালায় গিয়েছে। 
এখন কাজের পরিধি কিছুটা কমেছে। গোকুলবাবুর কথায়, প্রতিমা তৈরির নানা উপাদানের দাম বেড়ে গিয়ে খুব অসুবিধার মধ্যে পড়তে হয় কাজ করতে। কাজের ফাঁকেই বড়বাজার গিয়ে সব জিনিস কিনে আনতে হয়। গোকুলবাবুর হাতে তৈরি ৫-৬টি প্রতিমা গত বছরে রায়দিঘির একাধিক পুজো মণ্ডপে গিয়েছিল। গোকুলবাবু বলেন, এবার বেশি প্রতিমা তৈরি করছি না। দু’টি প্রতিমা তৈরির কাজই করছি। পাশাপাশি মণ্ডপে থিমের পরিকল্পনাও আমাকে করতে হচ্ছে। রায়দিঘির এক পুজো কমিটির সদস্য বলেন, গোকুলবাবুর হাতের কাজ আর পাঁচটা শিল্পীর থেকে আলাদা। প্রতিমা যেন অন্য 
রূপ পায়। -নিজস্ব চিত্র
26Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা