কলকাতা

হাওড়ার রানিহাটি মোড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হাওড়ার রানিহাটি মোড়ে। জানা গিয়েছে, এম ভি আই আধিকারিকরা গাড়ি পরীক্ষা করছিলেন। সেই সময় লরির ধাক্কায় মৃত্যু হয় এক এম ভি আই আধিকারিক,এক সিভিক ভলান্টিয়ার এবং লরি চালকের। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল, বুধবার গভীর রাতে ১৬ নং জাতীয় সড়কে রানিহাটি মোড়ের কাছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গতকাল, বুধবার গভীর রাতে ১৬ নং জাতীয় সড়কে রানিহাটি মোড়ের কাছে কলকাতামুখী লেনে গাড়ি থামিয়ে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে তল্লাশি চালাচ্ছিলেন এমভিআই আধিকারিকরা। জানা গিয়েছে, একটি লরিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানোর সময় পিছন দিক থেকে আরও একটি লরি আসছিল। সেই সময় পিছন দিক থেকে আসা একটি লরিকে দাঁড় করাতে গিয়েছিলেন একজন এমভিআই আধিকারিক এবং একজন সিভিক ভলান্টিয়ার। সেই সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় এমভিঅফিসার, সিভিক ভলান্টিয়ার ও লরি চালক পিষ্ট হয়ে যায়। দুর্ঘটনার পর তিনজনকে প্রথমে স্থানীয় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে তাঁদের হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই মৃত্যু হয়। মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
26Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা