মুর্শিদাবাদের নওদার দুর্লভপুরের দক্ষিণপাড়ায় ভোটার লিস্টে নাম রয়েছে বাংলাদেশের জঙ্গি সাব শেখ ওরফে শাদ রবির। গত, মঙ্গলবার অসম রাইফেলস এবং এসটিএফ, কেরল থেকে তাকে গ্রেপ্তার করে। তার সঙ্গে আরও দুই জঙ্গিকেও গ্রেপ্তার করা হয়। তারা হরিহরপাড়ায় থাকত বলে জানা গিয়েছে। আনসারুল্লা বাংলা টিম (এবিটি) ও জেএমবি’র সঙ্গে তাদের যোগ রয়েছে, বলে জানা গিয়েছে। নওদার ভোটার সাব শেখের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ মিলেছে। সে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নেতাদের সঙ্গে বিভিন্ন অ্যাপের মাধ্যমে কথা বলত বলেও জানা গিয়েছে।
ভক্তরা ঠিকমতো পোশাক পরে মন্দিরে আসছে না। তাই পোশাকবিধি চালু করল উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দির কর্তৃপক্ষ। এবার থেকে মন্দিরে প্রবেশ করতে গেলে ভক্তদের ‘ভদ্র পোশাক’ পরে আসতে হবে। মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট ও নাইট স্যুট(রাতপোশাক) পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। কর্তৃপক্ষের দাবি, এইধরনের পোশাক পরে প্রবেশ করলে মন্দিরের পবিত্রতা ও মর্যাদা ক্ষুণ্ণ হয়। পোশাকবিধি নিয়ে একটি বিবৃতি জারি করেছে বাঁকে বিহারি মন্দির কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, ‘মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট বা রাতপোশাকের মতো জামাকাপড় মন্দিরের পক্ষে উপযুক্ত নয়। এতে স্থানটির পবিত্রতা এবং মর্যাদা নষ্ট হয়। আমাদের অনুরোধ, সকলে ভদ্র পোশাক পরে মন্দিরে আসবেন।’ এই বার্তাই ব্যানারের মাধ্যমে বৃন্দাবনের রাস্তায় টাঙিয়ে দেওয়া হয়েছে। এমনকী সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়ে প্রচার চালাচ্ছে মন্দির কর্তৃপক্ষ। প্রতিবছর ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত, বিশেষ করে ইংরেজি শুভ নববর্ষের সময়ে বাঁকে বিহারি মন্দিরে একটু বেশিই ভিড় হয়। দেশের নানা প্রান্ত থেকেই এই সময়ে পুজো দিতে যান ভক্তরা। অনেকেই পোশাকবিধি না মেনে মন্দিরে প্রবেশ করেন। সেটা রুখতেই এই বিশেষ নির্দেশিকা জারি করেছে মন্দির কর্তৃপক্ষ। বৃন্দাবনে বাঁকে বিহারি মন্দিরের জনপ্রিয়তা প্রথম থেকেই। এই মন্দিরে কৃষ্ণ এবং রাধার সম্মিলিত রূপকে পুজো করা হয়।
2024-12-22 14:17:15আরও বিপাকে পড়লেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামি লীগ নেত্রী ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে তদন্ত শুরু করল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ওরফে দুদক। আজ, রবিবার এই বিষয়ে সংবাদমাধ্যমে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আখতারুল ইসলাম। তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর ছেলের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চলতি বছরের ৫ আগস্ট গণঅভ্যুথানের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন মুজিব কন্যা। সেদিনই বিশেষ বিমানে করে ভারতে আসেন হাসিনা। তারপর থেকেই তাঁর ও আওয়ামি লীগের একাধিক নেতার বিরুদ্ধে নানা মামলা দায়ের হয়েছে বাংলাদেশের একাধিক থানায় কিংবা আদালতে। সবকটি মামলার তদন্তও চলছে। জেলে বন্দি রয়েছেন তাঁর দলের বহু নেতা। এর মাঝে বিদেশে টাকা পাচারের অভিযোগে হাসিনা ও তাঁর ছেলে জয়ের বিরুদ্ধে তদন্তে নামল দুর্নীতি দমন কমিশন। যার ফলে আরও বিপাকে পড়লেন শেখ হাসিনা। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। এর আগে গত মঙ্গলবার ৯টি প্রকল্পে ৮০ হাজার কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.১৮ টাকা | ৮৫.৯২ টাকা |
পাউন্ড | ১০৫.০৫ টাকা | ১০৮.৭৮ টাকা |
ইউরো | ৮৭.০৪ টাকা | ৯০.৪১ টাকা |