Bartaman Patrika
 

আল্পসের পাহাড়চূড়ায় 

পার্বত্য প্রাচীরের ফাঁকফোঁকড় দিয়ে উঁকি মারছে শ্বেতশুভ্র হিমশৃঙ্গ। এর মাঝখানে বিস্তৃত সমতল ক্ষেত্র। যার বুকে জেগে রয়েছে দুই যমজ হ্রদ ব্রিয়েনজ আর সুন।

অয়ন গঙ্গোপাধ্যায়: আল্পস পর্বতমালায় অপার সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই গ্রীষ্মের ছুটিতে চলুন সুইজারল্যান্ড। প্রকৃতির স্বপ্নলোক ছবির মতো সুন্দর ইউরোপের সুইজারল্যান্ড দেশ দর্শনের সুপ্ত বাসনা সব পর্যটকদের মনের কোণে লুকিয়ে থাকে। ঋতুভেদে রূপ পাল্টায় এখানকার প্রকৃতি। তবে গ্রীষ্মের মরশুম এই দেশ ভ্রমণের সেরা সময়। গ্রীষ্মেও শীতের চাদরে মোড়া থাকে সুইজারল্যান্ড। ফুলে-ফুলে ভরে যায় পাহাড়ের ঢাল, উপত্যকা, হ্রদের তীর। এই দেশে অনেক দর্শনীয় স্থান। তার থেকে বাছাই করে সেরা গন্তব্যগুলো দিন সাতেকের ছোট সফরসূচিতে অনায়াসেই ঘুরে আসা যায়।
দিল্লি থেকে সুইস এয়ারের বিমান যাচ্ছে সরাসরি জুরিখ। ঘণ্টা সাতেকের এই বিমানযাত্রার শেষে পৌঁছবেন সুইজারল্যান্ডের পর্যটক-প্রিয় শহর জুরিখ। পাহাড় ঘেরা সাজানো শহরটার সৌন্দর্য বাড়িয়েছে জুরিখ হ্রদ। শহরের মধ্যেই এর অবস্থান। জলে ভেসে বেড়ানোর জন্য রয়েছে নানা ধরনের বোট ক্রুজ। শহরে দেখবেন ফ্রউমুনস্টার চার্চ, গ্রসমুনস্টার চার্চ, বাহানফস্ট্রাসে শপিং স্ট্রিট, জুরিখ জুলজিক্যাল গার্ডেন। একদিনেই শহরটা ঘুরে নেওয়া যায়। শহরে একাধিক সুইস ঘড়ি আর বিখ্যাত সুইস চকোলেটের দোকান রয়েছে। এখানকার লিন্ডট কোম্পানির চকোলেটের স্বাদ ও বৈচিত্র্য অতুলনীয়। সুইজারল্যান্ডের সৌন্দর্যময় প্রকৃতির প্রায় সবটাই জড়ো হয়ে রয়েছে দেশের মধ্যভাগে। এই অংশেই রয়েছে আল্পস পর্বতমালার ঘেরাটোপে বন্দি অনবদ্য সব দর্শনীয় স্থান। জুরিখ থেকে পথ গিয়েছে ১০৫ কিলোমিটার দূরের এঞ্জেলবার্গ। এই যাত্রাপথের দু’পাশে ছড়িয়ে রয়েছে পাহাড়ি সৌন্দর্যের মায়াবী ক্যানভাস। জুরিখ থেকে ট্রেনও আসছে এঞ্জেলবার্গ। এক্ষেত্রে ট্রেন বদলাতে হবে লুসার্নে। পাহাড়, উপত্যকা পেরিয়ে এই রেলসফরের অভিজ্ঞতাও মনে রাখার মতো। মাউন্ট টিটলিসের পাদদেশে অপরূপ এক গঞ্জ এঞ্জেলবার্গ। পাহাড়ের ঢালে ঢেউ খেলানো সবুজ ঘাসের গালিচা পাতা। তারই বুকে ছায়া মেলেছে দীর্ঘকায় অ্যালপাইন গাছগাছালি। পুরো জনপদটা ঠিক যেন পিকচার পোস্ট কার্ড। পায়ে হেঁটে দেখে নিন বেনেডিকটাইন মনাস্ট্রি, হেরিটেজ ফোক মিউজিয়াম, ট্রুবসে হ্রদ, চিজ ফ্যাক্টরি। এঞ্জেলবার্গ থেকে কেবলকার চেপে পৌঁছবেন মাউন্ট টিটলিস হিমশৃঙ্গের কোলে। কেবলকার থামবে বরফের দুনিয়া টপ স্টেশনে। সেখানে হাতের নাগালেই টিটলিস হিমশৃঙ্গ। বরফে ঢাকা হিমবাহের উপর রয়েছে গ্লেসিয়ার পার্ক। এছাড়াও এখানে অন্য আকর্ষণ স্নো ব্রিজ, আইস ফ্লায়ার, চেয়ার লিফট, গ্লেসিয়ার গ্রোটো বরফ গুহা। এই বরফ গুহায় রয়েছে বরফের তৈরি নানা শিল্পকর্ম। উপর থেকে টিটলিস সহ আল্পসের অন্যান্য হিমশৃঙ্গরাজি দৃশ্যমান। এই অধিক উচ্চতায় রয়েছে ওয়েদার রিসার্চ সেন্টার। টপ স্টেশনে রেস্তরাঁ, গিফট শপও রয়েছে।
এঞ্জেলবার্গ থেকে চলুন ৮৬ কিলোমিটার দূরের ইন্টারলাকেন। এই পথটা গাড়ি বা বাসে যেতে হবে। পাহাড়ি পথযাত্রার শেষে পৌঁছবেন প্রকৃতির খেলাঘর এক অনিন্দ্যসুন্দর জনপদ ইন্টারলাকেন। চারপাশে ঘিরে আছে পাহাড়ের প্রাচীর। তার ফাঁকফোঁকড় দিয়ে উঁকি মারছে শ্বেতশুভ্র হিমশৃঙ্গ। এর মাঝখানে ছড়িয়ে আছে বিস্তৃত সমতল ক্ষেত্র। যার বুকে জেগে রয়েছে দুই যমজ হ্রদ ব্রিয়েনজ আর সুন। এমনই মায়াবী প্রকৃতির সান্নিধ্যে গড়ে উঠেছে ইন্টারলাকেন। প্রথম দর্শনেই এই পর্যটন কেন্দ্রের প্রেমে পড়ে যাবেন। পায়ে হেঁটে ঘুরে বেড়াতে পারেন অচেনা গ্রাম্য পথে। এখানে রাত কাটিয়ে দেখে নিন ইয়ুংফ্রাউ পার্ক, চার্চ, শপিং স্ট্রিট। মাউন্টেন টয়ট্রেনে চেপে ঘুরে আসা যায় পাহাড়ের উপর সিনিগ প্ল্যাটে, হার্ভার কুলম থেকে। এঞ্জেলবার্গ, ইন্টারলাকেন এই দুই জায়গায় থাকার জন্য হোটেল, হোম স্টে, রিসর্ট রয়েছে।
ইন্টারলাকেন অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্যও বিখ্যাত। ট্রেকিং, হাইকিং, প্যারাগ্লাইডিং হয় এখানে। হ্রদের জলে বোটিং করতে পারেন। এখান থেকেই দিনে দিনে ঘুরে আসা যায় এই অঞ্চলের সব থেকে আকর্ষক দৃষ্টিনন্দন গন্তব্য ইয়ুংফ্রাউ ইয়ক থেকে। ইন্টারলাকেন থেকে প্রথমে ট্রেন বা বাসে চলুন ২০ কিলোমিটার দূরের গ্রিনডেল ওয়ার্ল্ড। পাহাড়ের গায়ে সাজানো নির্জন এই গ্রাম যেন প্রকৃতির স্বর্গলোক। ফুলবাগানে সাজানো ছোট ছোট কাঠের তৈরি বাংলোধর্মী বাড়ি পাহাড়ের ঢালে অবস্থিত। এর মধ্যে স্থানীয় বসতবাড়ির সঙ্গে হোটেলও রয়েছে। গ্রিনডেল ওয়ার্ল্ড থেকে কেবলকারে চেপে দেখে নিন ফার্স্ট গিরিশিরা, ফিংস্টেগ। গ্রিনডেল ওয়াল্ড থেকে পাহাড়ি রেলে চেপে এরপর গন্তব্য ১৮ কিলোমিটার দূরের ক্লেইন শেইডেক। চারপাশে চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য। এখান থেকে ট্রেন বদলে চলুন ৯ কিলোমিটার দূরে পাহাড়ের মাথায় ইয়ুংফ্রাউ ইয়ক। সেখানে পৌঁছে হারিয়ে যান বরফ রাজ্যে। এটি ইউরোপের সর্বোচ্চ রেলস্টেশন। উচ্চতা ৩ হাজার ৪৫৪ মিটার। এখানে হাতের মুঠোয় ধরা দেবে আল্পস পর্বতমালার ইগার, মনচ, ইয়ুংফ্রাউ হিমশৃঙ্গ। ইয়ুংফ্রাউইয়কে দ্রষ্টব্য আইস প্যালেস গ্লেসিয়ার, কেভ স্ফিংস ভিউ পয়েন্ট প্রভৃতি। এখান থেকে বিস্তৃত হিমবাহ আর অপরূপ তুষার সাম্রাজ্য দৃশ্যমান। এই অধিক উচ্চতায় রেস্তরাঁ, গিফট শপ, টয়লেট, মেডিক্যাল হেল্পের ব্যবস্থা রয়েছে। স্টেশনে নেমে তারপর লিফট চেপে পৌঁছবেন আরও উপরে বরফের দুনিয়ায়। ইয়ুংফ্রাউইয়ক বেড়িয়ে ফিরে আসুন ইন্টারলাকেন। সেখান থেকে রেলপথে জুরিখ ১১৮ কিমি। পার্বত্য প্রকৃতিতে এই রেল সফর অতুলনীয়। 
21st  April, 2019
জলদাপাড়ায় সাফারির খরচ  বাড়ল 

এক শৃঙ্গ গণ্ডারের আবাস ভূমি জলদাপাড়া। এখানে জঙ্গল সাফারিতে পরিবর্তন হচ্ছে ভ্রমণের সময়। পাশাপাশি বাড়ছে খরচও।  জঙ্গল ভ্রমণ মহার্ঘ্য হলে হাতি ও জিপ সাফারির সময় কমছে আধ ঘণ্টা করে।  
বিশদ

05th  May, 2019
মন্দারমণির হাতছানি 

‘To one who has been long in city pent’
— John Keats
কবি জন কিটস তার কবিতায় সেই সমস্ত মানুষের কাছে আর্জি জানিয়েছিলেন, যাঁরা দীর্ঘদিন এই শহরের খাঁচায় আবদ্ধ, শহরের কোলাহলপূর্ণ ব্যস্ত সময় আর বিষবাষ্পে নিমজ্জিত হয়ে যাঁদের জর্জরিত প্রাণ, ক্লান্ত হৃদয় এক মুহূর্তের জন্য খুঁজে নিতে চায় এক সুনীল আকাশ, কলুষতাহীন নির্মল বাতাস, সবুজ পৃথিবী— তাঁদের কাছেই কবির আবেদন, একবার যাওয়ার জন্য শহরের শেষ প্রান্তে, কোনও সবুজের গালিচায় মোড়া গ্রামে।  
বিশদ

05th  May, 2019
কুমায়ুনের ৩ ঠিকানা 

অয়ন গঙ্গোপাধ্যায়: গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে বাঁচতে চলুন কয়েকদিন পাহাড়ের কোলে কাটিয়ে আসি। ভাবছেন কোথায় যাবেন? হ্রদ, পাহাড়, অরণ্যে সাজানো নিরালা প্রকৃতির সান্নিধ্য পেতে কুমায়ুন হিমালয়ে যাওয়াই যেতে পারে। এই পর্বের বেড়ানো শুরু হোক নৈনিতাল থেকে।  
বিশদ

05th  May, 2019
হর-কি-দুন 

এ পথটি গাড়োয়ালের মাঝে খুবই জনপ্রিয় ট্রেকরুট। সান্দাকাফু ও পিণ্ডারি জিরো পয়েন্টে যাওয়ার মতো এপথেও প্রতিবছর বহু পর্বত পদযাত্রীর সমাগম হয়। থাকা ও খাওয়ার সামান্য ব্যবস্থাসহ রয়েছে সুন্দর পথঘাট। গ্রাম, জঙ্গল, বুগিয়াল, হিমবাহ, আবার হিমবাহ ছাড়িয়ে তুষারাবৃত পর্বতচূড়ার হাতছানি সবই আছে এই অল্পদিনের সহজ ট্রেকিং প্রোগ্রামে। এছাড়াও ওসলা গ্রামে দুর্যোধনের মন্দির দর্শন এক বাড়তি পাওনা হবে। ট্রেনে দেরাদুন। দেরাদুন থেকে বাসে শাঁকরি (দূরত্ব ২১২ কিমি)। শাঁকরি থেকে সেদিনই জিপে তালুকা পৌঁছে যাবেন (দূরত্ব ১১ কিমি)। 
 
বিশদ

21st  April, 2019
বিনোদনের দুনিয়া সেন্তোসা দ্বীপ 

দ্বীপের নাম সেন্তোসা। সেখানে পা দিলেই বয়স বাঁধা পড়ে যায় বিনোদনের মায়াজালে। সিঙ্গাপুর শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে সাগরজলে ঘেরা এই সবুজ দ্বীপ। কলকাতা থেকে সরাসরি বিমান যাচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে। 
বিশদ

07th  April, 2019
সড়ক পথে সরাসরি বকখালি 

বাংলার সমুদ্র সৈকতের মধ্যে দিঘার জনপ্রিয়তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আর এক সমুদ্র সৈকত বকখালি সুন্দর হলেও পর্যটকের আনাগোনাটা আশানুরূপ নয়। এবার বোধহয় সেই আফশোস ঘুচতে চলেছে। 
বিশদ

07th  April, 2019
 জঙ্গল সাফারির বুকিং অনলাইনে  

উত্তর-পূর্ব ভারতে প্রথম অনলাই নে সাফারির টিকিট বুকিং চালু হচ্ছে জলদাপাড়ায়।খুব শীঘ্রই এই ব্যবস্থা চালু হবে বলে জানান ডিএফও।  
বিশদ

07th  April, 2019
চিলির প্রাচীন ভাস্কর্য ধ্বংসের মুখে  

চিলি ভ্রমণে গিয়ে সার সার বিশালাকার পাথরের মূর্তিগুলি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। কিন্তু এই ভাস্কর্যগুলি নষ্ট হয়ে যেতে বসেছে। চিলির ইস্টার আইল্যান্ডে পাথর খোদাই ভাস্কর্যগুলি সাগর পাড়ে লাইন দিয়ে দাঁড়িয়ে।  
বিশদ

07th  April, 2019
এই গরমে কুল ডেস্টিনেশন
সাংলা 

গরমে পালাই পালাই মন। ৩৮/৪০ ডিগ্রির অসহনীয় দহন থেকে বাঁচতে শুধু এসির সান্নিধ্যে থাকা নয়, মনেরও মুক্তি দরকার। এই গ্রীষ্মে মনের মুক্তিতে হিমাচল হতে পারে আপনার ‘কুল ডেস্টিনেশন’। 
বিশদ

07th  April, 2019
চীনে বসন্তে

ঘরের পাশেই পড়শি দেশ চীন। বসন্তে সে দেশের প্রকৃতি ফুলের সাজে সেজে ওঠে। সেই অপরূপ দৃশ্য দেখতে এই সময় চীনে পর্যটকদের ঢল নামে। চীনে অজস্র দর্শনীয় স্থান রয়েছে। তবে ভারতীয় পর্যটকদের সে দেশে ঘোরাফেরা সীমাবদ্ধ থাকে বেনিং, কুনমিং, লাসা, সাংহাই, শিয়ানের মধ্যে। চীনের রাজধানী বেজিংয়ের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে তিয়েন আনমেন স্কোয়্যার, চীনের প্রাচীরের ছবি। বেজিং শহরটাও দেখার মতো।
বিশদ

17th  March, 2019
 টেক রুট
বাগিনি হিমবাহ

 নন্দাদেবী জাতীয় উদ্যানের উত্তরদিকের গায়ে বাগিনি হিমবাহের বিস্তার। স্বভাবতই এই হিমবাহের মাঝে পৌঁছে নন্দাদেবী স্যাংচুয়ারির আউটার ওয়ালের উপর অবস্থিত বহু প্রসিদ্ধ শৃঙ্গমালাকে কাছ থেকে দেখা যাবে। ট্রেনে হরিদ্বার। তারপর বাসে যোশিমঠ (দূরত্ব ২৭৮ কিমি)। যোশিমঠ থেকে মালারিগামী জিপে ৪০ কিমি দূরে জুমা গ্রাম। জুমা থেকে সেদিনই হাঁটা শুরু করা যায়। প্রথম দিন জুমা-রুইং (২২৮৬ মি)— ৩ কিমি।
বিশদ

17th  March, 2019
রেকর্ডে শেষ
বর্ণময় কুম্ভ

বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ ‘কুম্ভমেলা’ সমাপ্তি ঘোষণা করা হল শিবরাত্রি মহাস্নানের পর। ইউনেস্কো এই মেলাকে বৃহত্তর ধর্মীয় মেলার স্বীকৃতি দিয়েছে। ১৫ জানুয়ারি শুরু হওয়া ৪৯ দিনের এই বৃহৎ ধর্মীয় সমাবেশ শেষে অনুমান ২৪ কোটি মানুষের আগমন ঘটেছিল। এবারের কুম্ভে তিনটি শাহি স্নান ও তিনটি পর্ব স্নান ছিল। বিশদ

17th  March, 2019
কলকাতায় আই আই টি এম ২০১৯ 

 কলকাতা পর্যটন শিল্পের যে বড় বাজার তা বুঝে গেছে দেশের সব রাজ্য। সামার সিজনে এ রাজ্য থেকে ভালো ব্যবসা পাবার লক্ষ্যে সম্প্রতি সায়েন্স সিটিতে আয়োজন করা হয়েছিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল মার্টের।  
বিশদ

03rd  March, 2019
মন উড়ানের ভ্রমণ মেলা 

ভ্রমণ এখন বাঙালির শিরা-উপশিরায়। সেই আবেগকে মূলধন করে রমরম করে চলছে পর্যটন ব্যবসা। কোনও দিনক্ষণ নয়, দিন দুয়েকের ছুটিতেই উঠল বাই তো কটক যাই। সাপ্তাহান্তিক পর্যটনের চাহিদা বর্তমানে অনেক বেশি। তবুও সামনে ‘সামার ভেকেশনে’ পর্যটন মরসুমের কথা মাথায় রেখে কলকাতায় অনুষ্ঠিত হল প্রথম ‘সামার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার’ অর্থাৎ সামার টিটিএফ। 
বিশদ

03rd  March, 2019

Pages: 12345

একনজরে
 নয়াদিল্লি, ২১ জানুয়ারি (পিটিআই): শিরোমণি অকালি দল সরে গেলেও দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধেছে জেডিইউ। সোমবারই সেই ঘোষণা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি ...

নয়াদিল্লি, ২১ জানুয়ারি: আগামী শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু করছে ভারত। গ্লেন টার্নার-রিচার্ড হ্যাডলিদের দেশে পাঁচটি টি-২০, তিনটি একদিনের ম্যাচ এবং দু’টি টেস্ট খেলবে বিরাট ...

 বিএনএ, বারাকপুর: বারাকপুর শিল্পাঞ্চলে আরও একটি জুট মিল বন্ধ হয়ে গেল। মঙ্গলবার সকালে টিটাগড়ের এম্পায়ার জুট মিল কর্তৃপক্ষ সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয়। এতে কাজ হারালেন প্রায় দুই হাজার শ্রমিক। মিল বন্ধের প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান শ্রমিকরা। ...

সংবাদদাতা, ইংলিশবাজার: রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে প্রচারের হাতিয়ার এখন ছাত্র-যুব উৎসব। জনস্বার্থে রাজ্য সরকার যেসব কর্মসূচি নিয়েছে সেসব নিয়ে অনুষ্ঠান পরিবেশন করে এই উৎসবে অংশগ্রহণকারীরা। মালদহ জেলাও তার ব্যতিক্রম নয়।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মরতদের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা ও ব্যবহারে সংযত থাকা দরকার। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৬৬: মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যু
১৯০০ - টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ডেভিট এ্যাডওয়ার্ড হিউজ।
১৯০১: রানি ভিক্টোরিয়ার মৃত্যু
১৯২৭ - প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার।
১৯৭২: অভিনেত্রী নম্রতা শিরোদকরের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৬ টাকা ৭২.০৬ টাকা
পাউন্ড ৯০.৯৮ টাকা ৯৪.২৫ টাকা
ইউরো ৭৭.৫৪ টাকা ৮০.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৫৩০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৪৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯,০৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ মাঘ ১৪২৬, ২২ জানুয়ারি ২০২০, বুধবার, ত্রয়োদশী ৪৮/৩৬ রাত্রি ১/৪৯। মূলা ৪৪/৫৩ রাত্রি ১২/২০। সূ উ ৬/২২/৩৮, অ ৫/১৩/২৬, অমৃতযোগ দিবা ৭/৪৯ মধ্যে পুনঃ ১০/০ গতে ১১/২৬ মধ্যে পুনঃ ৩/২ গতে ৪/২৮ মধ্যে। রাত্রি ৬/৫ গতে ৮/৪৩ মধ্যে পুনঃ ২/০ গতে উদয়াবধি। বারবেলা ৯/৫ গতে ১০/২৬ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ১/৯ মধ্যে। কালরাত্রি ৩/৬ গতে ৪/৪৪ মধ্যে।
৭ মাঘ ১৪২৬, ২২ জানুয়ারি ২০২০, বুধবার, ত্রয়োদশী ৮৯/২৭/৪৪ রাত্রী ২/১৩/৯। মূলা ৪৬/৪২/৪৪ রাত্রি ১/৭/৯। সূ উ ৬/২৬/৩, অ ৫/১১/৩৯, অমৃতযোগ দিবা ৭/৪৭ মধ্যে ও ১০/০ গতে ৪/৩৯ মধ্যে এবং রাত্রি ৬/১৫ গতে ৮/৫০ মধ্যে ও ২/০ গতে ৬/২৬ মধ্যে। কালবেলা ৯/৭/২৭ গতে ১০/২৮/৯ মধ্যে, কালরাত্রি ৩/৭/২৭ গতে ৪/৪৬/৪৫ মধ্যে।
 ২৬ জমাদিয়ল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: ব্যবসায় অর্থাগম হবে। বৃষ: কর্মপ্রার্থীদের শুভ যোগাযোগ ঘটবে। মিথুন: ব্যবসায় উন্নতি ও ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৬৬৬: মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যু১৯০০ - টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ...বিশদ

07:03:20 PM

রাস্তা সম্প্রসারণের জন্য জবরদখল উচ্ছেদ, গায়ে আগুন লাগালেন মহিলা 
রাস্তা সম্প্রসারণের জন্য জবর দখল উচ্ছেদের চেষ্টা পুলিস ও প্রশাসনের। ...বিশদ

04:27:00 PM

কলকাতা বইমেলার জন্য শুরু হল অ্যাপ, রয়েছে স্টল খুঁজে পাওয়ার সুবিধাও 

04:13:45 PM

কৃষ্ণনগরে এনআরসি বিরোধিতায় শুরু হল মিছিল, রয়েছেন রাজীব বন্দ্যেপাধ্যায় এবং মহুয়া মৈত্র 

04:02:00 PM

২০৮ পয়েন্ট পড়ল সেনসেক্স 

03:58:42 PM