Bartaman Patrika
 

৩০শে বিশ্বজাল
দেবজ্যোতি রায়

‘যা বেবি দৌড়ে যাবি শিখবি মাল্টিমিডিয়া/ গুবলু গাবলু স্বপ্নে পেল ডব্লু ডব্লু আইডিয়া/ ইমেলে যুক্ত হল হনুলুলু হলদিয়া/ দুনিয়া ডট কম দুনিয়া ডট কম দুনিয়া ডট কম...’
বেশ কয়েক বছর আগে চন্দ্রবিন্দু ব্যান্ডের এই গানটি সারবত্তার জেরে শ্রোতা মহলে সাড়া ফেলেছিল। তখন ইন্টারনেট এখনকার মতো সহজলভ্য হয়নি বা হাতের মুঠোয় আসেনি। আমাদের রাজ্যে ইন্টারনেট অ্যাক্সেস পেতে গেলে তখন ভরসা বলতে সাইবার ক্যাফে, দাদা-দিদিদের অফিস বা ইউনিভার্সিটির ল্যাব। দেশের প্রযুক্তি, বাণিজ্য নগরী বা হাইটেক সিটি বাদ দিলে বাকি দেশের অবস্থা মোটামুটি একই রকম। যে কারণে নেট নির্ভর প্রযুক্তি ও তার ব্যবহারও এতটা গতি পায়নি। কিন্তু, ‘ডব্লু ডব্লু আইডিয়া’ আর ‘দুনিয়া ডট কম’-কে বিজ্ঞানী-গবেষকরা এক সুতোয় বেঁধে যে বিপ্লব ঘটিয়ে ফেলেছেন, তা ভালোই টের পাওয়া গিয়েছিল। তা না হলে হনুলুলুর সঙ্গে হলদিয়ার যোগসূত্র কীভাবেই বা স্থাপিত হবে! কীভাবেই বা হবে আজকের এই ‘গ্লোবাল ভিলেজ’।
আসলে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্যসমূহকে এক জায়গা থেকে অ্যাক্সেস বা ব্যবহার করার কাজটি করে ফেলেছিলেন ৩৩ বছরের ব্রিটিশ বিজ্ঞানী তথা সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্যার টিম বার্নার্স-লি। আজ থেকে তিন দশক আগে। ১৯৮৯ সালে। ১২ মার্চ সেই যুগান্তকারী আবিষ্কার ‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব’ (WWW বা ডব্লু থ্রি) ৩০ বছর পূর্ণ করল। ন’য়ের দশকের শেষে বিশ্বব্যাপী তথ্যের ভাঁড়ার সৃষ্টির পর থেকে আমাজন, টেমস বা গঙ্গা দিয়ে বহু জল গড়িয়েছে। ব্যাপক অগ্রগতি ঘটেছে সফটওয়্যার, তথ্যপ্রযুক্তি বা ইন্টারনেট নির্ভর প্রযুক্তির ক্ষেত্রে। কিন্তু, ১৯৮৯ সালে আজকের এই ডব্লুডব্লুডব্লু তৈরির কাজটা মোটেই সহজ ছিল না।
এককথায় কাজের জগতে ‘হতাশা’ থেকেই তৈরি হয়েছিল ‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব’। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক হওয়ার পর ‘সার্ন’-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে যোগ দেন বার্নার্স-লি। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ‘ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ’। যা সার্ন নামেই পরিচিত। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা গবেষণার জন্য এখানে আসেন। কিন্তু সে সময় বার্নার্স-লি লক্ষ করেন, তথ্য আদান-প্রদানের ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে গবেষক বিজ্ঞানীদের। কারণ, সে সময় বিভিন্ন তথ্য বিভিন্ন কম্পিউটারে রাখা থাকত। আর তা পেতে গেলে আলাদা আলাদা কম্পিউটার লগ অন করতে হচ্ছে গবেষকদের। যার জেরে কাজের সময় নষ্ট হচ্ছে। আসছে বিরক্তি, হতাশা। বার্নার্স-লির কথায়, ‘এর থেকে বেশি সহজ ছিল কফি পানের সময় প্রয়োজনীয় তথ্য জিজ্ঞাসা করে নেওয়া।’
আর এই হতাশা থেকেই ১৯৮৯ সালের ৪ মার্চ বস মাইক সেন্ডেলের কাছে একটি প্রস্তাব জমা দেন বার্নার্স-লি। সেটি ছিল আজকের ডব্লুডব্লুডব্লু তৈরি করতে ‘ইনফরমেশন ম্যনেজমেন্ট : আ প্রপোজাল’। প্রস্তাবটি পড়ে সেদিন কিছু আঁচ করতে পারেননি সেন্ডেল। শুধু লিখেছিলেন, ‘ভেগ বাট এক্সাইটিং’। অর্থাৎ, ‘ অস্পষ্ট হলেও রোমাঞ্চকর’। আর সেই নোটের সবার শেষে লেখা ছিল, ‘অ্যান্ড নাও?’ অতএব এরপর কী? এরপরেই সহকর্মীদের নিয়ে ‘হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ’ (এইচটিএমএল) লিখতে শুরু করলেন বার্নার্স-লি। তৈরি করা হল ‘হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল’ (এইচটিটিপি)। আর ‘ইউনিফর্ম রিসোর্স লোকেটর’ (ইউআরএল)-কে ভর করে ১২ মার্চ আত্মপ্রকাশ করল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ডব্লুডব্লুডব্লু নাম চূড়ান্ত হওয়ার আগে যে নামগুলি ভাবা হয়েছিল— ‘মাইন অব ইনফরমেশন’, ‘দ্য ইনফরমেশন মাইন’, ‘ইনফরমেশন মেশ’।
এরপর ১৯৯১ সালে তৈরি হল প্রথম ওয়েবসাইট, যা আজও অনলাইন রয়েছে। info.cern.ch. ওয়েবসাইট অ্যাক্সেস বা সার্চ করতে গেলে তো ব্রাউজার প্রয়োজন। বার্নার্স-লি ও তাঁর টিম ১৯৯২ সালে তৈরি করল প্রথম ওয়েব ব্রাউজার বা পেজ এডিটর ‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডট অ্যাপ’। যা আজকের মতো ঝাঁ চকচকে ছিল না। এটা ছিল ‘লাইন-মোড’ ব্রাউজার। আর ওই বছরই সেই ওয়েব সাইটে প্রথম যে ছবিটি আপলোড হয়েছিল তা হল, সার্নের মহিলা কর্মীদের নিয়ে গঠিত গানের ব্যান্ড ‘লেস হরিবলস সার্নেটস’ (এলএইচসি)-এর চার মহিলার পোজ দেওয়া ফোটো বা পোস্টার। ডব্লুডব্লুডব্লু-র ৩০ বছর পূর্তিকে স্যালুট জানিয়ে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল একটি ‘ডুডল’ও তৈরি করেছিল।
এ প্রসঙ্গে বলে রাখি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর ইন্টারনেট কিন্তু এক নয়। বেশিরভাগ ব্যক্তিই এই দু’টিকে এক বলে গুলিয়ে ফেলেন। স্বয়ং স্রষ্টা বার্নার্স-লি নিজেই এর ব্যাখ্যা দিয়েছেন। ইন্টারনেট হল, অসংখ্য কম্পিউটার একে অপরের সঙ্গে যুক্ত করে তৈরি একটি সুবিশাল নেটওয়ার্ক। যার অস্তিত্ব ডব্লুডব্লুডব্লু জন্মের বহু আগে থেকে রয়েছে। অন্যদিকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হল, এইচটিএমএল, ইউআরএল এবং এইচটিটিপি দিয়ে তৈরি একটি অনলাইন অ্যাপ্লিকেশন। স্যর বার্নার্স-লির দেওয়া প্রস্তাব কার্যকর করতে সার্ন-এর তেমন সময় না লাগলেও আমজনতার হাতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পৌঁছতে কিন্তু কিছুটা সময় লেগেছিল। তা পৌঁছেছিল আরও চার বছর পর। ১৯৯৩ সালে। যার মানে, ‘WWW’-র ঘরে ঘরে পৌঁছনোর বয়স হয়েছে সবে ২৬ বছর। এত অল্প সময়ের মধ্যেই ইন্টারনেট জয় করেছে গোটা বিশ্বকে।
তবে, আজকের এই ওয়েব দুনিয়া কখনই চাননি বার্নার্স-লি। বর্তমানে যে পদ্ধতি বা বাণিজ্যিকভাবে তার ব্যবহার এবং মুষ্টিমেয় কয়েকটি সংস্থা বা ব্যক্তি তার ফায়দা তুলছে, সেই লক্ষ্য নিয়ে কখনই ওয়েব তৈরি করেননি তিনি। বার্নার্স-লির কথায়, ‘প্রতি মুহূর্তে যে ওয়েবের জন্য কামনা প্রার্থনা করেছি, এই ওয়েব তা নয়।’ ২০১৮ সালে এক সাক্ষাৎকারে ওয়েব স্রষ্টা বলেছেন, ‘বৈষম্য ও বিভাজনের ইঞ্জিনে পরিণত হয়েছে এই ওয়েব। ক্ষমতাশালীরা তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করতে তাকে ব্যবহার করছে। আমি সর্বদা মনে করি, ওয়েব হল সবার জন্য। যে পরিবর্তন আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি, তা আরও ভালো ও সুসংবদ্ধ পৃথিবী তৈরি করেছে।’ আর সেকারণেই হয়তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জন্মদিনে জন্মস্থানের পাশ দিয়ে যাওয়া সময় থমকে গিয়েছিলেন বার্নার্স-লি। ট্যুইটে লিখেছিলেন, ‘‘গতকাল সার্নের আমার পুরনো অফিসের সামনে দাঁড়িয়েছিলাম, যেখানে আমি ডব্লুডব্লুডব্লু নিয়ে কাজ করেছি। তথ্য সংরক্ষণের উপর ‘ফর দ্য ওয়েব’ প্রজেক্টে সেখানে কাজ করছে জ্যাকব।’’ 
31st  March, 2019
অন্ধকারের উৎস হতে 
ডঃ দেবীপ্রসাদ দুয়ারী

কথায় আছে বাস্তব সত্য কল্পনার চেয়েও আশ্চর্য। তবে এক্ষেত্রে ঠিক কল্পনা নয়। ১৯১৫ সালে তাঁর সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্ব প্রকাশ করেন স্যার অ্যালবার্ট আইনস্টাইন। সেই তত্ত্ব অনুযায়ী, উঠে এল এমন একটি বিষয় যা কল্পবিজ্ঞান ছাড়া অন্য কিছু হতেই পারে না। 
বিশদ

12th  May, 2019
বাজার মাতাচ্ছে কোন
কোন ৬ জিবির মোবাইল

আমাদের কাছে মোবাইল এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ফোন করা নয় এখন গান শোনা, সিনেমা-টিভি দেখার পাশাপাশি গেমিংয়ের দুনিয়াতেও পা রেখেছে মোবাইল। বেশি অ্যাপ্লিকেশন ব্যবহার করার ফলে খুব স্বাভাবিকভাবেই প্রয়োজন বেশি র‌্যাম এবং স্টোরেজের।
বিশদ

02nd  May, 2019
 বছরের সেরা পোর্টেবল ব্লুটুথ স্পিকার

 হেডফোনের সীমাবদ্ধতাকে অতিক্রম করে গান শোনার জন্য স্পিকার একটি চমৎকার সমাধান। দিনে দিনে প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এইসমস্ত স্পিকারের মান ও গুণ। এগুলি যে কোনও পরিবেশ ও পরিস্থিতির জন্য মানানসই। স্পিকারের এই বিপুল সম্ভার থেকে গ্রাহকরা নিজের রুচি, চাহিদা, পছন্দ, এবং আগ্রহের উপর ভিত্তি করে যে কোনও একটি বেছে নিতে পারেন। সাম্প্রতিককালে বাজারে আসা এমনই কয়েকটি সেরা পোর্টেবল ব্লুটুথ স্পিকারের হাল-হকিকত দেওয়া হল আজকের প্রতিবেদনে।
বিশদ

14th  April, 2019
ধুলোঝড়েই মঙ্গলে ‘মৃত্যু’ অপরচুনিটির

বয়সের ভার ছিল গোটা যান্ত্রিক শরীরেই। কিন্তু, ধুলোঝড়টার সঙ্গে আর যুঝতে পারল না। ‘কথা’ বলার চেষ্টা করা হলেও জবাব আসেনি কোনও বার্তারই। শেষমেষ গত মাঝ ফেব্রুয়ারিতে দুঃসংবাদটা এল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’র পক্ষ থেকে। আনুষ্ঠানিকভাবে জানান হল, আর নেই ‘অপরচুনিটি’। মৃত্যু হয়েছে মঙ্গলযান রোভারটির।
বিশদ

14th  April, 2019
অ্যালিসা কার্সন এক স্বপ্নের নাম
মঙ্গলে মহিলা

সৌম্য নিয়োগী: ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর ডায়েরি, হলিউড সিনেমা বা কল্পবিজ্ঞানের গল্প পড়ে মহাকাশে যাওয়ার বাসনা কার না জন্মায়। বেড়ে উঠতেই তাঁদের অনেকেই বুঝে যান সেই স্বপ্নপূরণ অসম্ভব। তবু মায়াময় লাল গ্রহের হাতছানিকে উপেক্ষা করা দায়। হ্যাঁ, মঙ্গল গ্রহ। আকার-আকৃতিতে যার সঙ্গে পৃথিবীর অনেক সাদৃশ্য। একসময় এই গ্রহে জলের অস্তিত্ব ছিল বলেও ইতিমধ্যে দাবি করেছে নাসা।
বিশদ

14th  April, 2019
সস্তায় টেলিভিশনের সুলুক সন্ধান 

টিভি কিনবেন? কিন্তু দাম দেখে পকেটে ফোস্কা পড়ছে! আপনার বাজেট যদি কমবেশি ১৫ হাজার টাকা হয় তাহলে আপনার জন্য রইল সাধ্যের মধ্যে সেরা কিছু টিভি। 
বিশদ

31st  March, 2019
নিজের ছদ্মনাম ভুলে যেতেন বোর 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক লোকের মতো ডেনমার্কের বিখ্যাত বিজ্ঞানী নীলস বোর চলে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকায় তখন চলছে ‘ম্যানহাটন প্রজেক্ট’। এই ম্যানহাটন প্রজেক্ট হল পরমাণু বোমা তৈরির গোপন প্রচেষ্টা। 
বিশদ

31st  March, 2019
প্রয়াত ক্যালকুলেটরের
আবিষ্কর্তা মেরিম্যান 

প্রয়াত বৈদ্যুতিন ক্যালকুলেটরের আবিষ্কর্তা জেরি মেরিম্যান। বয়স হয়েছিল ৮৬ বছর। তিন মাস ডালাসের এক হাসপাতালে ভর্তি থাকার পর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র ও কিডনির সমস্যায় ভুগছিলেন মেরিম্যান।
বিশদ

31st  March, 2019
সস্তার ইয়ারফোনের হদিশ

বোট ২২০: আপনি যদি জোরে গান শোনার পাশাপাশি দুর্দান্ত বেসও চান তাহলে বোট ২২০ আপনার জন্য পারফেক্ট ইয়ারফোন। এটির ওয়্যার বা তার ট্যাঙ্গেলড ফ্রি। ফলে সহজে ছিঁড়বে না। পাশাপাশি, মেটালিক ফিনিশ হওয়ায় সহজেই মন কাড়বে আপনার। ৩.৫ এমএম জ্যাক রয়েছে ইয়ারফোনটিতে। 
বিশদ

10th  March, 2019
বিজ্ঞানীদের মজার কথা 
ভুলো মনের আইনস্টাইন

বিশ্ববরেণ্য বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, যাঁর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিখ্যাত সমীকরণ E=mc2. এই সমীকরণটিই বিশ্বের সামনে তুলে ধরেছিল ভর ও শক্তির সম্পর্ককে। বলা যায় এটিই হল পরমাণু শক্তি উৎপাদনের ভিত্তি।
বিশদ

10th  March, 2019
উন্মাদনার আর এক নাম পাবজি 
নীতীশ চক্রবর্তী

পরীক্ষার মরশুম। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার অপেক্ষায় দেশের তামাম পড়ুয়া। সেই উপলক্ষে তাদের ভীতি দূর করতে রাজধানীতে মোটিভেশনাল স্পিচের অনুষ্ঠান ‘পরীক্ষা পে চর্চা’র আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  
বিশদ

10th  March, 2019
বারাকপুরে প্রযুক্তি মেলা ‘স্প্লেন্ডোরা, ২০১৯’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১ এবং ২ মার্চ— দু’দিন ধরে চলল প্রযুক্তি মেলা ‘স্প্লেন্ডোরা, ২০১৯’। রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশন, বারাকপুর-এর তরফে দু’দিন ব্যাপী এই প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছিল। মেলার সূচনা করেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য।
বিশদ

04th  March, 2019
টেনইয়ার চ্যালেঞ্জের আড়ালে কি তথ্য পাচার?
দেবজ্যোতি রায়

কোটি কোটি মানুষের দেওয়া ওই ছবি ব্যবহার করা হচ্ছে কোনও ব্যবসায়িক লাভের জন্য? কিংবা আমাদের উপর নজরদারি চালাতেই কি মুখোশের আড়ালে সংগ্রহ করা হচ্ছে ওই বিপুল পরিমাণ ছবি-তথ্য! বিশদ

19th  February, 2019
আকর্ষনীয় ফিচার নিয়ে বাজারে এল বেশ কয়েকটি ফোন

স্যামসাং এম ৩০: শুরুটা করেছিল ধামাকা দিয়ে। স্যামসাং ফেব্রুয়ারি মাসের শেষটাও করতে চলেছে সেই ধামাকা দিয়েই। গোড়ার দিকে এম-১০ আর এম-২০ বাজারে এনে মধ্যবিত্ত ভারতীয়দের মন জয় করেছিল। এবার মাসের শেষে তুরুপের থুড়ি সিরিজের শেষ তাসটা (পড়তে হবে ফোন) আস্তিন থেকে বের করল এই দক্ষিণ কোরীয় সংস্থা। বিশদ

19th  February, 2019

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, গঙ্গারামপুর: যে রাধে সে যেমন চুলও বাঁধে, তেমনি যিনি চোর-ডাকাত-অপরাধীর পিছনে ছুটে বেড়ান, তিনি আবার সাহিত্যচর্চাও করেন। হরিরামপুর থানায় কর্তব্যরত পুলিস কর্মী তাপস মণ্ডল ডিউটির চাপ সামলেও সামান্য যেটুকু অবসর পেয়েছেন, তাতেই একটি বই লিখে ফেলেছেন।   ...

বিএনএ, কৃষ্ণনগর: নদীয়াজুড়ে এবার প্রকাশ্যে ধূমপান ও গুটখার বিরুদ্ধে অভিযানে নামবে জেলা স্বাস্থ্য দপ্তর। কিছু দিন আগেই এবিষয়ে আলোচনায় বসা হয়েছিল। গত প্রায় ছ’মাসে অভিযান ...

ইসলামাবাদ, ১৬ জানুয়ারি (পিটিআই): নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, মোশারফের হয়ে ৯০ পাতার পিটিশন দাখিল করেছেন তাঁর আইনজীবী। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কথা রাখতে ব্যর্থ মোহন বাগান কর্তারা। তাঁরা আনতে পারলেন না নতুন ইনভেস্টর কিংবা স্পনসর। শেষ পর্যন্ত এটিকের সঙ্গে সংযুক্তিকরণের পথেই হাঁটতে হল ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

গুরুজনের চিকিৎসায় বহু ব্যয়। ক্রোধ দমন করা উচিত। নানাভাবে অর্থ আগমনের সুযোগ। সহকর্মীদের সঙ্গে ঝগড়ায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৪১: মহান বিপ্লবী সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণ
১৯৪২: মার্কিন মুষ্টিযোদ্ধা মহম্মদ আলির জন্ম
১৯৪৫: গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের জন্ম
২০১০: কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯. ২০ টাকা ৭২.৩৪ টাকা
পাউন্ড ৯০.১৯ টাকা ৯৪.৫৮ টাকা
ইউরো ৭৭.১০ টাকা ৮০.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪০, ৩৯৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮, ৩২৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৮, ৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬, ৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬, ৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২ মাঘ ১৪২৬, ১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, সপ্তমী ২/৪০ দিবা ৭/২৮। চিত্রা ৪৭/৪ রাত্রি ১/১৩। সূ উ ৬/২৩/৭, অ ৫/৯/৫১, অমৃতযোগ দিবা ৭/৪৯ মধ্যে পুনঃ ৮/৩২ গতে ১০/৪১ মধ্যে পুনঃ ১২/৫০ গতে ২/১৭ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে অস্তাবধি। বারবেলা ৯/৪ গতে ১১/৪৫ মধ্যে। কালরাত্রি ৮/২৮ গতে ১০/৭ মধ্যে। 
২ মাঘ ১৪২৬, ১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, সপ্তমী ১২/৪/১৯ দিবা ১১/১৫/২৬। হস্তা ০/৩/৫ প্রাতঃ ৬/২৬/৫৬ পরে চিত্রা নক্ষত্র দং ৫৬/৯/৪১ শেষরাত্রি ৪/৫৩/৩৪। সূ উ ৬/২৫/৪২, অ ৫/৮/৫৬, অমৃতযোগ দিবা ৭/৪৮ মধ্যে ও ৮/৩২ গতে ১০/৪৩ মধ্যে ও ১২/৫৫ গতে ২/২৩ মধ্যে ও ৩/৫১ গতে ৫/৯ মধ্যে এবং রাত্রি ৭/৩ গতে ৮/৪৭ মধ্যে ও ৩/৪৪ গতে ৪/৩৬ মধ্যে। কালবেলা ১০/২৬/৫৫ গতে ১১/৪৭/১৯ মধ্যে, কালরাত্রি ৮/২৮/৮ গতে ১০/৭/৪৩ মধ্যে । 
মোসলেম: ২১ জমাদিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: নানাভাবে অর্থ আগমনের সুযোগ। বৃষ: নতুন কাজের সুযোগ। মিথুন: বিদেশ ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯৪১: মহান বিপ্লবী সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণ১৯৪২: মার্কিন মুষ্টিযোদ্ধা মহম্মদ আলির ...বিশদ

07:03:20 PM

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ৩৬ রানে জিতল 

09:55:34 PM

অস্ট্রেলিয়া ২৩৫/৫ (৪০ ওভার), টার্গেট ৩৪১ 

08:50:02 PM

অস্ট্রেলিয়া ১৫১/২ (২৬ ওভার), টার্গেট ৩৪১

07:46:57 PM

অস্ট্রেলিয়াকে ৩৪১ রানের টার্গেট দিল ভারত 

05:12:00 PM