Bartaman Patrika
বিনোদন
 

ফেস্টিভ্যালের ডায়েরি 

ভেজাল ছাড়া মনের খোরাক
উৎসবের নবমী। আছড়ে পড়ছে ভিড়। বৃহস্পতিবারও দুপুর গড়াতে না গড়াতেই জমজমাট নন্দন চত্বর। চলছে দেদার সিনেমা ভোজ। তার ফাঁকে ভূরি ভোজও। চত্বরের চাতাল নানাবিধ খাবারের গন্ধে ম ম। সিনেমা ও রসনার এহেন যুগলবন্দিতে নিপুণ সঙ্গত করে চলেছে ফিল্ম ক্লাবগুলি। বাংলা অ্যাকাডেমির চৌহদ্দির মধ্যে এবারেও সিনে-সম্ভার সাজিয়ে বসেছে সিনে সেন্ট্রাল, ভবানীপুর ফিল্ম সোসাইটি, ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া, সিনেমাথেক কলকাতার মতো সিনেচর্চার সংগঠনগুলি। ফুডকোর্ট ও বুককোর্টের এই সহাবস্থানকে তারিয়ে উপভোগ করছেন সিনেভুখ সমাজ। এঁদের মধ্যে কেউ ফিল্ম গবেষক, কেউ ছাত্র, কেউ আবার বিশ্বসিনেমার বিদগ্ধ দর্শক। যুগপৎ, মুখও নড়ছে, মনও ভরছে। এর মধ্যে কলকাতার অন্যতম প্রাচীন ফিল্মক্লাব সিনে সেন্ট্রাল আবার তাদের স্টলে নতুন করে সদস্য নেওয়া শুরু করেছে। সেই বার্তা ক্রমশ রটেছে উৎসব প্রাঙ্গণে। উৎসাহী ‘সিনে লাভার’দের দেখা গেল হাত, মুখ ধুয়ে-মুছে মন দিয়ে ফর্ম ভরতে ব্যস্ত। সিনে সেন্ট্রালের স্টলেই পাওয়া যাচ্ছে বিশ্ববন্দিত পরিচালকদের কালজয়ী সিনেমার ডিভিডি। একটা কিনলে, একটা ফ্রি। দ্রুত বিকোচ্ছে সেগুলি। পাশের ভবানীপুর ফিল্ম সোসাইটি বা ফেডারেশনের স্টলেও আগ্রহীদের উঁকিঝুঁকি। উল্টেপাল্টে দেখছেন সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক, গোদার, ফেলিনিদের উপর লেখা বইগুলি। খোঁজ নিচ্ছেন ম্যাগাজিনের বাৎসরিক গ্রাহক করা হচ্ছে কি না। তারমধ্যে এক মধ্যবয়সিনী হঠাৎ হন্তদন্ত হয়ে ফেডারেশনের স্টলের মধ্যে ঢুকে জিজ্ঞাসা করলেন, ‘আচ্ছা এখানে তেল ছাড়া রান্নার বই পাওয়া যাবে?’ প্রশ্ন শুনে একটুও না দমে ক্লাবটির এক সদস্যর জবাব, ‘না ম্যাডাম। তবে ভেজাল ছাড়া মনের খোরাক পেতে পারেন?’

হোম সাপোর্ট
ওঁরা সব এসেছেন ভুটান থেকে। পড়াশোনা করতে। থাকেন শহরের আনাচে কানাচে। কেউ আইনের ছাত্রী, কেউ আবার ট্যুরিজমের, আছেন সমাজবিজ্ঞানের পড়ুয়াও। শ্রীং, ওয়াংচু, পেমারা দল বেঁধে জড়ো হয়েছিলেন ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁদের দেশের ছবি দেখতে। বুধবার নন্দন ১- দেখানো হল ভুটানের ‘লু না না ইয়ানা- ইয়াক ইন দ্য ক্লাসরুম’ ছবিটি। শো-এর পর নন্দনের সামনের চাতালে ছবির পরিচালক ও প্রযোজককে ঘিরে ওয়াংচুরা মেতে উঠলেন উৎসবে।
ছবির পরিচালক পাও ছৌনিং দোরজির ভাষায় যা ‘হোম সাপোর্ট’। পেশায় ট্রাভেল ফোটোগ্রাফার দোরজির এটা প্রথম ছবি। তিনি ভাবতে পারেননি তাঁর ছবির স্ক্রিনিংয়ের সময় এত স্বদেশের সমর্থন পাবেন। ডেকে ডেকে সবার নাম, পরিচয়, বাসস্থানের খোঁজ খবর নিচ্ছিলেন পরিচালক। পেমারাও দল বেঁধে পরিচালককে নিয়ে তুললেন গ্রুপ ছবি। হাসি-ঠাট্টা-গল্পে মুখর চত্বরটিকে যেন মনে হচ্ছিল একখণ্ড ভুটান। তার ফাঁকে দোরজি জানালেন তাঁর কলকাতা নিয়ে মুগ্ধতার কথা, সত্যজিতের সিনেমা থেকে ছবি তৈরির অনুপ্রেরণার কথা। এমনকী মাদার টেরিজা, অমর্ত্য সেনের কথাও। কলকাতায় এসেছেন, অবশ্যই যাবেন মহাবোধি সোসাইটিতে।
সেখানে আলেকজাণ্ডার ক্যানিংহামের সংগ্রহ দেখার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। সঙ্গে থাকবে ‘আ লট অফ হোম সাপোর্ট’। পেমা, ওয়াংচুদের দেখিয়ে বলেন দোরজি। 

জনপ্রিয়তা
বুধসন্ধ্যা। কিছুক্ষণ পরেই একতারা মঞ্চে বসবে ‘বিগ বাজেট ব্লকবাস্টার নাকি স্মল বাজেট সুপারহিট’ এই বিষয়ের উপর আলোচনাসভা। অংশগ্রহণ করবেন চিরঞ্জিত, আবির, সোহম, শুভশ্রী, পাওলিদের মত টলিউডের হুজ হু’রা। মঞ্চের পিছনেই সাজঘর তথা বিশ্রামঘর। সেখানেই একে একে এসে পৌঁছচ্ছেন তারকারা। তাঁদের কাছ থেকে দেখার জন্য উৎসাহী জনতা ভিড় জমিয়েছেন রবীন্দ্রমূর্তির বিপরীতে, সদনমঞ্চের পাশের দেওয়াল ঘেঁষে। সামনে পুলিসের তৈরি ব্যারিকেড। সেখানে হুমড়ি খেয়ে ঠায় তীর্থের কাকের মতো প্রতীক্ষারত তাঁরা। একে একে ঢুকছেন চিরঞ্জিত, সোহম, শ্রাবন্তীরা। আর হাততালি দিয়ে উঠছেন গুণমুগ্ধদের দল। এমন সময় গুঞ্জন উঠল ‘ওই তো আবিরের গাড়ি’। নড়েচড়ে উঠল ভিড়। দুলে উঠল রেলিং। সক্রিয় হয়ে উঠল পুলিস। আবির গাড়ি থেকে মাটিতে পা রাখতেই উল্লাসে ফেটে পড়ল জনতা। কেউ চিৎকার করছেন ‘ব্যোমকেশদা’ বলে, কেউ আবার ‘সোনাদা’। ‘ফেলুদা’ বলেও গলা ফাটালেন অনেকে। মুচকি হেসে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন নায়ক। সেই জনপ্রিয়তার রেশ পৌঁছল মঞ্চেও। চিরঞ্জিত আবিরকে দেখিয়ে বললেন, ‘জনপ্রিয়তায় আবিরই এখন সবার চেয়ে এগিয়ে। আমাকে দেখে পাবলিক যত না চেঁচাল, ওকে তো দেখে তার একশোগুণ বেশি।’ চিরঞ্জিতের কথা শেষ হতে না হতেই ফের উল্লাসে ফেটে পড়ল জনতা।

উত্সবে ভূতের উপদ্রব
ভর দুপুরবেলা কলকাতা চলচ্চিত্র উত্সবের প্রাঙ্গণে ভূতের তাণ্ডব নৃত্য। ভূত বাবাজি নেচেই চলেছেন। আর দর্শকরা তখন তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। প্রেস কর্ণারের সামনে থেকেই তিনি নাচের যাত্রা শুরু করেছেন। তারপর বিভিন্ন জায়গায় এপ্রান্ত থেকে অন্য প্রান্ত, তাঁর নাচ আর শেষ হচ্ছে না। দর্শকরাও লম্বা টিকিটের লাইনের মাঝখানে বেশ ভালোই উপভোগ করছেন। কিন্তু ব্যপারটা কী? এঁরা হলেন ‘নটি বং’। এটি একটি ইউচিউব চ্যানেল। যাঁরা প্র্যাঙ্ক ভিডিও তৈরি করে থাকেন।
সংকলক: প্রিয়ব্রত দত্ত    
কৃতীর নতুন 

হাউজফুল ৪ ছবিতে প্রশংসিত হয়েছিল কৃতী শ্যাননের অভিনয়। এবার অভিনেত্রী নতুন ছবিতে হাত দিতে চলেছেন। এখানেও অবশ্য কৃতীর কো-স্টার অক্ষয়কুমার। ‘বচ্চন পাণ্ডে’ ছবিতে খিলাড়ি কুমারের বিপরীতে রয়েছেন কৃতী।  
বিশদ

পরিবেশ রক্ষায় ভূমি 

মাসখানেক আগে মহাবলীপুরমের সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করতে দেখা গিয়েছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এবার সমুদ্র সৈকত আবর্জনা মুক্ত করতে এগিয়ে এলেন বলিউড তারকা ভূমি পেডনেকর।
বিশদ

দীপ-বীরের বর্ষপূর্তি 

তিরুপতি, ১৪ নভেম্বর: আজ, বৃহস্পতিবার দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রথম বিবাহবার্ষিকী। বলিউডের অন্যতম চর্চিত জুটি প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন তিরুপতির তিরুমালা মন্দিরে। কার্যত কনের সাজে দেখা গিয়েছে দীপিকাকে। রক্তরঙা কাঞ্জিভরম, ভারী গয়না, সিঁদুর পরিহিতা স্ত্রীর পাশে রণবীর সেজেছেন কুর্তা-পাজামায়।
বিশদ

ঘটিগরমের নামবদল! 

সেই হরিদাসও নেই, বুলবুল ভাজাও ভ্যানিশ। কিন্তু একদা সিনেমা ও নাটক ফেরত জনতার ফুরফুরে মেজাজে ময়ান দিত শঙ্কু আকৃতির বুলবুল ভাজার কাগজের মোড়কটি। তা সে যে দাসেরই হোক না কেন। হরিদাসরা না থাক। অনিমেষরা আছেন। বুলবুল ভাজা মিথ হয়ে গিয়েছে তো কি হয়েছে, তার নবতম সংস্করণ ঘটিগরম আছে। 
বিশদ

ফেস্টিভ্যালের ডায়েরি

যৌবনের যা যা ধর্ম, লক্ষণ ও বৈশিষ্ট্য তার সব ক’টি নিয়ে বাঙালি মননে আরও এক পার্বণের পঞ্চ পল্লব পেতে আনন্দযজ্ঞের ঘট সাজিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৫ বছরের ভরা যৌবন নিয়ে চলচ্চিত্র উৎসব ধারে-ভারে, বৈচিত্রে-বৈভবে, প্রাণে-পূর্ণতায়, আনন্দে-আবেগে, আহ্বানে-আলিঙ্গনে আজ সত্যিই আন্তর্জাতিক। 
বিশদ

টিক টকে মাধুরী 

প্রায় দু’কোটি মানুষ চ্যালেনটি গ্রহণ করেছেন আর ১৬ কোটিরও বেশি ভিউয়ার এই চ্যালেঞ্জের ভিডিও দেখেছেন। পরিসংখ্যানটি মাত্র দু’দিনের। এমনই নজিরবিহীন উন্মাদনা চোখে পড়েছে টিকটকে। এই সোশ্যাল সাইটে চলছে ‘#এক দো তিন চ্যালেঞ্জ’। 
বিশদ

ছবির শ্যুটে দার্জিলিংয়ে তাপসী 

শুভম বসু : ২০১৭ সালে বিমল গুরুংয়ের নেতৃত্বে রক্তক্ষয়ী কর্মনাশা আন্দোলনের পর ফের ছন্দে ফিরেছে দার্জিলিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শান্তির পথে ফেরা পাহাড়ের চওড়া হাসি দেখে ধীরে ধীরে সেবক রোডে গড়াতে শুরু করেছে শ্যুটিং পার্টির গাড়িও। কিছুদিন আগে ‘সাঁঝবাতি’ ছবির জন্য দার্জিলিংয়ে শ্যুট করেছিলেন দেব। 
বিশদ

খলনায়িকা আর নয়

 মানসী নাথ: শবনমকে প্যাঁচে ফেলতে হাসপাতালের মুমূর্ষু রোগীকে ভুল ওষুধ দিয়ে হত্যার ষড়যন্ত্র করতে দু’বার ভাবেনি রোহিণী। ওদিকে মিষ্টি গ্রাম্য কলিকে মানুষরূপী হায়নাদের হাতে তুলে দিতে চায় তার সৎমা আর পিসি শাশুড়ি।এখানেই শেষ নয়-দুগ্গার জীবনটা একা হাতে তছনছ করতে আসরে নেমেছে দামিনী।
বিশদ

13th  November, 2019
 ফেস্টিভ্যালের ডায়েরি

কড়া নজর: রবীন্দ্রসদনের টিকিট কাউন্টার থেকে লাইনটা সিঁড়ে বেয়ে নেমে এসে আচমকা বাঁক নিয়েছে বাংলা অ্যাকাডেমির দিকে। সেই বাঁকের মুখেই মনোমালিন্য। লাইন ও বেলাইন নিয়ে তরজা। কে আগে থেকে ছিলেন, আর কে পরে এসে সেঁধিয়ে গিয়েছেন।
বিশদ

13th  November, 2019
 বিদ্যার স্বামী যিশু

  গণিতজ্ঞ তথা ‘হিউম্যান কম্পিউটার’ শকুন্তলা দেবীর বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা বালন। কিন্তু ছবিতে তাঁর স্বামীর চরিত্রে কে অভিনয় করছেন তা নিয়ে কৌতূহল দানা বাঁধছিল। অবশেষে এই প্রশ্নের উত্তর পাওয়া গেল।
বিশদ

13th  November, 2019
 সৃজিতের ফেলুদা টোটা

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় যেই মুহূর্তে ঘোষণা করেন যে তিনি ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজ করতে চলেছেন, তখন থেকেই সকলের একটাই প্রশ্ন ছিল যে কে হতে চলেছেন ফেলু মিত্তির? সৃজিত নিজেও কয়েকটি নাম ভাসিয়ে দিয়েছিলেন—অনির্বাণ ভট্টাচার্য, টোটা রায়চৌধুরী, আবির চট্টোপাধ্যায় আর ইন্দ্রনীল সেনগুপ্ত। বিশদ

13th  November, 2019
  সেলফির আবদার

 তিনি চলচ্চিত্র উৎসবের কর্মকর্তা। এক মুহূর্ত দম নেওয়ার সময় পাচ্ছেন না। পরপর ইভেন্ট। কিন্তু ক্লান্তি নেই। মুখে লেগে রয়েছে একগাল হাসি। কিন্তু কাজের ফাকেঁ দর্শকদের আবদারও মেটাতে হচ্ছে রাজ চক্রবর্তীকে। পরিচালক হলেও যে তিনি সেলিব্রিটি। বিশদ

13th  November, 2019
সবে মিলে করি কাজ 

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষ। এদিকে মঞ্চে শাহরুখ খান। তাঁর সঙ্গে ছবি তুলতে হবে তো। এই সুবর্ণ সুযোগ কেউ ছাড়ে নাকি! কিন্তু কে তুলে দেবে ছবি? অগত্যা একে অপরকে সাহায্য করতে এগিয়ে এলেন। বলা হচ্ছে সৌরসেনী মৈত্র ও ইন্দ্রাণী হালদারের কথা।  
বিশদ

12th  November, 2019
কেদারা নয় অব্যক্ত  

পিছন থেকে দেখতে প্রায় এক রকম! রবিবার বিকেলে নন্দন চত্বরে পিছন ফিরে সামনের রাস্তার দিকে মুখ করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে যে বিপুল চেহারার মানুষটি চা খাচ্ছিলেন তাকে দেখে সিনে উৎসাহীর দল ছুটল ‘ওই যে ইন্দ্রদীপ দাশগুপ্ত’ বলে। ‘ইন্দ্রদীপদা’ বলে সামনে গিয়ে দাঁড়াতেই ভুল ভাঙল তাদের।  
বিশদ

12th  November, 2019
একনজরে
ইসলামাবাদ, ১৩ নভেম্বর (পিটিআই): ১৭ জুলাই আন্তর্জাতিক আদালতের রায়ে মুখ পুড়েছিল পাকিস্তানের। রুলভূষণ যাদবের ফাঁসির সাজা স্থগিত রাখতে হয়েছিল। দীর্ঘ টালবাহানার পর ভারতের দাবি মেনে সেপ্টেম্বরের গোড়ায় কুলভূষণের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগের সুযোগও দিতে হয়েছে ইসলামাবাদকে।   ...

সংবাদদাতা, গুসকরা: আউশগ্রামের সরগ্রামে হস্টেলে বড় ছেলেকে পোশাক দিতে এসে স্ত্রী ও ছোট ছেলে নিখোঁজ হওয়ার অভিযোগ করলেন গলসির মেরুয়াল গ্রামের বাসিন্দা সোমলাল মার্ডি। মঙ্গলবার সন্ধ্যায় আউশগ্রাম থানায় এনিয়ে নিখোঁজ ডায়েরি করেছেন তিনি।   ...

সংবাদদাতা, গাজোল: স্কুলে যেতে ইচ্ছা করলেও উপায় নেই। সংসার চালাতে হবে তো। তাই বয়স ষোলোর গণ্ডী না পেরোলেও স্কুল ছেড়ে কাজেই মন দিয়েছে ওরা। কারও আবার বাড়ি অন্য ঩রাজ্যে। বাবা-মায়ের হাত ধরে আপাতত ঠাঁই হয়েছে পুরাতন মালদহে। ...

বিশ্বজিৎ মাইতি, বারাসত, বিএনএ: গ্রামীণ ডাক সেবকদের ছেলেমেয়েদের পড়াশুনার জন্য এবার শিক্ষা ভাতা দেবে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি জেলার পোস্টাল সুপারিনটেনডেন্টদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। ওই নির্দেশিকার সঙ্গে এই ভাতা পাওয়ার জন্য আবেদনের ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। চলতি বছর থেকেই ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শরীর-স্বাস্থ্যের আকস্মিক অবনতি। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ। ব্যবসায় নতুন সুযোগ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২১: রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির জন্ম
১৮৮৮: স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের জন্ম
১৯১৮: শেষ হল প্রথম বিশ্বযুদ্ধ
১৯৩৬: অভিনেত্রী মালা সিনহার জন্ম

11th  November, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.১৩ টাকা ৭৩.২৯ টাকা
পাউন্ড ৯০.০১ টাকা ৯৪.৩৪ টাকা
ইউরো ৭৭.১৫ টাকা ৮০.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৮৪৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৮৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৪১০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৫,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৭ কার্তিক ১৪২৬, ১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, দ্বিতীয়া ৩৫/৭ রাত্রি ৭/৫৫। রোহিণী ৪২/১৮ রাত্রি ১০/৪৭। সূ উ ৫/৫২/৭, অ ৪/৪৯/৫৩, অমৃতযোগ দিবা ৭/১৯ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৩৮ মধ্যে। রাত্রি ৫/৪২ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে পুনঃ ৪/৭ গতে উদয়াবধি, বারবেলা ২/৬ গতে অস্তাবধি, কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৮ মধ্যে। 
২৭ কার্তিক ১৪২৬, ১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, দ্বিতীয়া ৩৪/৪২/৫২ রাত্রি ৭/৪৬/৩৬। রোহিণী ৪৪/২/৫২ রাত্রি ১১/৩০/৩৬, সূ উ ৫/৫৩/২৭, অ ৪/৫০/৪৭, অমৃতযোগ দিবা ৭/৩০ মধ্যে ও ১/১৩ গতে ২/৩৮ মধ্যে এবং রাত্রি ৫/৪১ গতে ৯/১৩ মধ্যে ও ১১/৫২ গতে ৩/২৫ মধ্যে ও ৪/১৮ গতে ৫/৫৪ মধ্যে, বারবেলা ৩/২৮/২০ গতে ৪/৫০/৪৭ মধ্যে, কালবেলা ২/৬/১২ গতে ৩/২৮/২০ মধ্যে, কালরাত্রি ১১/২১/৫৭ গতে ১২/৫৯/৫০ মধ্যে। 
১৬ রবিয়ল আউয়ল  

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। বৃষ: প্রেমে সাফল্য। মিথুন: কর্মক্ষেত্রে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
বিশ্ব ডায়াবেটিস দিবস১৮৮৯: পণ্ডিত জওহরলাল নেহরুর জন্ম ও শিশুদিবস১৯৭১: অস্ট্রেলিয়ার ...বিশদ

07:03:20 PM

  এবার রাজভবনেও হোয়াটস অ্যাপ গ্রুপ
এবার রাজভবনেও তৈরি হল হোয়াটস অ্যাপ গ্রুপ। ১০২ জন ...বিশদ

06:07:00 PM

রাজ্যপালের ভূমিকা নিয়ে কী বললেন চন্দ্রিমা ভট্টাচার্য?
নির্দিষ্টভাবে একটি রাজনৈতিক দলের কথায় চলছেন রাজ্যপাল। আজ এভাবেই রাজ্যপালের ...বিশদ

05:59:00 PM

হেলিকপ্টার না পাওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি রাজভবনের
আগামীকাল শুক্রবার স্থলপথেই ৬০০ কিমি যাত্রা করবেন রাজ্যপাল জগদীপ ধনকর। ...বিশদ

05:48:00 PM

প্রথম টেস্ট: প্রথম দিনের শেষে ভারত ৮৬/১ 

05:07:03 PM