Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

তফাত শুধু শিরদাঁড়ায়!

প্রতিটি সমস্যাই আসলে জীবনের শিক্ষা!’— একথা আমরা পড়েছি পাঠ্যবইয়ে। সোমা বন্দ্যোপাধ্যায় সেকথা উপলব্ধি করেছেন নিজের জীবন দিয়ে। একদা চলচ্ছক্তিহীন মেয়েটি মেরুদণ্ড শক্ত করে উঠে দাঁড়িয়েছেন নিজের পায়ে। দাঁড় করিয়েছেন ব্যবসা। আরও এক লড়াকু মেয়ের সঙ্গে পরিচয় করালেন স্বরলিপি ভট্টাচার্য। 

‘আমি যে ঘরে থাকি, তার লাগোয়া কলঘর। বিছানা থেকে উঠে সেখানে যাওয়া আসা করতে চার ঘণ্টা লেগে যেত। কত বছর যে সেই সময় বাড়ি থেকে বেরইনি। পুজোয় ঠাকুর দেখতে যাইনি। নতুন জামা দিত সকলে। সেসব ভাঁজ করে রাখা থাকত। পরতে পারতাম না। মা, ভাই, বন্ধুরা মনের জোর হারাতে দেয়নি। ওরা পাশে ছিল বলেই আজ অনেকটাই ঘুরে দাঁড়াতে পেরেছি’— একটানা বললেন সোমা। অ্যাঙ্কালাইজিং স্পন্ডিলাইটিস-এ আক্রান্ত তিনি। ২০০৬ থেকে চিকিৎসা চলছে। কিন্তু এখনও সুস্থ হতে পারেননি।
সমস্যার শুরু কবে? পূর্ব বর্ধমানের কাটোয়ার বাড়িতে বসে ফোনে সোমা বললেন, ‘তখন আমি উচ্চমাধ্যমিক পরীক্ষা দেব। ২০০৬ সাল। হঠাৎ করে কোমরে ব্যথা শুরু হয়। এমন অবস্থা হয়েছিল যে পা ফেলতে পারছিলাম না। ভেলোর, বেঙ্গালুরু সব জায়গায় আমাকে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছে বাবা, মা। রোগ ধরা পড়ার পর হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টের কথা বলেন চিকিৎসকরা। সেসময় অন্তত ১০ লক্ষ টাকা খরচের কথা বলেছিলেন তাঁরা। মধ্যবিত্ত পরিবারে হঠাৎ করে ১০ লক্ষ টাকা খরচ করা তো সম্ভব নয়। ফলে ফিজিওথেরাপি করেই চলছে।’
কাটোয়াতেই বড় হয়েছেন সোমা। মা, বাবা, ভাইকে নিয়ে ছিল তাঁর জগৎ। স্নাতক হওয়ার পর লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। চাকরি করার খুব ইচ্ছে ছিল তাঁর। কিন্তু শারীরিক পরিস্থিতি যেমন, তাতে বাড়ির বাইরে গিয়ে দীর্ঘক্ষণ থেকে চাকরি করা সম্ভব নয়। এমনকী যাতায়াতেরও সমস্যা রয়েছে। কিন্তু মাথা উঁচু করে স্বনির্ভর হয়ে বাঁচতে চেয়েছিলেন সোমা। তাই কখনও পুতুল, কখনও বা ফুলদানি বানিয়ে বাড়ি বসেই তা বিক্রি করতেন। বাড়িতে আগত অতিথি অভ্যাগতরা ছিলেন তাঁর ক্রেতা। সময় গড়ালে যুগের সঙ্গে তাল মিলিয়ে অনলাইনে শাড়ির ব্যবসাও শুরু করেন। কিন্তু সেটাও দীর্ঘস্থায়ী হয়নি। অবশেষে সোমা ফিরেছেন পুরনো ভালোবাসার কাছে। বাড়িতে মা, কাকিমাদের রান্না করতে দেখেছেন ছোট থেকে। সেখান থেকেই রান্নার প্রতি একটা সুপ্ত ভালোবাসা ছিল। তা মাথায় রেখেই সোমা বছর চারেক আগে বেকিং করতে শুরু করেন। প্রথমে পরিচিতরা তাঁর থেকে কেক নিতেন। এখন সেই ব্যবসা বেশ বড় আকার নিয়েছে।
নিজের জার্নি ভাগ করে নিয়ে সোমা বললেন, ‘রান্নায় আমার আগ্রহ ছোট থেকেই ছিল। মা এবং বাড়ির বড়দের দেখে এই আগ্রহ তৈরি হয়। একসময় হোটেল ম্যানেজমেন্ট নিয়েও পড়ার ইচ্ছে ছিল। সেটা আর হয়নি। তবে যখনই যা করতে চেয়েছি বিশেষ করে মা এবং বাড়ির সকলে সব সময়ই উৎসাহ দিয়েছে। আমি গত চার বছর ধরে বেকিং করি। বেকিং করে বহু মানুষের ভালোবাসা পেয়েছি। হয়তো আমি আর পাঁচজনের মতো বাইরে গিয়ে দৌড়োদৌড়ি করে কাজ করতে পারি না। বাড়িতে থেকে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করি। বেকিং আমার রোজগারের জায়গা। এই ব্যবসাটা আরও বাড়াতে চাই। নিজের একটা দোকান করতে চাই। আসলে এখনও আমার মায়ের উপর আমি পুরোপুরি নির্ভরশীল। বেকিংয়ের প্রয়োজনে চিনি, ময়দা আনতে গেলেও মাকে আনতে হয়। মায়ের উপর চাপ পড়ে যায়।’
কথায় কথায় নিজের শারীরিক সমস্যার চিকিৎসাগত পরিভাষা বুঝিয়ে দিলেন সোমা। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস তাঁকে কীভাবে কাবু করেছে? এর কারণই বা কী? চিকিৎসকদের কাছ থেকে সোমা জেনেছেন, এই সমস্যা জিনঘটিত। তিনি বললেন, ‘হয়তো আমার পূর্বপুরুষের কারও এই রোগ ছিল। বাবা বা মায়ের পরিবারে কারও এই সমস্যা অতীতে থাকলেও আমাদের জানা নেই। ডাক্তার বলেছেন হিপ জয়েন্টের যে লিক্যুইড থাকে, তা শুকিয়ে গিয়েছে। অপারেশন করালে তারপর হাঁটা, চলা, বসা হয়তো ঠিক হবে। কিন্তু ঘাড়ের ব্যায়াম আর ফিজিওথেরাপি আজীবন করতে হবে। নাহলে ঘাড় বেঁকে যাবে। ভেলোরে যাওয়ার পর এইচএলএ বি ২৭ টেস্ট হয়েছিল আমার। তারপর এই রোগ ধরা পড়ে।’ 
অসুস্থতার পর থেকে বাড়ি থেকে বেরনো বন্ধ করে দিয়েছিলেন সোমা। কোমরের সমস্যার কারণে ছুটে গিয়ে কোনও কাজ করতে পারেন না আজও। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না। পা ফুলে যায়। রিকশায় বসতে অসুবিধে হতো। কারণ হিপ জয়েন্ট মুভমেন্ট না হলে কিছুটা হেলে বসতে হতো। প্রাথমিকভাবে সত্যিই ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু মা, ভাই এবং বন্ধুরা তাঁকে আগলে রেখেছেন। কখনও মনের জোর হারাতে দেননি। সোমা স্পষ্ট বললেন, ‘শরীর একটা যন্ত্র। সেভাবে ভাবতে পারলে সমস্যা অনেক কম। আসলে এটা বড় মানসিক লড়াই। জীবনের যাই পরিস্থিতি হোক, কখনও হেরে গেলে হবে না। পারছি না শব্দটা বলা যাবে না। সব সমস্যার সমাধান আছে।’
জীবন এগিয়েছে নিজের গতিতে। কিন্তু বিয়ের কথা ভাবেননি সোমা। ভবিষ্যতেও এই অধ্যায় বন্ধই রাখতে চান। বিয়ের প্রসঙ্গ উঠতেই হালকা হেসে বললেন, ‘আমার বিয়ে করার কোনও ইচ্ছে নেই। শারীরিক সমস্যা তো একটা নিশ্চয়ই কারণ। নিজে ঠিক না হলে ওই দিকে এগনো উচিত নয়। বিয়ে অনেক বড় দায়িত্ব। তাই এখন বিয়ের অধ্যায়টা বন্ধ রেখেছি।’
সোমা জানালেন, তাঁর ভাই কর্মসূত্রে দিল্লি প্রবাসী। দীর্ঘ চিকিৎসার পর এবার তাঁর অস্ত্রোপচারের জন্য দিল্লিতেই চেষ্টা করছেন পরিবারের সদস্যরা। এত কিছুর মধ্যে মাকে কিছুটা স্বস্তি দিতে চান সোমা। বেকিংয়ের কাজটুকু অন্তত নিজে পুরোটা সামলানোর মতো শারীরিক দক্ষতা তৈরি করতে চান। আসলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েটির জীবন একধারায় চলেছে। সুস্থ, সুন্দর ভবিষ্যতের স্বপ্নও ছিল চোখে। হঠাৎই পটপরিবর্তন মেনে নিতে কষ্ট হয়। আত্মবিশ্বাসী সোমা যখন বলে ওঠেন, ‘যার কিছু নেই তাঁর দুঃখ তো থাকেই। কিন্তু পেয়ে হারানোর দুঃখ অনেক বেশি। জীবন শিখিয়েছে কারও সামনে ভেঙে পরলে চলবে না। মুখে হাসি নিয়ে নিজের যুদ্ধ নিজেকেই করতে হবে।’ তখন জীবনের মানেই রঙিন হয়ে যায়। জীবন সোমাকে শিখিয়েছে অনেক কিছু। তাই হেরে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নিজেকেই। ‘আগে ভাবতাম, আমার সঙ্গেই কেন এমন হল। এখন ভাবি, এটা না হলে তো জীবনের আসল মানেটাই বুঝতাম না।’ হেসে ওঠেন শক্তিরূপেণ নারী।

 সোমা এই মুহূর্তে আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ উজ্জ্বল ভট্টাচার্যের চিকিৎসাধীন। এ বিষয়ে তিনি বলেন, ‘এই রোগে ঘাড়, কোমর একেবারে শক্ত হয়ে যায়। ওই অংশের মুভমেন্ট কমে যায়। বাঁশ যেমন হয়, তেমন শক্ত হয়ে যায় দেহের নির্দিষ্ট অংশ।’ রোগটি কি জিনবাহিত? চিকিৎসকের উত্তর, ‘কোনও কোনও ক্ষেত্রে দেখা গিয়েছে এটা জিনঘটিত রোগ। আবার তা নয় বললেও ভুল বলা হবে না। কারও ক্ষেত্রে ফার্স্ট জেনারেশনের হয়েছে, সেটাও দেখা গিয়েছে। বাবা, মায়ের এই সমস্যা রয়েছে, অথচ সন্তানদের নেই তেমনও দেখা গিয়েছে। আবার বাবা, মায়ের রোগ নেই, অথচ সন্তানের হয়েছে, তেমন উদাহরণও রয়েছে। সোমার ক্ষেত্রেই তা ঘটেছে।’ এর চিকিৎসাপদ্ধতি কী? উজ্জ্বল বলেন, ‘এই রোগের ভালো আয়ুর্বেদিক চিকিৎসা রয়েছে। পঞ্চকর্ম থেরাপি করলে ভালো ফল পাওয়া যায়। নন মোবিলিটি পরিস্থিতি থেকে রোগী মোবিলিটি স্তরে চলে আসতে পারে। পাশাপাশি সঠিক খাদ্যদ্রব্য গ্রহণ, ঠিক সময়ে ঘুম থেকে ওঠা, ঋতু অনুযায়ী লাইফস্টাইল মেনটেন করতে হবে। নাহলে রোগটা আবার ফিরে এলে বাড়াবাড়ি হতে পারে।’
 
08th  September, 2024
ডুয়াল পার্সোনালিটি হয় কেন

দ্বৈত সত্তা! কাদের থাকে, কেন হয়? এ থেকে বেরিয়ে আসার উপায়ই বা কী? জানালেন মনোবিদ ডঃ অমিত চক্রবর্তী। বিশদ

12th  September, 2024
হার্ট ও কোলেস্টেরলের সমস্যায় রোজ কটা ডিম খাবেন?

পরামর্শে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আশিস মিত্র। বিশদ

12th  September, 2024
অন্ধত্বের চিকিৎসায় স্কুল উদ্বোধন

এই রাজ্যে প্রায় ১.৬৬ শতাংশ জনসংখ্যা অন্ধত্বে আক্রান্ত। এমতাবস্থায় এই রাজ্যে উদ্বোধন হল শঙ্কর নেত্রালয়া এলিট স্কুল অফ অপটোমেট্রি (এসএনইএসও)-এর। বিশদ

12th  September, 2024
আর জি কর কাণ্ডের প্রতিবাদে হোমিওপ্যাথিক ফোরাম

সম্প্রতি অভয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিল পশ্চিমবঙ্গ হোমিওপ্যাথিক ফোরাম। প্রায়৭০০ জনেরও বেশি চিকিৎসক মিছিলে অংশ নিয়েছিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের দলমত নির্বিশেষ হোমিওপ্যাথিক চিকিৎসকরা  শিয়ালদহ থেকে মানিকতলা পর্যন্ত রাজপথ জুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলে হাঁটলেন। বিশদ

12th  September, 2024
বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকের জন্মদিন পালন

বিশিষ্ট চিকিৎসক ডাঃ জে এন কাঞ্জিলালের ১১৬ তম জন্মদিন পালিত হল কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে। বিশদ

12th  September, 2024
পথ্যে অক্ষত যৌবন!

পরামর্শে নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতালের সিনিয়র ডায়েটিশিয়ান শতভিষা বসু।  বিশদ

08th  September, 2024
রাগের মিটার! 

স্ট্রেস ও টেনশন থেকে রাগ হলেও কেউ কেউ সেই পরিবেশে মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারেন। কেউ আবার অল্পেই মাথা গরম! আপনি ঠিক কোন দলে? রাগ, স্ট্রেস এগুলো আপনার মনকে কতটা নিয়ন্ত্রণ করে? আমরা দিলাম প্রশ্নমালা। নীচে থাকবে সম্ভাব্য কিছু উত্তর। সব উত্তরের জন্য নির্দিষ্ট কিছু মান আছে। মনে মনে সৎ থেকে মিলিয়ে নিন আপনার উত্তরের নম্বর কী হল। তারপর দেখে নিন আপনার রিপোর্ট কার্ড!
বিশদ

08th  September, 2024
রাশ টানুন সন্তানের টেনশনে

ছোট থেকেই তৈরি হয় স্বভাব। কীভাবে শুরু থেকেই টেনশন, মেজাজ, রাগ আয়ত্তে রাখা সম্ভব? জানাচ্ছেন মনোরোগ চিকিৎসক ডাঃ রীমা মুখোপাধ্যায়। বিশদ

08th  September, 2024
হঠাত্‍ হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট হলে কী করবেন?
 

পরামর্শে মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালের ইমার্জেন্সি মেডিসিন বিভাগের প্রধান ডাঃ ইন্দ্রনীল দাস। বিশদ

08th  September, 2024
জিমে না গিয়ে মেদ ঝরান, জেনে নিন সঠিক নিয়ম

পরামর্শে পশ্চিমবঙ্গ সরকারের যোগা ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের প্রেসিডেন্ট ও যোগ বিশারদ তুষার শীল। বিশদ

05th  September, 2024
বঙ্গসাহিত্যের ডাক্তার ও ডাক্তারি

‘ডাক্তার মানে সে তো মানুষ নয়/আমাদের চোখে সে তো ভগবান।’ গায়ক নচিকেতার গানের এই কথায় বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন। তবে ডাক্তারের সমালোচনামূলক এই গানের বাকি কথাগুলির সমর্থকের সংখ্যাও নেহাত কম হবে না। বিশদ

05th  September, 2024
অপরাধী চিনতে ডিএনএ

অপরাধের জায়গায় অপরাধী ফেলে যায় তার কিছু না কিছু সূত্র। কোন কোন প্রযুক্তি ব্যবহার করে তদন্তকারীরা ধরে ফেলেন তাকে? জানালেন জিন গবেষক ডঃ অনির্বাণ মিত্র ও ফরেনসিক বিশেষজ্ঞরা। বিশদ

05th  September, 2024
সর্বোচ্চ কোন বয়সে করা যেতে পারে হাঁটু এবং কোমর প্রতিস্থাপন!

পরামর্শে রবীন্দ্রনাথ টেগোর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক এবং রোবোটিক সার্জেন ডাঃ সূর্যউদয় সিং। বিশদ

05th  September, 2024
পলিগ্রাফ ও নারকো টেস্টের খুঁটিনাটি

কে করল অপরাধ? দোষীকে খুঁজতে তদন্তকারী অফিসাররা প্রায়ই করেন এই দুই পরীক্ষা। কেমন করে হয় এই পরীক্ষাগুলি? বিস্তারিত জানালেন মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়রঞ্জন রাম। বিশদ

29th  August, 2024
একনজরে
পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে প্যান্ডেল তৈরির কাজ। নাওয়া-খাওয়া ভুলে সকাল থেকেই পুজো উদ্যোক্তারা পড়ে আছেন পুজো প্রাঙ্গণে। কেউ ব্যস্ত প্যান্ডেল ...

আরজি কর কাণ্ডে রাজনৈতিক ফায়দা তুলতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে বাম, অতিবাম, কংগ্রেস, বিজেপি সহ তামাম বিরোধী দল। ...

শেষবার তিনি মাঠে নেমেছিলেন কোপা আমেরিকা ফাইনালে। খেতাবি লড়াইয়ে গোড়ালিতে চোট পেয়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন লায়োনেল মেসি। তারপর কেটে গিয়েছে দু’মাস। চোট সারিয়ে মাঠে ...

টানা বৃষ্টির জেরে আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলের জনজীবন বিপর্যস্ত। পুজোর মাত্র কয়েক সপ্তাহ বাকি। রবিবারও ছুটির দিনে বৃষ্টিতে পুজোর বাজার দফারফা করে দিয়েছে। খুব প্রয়োজন ছাড়া এদিন মানুষজন বাড়ি থেকে বের হননি। ঝড়-বৃষ্টির জেরে জিটি রোডের উপর একের পর এক গাছ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ওজোন স্তর রক্ষা দিবস
১৭৩৬ - পোলিশ ডাচ পদার্থবিদ তথা প্রকৌশলী ও থার্মোমিটার উদ্ভাবক ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইটের মৃত্যু
১৮১২ - মস্কো শহরে এক অগ্নিকাণ্ডে এক দিনে প্রায় তিন-চতুর্থাংশ শহর পুড়ে গিয়েছিল
১৯০৮- জেনারেল মোটরস কর্পোরেশনের প্রতিষ্ঠা
১৯১৬- ধ্রুপদী সংগীতশিল্পী এম এস শুভলক্ষ্মীর জন্ম
১৯৩১- হিজলি ক্যাম্পে বন্দিদের উপর গুলিতে হত দুই বিপ্লবী সন্তোষকুমার মিত্র এবং তারকেশ্বর সেনগুপ্ত
১৯৩২- নোবেলজয়ী স্কটিশ চিকিৎসক রোনাল্ড রসের মৃত্যু
১৯৪৫- রাজনীতিবিদ পি চিদাম্বরমের জন্ম
১৯৫৩- যুক্তরাষ্ট্রের রক্সি থিয়েটারে বিশ্বের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘দ্য রোব’ প্রদর্শিত
১৯৫৫- আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন চালু
১৯৮৭- বিশ্বের ২৭টি দেশ ভূ-পৃষ্ঠের বায়ু মন্ডলকে রক্ষা করার জন্য ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস ব্যবহারে বিধিনিষেধ প্রয়োগে চুক্তিবদ্ধ হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১০ টাকা ৮৪.৮৪ টাকা
পাউন্ড ১০৮.৬৪ টাকা ১১২.১৯ টাকা
ইউরো ৯১.৫৩ টাকা ৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
14th  September, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,৫৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৬,৫৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৬,৬৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
14th  September, 2024

দিন পঞ্জিকা

৩১ ভাদ্র, ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪। ত্রয়োদশী ২৪/২০ দিবা ৩/১১। ধনিষ্ঠা নক্ষত্র ২৭/৪৫ দিবা ৪/৩৩। সূর্যোদয় ৫/২৭/৮, সূর্যাস্ত ৫/৩৫/৫৪। অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে পুনঃ ১০/১৮ গতে ১২/৪৪ মধ্যে। রাত্রি ৬/২২ গতে ৮/৪৫ মধ্যে পুনঃ ১১/৭ গতে ২/১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৯ গতে ৪/৪৬ মধ্যে। বারবেলা ৬/৫৮ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ২/৩৪ গতে ৪/৫ মধ্যে। কালরাত্রি ১০/৪ গতে ১১/৩২ মধ্যে। 
৩০ ভাদ্র, ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪। ত্রয়োদশী দিবা ১/১১। ধনিষ্ঠা নক্ষত্র দিবা ৩/৫১। সূর্যোদয় ৫/১৬, সূর্যাস্ত ৫/৩৮। অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১১/৪৭ মধ্যে এবং রাত্রি ৬/২৯ গতে ৮/৪৯ মধ্যে ও ১১/১০ গতে ২/১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/১৪ গতে ৪/৫৩ মধ্যে। কালবেলা ৬/৫৮ গতে ৮/২৯ মধ্যে ও ২/৩৫ গতে ৪/৭ মধ্যে। কালরাত্রি ১০/৪ গতে ১১/৩২ মধ্যে। 
১২ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কলকাতার সিপিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি: মমতা বন্দ্যোপাধ্যায়

11:59:00 PM

আগামী কাল, মঙ্গলবার কলকাতা পুলিসে রদবদল করা হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

11:58:00 PM

স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

11:57:00 PM

অভয়ার উদ্দেশ্যে সমবেদনা জানিয়ে বৈঠক শুরু করি: মমতা বন্দ্যোপাধ্যায়

11:55:00 PM

আমরা উভয়পক্ষই খুশি, বিস্তারিত আলোচনা হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

11:55:00 PM

কিছু বিষয়ে সহমত কিন্তু কয়েকটি বিষয়ে মতানৈক্য হয়েছে, জানালেন জুনিয়র ডাক্তাররা

11:53:00 PM