Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

পথ্যে অক্ষত যৌবন!

পরামর্শে নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতালের সিনিয়র ডায়েটিশিয়ান শতভিষা বসু। 

আমাদের বয়স বাড়ে। আর তার প্রভাব আমাদের চোখেও পড়ে। চুল পাকতে শুরু করে। কুঁচকে যেতে থাকে ত্বক। ‘এজিং’ বা বয়স বৃদ্ধি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া আমরা বন্ধ করতে পারব না। আর তা সম্ভবও নয়। বড়জোর শরীরের এজিং বা ত্বকের বুড়িয়ে যাওয়া এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের বয়ঃবৃদ্ধি মন্থর করার ক্ষেত্রে কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে।
এক্ষেত্রে কিছু কিছু পুষ্টি উপাদান আছে, যা আমাদের বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে মন্থর করতে পারে। আর তা করা যায় সুস্থ জীবনযাপন করে। আর সুস্থ    জীবনযাপনের প্রাথমিক শর্তই হল ডায়েট বা খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর করে তোলা। তা কেমন? দেখা যাক।

প্রোটিন
খাদ্যাভ্যাস ভালো করার প্রধান শর্তই হল প্রোটিনের স্বাস্থ্যকর উৎসের সন্ধান রাখা।

কেমন প্রোটিন খাবেন?
মাটন একেবারেই খাওয়া উচিত নয়। মাটনে অনেকখানি ফ্যাট থাকে। ফলে নিয়মিত অনেকখানি মাটন খেলে হার্টের সমস্যা তৈরি করতে পারে। তবে মাছ আর চিকেনের পুষ্টিমূল্য সমান সমান। ফ্যাটের মাত্রাও কম। সুতরাং একজন ব্যক্তি তাঁর পছন্দমতো মাছ নিশ্চিন্তে খেতে পারেন। তবে মাথা-ল্যাজার মতো চর্বিপূর্ণ জায়াগাটা বাদ দিয়ে বাকি অংশটা খাওয়াই উচিত হবে। সবচাইতে ভালো হয় সারা সপ্তাহে ঘুরিয়ে-ফিরিয়ে চিকেন আর মাছ খেতে পারলে। 
কতটা প্রোটিন খাবেন? খুব সোজা। আপনার দৈহিক ওজনের প্রতি কেজি পিছু ১ গ্রাম প্রোটিন খেলেই যথেষ্ট।

কেন খাবেন প্রোটিন?
ত্বক টানটান রাখে কোলাজেন নামে প্রোটিন। শরীরে উপযুক্ত মাত্রায় প্রোটিন প্রবেশ করলেই কোলাজেন উত্‍পন্ন হবে। চুলও একধরনের প্রোটিন। ফলে শরীরে উপযুক্ত মাত্রায় প্রোটিন প্রবেশ করলে তা শেষ পর্যন্ত আমাদের শরীরের উপকারেই আসে। এখানেই শেষ নয়। প্রোটিন আমাদের শরীরের পেশি তৈরিতে, ক্ষত পূরণে বিশেষ ভূমিকা নেয়। রোগ প্রতিরোধেও প্রোটিনের ভূমিকা অনস্বীকার্য।

স্বাস্থ্যকর ফ্যাট
এখানেই শেষ নয়। ত্বকের ও নিজের স্বাস্থ্য উন্নত করতে হলে প্রয়োজন স্বাস্থ্যকর ফ্যাট নির্বাচনেরও। এখন ফ্যাট শুনলেই আমাদের মনে ভেসে ওঠে তেল, ভাজাভুজি, ডেয়ারি প্রোডাক্ট ইত্যাদির কথা। অথচ সত্যিটা হল, ফ্যাট যেমন অপকারী, তেমনই উপকারী ফ্যাটও রয়েছে। তাই অপকারী ফ্যাটগুলিকে যেমন চিনতে হবে, তেমনই পরিচয় সেরে রাখতে হবে উপকারী ফ্যাটের উত্‍সগুলির সঙ্গেও।
তবে সবার আগে খারাপ ফ্যাটগুলিকে খাদ্যতালিকা থেকে মুছে ফেলতেই হবে। সেটা করতে হলে প্রথমেই ডালডায় ভাজা বাইরের খাবার খাওযার অভ্যেস সম্পূর্ণ ত্যাগ করা দরকার।
ভালো ফ্যাটের তালিকার মধ্যে প্রথমে রাখা যেতে পারে ভার্জিন অলিভ অয়েল। তবে অনেকে আবার ভার্জিন অলিভ অয়েলকে রান্নার সময় গরম করে ব্যবহার করেন। অথচ এভাবে অলিভ অয়েল গরম করে রান্না করলে তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে যায়। তাই অলিভ অয়েলে রান্না করার চাইতে বরং অলিভ অয়েলকে ড্রেসিং-এর কাজে ব্যবহার করা যায়। স্যালাড তৈরির সময় যেমন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। অলিভ অয়েলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট  শরীরে তৈরি হওয়া নানা ইনফ্ল্যামেশন যেমন চোখের নীচের অংশ ফুলে যাওয়া, ত্বক ফুলে যাওয়া, অক্সিডেটিভ ড্যামেজ, সানবার্নের মতো সমস্যার নিরাময়ে অনেকখানি সাহায্য করে।
এই যদি হয় অ্যান্টঅক্সিডেন্ট থাকার সুফল, তাহলে এই তেলে থাকা স্বাস্থ্যকর ফ্যাট নিয়েও চার কথা বলা দরকার। অলিভ অয়েলে মেলে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা মুফা। দেখা গিয়েছে, এই তেলে থাকা মোট ফ্যাটের প্রায় ৭৩ শতাংশই মুফা! এই ফ্যাট আমাদের ত্বকের বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে মন্থর করতে সাহায্য করে। অলিভ অয়েল ছাড়াও মুফা মেলে সয়াবিন অয়েল, সান ফ্লাওয়ার অয়েল ইত্যাদিতে। নানা গবেষণায় দেখা গিয়েছে, এই ধরনের উপকারী ফ্যাটি অ্যাসিড শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গ এবং ত্বকের বয়স ধরে রাখতে প্রভূত সাহায্য করে। তাই অলিভ অয়েল ছাড়াও রান্নায় সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্র্যান অয়েল, সয়াবিন অয়েল অন্তর্ভুক্ত করতে বলা হয়। তবে পরিমাণ অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। রান্নায় প্রচুর পরিমাণে এই ধরনের তেল খেলে আবার হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থেকে যায়।

উপকারী ফ্যাটি অ্যাসিডের অন্যান্য উত্স
আর একটি উপকারী ফ্যাটি অ্যাসিড হল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড হার্ট ভালো রাখতে সাহায্য করে। আমাদের খেয়াল রাখা দরকার যে, একজন ব্যক্তির তরুণ থাকার অর্থ শুধু তার ত্বক টান টান থাকা বা চুল কালো থাকা নয়। তারুণ্যের অর্থ সার্বিকভাবে সুস্থ থাকা। অর্থাত্ একজন ব্যক্তির হার্টের স্বাস্থ্যের দিকেও রাখতে হবে যথেষ্ট খেয়াল। সেক্ষেত্রে এমন কিছু খাদ্য খাদ্যতালিকায় রাখা দরকার, যেগুলি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। তাই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ স্যামন মাছ খাওয়া যেতে পারে নিশ্চিন্তে। তবে এই মাছ ভারতে পাওয়া মুশকিল। এক্ষেত্রে আমাদের পরামর্শ হল রোজ কয়েকটা পেস্তা, আখরোট খেয়েও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ করা যেতে পারে।
হার্টের স্বাস্থ্যের পাশপাশি এই ফ্যাটি অ্যাসিড আমাদের ত্বকের ক্ষতি রোধ করতেও সাহায্য করে। এছাড়া এখন ফ্ল্যাক্সসিড, চিয়াসিড, কুমড়ো, সূর্যমুখী, তিসি বীজ খাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই বীজগুলিতেও থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যসিড। একটা অংশ হল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। ত্বক স্বাস্থ্যকরভাবে বেড়ে উঠতে সাহায্য করার পাশাপাশি শরীরের কোনও অংশের ত্বক ক্ষতিগ্রস্ত হলে, নতুনভাবে সেই অংশের কোষের বৃদ্ধিতে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড।

অ্যান্টি অক্সিডেন্ট
আমাদের ত্বক ঝুলে যাওয়ার পিছনে বা বলিরেখা পড়ার পিছনে অন্যতম কারণ হল শরীরে ফ্রি র‌্যাডিকেলস-এর মাত্রা বৃদ্ধি। প্রশ্ন হল ফ্রি র‌্যাডিকেলস কী? আমাদের শরীর কোটি কোটি কোষ দ্বারা তৈরি। এই কোষে অনবরত হয়ে চলেছে নানা ক্রিয়া-বিক্রিয়া। তার ফলস্বরূপ কোষ তৈরি করছে বর্জ্য। এই বর্জ্য শরীর থেকে দ্রুত বেরিয়ে যাওয়া প্রয়োজন। না হলে নানা স্থানে তৈরি করতে পারে প্রদাহ। ফলে বাড়বে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, হাড়ের ক্ষয়ের আশঙ্কা। এমনকী এই বর্জ্য ধ্বংস না হলে তা ত্বকের কোলাজেনকে যেমন ধ্বংস করে, তেমনই নতুন কোলাজেন উত্পন্ন হওয়ার প্রক্রিয়াতেও বাধ সাধে। শরীরে অন্দরের এই বর্জ্যকে ধ্বংস করতে পারে একমাত্র অ্যান্টি অক্সিডেন্ট। তাই আমাদের প্রথমেই ডায়েট এমন কিছু খাদ্যকে অন্তর্ভুক্ত করতে হবে যার মধ্যে থাকে প্রচুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট।

অ্যান্টি অক্সিডেন্টপূর্ণ খাদ্য
• গ্রিন টি—গ্রিন টি-এর মধ্যে প্রচুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এই   অ্যান্টি অক্সিডেন্ট শরীরে থাকা ফ্রি র‌্যাডিকেলসকে ধ্বংস করে। তাই প্রত্যেকরই উচিত, সকালবেলা অন্য লাল চা বা দুধ চা পানের অভ্যেস থাকলে সেই অভ্যেস ত্যাগ করে গ্রিন টি পান করা। তবে চিনি খেলে চলবে না। চিনি ছাড়া যে গ্রিন টি, তার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তা ত্বকের মেরামতিতে বিশেষভাবে সাহায্য করে।
• ডার্ক চকোলেট—আমরা অনেকে  আবার চকোলেট খেতেও খুব ভালো   বাসি। যদি হোয়াইট চকোলেট না খেয়ে বরং ডার্ক চকোলেট খাই, তাহলে তা ত্বকের পক্ষে অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে। কারণ ডার্ক চকোলেটে থাকে পলিফেনল নামে একটি বিশেষ উপকারী অ্যান্টি অক্সিডেন্ট। এই অ্যান্টি অক্সিডেন্ট আমাদের ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখতে বা ত্বক কুঁচকে যাওয়ার মতো সমস্যা কমাতে সাহায্য করে।
• শাকসব্জি—এছা়ড়া রোজ পাতে রাখতে হবে যথেষ্ট মাত্রায় শাকসব্জি। কারণ শাকসব্জির মতো অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন কোনও খাদ্য উপাদানেই নেই। উদাহরণ হিসেবে গাজরের কথা বলা যায়। গাজরে থাকে বিটা ক্যারোটিন, লাইকোপেন, যা আমাদের ত্বককে ইউ ভি-এর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া ত্বকের কোলাজেন উত্‍পাদনেও শরীরকে সাহায্য করে সব ধরনের শাকসব্জি। আরও একটি সেরা সব্জি হল টম্যাটো। টম্যাটোয় থাকে লাইকোপেন। এই অ্যান্টি অক্সিডেন্ট আমাদের ত্বকের বলিরেখা কমাতে বিশেষ ভাবে সাহায্য করে।
• লেবুজাতীয় ফল—ত্বকের বলিরেখা দূর করতে, ত্বককে টানটান রাখতে, ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাইট্রাস ফলের বিকল্প নেই। সাইট্রাস ফল বলতে লেবুজাতীয় ফলের কথা বলা হচ্ছে। তাই রোজ ডায়েটে রাখুন কমলালেবু, মুসাম্বির মতো ফল। শীতকালে আমলকীও খাওয়া যেতে পারে। সাইট্রাস জাতীয় ফলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ত্বকের কোলাজেন তৈরিতে এই ফলের ভূমিকা অনস্বীকার্য। ভিটামিন সি নিজেও একটি অ্যান্টি অক্সিডেন্ট। ভিটমিন সি-এর চাহিদা পূরণ করা যেতে পারে পেয়ারা থেকেও। আর একটি দুর্দান্ত ফল হল বেদানা। বেদানায় প্রচুর পরিমাণে, ফাইবার, ভিটামিন, পটাশিয়াম, অ্যান্টি অক্সিডেন্ট থাকে। প্রধান দুটি অ্যান্টি অক্সিডেন্ট হল পিউনিক্যালাজিন, পিউনিসিক অ্যাসিড। এই বিশেষ দুটি অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের বয়ঃবৃদ্ধি রোধ করতে ও কোলাজেনের বৃদ্ধিতে সাহায্য করে। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বকের ক্ষতিও রোধ করে। ভালো হয় কালো আঙুর জাতীয় ফল খেতে পারলে। কারণ কালো আঙুরেও প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। উদাহরণ হিসেবে কুয়েরসিটিন, অ্যান্থোসায়ানিনের কথা বলা যায়। অ্যান্টি অক্সিডেন্ট শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায় ও ফ্রি র‌্যাডিকেলস ধ্বংস করে। এছাড়া পলিফেনল রেসভারট্রলের কথাও আলাদা করে বলা যায়। এই উপাদানটি হার্ট ও ব্রেনের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য  করে।
 • পর্যাপ্ত জলপান—অতি অবশ্যই মাথায় রাখতে হবে জলের কথা। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির রোজ নিয়মিত আড়াই থেকে তিন লিটার জল পান করতেই হবে। জল আমাদের দেহে রক্তের স্বাভাবিক সঞ্চালনে সাহায্য করে। ত্বকের কোষকে আর্দ্র রাখে। জলের অভাবে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়।

বর্জনীয় 
শুধু ভালো খেলেই কাজ হবে না। কুখাদ্য এবং কুঅভ্যেসও  ত্যাগ করতে হবে। কারণ এই কুখাদ্যগুলিই শরীরে ফ্রি র‌্যাডিকেলস তৈর করে। খুব সহজভাবে বলা যায়, শরীরের পক্ষে ক্ষতিকর পদার্থ তৈরি করে। তাই আগে এই ধরনের খাদ্যগুলিকে বাদ দিয়ে দেওয়াই ভালো।
• অতএব সুস্থ থাকা বা বয়স কম দেখানোর জন্য প্রথমেই যেভাবে হোক জীবন থেকে অ্যালকোহল বাদ দিন। কারণ অ্যলকোহল আমাদের শরীরকে দ্রুত জলশূন্য করে দেয়। শরীর জলশূন্য হয়ে থাকলে ত্বক দ্রুত শুকনো হতে থাকে। ত্বকের ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায়। ত্বক দ্রুত ঝুলে পড়তে  থাকে। ত্বক কুঁচকে যায়। 
• শরীরে কোনও কাজে লাগে না বরং চর্বির মাত্রা বাড়ায় এমন ফ্যাট পূর্ণরূপে বাদ দেওয়া দরকার। তাই চিজ, মাখন, ঘি, মাত্রাতিরিক্ত তেল ফাস্টফুড-এর মতো খাদ্য খাওয়া যথাসম্ভব এড়িয়ে চলুন।
• বাদ দিন তামাক সেবন, ধূমপান। তামাকে এত বেশি রকমের ক্ষতিকর পদার্থ থাকে যে, তা ক্রমাগত শরীরে ফ্রি র‌্যাডিকেলস-এর মাত্রা বাড়াতে থাকে ও একসময় ত্বকের টানটান ভাব নষ্ট হতে থাকে। ত্বক দ্রুত বুড়িয়ে যেতে থাকে।

সারাদিনের ডায়েট রুটিন (একটি মডেল)
• সকালে উঠে প্রথমেই খালি পেটে একগ্লাস জল পান করুন। সম্ভব হলে জলে দিয়ে দিন একটু লেবুর রস। কারণ লেবু হল ভিটামিন সি-এর উত্‍স। ফলে ঘুম থেকে উঠে লেবুজল পান করলে তা ত্বকের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হতে  পারে।
• এরপর খান গ্রিন টি। গ্রিন টি খাওয়ার আধঘণ্টা পর সুষম ব্রেকফাস্ট খেতে পারেন। এই সময় খেতে পারেন ব্রেড টোস্ট, সিদ্ধ ডিমের সাদা অংশ। গোটা ডিমও খাওয়া যায়। এই ব্রেকফাস্ট পছন্দ না হলে খেতে পারেন দই-ওটসও। ওটস-এ মিশিয়ে দিন একটা খেজুর বা ফলের কিয়দংশ। খাওয়া যায় কর্নফ্লেক্সও।
• মিড মর্নিং বা সকাল এবং দুপুরের মাঝামাঝি সময়ে খান একটা-দুটো ফল। এখন গরমকাল। ফলে নিশ্চিন্তে খেতে পারে তরমুজ। খেতে পারেন প্রচুর জল।
• দুপুরে খান ডাল, মাছ, ভাত, সব্জি। ভাতের বদলে রুটিও খাওয়া যায়।
• দই খাওয়া খুবই ভালো অভ্যেস। পেটের জন্য যেমন ভালো, তেমনই ত্বকের জন্যও উপকারী।
• গ্রিন টি আর একবার পান করা যায় বিকেলও।
• সন্ধ্যার দিকে এগরোল বা চাউমিন না খেয়ে বরং স্প্রাউট স্যালাড খান। খেতে পারেন ছোলা সেদ্ধ। পিঁয়াড, টম্যাটো, শসা কুচি ও চাট মশলা মিশিয়ে কাঁচা ছোলার মিক্সচারও খেতে পারেন নিশ্চিন্তে। 
• রেস্তোরাঁয় বা বাড়ির বাইরে গিয়ে খাওয়ার খুব ইচ্ছে হলে ইডলি, ধোসা, উত্থাপম খেতে পারেন। এই ধরনের খাদ্যের প্রস্তুতিতেও তেল ব্যবহার করা হলেও মোগলাই খাদ্যের তুলনায় কম। এছাড়া বাষ্পে সেদ্ধ করা খাবার যেমন মোমোও খাওয়া যায় মাঝে মধ্যে।
• চিকেন খেতে ইচ্ছে হলে তেলে ভাজা বা ঝালমশলা দিয়ে কষিয়ে রান্না করা চিকেন নয় বরং খান স্ট্যু হিসেবে। 
• রাতে খান দিনের মতোই স্বাভাবিক খাবার। 

ঘুম
শুধুই খাওয়াদাওয়া নয়। সঙ্গে প্রয়োজন পর্যাপ্ত ঘুমেরও। সারাদিন ধরেই আমরা নানা উদ্বেগ ও উত্‍কণ্ঠায় দিন কাটাই। এমন অত্যধিক উদ্বেগে ভুগতে থাকলে তা আমাদের ত্বকে প্রভাব ফেলে। ঘুম এমন এক বরদান, যা দ্রুত স্ট্রেস কমাতে সাহায্য করে।
রোজ ৬ থেকে ৭ ঘণ্টা একটানা গভীর ঘুম আমাদের অনেকখানি স্ট্রেস কমিয়ে দেয়। স্ট্রেস কমলেই শরীরের অপকারী হর্মোনের ক্ষরণও কমে। ফলে অভ্যন্তরীণ অঙ্গও যেমন ঠিক থাকে, তেমনই ত্বক ও চুলেও তার প্রভাব পড়ে। 

ক্সারসাইজ
বয়স না কমুক, ফিট থাকা যায়   সুঅভ্যেসের দ্বারা। এমনই একটি   সুঅভ্যেস হল এক্সারসাইজ। রোজ চেষ্টা করুন অন্তত আধঘণ্টা এক্সারসাইজ করার। এক্সারসাইজ করলে শরীরের পেশি শক্তিশালী হবে। হাড়ের উপর চাপ কম পড়বে। জয়ে ন্টগুলি অনেকদিন সচল থাকবে। আপনিও থাকতে পারবেন ফরএভার ইয়ং! 
লিখেছেন সুপ্রিয় নায়েক
 
08th  September, 2024
ডুয়াল পার্সোনালিটি হয় কেন

দ্বৈত সত্তা! কাদের থাকে, কেন হয়? এ থেকে বেরিয়ে আসার উপায়ই বা কী? জানালেন মনোবিদ ডঃ অমিত চক্রবর্তী। বিশদ

12th  September, 2024
হার্ট ও কোলেস্টেরলের সমস্যায় রোজ কটা ডিম খাবেন?

পরামর্শে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আশিস মিত্র। বিশদ

12th  September, 2024
অন্ধত্বের চিকিৎসায় স্কুল উদ্বোধন

এই রাজ্যে প্রায় ১.৬৬ শতাংশ জনসংখ্যা অন্ধত্বে আক্রান্ত। এমতাবস্থায় এই রাজ্যে উদ্বোধন হল শঙ্কর নেত্রালয়া এলিট স্কুল অফ অপটোমেট্রি (এসএনইএসও)-এর। বিশদ

12th  September, 2024
আর জি কর কাণ্ডের প্রতিবাদে হোমিওপ্যাথিক ফোরাম

সম্প্রতি অভয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিল পশ্চিমবঙ্গ হোমিওপ্যাথিক ফোরাম। প্রায়৭০০ জনেরও বেশি চিকিৎসক মিছিলে অংশ নিয়েছিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের দলমত নির্বিশেষ হোমিওপ্যাথিক চিকিৎসকরা  শিয়ালদহ থেকে মানিকতলা পর্যন্ত রাজপথ জুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলে হাঁটলেন। বিশদ

12th  September, 2024
বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকের জন্মদিন পালন

বিশিষ্ট চিকিৎসক ডাঃ জে এন কাঞ্জিলালের ১১৬ তম জন্মদিন পালিত হল কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে। বিশদ

12th  September, 2024
তফাত শুধু শিরদাঁড়ায়!

প্রতিটি সমস্যাই আসলে জীবনের শিক্ষা!’— একথা আমরা পড়েছি পাঠ্যবইয়ে। সোমা বন্দ্যোপাধ্যায় সেকথা উপলব্ধি করেছেন নিজের জীবন দিয়ে। একদা চলচ্ছক্তিহীন মেয়েটি মেরুদণ্ড শক্ত করে উঠে দাঁড়িয়েছেন নিজের পায়ে। দাঁড় করিয়েছেন ব্যবসা। আরও এক লড়াকু মেয়ের সঙ্গে পরিচয় করালেন স্বরলিপি ভট্টাচার্য।  বিশদ

08th  September, 2024
রাগের মিটার! 

স্ট্রেস ও টেনশন থেকে রাগ হলেও কেউ কেউ সেই পরিবেশে মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারেন। কেউ আবার অল্পেই মাথা গরম! আপনি ঠিক কোন দলে? রাগ, স্ট্রেস এগুলো আপনার মনকে কতটা নিয়ন্ত্রণ করে? আমরা দিলাম প্রশ্নমালা। নীচে থাকবে সম্ভাব্য কিছু উত্তর। সব উত্তরের জন্য নির্দিষ্ট কিছু মান আছে। মনে মনে সৎ থেকে মিলিয়ে নিন আপনার উত্তরের নম্বর কী হল। তারপর দেখে নিন আপনার রিপোর্ট কার্ড!
বিশদ

08th  September, 2024
রাশ টানুন সন্তানের টেনশনে

ছোট থেকেই তৈরি হয় স্বভাব। কীভাবে শুরু থেকেই টেনশন, মেজাজ, রাগ আয়ত্তে রাখা সম্ভব? জানাচ্ছেন মনোরোগ চিকিৎসক ডাঃ রীমা মুখোপাধ্যায়। বিশদ

08th  September, 2024
হঠাত্‍ হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট হলে কী করবেন?
 

পরামর্শে মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালের ইমার্জেন্সি মেডিসিন বিভাগের প্রধান ডাঃ ইন্দ্রনীল দাস। বিশদ

08th  September, 2024
জিমে না গিয়ে মেদ ঝরান, জেনে নিন সঠিক নিয়ম

পরামর্শে পশ্চিমবঙ্গ সরকারের যোগা ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের প্রেসিডেন্ট ও যোগ বিশারদ তুষার শীল। বিশদ

05th  September, 2024
বঙ্গসাহিত্যের ডাক্তার ও ডাক্তারি

‘ডাক্তার মানে সে তো মানুষ নয়/আমাদের চোখে সে তো ভগবান।’ গায়ক নচিকেতার গানের এই কথায় বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন। তবে ডাক্তারের সমালোচনামূলক এই গানের বাকি কথাগুলির সমর্থকের সংখ্যাও নেহাত কম হবে না। বিশদ

05th  September, 2024
অপরাধী চিনতে ডিএনএ

অপরাধের জায়গায় অপরাধী ফেলে যায় তার কিছু না কিছু সূত্র। কোন কোন প্রযুক্তি ব্যবহার করে তদন্তকারীরা ধরে ফেলেন তাকে? জানালেন জিন গবেষক ডঃ অনির্বাণ মিত্র ও ফরেনসিক বিশেষজ্ঞরা। বিশদ

05th  September, 2024
সর্বোচ্চ কোন বয়সে করা যেতে পারে হাঁটু এবং কোমর প্রতিস্থাপন!

পরামর্শে রবীন্দ্রনাথ টেগোর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক এবং রোবোটিক সার্জেন ডাঃ সূর্যউদয় সিং। বিশদ

05th  September, 2024
পলিগ্রাফ ও নারকো টেস্টের খুঁটিনাটি

কে করল অপরাধ? দোষীকে খুঁজতে তদন্তকারী অফিসাররা প্রায়ই করেন এই দুই পরীক্ষা। কেমন করে হয় এই পরীক্ষাগুলি? বিস্তারিত জানালেন মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়রঞ্জন রাম। বিশদ

29th  August, 2024
একনজরে
আবার হিট অ্যান্ড রানের ঘটনা বাণিজ্য নগরী মুম্বইয়ে। দ্রুতগতির গাড়ি পিষে দিল দুই বাইকযাত্রীকে। যার জেরে প্রাণ হারিয়েছেন বছর সতেরোর এক কিশোর। গুরুতর জখম তাঁর ...

আরজি কর কাণ্ডে রাজনৈতিক ফায়দা তুলতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে বাম, অতিবাম, কংগ্রেস, বিজেপি সহ তামাম বিরোধী দল। ...

ডোনাল্ড ট্রাম্পের প্রচারস্থলের কাছেই চলল গুলি। রবিবার ফ্লোরিডা গল্ফ ক্লাবের বাইরে দুই ব্যক্তির মধ্যে গুলির লড়াই বাধে। জানা যাচ্ছে, ওই ঘটনার কিছুক্ষণ আগেই ট্রাম্প ক্লাব ...

শেষবার তিনি মাঠে নেমেছিলেন কোপা আমেরিকা ফাইনালে। খেতাবি লড়াইয়ে গোড়ালিতে চোট পেয়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন লায়োনেল মেসি। তারপর কেটে গিয়েছে দু’মাস। চোট সারিয়ে মাঠে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ওজোন স্তর রক্ষা দিবস
১৭৩৬ - পোলিশ ডাচ পদার্থবিদ তথা প্রকৌশলী ও থার্মোমিটার উদ্ভাবক ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইটের মৃত্যু
১৮১২ - মস্কো শহরে এক অগ্নিকাণ্ডে এক দিনে প্রায় তিন-চতুর্থাংশ শহর পুড়ে গিয়েছিল
১৯০৮- জেনারেল মোটরস কর্পোরেশনের প্রতিষ্ঠা
১৯১৬- ধ্রুপদী সংগীতশিল্পী এম এস শুভলক্ষ্মীর জন্ম
১৯৩১- হিজলি ক্যাম্পে বন্দিদের উপর গুলিতে হত দুই বিপ্লবী সন্তোষকুমার মিত্র এবং তারকেশ্বর সেনগুপ্ত
১৯৩২- নোবেলজয়ী স্কটিশ চিকিৎসক রোনাল্ড রসের মৃত্যু
১৯৪৫- রাজনীতিবিদ পি চিদাম্বরমের জন্ম
১৯৫৩- যুক্তরাষ্ট্রের রক্সি থিয়েটারে বিশ্বের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘দ্য রোব’ প্রদর্শিত
১৯৫৫- আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন চালু
১৯৮৭- বিশ্বের ২৭টি দেশ ভূ-পৃষ্ঠের বায়ু মন্ডলকে রক্ষা করার জন্য ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস ব্যবহারে বিধিনিষেধ প্রয়োগে চুক্তিবদ্ধ হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১০ টাকা ৮৪.৮৪ টাকা
পাউন্ড ১০৮.৬৪ টাকা ১১২.১৯ টাকা
ইউরো ৯১.৫৩ টাকা ৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
14th  September, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,৫৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৬,৫৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৬,৬৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
14th  September, 2024

দিন পঞ্জিকা

৩১ ভাদ্র, ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪। ত্রয়োদশী ২৪/২০ দিবা ৩/১১। ধনিষ্ঠা নক্ষত্র ২৭/৪৫ দিবা ৪/৩৩। সূর্যোদয় ৫/২৭/৮, সূর্যাস্ত ৫/৩৫/৫৪। অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে পুনঃ ১০/১৮ গতে ১২/৪৪ মধ্যে। রাত্রি ৬/২২ গতে ৮/৪৫ মধ্যে পুনঃ ১১/৭ গতে ২/১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৯ গতে ৪/৪৬ মধ্যে। বারবেলা ৬/৫৮ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ২/৩৪ গতে ৪/৫ মধ্যে। কালরাত্রি ১০/৪ গতে ১১/৩২ মধ্যে। 
৩০ ভাদ্র, ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪। ত্রয়োদশী দিবা ১/১১। ধনিষ্ঠা নক্ষত্র দিবা ৩/৫১। সূর্যোদয় ৫/১৬, সূর্যাস্ত ৫/৩৮। অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১১/৪৭ মধ্যে এবং রাত্রি ৬/২৯ গতে ৮/৪৯ মধ্যে ও ১১/১০ গতে ২/১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/১৪ গতে ৪/৫৩ মধ্যে। কালবেলা ৬/৫৮ গতে ৮/২৯ মধ্যে ও ২/৩৫ গতে ৪/৭ মধ্যে। কালরাত্রি ১০/৪ গতে ১১/৩২ মধ্যে। 
১২ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কলকাতার সিপিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি: মমতা বন্দ্যোপাধ্যায়

11:59:00 PM

আগামী কাল, মঙ্গলবার কলকাতা পুলিসে রদবদল করা হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

11:58:00 PM

স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

11:57:00 PM

অভয়ার উদ্দেশ্যে সমবেদনা জানিয়ে বৈঠক শুরু করি: মমতা বন্দ্যোপাধ্যায়

11:55:00 PM

আমরা উভয়পক্ষই খুশি, বিস্তারিত আলোচনা হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

11:55:00 PM

কিছু বিষয়ে সহমত কিন্তু কয়েকটি বিষয়ে মতানৈক্য হয়েছে, জানালেন জুনিয়র ডাক্তাররা

11:53:00 PM