Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

অ্যালার্জি থাকলে
কী করবেন?  

পরামর্শে রুবি হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আশিস মিত্র।

আমাদের দেহে কোনও রোগজীবাণু প্রবেশ করলে দেহের শ্বেতকণিকা তার বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। রক্তে শ্বেতকণিকার সংখ্যা বৃদ্ধি পায়। রোগজীবাণু মাত্রই ক্ষতিকর পদার্থ সবাই জানেন। তবে কোনও কোনও ব্যক্তির শরীরে রোগজীবাণু ছাড়াও আপাতভাবে সাধারণ কিছু বস্তু প্রবেশ করলেও রক্তে শ্বেতকণিকার মাত্রা বাড়তে শুরু করে। ওই ব্যক্তির শরীর নানাভাবে প্রতিক্রিয়া প্রকাশ করে। এই প্রতিক্রিয়া হতে পারে ডায়ারিয়া দেখা দেওয়া, হাঁপানি বা অ্যাজমা শুরু হওয়া, নাক দিয়ে জল পড়া, হাঁচি, কাশি, ত্বকে র‌্যাশ বেরনো, একজিমা হওয়ার মতো সমস্যা ইত্যাদি। এইভাবে কোনও নির্দিষ্ট বা একাধিক বস্তুর প্রতি শরীরের এই ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করাকেই ‘অ্যালার্জি’ হিসেবে চিহ্নিত করা হয়।
অ্যালার্জি হয় এমন বস্তুর তালিকায় রয়েছে—
 এক বা একাধিক খাদ্যবস্তু, ওষুধ, ফুলের রেণু, পোষ্যের লোম, ধুলো-ধোঁয়া, ডিটারজেন্ট পাউডার ইত্যাদি। সাধারণত যে বস্তু থেকে অ্যালার্জি বেশি হয়, সেগুলি নিয়েই আলোচনা করা হল।
খাদ্য: দেখা গিয়েছে কোনও কোনও ব্যক্তির ডিম খেলেই পেটে ব্যথা, বমি, ডায়ারিয়ার মতো সমস্যা তৈরি হয়। কারও কারও ক্ষেত্রে আবার চিংড়ি কিংবা কাঁকড়া খেলে এমন সমস্যা হয়। এমনকী গায়ে আমবাতের মতো বেরতে পারে। কিছু মানুষের ডায়ারিয়া হয় দুধ কিংবা দুগ্ধজাত খাদ্যদ্রব্য খেলে। বেগুন, পোস্ত, সর্ষের মতো খাদ্য থেকেও অ্যালার্জি হতে পেতে পারে। এক্ষেত্রে বুঝতে হবে, ওই ব্যক্তির ওই নির্দিষ্ট খাদ্যবস্তুতে অ্যালার্জি রয়েছে।
ধুলো-ধোঁয়া: ঘর ঝাঁট দেওয়া, লেপ-কম্বল ঝাড়ার মতো কাজ করার সময় বা ধূপ ও উনুনের ধোঁয়ার নাকে ঢোকার পরেই হাঁচি পড়তে শুরু করা, কাশি হওয়া, নাক দিয়ে জল পড়া, হালকা জ্বর আসা, চোখ-মুখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যা শুরু হলে বুঝতে হবে ওই ব্যক্তির ধুলো-ধোঁয়া থেকে অ্যালার্জি আছে।
ড্রাগ অ্যালার্জি: সবচাইতে ক্ষতিকর হল ড্রাগ অ্যালার্জি। সময়ে ড্রাগ অ্যালার্জি না বুঝতে পারলে তা ভয়ঙ্কর আকার নিতে পারে। ড্রাগ অ্যালার্জি থাকলে ত্বকে আমবাতের মতো বেরনো, শ্বাসনালীতে প্রদাহ হওয়া ও শ্বাসনালী ফুলে সরু হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এমনকী শুরু হতে পারে তীব্র শ্বাসকষ্টের সমস্যাও। চিকিৎসা পরিভাষায় এই সমস্যাকে বলে অ্যানাফাইলেক্সিস। অ্যানাফাইলেক্সিস অন্যান্য বস্তু থেকেও হতে পারে। তবে ড্রাগ বা ওষুধ থেকে বেশি হয়। এই কারণে এখন চিকিৎসকরা প্রেসক্রিপশনে ওষুধ লেখার আগে রোগীর কাছে জানতে চান যে তাঁর কোনও ওষুধে অ্যালার্জি রয়েছে কি না!
সাধারণত দেখা গিয়েছে মেট্রোজিল গ্রুপের ওষুধ, সালফার ড্রাগ বা পেনিসিলিন, হাইড্রক্সিক্লোরোকুইন, প্যারাসিটামল ছাড়া অন্যান্য বেদনানাশক ওষুধ, সাইকিয়াট্রিক ড্রাগ যেমন লিথিয়াম, টিবির ওষুধ, এইচআইভি-এর ওষুধ থেকেও অ্যালর্জি হওয়ার আশঙ্কা বেশি থাকে। তবে অ্যনান্য ওষুধ থেকেও অ্যালার্জি হতে পারে। তাই কোনও ওষুধ খেয়ে শরীরে অস্বস্তি শুরু হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।
রাসায়নিক পদার্থ, ডিটারজেন্ট: কিছু মানুষের ত্বকের যে কোনও জায়গাতেই ডিটারজেন্ট বা রং বা অন্য কোনও রাসায়নিক পদার্থ লাগালে সেখানে একজিমা, চুলকানির মতো সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে বুঝতে হবে ওই ব্যক্তির ডিটারজেন্ট বা রাসায়নিক থেকে অ্যালার্জি রয়েছে।
পোষ্যের লোম, পাখির পালক: বাড়িতে অনেকেই কুকুর, বিড়াল, পাখি পোষেন। এই ধরনের পোষ্যের লোম ও পালকের অংশ থেকে হাঁচি, কাশি, শ্বাস কষ্ট বা অ্যাজমার মতো উপসর্গ দেখা দিতে পারে। কারণ পশুর লোম শরীরে ‘ফরেন বডি’-এর মতো কাজ করে। তাই বাড়িতে কুকুর, বেড়াল, পাখি বা অন্য কোনও পোষ্য থাকলে এবং পরিবারের কারও শ্বাসকষ্ট শুরু হলে সতর্ক হন।
ফুলের রেণু: কিছু নির্দিষ্ট ঋতুতে, বিশেষত বসন্তকালে ফুলের পরাগ রেণু বাতাসে ভেসে শরীরে প্রবেশ করলেও অনেকের হাঁপানি শুরু হতে পারে। এক্ষেত্রে রোগীর উচিত এই ঋতুতে নাকে-মুখে মাস্ক পরে থাকা।
পরীক্ষা
আদৌ অ্যালার্জি থেকেই সমস্যা হচ্ছে কি না জানতে রক্ত পরীক্ষার মাধ্যমে ইউসিনোফিল কাউন্ট করা হয়। ইউসেনোফিল কাউন্ট বাড়লে বুঝতে হবে রোগীর সত্যিই অ্যালার্জি রয়েছে। এছাড়া ‘আইজিই’ রক্ত পরীক্ষা করিয়ে যদি দেখা যায় রক্তে এর মাত্রা বেশি রয়েছে, তাহলেও বুঝতে হবে রোগীর অ্যালার্জি রয়েছে। এরপর দেখতে হয় রোগীর কোন বস্তুতে অ্যালার্জি রয়েছে।
 ড্রাগ অ্যালার্জি থাকলে দেখতে হয় কোন কোন গ্রুপের ড্রাগ থেকে অ্যালার্জি রয়েছে। সেক্ষেত্রে সাধারণত যে সমস্ত ওষুধ থেকে অ্যালার্জি বেশি হতে দেখা গিয়েছে, সেই সব গ্রুপের ড্রাগ খুব সামান্য মাত্রায় রোগীর শরীরে প্রয়োগ করা হয়। কোন গ্রুপের ওষুধে রোগীর শরীরে কেমন প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, তা লিপিবদ্ধ করা হয়।
 এছাড়া স্কিন প্রিক টেস্টে হাউজ ডাস্ট, পশুপাখির লোম খুব অল্প পরিমাণে ত্বকে প্রবেশ করিয়ে দেখা হয়, রোগীর এই সমস্ত বস্তুতে অ্যালার্জি আছে কি না!
 কোন কোন বস্তুতে অ্যালার্জি আছে, তা কিছু রক্ত পরীক্ষাতেও ধরা পড়তে পারে।
চিকিৎসা
১. যে বস্তুতে অ্যালার্জি রয়েছে, তা এড়িয়ে চলা। তবে অনেকসময় অ্যালার্জির উৎস বোঝা যায় না। সেক্ষেত্রে রোগীকে একটানা কয়েকদিন অ্যান্টিহিস্টামিন ওষুধ খেয়ে যেতে বলা হয়।
২. হাতের কাছে একটি খাতা কলম ও অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ রাখতে বলা হয়। কোন পরিস্থিতিতে বা কী খাওয়ার পর অ্যালার্জির উপসর্গ দেখা দিচ্ছে, খাতায় তা লিখে রাখতে বলা হয়। হাতের কাছে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ থাকলে হঠাৎ অ্যালার্জি অ্যাটাকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। ৩. যাঁদের অ্যালার্জি থেকে দম বন্ধ হয়ে আসে, তাঁদের উচিত সঙ্গের ব্যাগে সবসময় অ্যাড্রিনালিন ইঞ্জেকশন রাখা। একবার শিখে নিলে এই ইঞ্জেকশন রোগী নিজেই নিতে পারেন। তাই ভয় পাবেন না। অ্যালার্জি থাকলেও সচেতন হলে সুস্থভাবে জীবন কাটানো সম্ভব হয়।
লিখেছেন সুপ্রিয় নায়েক 
25th  February, 2021
হোমিওপ্যাথিতে সমাধান 

পরামর্শে হোমিওপ্যাথির জাতীয় উৎকর্ষকেন্দ্র সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথির অধিকর্তা ডাঃ সুভাষ সিংহ।  বিশদ

25th  February, 2021
কেমন হবে রোজকার ডায়েট? 

ডিম: বহু বাচ্চার ডিমে অ্যালার্জি থাকে। এও দেখা গিয়েছে কেউ কেউ ডিমের কুসুম সহ্য করতে পারছেন না। কারও আবার অ্যালার্জি থাকে সাদা অংশে। ফলে ডিম বা ডিমের অংশ খাওয়ার সঙ্গে সঙ্গে সারা গায়ে র‌্যাশ বেরলে বা পেটে ব্যথা শুরু হলে কিংবা ডায়ারিয়া শুরু হলে সাবধান। 
বিশদ

25th  February, 2021
হার্টের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি 

হার্টের সমস্যায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে জটিল সব অসুখের চিকিৎসায় নিত্যনতুন প্রযুক্তি ব্যবহার। এই সকল অত্যাধুনিক ব্যবস্থাপনার দৌলতে বহু মানুষের প্রাণ বাঁচানোও সম্ভব হচ্ছে। 
বিশদ

25th  February, 2021
করোনাবিধি মেনে
পৌঁছে যাবে খাবার 

স্বাস্থ্যবিধি মেনে কর্মসংস্থান ও স্বাস্থ্য সচেতনতার মেলবন্ধন স্থাপন করছে ডিজিটাল প্লাটফর্ম। সম্প্রতি ফুজা ফুড প্রাইভেট লিমিটেড কলকাতার প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্যমন্ত্রকের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সরবরাহ করার জন্য ‘ফুজা’ নামে একটি অ্যাপ লঞ্চ করল। 
বিশদ

25th  February, 2021
সিজন চেঞ্জের অসুখ বিসুখে 
কী কী সতর্কতা?

পরামর্শে অ্যাপোলো গ্লেনিগলস হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাঃ শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। বিশদ

18th  February, 2021
হাতের কাছেই আয়ুষে সমাধান

পরামর্শে আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ সুমিত সুর এবং পিসিএম হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ আশিস শাসমল। বিশদ

18th  February, 2021
লাঞ্ছনার পথ পেরিয়ে
টিকা আবিষ্কার

করোনার টিকা আবিষ্কারকদের ধন্য ধন্য করছে বিশ্ব। তবে মড়কের টিকা আবিষ্কার এই প্রথম নয়। এর আগেও নানা সময়ে বিভিন্ন মারণরোগের টিকার উদ্ভাবন দেখেছে দুনিয়া। টিকার জেরে কোটি কোটি প্রাণ বাঁচলেও আবিষ্কারকদের বরাত মোটেই ফুল্লকুসুমিত ছিল না। বিশদ

18th  February, 2021
হার্টের ধমনীতে ব্লক
বুঝবেন কীভাবে?

হৃৎপিণ্ড হল গোটা শরীরে রক্ত পাম্প করার যন্ত্র। হার্ট সঠিকভাবে কাজ করে বলেই শরীরের প্রতিটি কোণে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত পৌঁছে যায়। সজীব কোষগুলি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় রসদ পায়। বিশদ

11th  February, 2021
হার্ট ভালো রাখার যোগাসন

একটা কথা মনে রাখতে হবে, যাঁর পা শক্তিশালী তাঁর হার্টও শক্তিশালী! দেখা গিয়েছে হৃদযন্ত্রকে শক্তিশালী করে তুলতে হাঁটাহাঁটির অভ্যেস খুবই কাজে আসে। যে কোনও বয়সে হাঁটাহাঁটির সুফল পাওয়া যায়। আর একটি দুর্দান্ত ব্যায়াম হল সাইকেল চালানো। বিশদ

11th  February, 2021
ক্যান্সার প্রতিরোধে রোজ
কোন কোন শাকসব্জি খাবেন?
ডাঃ বিশ্বজিৎ ঘোষ (আয়ুর্বেদিক চিকিৎসক)

রোগ প্রতিরোধে চিকিৎসাবিজ্ঞানের মূল সূত্র হল, দেহে পর্যাপ্ত ইমিউনিটি বজায় রেখে বিভিন্ন প্রকার অসুখবিসুখ থেকে সর্বদা শরীরকে রক্ষা করা। এই রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যাপ্ত রাখতে পথ্য ও আহারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশদ

04th  February, 2021
ক্যান্সার চিকিৎসায়
বোন ম্যারো প্রতিস্থাপন

বহু মানুষের ধারণা, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (বিএমটি) মানে অপারেশন করে হাড় বাদ দিয়ে নতুন হাড় দেহে প্রতিস্থাপন করা! অথবা ডোনারের শরীর থেকে সংগৃহীত অস্থিমজ্জা রোগীর দেহের হাড় ফুটো করে প্রবেশ করানোর প্রক্রিয়া। সত্যি বলতে কী, ধারণাগুলি সম্পূর্ণ ভ্রান্ত। বিশদ

04th  February, 2021
ক্যান্সার: ভুল ধারণা ছাড়ুন

বায়োপ্সি করালে ক্যান্সার ছড়িয়ে পড়ে, এটি সবচাইতে বড় ভ্রান্ত ধারণা। ক্যান্সার নির্ণয়ক ছোট একটি পরীক্ষা হল বায়োপ্সি। কোনও ব্যক্তির ক্যান্সার হয়েছে কি না সেই সম্পর্কে নিশ্চিত হতে বায়োপ্সি করানো হয়। বিশদ

04th  February, 2021
কী বলছেন বিশিষ্ট চিকিৎসকরা?

‘আমি পারি এবং আমিই পারব’: একটা সময় বলা হতো ‘ক্যান্সার হ্যাজ নো অ্যানসার’। তবে এখন সময় বদলেছে। বিশদ

04th  February, 2021
কম বয়সেই চুল পাকছে?

চুল থাকলে পাকবেই। ৩০ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে একটি-দু’টি করে চুল বয়সজনিত কারণেই পাকবে। এই নিয়ে বিশেষ উত্তেজিত হয়ে লাভ নেই। তবে বয়স ৩০-এর গণ্ডি ডিঙিয়ে যাওয়ার আগেই চুল পাকতে শুরু করলে সমস্যা! এমন অকালপক্ব চুল দেখা দিলে প্রথম থেকেই সচেতন হতে হবে। বিশদ

27th  January, 2021
একনজরে
করোনার ব্রাজিল স্ট্রেইনে আক্রান্ত এক ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজছে ব্রিটেন সরকার। তাঁকে প্রকাশ্যে আসার জন্য সোমবার আবেদন জানিয়েছে প্রশাসন। তৃতীয় পর্যায়ের লকডাউন নিয়ে আলোচনা শুরু হয়েছে ব্রিটেনে।   ...

বিজয় হাজারে ট্রফির পরের রাউন্ডে ওঠার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। তাই সোমবার হরিয়ানার বিরুদ্ধে সান্ত্বনা জয় চেয়েছিলেন বাংলার সমর্থকরা। ...

মহাভারতের চরিত্র অর্জুনপুত্র অভিমন্যু মাতৃগর্ভেই শিখে নিয়েছিলেন চক্রব্যূহ ভেদ করার কৌশল। তবে শুধু মহাকাব্যই নয়, বিজ্ঞানও বলছে, গর্ভাবস্থায় শিশু কেমন থাকে, তার উপরে বাকি জীবনটাও ...

এআইএমআইএম (মিম) সুপ্রিমো আসাউদ্দিন ওয়াইসি পশ্চিমবঙ্গের ভোটে তাঁর রণকৌশল নিয়ে রহস্য ঩জিইয়ে রাখলেন। সম্প্রতি ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে তাঁর আলোচনা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়েছিল।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শিক্ষার জন্য দূরে কোথাও যেতে পারেন। প্রেম-প্রণয়ে নতুন যোগাযোগ হবে। বিবাহের কথাবার্তাও পাকা হতে পারে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৮২: উইন্ডসরে রানি ভিক্টোরিয়াকে খুনের চেষ্টা, লক্ষ্যভ্রষ্ট হল গুলি
১৯৩০: ইংরেজ লেখক ডি এইচ ডি লরেন্সের মৃত্যু
১৯৩৩: মুক্তি পেল বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা ছবি ‘কিং কং’
১৯৪৬: উত্তর ভিয়েতনামের প্রেসিডেন্ট হলেন হো চি মিন
১৯৪৯: কবি ও স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডুর মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৮৫ টাকা ৭৪,৫৬ টাকা
পাউন্ড ১০১.৩০ টাকা ১০৪.৮৩ টাকা
ইউরো ৮৭.৪৬ টাকা ৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৬, ৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৪, ৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৪, ৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৮, ৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯, ০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৮ ফাল্গুন ১৪২৭, মঙ্গলবার, ২ মার্চ ২০২১। চতুর্থী ৫২/২৬ রাত্রি ৩/০। চিত্রা নক্ষত্র ৫৩/৪২ রাত্রি ৩/২৯। সূর্যোদয় ৬/১/৮, সূর্যাস্ত ৫/৩৬/৪৬। অমৃতযোগ দিবা ৮/২১ গতে ১০/৪০ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/৩১ মধ্যে পুনঃ ৩/১৭ গতে ৪/৪৯ মধ্যে। রাত্রি ৬/২৬ মধ্যে পুনঃ ৮/৫৫ গতে ১১/২৪ মধ্যে পুনঃ ১/৫৩ গতে ৩/৩৩ মধ্যে। বারবেলা ৭/২৮ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ১/১৫ গতে ২/৪২ মধ্যে। কালরাত্রি ৭/৯ গতে ৮/৪৩ মধ্যে।  
১৭ ফাল্গুন ১৪২৭, মঙ্গলবার, ২ মার্চ ২০২১। তৃতীয়া দিবা ৮/৫৬। হস্তা নক্ষত্র দিবা ৮/৪৪। সূর্যোদয় ৬/৪, সূর্যাস্ত ৫/৩৬। অমৃতযোগ দিবা ৮/৮ গতে ১০/৩১ মধ্যে ও ১২/৫৫ গতে ২/৩১ মধ্যে ও ৩/১৯ গতে ৪/৫৫ মধ্যে এবং রাত্রি ৬/৩১ মধ্যে ও ৮/৫৫ গতে ১১/১৯ মধ্যে ও ১/৪৩ গতে ৩/২৫ মধ্যে। বারবেলা ৭/৩০ গতে ৮/৫৭ মধ্যে ও ১/১৬ গতে ২/৪৩ মধ্যে। কালরাত্রি ৭/১০ গতে ৮/৪৩ মধ্যে। 
১৭ রজব। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
বিজেপিতে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি 

07:30:00 PM

গরু পাচার কাণ্ডে ফের আইপিএস অফিসার কল্লোল গণাইকে তলব করল সিবিআই

05:46:51 PM

নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে তদন্ত শুরু করল এনআইএ 

05:33:00 PM

হরিয়ানার একটি স্কুলে ৫৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত 

05:06:46 PM

মমতাকে সমর্থন জানিয়ে কালনার সমুদ্রগড়ে তৃণমূলের দেওয়াল লিখনে মন্ত্রী স্বপন দেবনাথ

04:23:39 PM

নির্বাচন কমিশনে শুরু হল বৈঠক

04:10:13 PM