পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
আজও ঐতিহ্যের ধারা মেনে বাঙালি কন্যেরা বিয়ের বিশেষ দিনটিতে বেনারসি কিনতেই পছন্দ করেন। এই বস্ত্রের সঙ্গে আবেগ ও সংবেদন হাত ধরাধরি করে থাকে। কলকাতার বেশ কিছু নামী বস্ত্রপ্রতিষ্ঠান বিয়ের মরশুমে সেজে উঠেছে নানা ধরনের বেনারসির সম্ভারে। কোথায় পাবেন কেমন নকশা, নিজের বাজেট কত রাখলে মিলবে মনের মতো বেনারসি, সেসবের খোঁজ রইল আজ।
অঞ্জলি মল
• কলকাতা শহরে বেনারসির খোঁজ শুরু হলে যে প্রতিষ্ঠানের নাম অব্যর্থভাবে উঠে আসবে, তা অঞ্জলি মল। বউবাজারে রাজা রামমোহন রায় সরণিতে, ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিপরীতে অবস্থিত এই মল। শুধু কলকাতাই নয়, কাঁচড়াপাড়া ও কৃষ্ণনগরেও এদের নিজস্ব শাখা রয়েছে। বেনারসির যত ধরনের প্রকরণ হয়, তার প্রায় সবই পাবেন এখানে। কনের সাজের জন্য খুঁজতে পারেন কাতান বেনারসি, হজার বুটি বেনারসি, পশমিনা কাজ বেনারসি, তোতাকাহিনি বেনারসি, মীনাকারি বেনারসি, কোরা সিল্ক বেনারসি ও তাঞ্চই বেনারসিষ এসবের বিপুল সম্ভার পাবেন এখানে। সংস্থার কর্ণধার অনর্ঘ্য উত্তীয় চৌধুরীর মতে, আধুনিক কন্যেদের পছন্দ হাজার বুটি ও তাঞ্চোই বেনারসি। সূক্ষ্মভাবে বোনা তাঞ্চোই বেনারসিতে সুতোর হাল্কা কাজ করা থাকে। এই শাড়ির বুননপদ্ধতি চিন দেশ থেকে এসেছে। কথিত, চিনের তিন ভাই একসময় সুরাতে এসে সেখানকার তাঁতিদের এই বুননপদ্ধতি শেখান। পরে সুরাতের তাঁতিরা বেনারসে চলে আসার পর এই নকশা বেনারসেও জনপ্রিয় হয়। চিনে তিন ভাইয়ের নামের শেষে ‘চই’ শব্দটি ছিল। তাই তিন ও চই শব্দ মিলে এই শাড়ির নামকরণ হয় ‘তাঞ্চই’। নানা ধরনের বেনারসির দাম শুরু মাত্র ১৭০০ টাকা থেকে। খাঁটি সূক্ষ্ম সুতোর কাজের বেনারসি খুঁজলে বাজেট রাখুন ১২,৫০০ টাকার মধ্যে।
প্রিয়গোপাল বিষয়ী
• কলকাতার অত্যন্ত প্রাচীন ও নির্ভরযোগ্য শাড়ির বিপণি প্রিয়গোপাল বিষয়ী। অন্যতম কর্ণধার সৌম্যজিৎ লাহা জানান, ‘আমাদের বেনারসিতে মধ্যবিত্ত নানারকমের ভ্যারাইটি পাবেন। এখানে ৩০০০ টাকা থেকে শুরু করে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকার মধ্যে নানা ধরনের বেনারসি পাবেন।’ কাপড়ের মান ও নকশার উপর নির্ভর করে দামের হেরফের। হাতে বোনা, মেশিনওয়ার্ক সহ সব ধরনের বেনারসি মিলবে। ৩০০০-৫০০০ টাকা পর্যন্ত একটি রেঞ্জে পাবেন ব্লেন্ডেড মেটেরিয়ালের বেনারসি। এর পরের রেঞ্জটি শুরু ৮০০০ টাকা বাজেটের মধ্যে। এটিও ব্লেন্ডেড মেটেরিয়ালের তবে এর নকশা একটু ভারীর দিকে। এরপর ৮০০০-১৪০০০ টাকার মধ্যে একটি রেঞ্জ পাবেন, এর ফ্যাব্রিক আর একটু উন্নতমানের। খাঁটি কাতান বেনারসি এখান থেকে কিনতে চাইলে বাজেট রাখুন অন্তত ১৬,০০০ টাকা।
১ লক্ষ ৪০ হাজার টাকার মধ্যে এই কাতান বেনারসির নানা ধরন পাবেন। নকশার ভ্যারাইটির উপর দাম ওঠানামা করবে। এছাড়া কাস্টোমাইজড ডিজাইনার বেনারসিও পাবেন এখানে। সেক্ষেত্রে বাজেট রাখুন ৩০-৪০ হাজার টাকা। সম্পূর্ণ হাতে বোনা কারোয়া বেনারসিও পাবেন। সেক্ষেত্রে দাম শুরু হবে ২২-২৩ হাজার টাকা থেকে। বেনারসের নিজস্ব কারিগর দিয়ে তৈরি করানো হয় এই প্রতিষ্ঠানের বেনারসি। সৌম্যজিৎবাবু জানালেন, কারোয়া বুটির পাশাপাশি খাঁটি কাতান বেনারসির চাহিদা কলকাতায় বরাবরই বেশি। তবে বিয়েবাড়ি উপলক্ষ্যে বর-কনের আত্মীয়স্বজনও অনেকে বেনারসি পরেন। তাঁদের জন্য টিস্যু বেনারসি, তসর বেনারসিও রয়েছে। টিস্যু ও তসর বেনারসির দাম শুরু ৮০০০-৯০০০ টাকা। এছাড়া একটু পকেটসই দামে ব্লেন্ডেড মেটেরিয়ালের বেনারসিও আত্মীয়স্বজনরা কেনেন। রাসবিহারী অ্যাভিনিউ, পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড (বড়বাজার) ও কাঁচড়াপাড়া এই চার শাখাতেই এমন বেনারসি পাবেন।
সাহা টেক্সটাইল
• বেনারসিকে বিশেষ গুরুত্ব দেয় সাহা টেক্সটাইল। শাড়ি বিপণির জগতে অন্যতম জনপ্রিয় এই সংস্থা। মাঙ্গলিক বস্ত্রকে তিনটি অধ্যায়ে ভাগ করেছে এরা। মঙ্গল বেনারসি, রাজঘরানা বেনারসি ও রামনগর বেনারসি। এদের মধ্যে নবাবি যুগের রাজারাজড়াদের উৎসবে পরিহিত বেনারসির নকশার উপর নিজস্ব কারিগরি ও আর্টওয়ার্কের মিশেল ঘটিয়ে রাজঘরানা বেনারসি তৈরি করে এই সংস্থা। বড় বড় রাজপরিবারের মিউজিয়ামে রাখা পোশাকের নকশাকে বেনারসির মধ্যে ফুটিয়ে তুলে রাজঘরানা বেনারসি তৈরি হয়। এই ধরনের বেনারসির দাম শুরু ১৫,০০০ টাকা থেকে। ১- ১.৫ লক্ষ টাকা রেঞ্জ পর্যন্ত পাবেন এই বেনারসি। মঙ্গল বেনারসি তৈরি হয় মধ্যবিত্তের পকেটের কথা ভেবে। এই বেনারসির দাম শুরু ৪৫০০ টাকা থেকে। ১৫-১৬ হাজার মধ্যে এই বেনারসি পাবেন। এছাড়া বারাণসীর রামনগর অঞ্চলের বেনারসিও এখানে পাবেন। দামের রেঞ্জ ১৫,০০০-৯০,০০০ টাকা পর্যন্ত। প্রতিষ্ঠানের কর্ণধার কান্তি সাহা জানালেন, সাহা টেক্সটাইল বেনারসির মতো মাঙ্গলিক বস্ত্র নিয়ে নিয়ত নানা গবেষণা চালাচ্ছে। নিজস্ব নকশা ও কারিগর দিয়ে তৈরি এখানকার বেনারসি বরাবরই জনপ্রিয়। যেসব নকশা বেড়াতে গিয়ে নানা রাজপরিবারের অন্দরে বা মিউজিয়ামে দেখা যায়, তা সর্বজনীন করে তুলতেই রাজঘরানার ধারণা তৈরি করা হয়।’ বিয়ের এই মরশুমে রাজঘরানা বেনারসির চাহিদা বেশি বলেই মত সংস্থার। এই সময় কেনাকাটার উপর একটি অফারও রেখেছে সাহা টেক্সটাইল। বেনারসি-সহ এখান থেকে পোশাক কিনলে ৫০০০-৬০,০০০ টাকা বা তদূর্ধ্ব কেনাকাটায় পাবেন ট্রলি ব্যাগ, ট্রাভেল ব্যাগ সহ নানা উপহার। বারাসত, হিন্দুস্তান পার্ক ও কাঁচড়াপাড়া সহ সব শাখাতেই পাবেন এই অফার।
সাহাবাবুর আদি ঢাকেশ্বরী
• কলকাতার সাবেক বস্ত্রপ্রতিষ্ঠানদের মধ্যে সাহাবাবুর আদি ঢাকেশ্বরী সুপরিচিত ও জনপ্রিয়। এখানে বেনারসির সংগ্রহ চোখে পড়ার মতো। সাধ্যের মধ্যে সাধপূরণই এই সংস্থার লক্ষ্য। তাই এখানে বেনারসির দাম শুরু ২০০০ টাকা থেকে। তবে এই বেনারসি ব্লেন্ডেড মেটেরিয়ালের। বেনারসির রেঞ্জ রয়েছে ১ লক্ষ টাকা পর্যন্ত। সিল্ক মার্কের খাঁটি কাতান বেনারসি পাবেন ১৫,০০০ টাকা থেকে। এছাড়া বেনারসির উপর নানা ধরনের পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে এই সংস্থা। ৮০ শতাংশ কাতান ও ২০ শতাংশ কটন ফ্যাব্রিকে তৈরি বেনারসিও এখানে পাবেন, যার দাম ও মান দুইই মধ্যবিত্তের মনের মতো। এই ধরনের মঙ্গল বেনারসির দাম শুরু হয়েছে ৫০০০ টাকা থেকে। ছোট বুটি বা হাল্কা কাজের খাঁটি কাতান পাবেন ১৫,০০০ টাকায়। তবে বাহারি কাজ, সাবেকি আঁচল, মীনাকারি কাজের কারোয়া বুটি-সহ নানা ভারী নকশার বেনারসি একটু দামি। বাজেট রাখুন ২০,০০০ টাকার উপর। এছাড়া ইদানীং ডুয়াল টোনের বেনারসির চাহিদা বাড়ছে। এই ধরনের বেনারসিরও দাম শুরু ২০,০০০ টাকা থেকে। এখানে আরও এক ধরনের বেনারসি পাবেন, যা কিছুটা প্রিমিয়াম মানের। এতে জরির উপর গোল্ড পলিশের ফিনিশিং পাবেন। দাম শুরু হবে ৫০,০০০ টাকা থেকে। সংস্থার কর্ণধার নিতাই সাহা জানালেন, ‘বিয়েবাড়ির সাজ হোক বা নিজের বিয়ে— মানুষ ইদানীং হাল্কা নকশা ও হালকা ওজনের বেনারসি চাইছে, যা তিনি বহু বছর ধরে মাঝেমধ্যে পরতে পারবেন। ডুয়াল টোনড বেনারসির চাহিদাও বাড়ছে। এই ধরনের বেনারসি মধ্যবিত্তের পকেটসই দামে নানা নকশা ও রঙে এখানে পাবেন। এছাড়া বেনারসির আর এক বিকল্প মসরু কাতানও পাবেন এখানে। এটি সম্পূর্ণ বেনারসি না হলেও এর জেল্লা ও নকশা অনেকটাই বেনারসির মতো। কনের মা সহ তাঁর আত্মীয়স্বজনরা আজকাল এই মসরু কাতান পরার দিকে অনেকেই ঝুঁকছেন। এছাড়াও ১২,০০০ টাকা রেঞ্জে খাঁটি তসর বেনারসি পাবেন এখানে। সম্প্রতি কোচবিহারেও আমাদের নতুন শাখা খুলতে চলেছে।’ কলেজ স্ট্রিট, বড়নীলপুর মোড়, বর্ধমান, বহরমপুর, শিলিগুড়ি, ঢাকা মিলিয়ে সব ক’টি শাখাতেই এই নানা ধরনের বেনারসি পাবেন।
বেনারসি টেক্সটোরিয়াম
• শ্যামবাজারে কালাচাঁদ সান্যাল লেনে বেনারসি টেক্সটোরিয়াম। বেনারসি কেনাকাটার জন্য এটি শহরের অন্যতম নির্ভরযোগ্য ও নামী প্রতিষ্ঠান। ভারতের নানা প্রদেশের সবরকমের শাড়ির সঙ্গে বিভিন্ন রেঞ্জের বেনারসি পাবেন এখানে। বেনারসের আদি ঘরানায় নিজস্ব কর্মশালায় প্রস্তুত বিয়ের বেনারসিও মিলবে। এখানে খাঁটি বেনারসি শাড়ির দাম শুরু হচ্ছে মাত্র ৩৫০০ টাকা থেকে। রয়েছে নানা রেঞ্জ। যেমন, জংলা বেনারসি পাবেন ৬৮০০-১৮,০০০ টাকা। কলকা বুটি বেনারসি ৫৫০০-১৪,০০০ টাকা। পটনি বেনারসি মিলবে ৮৫০০-১৫,০০০ টাকা। অলওভার ডট বুটি বেনারসি পাবেন ৭৫০০-১০,৫০০ টাকায়। ঘাটচোলা বেনারসি চাইলে বাজেট রাখুন ৭৫০০-৯৫০০ টাকা। কলমকারি বেনারসি মিলবে ৮৫০০-১৫,০০০ টাকায়। মীনাকারি বেনারসি খুঁজলে তাও পবেন এখানে। ৯০০০-১৫,০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করবে দাম। পশমিনা বেনারসি মিলবে ৭৫০০-১২,০০০ টাকায়। ফুলকারি বেনারসি চাইলে পাবেন ১০৫০০-১৫,০০০ টাকায়। এছাড়া কনের আত্মীয়স্বজনদের জন্য পাবেন অর্গ্যাঞ্জা বেনারসি। বাজেট রাখুন মাত্র ২০০০-২৫০০ টাকা। খাঁটি টিস্যু বেনারসি মিলবে ২৫০০-৩৫০০ টাকা। জর্জেট বেনারসির দাম পড়বে ১৮৫০-৩৮০০ টাকা। চান্দেরি বেনারসি পাবেন ১২৫০-২৫০০ টাকার মধ্যে। কনের জন্য খাঁটি কাতান বেনারসি পাবেন ১০,৫০০-১৬,৫০০। অনেকে কোরা কাতান টিস্যু বেনারসি পছন্দ করেন। সেক্ষেত্রে বাজেট রাখুন ১০,৫০০-১৫,০০০ টাকা। বিয়ের এই মরশুমে বেনারসি শাড়ির উপর ১০-১৫ শতাংশ ছাড়ও পাবেন এই বিপণিতে।
শ্রীনিকেতন
• পোশাকের জগতে আর এক নামী প্রতিষ্ঠান শ্রীনিকেতন। বিয়ের কেনাকাটার অন্যতম নির্ভরযোগ্য বিপণি এই সংস্থা। এখানে খাঁটি বেনারসির দাম শুরু ৩০০০ টাকা থেকে। ৬০,০০০-৭০,০০০ টাকা পর্যন্ত রেঞ্জে এখানে নানারকমের বেনারসি পাবেন। তবে ৩০০০ টাকা রেঞ্জের বেনারসির সুতো একটু মোটা। তার উপরে ১০,০০০-১২,০০০ টাকা রেঞ্জের বেনারসির সুতো একটু সূক্ষ্ম। ১৫,০০০ টাকা বা তার চেয়ে বেশি দামি বেনারসিতে পাবেন খাঁটি ও খুবই সূক্ষ্ম সিল্কের সাটিন সুতো। বেনারসির সুতো ও জরির নানা নকশাভেদে দামের ফারাক হয়। জামেবর বেনারসি, সিলভার বেনারসি, কাতান বেনারসি, স্পট বুটি বেনারসি, মডার্ন বেস কাতান বেনারসি সহ নানা ধরনের ভ্যারাইটি এখানে পাবেন। ২০,০০০-৩০,০০০ টাকার উপরের বেনারসিতে পাবেন খাঁটি সুতো ও জরির দারুণ কাজ। হাল্কা থেকে ভারী নকশা, সাবেক থেকে আধুনিক সব ধরনের হাতে বোনা কাজের বেনারসি এখানে পাবেন। সোদপুর, হাইল্যান্ড পার্ক, গড়িয়াহাট, বারাসত, কাঁচড়াপাড়া, শ্রীরামপুর, বহরমপুর, চুঁচুড়া ও আসানসোল সহ সব শাখাতেই এই বেনারসি পাবেন।
বিয়ের দিনে কিন্তু বিয়ের কনেই ‘শো স্টপার’। তাই তাঁর প্রস্তুতির জন্য সাধের বেনারসিই হোক সাজঘরের হিরোইন!
মনীষা মুখোপাধ্যায়