Bartaman Patrika
বিকিকিনি
 

মিনি গার্ডেন পরিচর্যা

 হিমেল ছোঁয়া বাতাসে। এই মরশুমে গাছের যত্ন কীভাবে করবেন?

একমুঠো সবুজ তরতাজা আভাসের খোঁজে এখন অনেকেই নিজেদের ব্যালকনিতে যত্ন সহকারে তৈরি করছেন ছোট্ট একফালি ‘মিনি  গার্ডেন’। প্রতিদিন ব্যস্ততার ভিড়ে নেমে পড়ার আগে চায়ের কাপে আলগোছে চুমুকের মৌতাত। আর চোখের সামনে রংবেরঙের আবরণে ঘেরা সবুজের গালিচা— এই যুগলবন্দি দৈনিক ক্লান্তিকে নিমেষে ভুলিয়ে দেওয়ার জন্য একেবারে অব্যর্থ। শুধু ব্যালকনিতেই নয়, রান্নাঘরের কার্নিশ লাগোয়া স্ল্যাবে কিংবা অফিস ডেস্কেও সযত্নে লালিত হয়ে চলেছে রকমারি চারাগাছ। স্বল্প যত্নেই সবুজ পাতার ভিড়ে উঁকি দিচ্ছে গোলাপি কিংবা হলুদ রঙের ছোট্ট ফুল। এখন বিভিন্ন শুভ অনুষ্ঠানের স্মারক কিংবা উপহারস্বরূপও তুলে দেওয়া হচ্ছে ছোট্ট চারাগাছ। সব গাছেরই উপযুক্ত পরিচর্যা দরকার। বাড়িতে ‘মিনি গার্ডেন’ তৈরি করার শখ থাকলে আপনি নিজেই সঠিকভাবে যত্ন করতে পারবেন। তবে ফুলগাছ ও অন্যান্য চারাগাছ পরিচর্যায় কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে।
• উপযুক্ত স্থান 
বারান্দার যেখানে আপনার শখের বাগান করবেন বলে চিন্তাভাবনা করছেন, আগে সেই জায়গাটি ভালো করে নিরীক্ষণ করে নিন। সেখানে ঠিকঠাক আলো-বাতাস খেলে কি না, দেখে নেওয়া প্রয়োজন। ফুলগাছের পরিচর্যায় সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা, বাড়ির দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম কোণ। মৃদুমন্দ বাতাসের পাশাপাশি,  প্রখর সূর্যরশ্মিও এই অংশে অপেক্ষাকৃতভাবে কম পৌঁছায়, কাজেই অতিরিক্ত রৌদ্রতাপে ফুলগাছের পাতাগুলি অকালে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই স্পাইডার প্ল্যান্ট এবং স্ট্রেপ্টোকার্পাস জাতীয় ইন্ডোর প্ল্যান্টগুলিকে এমন জায়গায় রাখা যায়। ফুলের চারাগাছ পরিচর্যার জন্য দিনের বেলায় ২৫-৩০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলায় ২২-২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। সেক্ষেত্রে আপনি ফুলের চারা জানালার পাশে ঠান্ডা জায়গায় রাখতে পারেন। আলোর সঙ্গে সঙ্গে  ফুলগাছের যত্নে উপযুক্ত আর্দ্রতাও প্রয়োজন। বাড়িতে যদি হিউমিডিফায়ার থাকে, সেক্ষেত্রে সেটি চারাগাছের আশপাশের আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধিতেও সহায়ক হতে পারে। মোটামুটি ৬০ থেকে ৭০ শতাংশ আপেক্ষিক আর্দ্রতা বজায় রাখা বাঞ্ছনীয়।
• পরিমিত  জল
 চারার সঠিক পরিচর্যায় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়টি হল পরিমিত জলের ব্যবহার। অতিরিক্ত সূর্যরশ্মির মতোই মাত্রাতিরিক্ত জলের ব্যবহারেও ফুলগাছ এবং অন্যান্য  চারাগাছেরও বৃদ্ধি বাধা পায়। গাছে জল দেওয়ার আগে একবার টবের মাটি ছুঁয়ে দেখে নিন জল দেওয়ার প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা! মাটি খুব বেশি আর্দ্র থাকলে একদিন অন্তর নিয়ম করে জল দেওয়া যেতে পারে। কোনও কোনও ক্ষেত্রে গাছের প্রকৃতি এবং ধরন অনুসারেও জলের মাত্রার হেরফের হয়ে থাকে। যেমন ঠান্ডা  পরিবেশে বেড়ে ওঠা চারাগাছের তুলনায় উষ্ণ এবং শুষ্ক পরিবেশে বাড়তে থাকা চারাগাছের অতিরিক্ত জলের প্রয়োজন হয়। একইভাবে ফুল এবং পাতায় ভরপুর কোনও গাছের যে পরিমাণ জলের প্রয়োজন, সেই তুলনায় ফুলবিহীন বা ক্যাকটাস, অথবা বিরল পাতাযুক্ত কোনও গাছে জল অনেকটাই কম লাগে। তাই যে সব গাছে প্রয়োজনীয় জলের পরিমাণ কম বলে মনে  হবে, সেই গাছের পাতায় প্রতিদিন একটু একটু করে জল স্প্রে করে দিতে পারেন, এতে পাতা সজীব থাকবে।
• সঠিক টব বা পাত্র  
সেরামিক টবেই যে শুধু গাছ লাগাতে হবে এমনটা কিন্তু নয়। ব্যবহারের সুবিধার্থে প্লাস্টিক টবও ব্যবহার করতে পারেন। কিন্তু যে কোনও টব ব্যবহারের আগে তার  উপযুক্ত জলনিকাশি ব্যবস্থাও যাচাই করে নেওয়া প্রয়োজন। গাছের গোড়ায় যেন কোনওভাবেই জল জমে না থাকে। টবের তলার মাটিতেও জল জমে থাকা উচিত নয়,  সেক্ষেত্রে গাছের শিকড় পচে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এছাড়া উপযুক্ত আয়তনের টব ব্যবহারে গাছের বৃদ্ধিও ত্বরান্বিত হয়। কাজেই জবা এবং মাধবীলতা  জাতীয় যে সকল গাছ দ্রুত বড় হয়ে ফুলে ভরে ওঠে, সেই চারাগুলোকে প্রথম থেকেই সঠিক আয়তনবিশিষ্ট পাত্রে রোপণ করা বিশেষ প্রয়োজন।
• জৈব সার
 পোকামাকড়, পিঁপড়ের হাত থেকে গাছ বাঁচাতে রাসায়নিক সার ব্যবহার না করে প্রয়োজনীয় জৈব সার দিন। নিম তেল কিংবা জলের সঙ্গে সঠিক জৈব সার মিশিয়ে  গাছের গোড়ায় বা পাতায় স্প্রে করলে ফল মেলে। চা পাতাও গাছের গোড়ায় দিতে পারেন। অনেক ক্ষেত্রেই তা জৈব সারের কাজ করে। টবের মাটিতে সপ্তাহে একদিন  করে ইউরিয়া-পটাশ সমৃদ্ধ জৈব সার ব্যবহার করুন। খেয়াল রাখবেন সার যেন কোনওভাবেই গাছের গোড়ায় প্রবেশ না করে। বাড়িতে যদি গোলাপ চারা থাকে তাহলে  অতিরিক্ত সতর্কতা চাই। অক্টোবর থেকে গোলাপ গাছের পরিচর্যা শুরু করলে নভেম্বর-ডিসেম্বরে মধ্যে গোলাপ ফুলের রকমারি বাহার দেখতে পাবেন। আলো, বাতাস  এবং জলের পাশাপাশি গোলাপ গাছে জৈব সার প্রয়োগের সময়ও নির্দিষ্ট মাপ অনুযায়ী করতে হয়। ১০০ মিলিগ্রাম পচা খোল, ৫ লিটার জলে মিশিয়ে তবেই ব্যবহার  করুন। সাতদিনের বাসি পচা খোল ব্যবহার না করাই ভালো। তাতে ছত্রাক সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়।
• আগাছা  নির্মূল
  শীতে রুক্ষ-শুষ্ক পরিবেশে গাছের পাতায় ধুলোর মলিন আস্তরণ পড়ে। একইসঙ্গে গাছের পাতা বিবর্ণও হয়ে পড়ে। তাই গাছের পাতায় জল স্প্রে করার পাশাপাশি  সঠিক সময়ে বিবর্ণ পাতা কিংবা অন্যান্য আগাছা নির্মূল করে ফেলা প্রয়োজন। শুকনো পাতা দিয়ে টবের মাটি ঢেকে রাখতে পারেন, শীতকালে মাটির আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে ফলপ্রসূ হয়।
• অনুপস্থিতিতে যত্ন
 বারান্দাভর্তি রকমারি গাছ ফেলে রেখে দূরে কোথাও বেড়াতে যেতে মন কেমন করছে? বাড়ির এই অবলা সদস্যদের জলখাবারের বন্দোবস্তও আগেভাগে সেরে রাখতে পারেন। একটি বড় পাত্র বা গামলা জলে ভর্তি করুন, তার উপর গাছের টবগুলো বসিয়ে দিন। খেয়াল রাখবেন, টবের নিকাশি ব্যবস্থা যেন উপযুক্ত হয়। এছাড়াও বড় কোনও বোতলে জল এবং প্রয়োজনীয় সার ভর্তি করে বোতলের মুখটা বন্ধ করেই টবের মাটিতে উপুড় করে দিন। তাতেও বেশ চুঁইয়ে চুঁইয়ে জল মাটিতে পড়বে। মাটির আর্দ্রতা বজায় রাখবে এবং আপনার শখের গাছগুলো তরতাজা থাকবে। বাড়িতে না থাকলে কখনওই চারাগাছগুলো সরাসরি সূর্যালোকের সংস্পর্শে রেখে যাবেন না। 
উপাসনা সরকার
16th  November, 2024
বাঙালি বাড়িতে খ্রিস্টমাসে হইচই

বড়দিন মানেই চকচকে সবুজ গাছ, আলোর মালা আর নানারকম ছোট-বড় সাজসরঞ্জাম, সাজ সাজ রব এখানেও।   বিশদ

21st  December, 2024
 টু  ক  রো  খ ব র

ঐক্য, ঐতিহ্য ও ক্রীড়ার মহোৎসব ‘মিলন উৎসব ২০২৪’ আয়োজন করেছিল জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। এই অনুষ্ঠানে প্রকাশিত হল কিংবদন্তি ফুটবল প্রশাসক প্রদ্যুৎ দত্তের জীবনী গ্রন্থ ‘ফুটবলের কাঞ্চনজঙ্ঘা’ এই সংকলনটিতে প্রদ্যুৎ দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলম ধরেছেন তাঁর পারিবারিক মানুষজন, ক্রীড়া, রাজনীতি, সাংবাদিক-সহ সমাজের বিভিন্ন স্তরের প্রখ্যাত ব্যক্তিত্ব। বিশদ

21st  December, 2024
অনিন্দ্যসুন্দর খাজুরাহো

ইতিহাস ও স্থাপত্যশিল্প হাত ধরাধরি করে রয়েছে এই মন্দিরে। তাই মধ্যপ্রদেশ পর্যটনশিল্পে আলাদা গুরুত্ব ঐতিহাসিক এই স্থানের।  বিশদ

21st  December, 2024
সাফসুতরো ওয়াশিং মেশিন

জামাকাপড় ধুয়ে যে পরিষ্কার করে, তারও প্রয়োজন হয় বাড়তি যত্ন। কোন কোন উপায়ে পরিষ্কার করা যায় এই গুরুত্বপূর্ণ যন্ত্রটিকে? বিশদ

14th  December, 2024
ত্রিবেণী তীর্থ পথে

ত্রিবেণী সঙ্গমে ধর্ম আর প্রকৃতি দুটোই উপভোগ করতে পারেন। আর পাশেই বেনারস। ফলে এই দুই জায়গাই একবারে ঘুরে নেওয়া সম্ভব।   বিশদ

14th  December, 2024
আপারকেস কলকাতায়

পরিবেশবান্ধব ভ্রমণ গিয়ারের দেশীয় ব্র্যান্ড আপারকেস তাদের প্রথম এক্সক্লুসিভ স্টোরের উদ্বোধন করল কলকাতায়। সল্ট লেকের সিটি সেন্টারের এই স্টোরে পাবেন টেকসই ও আধুনিক ভ্রমণ সামগ্রী। বিশদ

14th  December, 2024
 টুকরো  খবর

অর্ধেক বছর তথা ৬ মাস সাফল্যের সঙ্গে অতিবাহিত করল ত্বক পরিচর্যার অন্যতম কেন্দ্র ইনিয়া এস্থেটিক্স ও ট্রিটমেন্টস। ৬ মাসের এই সাফল্য উদযাপন অনুষ্ঠানটি উপস্থাপন করেন অভিনেত্রী রিচা শর্মা। জানিয়েছেন, ইনিয়ার অনুষ্ঠানে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। বিশদ

14th  December, 2024
বেনারসি  কোথায় কেমন?

বিয়ের দিনক্ষণ পাকা হল। বাতাসে লেগেছে রজনীগন্ধার গন্ধ। মাঙ্গলিক বস্ত্র কেনাকাটা দিয়েই এবার শুরু হোক বিয়ের কেনাকাটা। পনেরো শতকের কাছাকাছি সময় থেকেই ভারতীয় শাড়ির ঘরানায় বেনারসির প্রবেশ। তখন থেকেই বেনারসের রামনগর, গোরক্ষপুর, চান্দৌলি, জৌনপুর-সহ নানা গ্রাম হয়ে ওঠে ভারতীয় এই শাড়িশিল্পের আধার।
বিশদ

07th  December, 2024
অনলাইনে প্রসাধনী কেনার সময় কীভাবে সচেতন থাকবেন?

বিয়েবাড়ির তত্ত্বের উপহারের জন্য হোক বা কনের সাজের জন্য, আজকাল অনলাইনেই প্রসাধনী কেনার ঝোঁক বেশি। মোবাইলের এক ক্লিকে বাড়িতে বসেই যেখানে পেয়ে যাচ্ছেন দেশি-বিদেশি হরেক ব্র্যান্ডের প্রসাধনী, সেখানে দৌড়ঝাঁপ করে দোকান ঘোরার কাজটি অনেকেই মুলতুবি রাখেন।
বিশদ

07th  December, 2024
পথ আর পাহাড়ের টানে

প্রকৃতির টানে আর নৈঃশব্দর নেশায় চলুন যাই ঝিলিমিলি। কী দেখবেন, কোথায় থাকবেন তারই বিস্তারিত বিবরণ আপনাদের জন্য। বিশদ

30th  November, 2024
 টুকরো  খবর

হেঁশেলের কাজ আরও সহজ করে তুলতে উদ্যোগী হল কিচেন অ্যাপ্লায়েন্সের অন্যতম সেরা ব্র্যান্ড প্রেস্টিজ। আধুনিক প্রযুক্তিতে তৈরি ও সহজে পরিষ্কার করা যায় এমন কুকওয়্যার ও নিশ্চিন্তে ব্যবহার করা যাবে প্রেশারকুকার বাজারজাত করল এই সংস্থা। বিশদ

30th  November, 2024
সফর শেষে বাড়ির যত্ন

বেশ কয়েকদিন পর বন্ধ থাকা বাড়িতে ফিরে কীভাবে তরতাজা করবেন গৃহকোণ? রইল সাধারণ পরামর্শ। বিশদ

23rd  November, 2024
ঘরের কাছেই ঘাটশিলা

বাঙালি পর্যটকদের মনে ঘাটশিলা এক ভিন্ন নস্টালজিয়া তৈরি করে। পাহাড় আর হ্রদের মাঝে মেঠো প্রকৃতি তো মনোরম বটেই। বাড়তি আকর্ষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতভিটে। বিশদ

23rd  November, 2024
 টুকরো  খবর

রান্নাঘরের ভোল বদল করতে প্রেস্টিজ নিয়ে এল নতুন চার মডেলের কিচেন চিমনি। প্রোভো ৯০০, এজ ৯০০, জারা ৯০০, জেন ৬০০ এই চারটি মডেলের আধুনিক নকশা ও প্রযুক্তির অটোক্লিন চিমনি বাজারজাত করল কিচেন অ্যাপ্লায়েন্সের জগতে বিগত ৭৫ বছর ধরে জনপ্রিয় এই ব্র্যান্ড। বিশদ

23rd  November, 2024
একনজরে
নতুন বছরে মারুতি সুজুকি কোম্পানির গাড়ির দাম বাড়ছে। শুক্রবার সংস্থা ঘোষণা করেছে, আগামী ১ জানুয়ারি থেকে চার শতাংশ পর্যন্ত হারে দাম বাড়ছে সব মডেলের গাড়ির। ...

বর্ধমান ও বীরভূমের একশ্রেণির অ্যাম্বুলেন্স চালকের জন্যই বর্ধমানের ভুয়ো ডাক্তারদের রমরমা বেড়েছে। এছাড়া এই দুই জেলায় কিছু দালাল ছড়িয়ে রয়েছে। তারাই রোগীদের নকল নার্সিংহোমে নিয়ে আসত বলে তদন্তে নেমে জানতে পেরেছে প্রশাসন। ...

গত ১৩ বছরে রাজ্যের বিদ্যুৎ বণ্টন পরিকাঠামো উন্নয়নে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। তার ফলে রাজ্যে লোডশেডিং এখন অতীত। ...

বাংলা হল মিলনক্ষেত্র। সব ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষের সহাবস্থান। সমস্ত উৎসবে একসঙ্গে মাতোয়ারা, আবার সুখ-দুঃখ একসঙ্গে ভাগ করে নেওয়া—ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে গিয়ে সম্প্রীতির চিরন্তন মেলবন্ধনকেই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৯১- কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজের জন্ম
১৮০১- বাংলা ও মাদ্রাজের জন্য ব্রিটিশদের প্রথম সুপ্রিম কোর্ট গঠন
১৮৩১- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর মৃত্যু
১৮৫০- ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক  স্যার কৈলাসচন্দ্র বসুর জন্ম
১৮৯৩- চীনা কমিউনিস্ট পার্টির নেতা মাও সে তুংয়ের জন্ম
১৮৯৯- বিপ্লবী উধম সিংয়ের জন্ম
১৯০৬- অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘দি স্টোরি অব দ্য কেলি গ্যাং’ প্রথম প্রদর্শিত হয়
১৯১৩- কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি লিট উপাধি দেয়
১৯১৯- লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়
১৯৪৯- মধ্যাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত্ব উদ্ভাবন করেন বিজ্ঞানী আলবার্ট আইস্টাইন
২০০৪- ভয়াবহ সুনামির আঘাত ভারত-সহ ছয়টি দেশে, নিহত আড়াই লক্ষেরও বেশি মানুষ



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৪.২৮ টাকা ৮৬.০২ টাকা
পাউন্ড ১০৪.৮৬ টাকা ১০৮.৫৭ টাকা
ইউরো ৮৬.৮৬ টাকা ৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
25th  December, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৬০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৮০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ পৌষ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪। একাদশী ৪৬/৩ রাত্রি ১২/৪৪। স্বাতী নক্ষত্র ২৯/৩৮ সন্ধ্যা ৬/১০। সূর্যোদয় ৬/১৮/৩৯, সূর্যাস্ত ৪/৫৫/৪৯। অমৃতযোগ দিবা ৭/৪৩ মধ্যে পুনঃ ১/২৩ গতে ২/৪৮ মধ্যে। রাত্রি ৫/৪৯ গতে ৯/২৩ মধ্যে পুনঃ ১২/৪ গতে ৩/৩৮ মধ্যে পুনঃ ৪/৩২ গতে উদয়াবধি। বারবেলা ২/১৬ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৮ গতে ১/১৮ মধ্যে।                                                               
১০ পৌষ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪। একাদশী রাত্রি ১১/৪৯। স্বাতী নক্ষত্র রাত্রি ৬/৪। সূর্যোদয় ৬/২২, সূর্যাস্ত ৪/৫৫। অমৃতযোগ দিবা ৭/৫০ মধ্যে ও ১/৩১ গতে ২/৫৭ মধ্যে এবং রাত্রি ৫/৫৮ গতে ৯/৩১ মধ্যে ও ১২/১১ গতে ৩/৪৪ মধ্যে ও ৪/৩৮ গতে ৬/২২ মধ্যে। কালবেলা ২/১৭ গতে ৪/৫৫ মধ্যে। কালরাত্রি ১১/৩৮ গতে ১/১৯ মধ্যে। 
২৩ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রাক্তন আচার্য মনমোহন সিংয়ের প্রয়াণে শোকের ছায়া বিশ্বভারতীতে
প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর প্রাক্তন আচার্য মনমোহন সিং। ...বিশদ

01:49:46 AM

প্রয়াত মনমোহন সিং
প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজ, বৃহস্পতিবার রাতেই দিল্লি ...বিশদ

12:04:38 AM

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে আগামী কাল, শুক্রবার সরকারি ছুটির ঘোষণা কর্ণাটক সরকারের

11:55:00 PM

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

11:54:00 PM

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের

11:53:00 PM

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা কেন্দ্রের

11:52:00 PM