Bartaman Patrika
বিকিকিনি
 

নজরকাড়া পুজোর শাড়ি 

আগের সপ্তাহেই বিভিন্ন প্রতিষ্ঠানের শাড়ির খবর দিয়েছিলাম আপনাদের। কোন দোকানে কেমন নকশা এসেছে তার হালদহিশ আরও একবার আজ। কলকাতার আরও কিছু নামী প্রতিষ্ঠান এবার কী কী শাড়িতে নিজেদের সাজিয়েছে? শেষ সময়ের কেনাকাটা মিলিয়ে নেওয়ার আগে দেখুন তো, কিছু বাদ দিয়ে ফেললেন কি না! লিখেছেন সোমা লাহিড়ী ও মনীষা মুখোপাধ্যায়।

 ডালিয়া : পুজোর কথা ভেবে বেশ কিছু শাড়ি করিয়েছে ডালিয়া। ঢাকাই মসলিনে নতুন ধরনের রং অভিনব বুটি, জরির সূক্ষ্ম কাজ, অলওভার জংলা কাজে নতুন নকশা করেছেন শিল্পীরা। দাম ২৫০০ টাকা থেকে ৫০০০ টাকার মধ্যে। এতে ১০ শতাংশ ছাড় পাবেন। সফট ঢাকাই সেলে ১২০০ টাকা থেকে পাবেন, রেশম ঢাকাই আনকমন কালার শেডে পাবেন, সেলে দাম পড়বে ১৮০০ টাকা থেকে ২৫০০ টাকা। হাতে বোনা বুটি ঢাকাই ২২০০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে পাবেন। কাঞ্জিভরম স্টাইলে বোনা জরির জমকালো কাজের টাঙ্গাইল সেলে ১৫০০ টাকা থেকে ১৮০০ টাকায় মিলবে। রেশম পাড় ও জরি পাড় টাঙ্গাইলের দাম ছিল ৭০০ টাকা, এখন সেলে ৫৫০ টাকায় পাবেন। মা দুর্গাকে দেওয়ার জন্য সরেস ধনেখালি মাঠা পাড় চেক ডুরে শাড়ি ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকার মধ্যে পাবেন। কিছু শাড়িতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় আছে। করোনা সংক্রমণের কারণে যাঁদের দোকানে গিয়ে কেনাকাটা করা সম্ভব নয়, তাঁদের ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে শাড়ি দেখিয়ে বাড়িতে শাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে ডালিয়া।
ঠিকানা : ১১, বিধান সরণি, কল-৬,
ফোন : ৯৮৩১০০১২২৭।
 তাঁত প্যালেস : এই অতিমারীর সময়ে বিক্রিবাটা তেমন গতি না পেলেও তাঁরা থেমে থাকেননি, বললেন সপ্তর্ষি সাহা। পুজোর জন্য বেশ কিছু নতুন নকশায় শাড়ি বুনিয়েছেন। মসলিনে কটকি কাজ ১৫০০ টাকা থেকে দাম শুরু, মসলিনে প্রজাপতি বুটি, ত্রিভুজ বুটি ২৫০০ টাকা থেকে দাম শুরু, হাতের কাজের ঢাকাই ৪০০০ টাকা থেকে দাম শুরু। মাঠা পাড় ১২ হাত চেক ডুরে ধনেখালি যার দাম ২৯০ টাকা, সেলে ২৬৫ টাকায় পাবেন। ডিজাইনার ধনেখালি যেমন মাছ ডুরে, আনারকলি ডুরে, রেশম বুটি, কটকি নকশা ইত্যাদির দাম ৪৫০-৫৫০ টাকা। এখন ডিসকাউন্ট বাদ দিয়ে ৩৯০-৪১০ টাকায় পাবেন। ১২ হাত ফুলিয়ার টাঙ্গাইল মাঠা পাড় জমিতে বুটি বা নকশা পাড় জমিতে ডুরে দাম ৪৫০ টাকা, এখন ৪০০ টাকায় পাবেন। টেম্পল পাড় রেশমের ৫৫০ টাকা, সেলে ৪৮০ টাকায় পাবেন। খুব সরেস জমিনের মাঠা স্কার্ট পাড়, শ্যাডো বর্ডার শাড়িগুলো খুব স্টাইলিশ। দাম ৬৫০ টাকা, এখন মাত্র ৫০০ টাকায় পাবেন। জরির কনট্রাস্ট পাড়, কলকা পাড় শাড়ি ৬৫০ টাকা, এখন ৫০০ টাকায় পাবেন। সফট ঢাকাই ডিসকাউন্ট বাদ দিয়ে ১১০০-৪০০০ টাকার মধ্যে নানারকম নকশায় পাবেন। তাঁত প্যালেস স্পেশাল হাতে বোনা ঢাকাই প্রচুর এসেছে স্টোরে। পিওর কটনে প্যাস্টেল কালার শেড ও অফ হোয়াইটে হাতের কাজ করা ঢাকাই ২৬০০ টাকা, সেলে ২১০০ টাকায় পাবেন। খড়কে ডুরে কটন টাঙ্গাইলে ফুলের ঝাড় ডিজাইনে তৈরি হাতে বোনা ঢাকাই ২৭০০ টাকা, সেলে ২২০০ টাকায় পাবেন। কটনে অলওভার এক্সক্লুসিভ ঢাকাই দাম ৭ হাজার থেকে ১২ হাজার টাকা। এখন এই শাড়িতে ১ হাজার থেকে ২ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন।
হ্যান্ডলুমেরও প্রচুর নতুন স্টক এসেছে। সেলফ ডুরে জুটের আঁচল, ব্লাউজ পিস সমেত শাড়ি ৭৫০ টাকা, এখন সেলে ৫৫০ টাকা। খাদি স্টাইল হ্যান্ডলুম জরি বা রেশমের কারুকাজ করা শাড়ি ২৭০০ টাকা, সেলে ২২০০ টাকায় পাবেন। কটন খাদি শাড়ি খুব সফিস্টিকেটেড ডিজাইনে পাবেন। দাম ২০০০ টাকা থেকে ৪০০০ টাকার মধ্যে। লিনেন জরি বর্ডার জরি বুটি শাড়ি সেলে ১৮০০ টাকা থেকে দাম শুরু। বেনারস ও দক্ষিণ ভারতের ফ্যান্সি শাড়িরও ভালো স্টক রয়েছে এখানে। রেশমি কাজের মিক্সড মটকা সিল্ক সেলে ১০০০ টাকা, মিক্সড সিল্কে জরির স্বর্ণচরি নকশা সেলে মাত্র ৮৫০ টাকা, রেশম জরির কাজ করা ওপারা সিল্ক সেলে ৩০০০ টাকা। ভিডিও কলে বা হোয়াটস অ্যাপে শাড়ি দেখিয়ে সবরকম সুরক্ষাবিধি মেনে বাড়িতে শাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।
ঠিকানা: ২১৬এ, বিধান সরণি, কল-৬,
ফোন: ৯৮০৪৬০৬৪৯৩
 আরএমসিএ বসাক: ঢাকাই ও তসরের এক বিপুল সংগ্রহই এবার এদের মূল চমক। গোটা শাড়ি জুড়ে নকশাদার নরম ঢাকাই বিভিন্ন রঙে হাজির করবে আরএমসিএ বসাক। ৩১০০ থেকে এমন নকশাদার ঢাকাই শুরু। মান ও নকশা অনুযায়ী দাম বাড়বে। এছাড়াও খাঁটি লিনেনের ওপর জরিকাজের নকশা মিলবে মাত্র ২৭০০ টাকায়। সেমি কাতান ওপারা পছন্দ হলে তাও মিলবে ৪৪০০ টাকায়। বেনারসি লিনেন মিলবে ৩৩০০ টাকায়। তবে এক্ষেত্রে নানা রঙের লিনেনেই ছাড় মিলবে ১০ শতাংশ করে। মধ্যবিত্তের বাজেট মেনে ঘিচা তসর প্রিন্ট এনেছে এরা। দাম শুরু ৩৯০০ টাকা থেকে। তবে বাজেট একটু বাড়লে খোঁজ করতে পারেন কাঁথাকাজ করা মুগা তসর। এমন নকশাদার মুগা তসরের দাম পড়বে ১০,৫০০ টাকা। আবার কাঁথাকাজের নানা শাড়িও পাবেন, যা যে কোনও উৎসবে চুটিয়ে পরা যায়। গোটা শাড়িতে কাঁথাকাজের দাম শুরু ১০৮০ টাকা থেকে।
ঠিকানা : ৩ডি নন্দী স্ট্রিট, গড়িয়াহাট, কলকাতা। যোগাযোগ, ৯৮৩১৪৩৩৩১৭
 জয়লক্ষ্মী হেরিটেজ: একটু কম প্রচলিত নকশার শাড়ি যাঁরা খোঁজেন, এই দোকান তাঁদের খুবই প্রিয়। গাদোয়ালের ওপর টিস্যু সিল্ক বর্ডার ও টিস্যু সিল্ক আঁচলের নতুন নকশা এনেছে জয়লক্ষ্মী। দাম পড়বে ৫৪৫০ টাকা। খাঁটি বেনারসি সুতো দিয়ে তৈরি মুগা মিনাকারি বেনারসি এবার পুজোয় এদের নতুন চমক। গাঢ় রঙের জমিতে বেনারসি নকশা মন মাতাবে সকলের। যে কোনও পার্টিওয়্যার বা নিমন্ত্রণবাড়ির পোশাক হিসেবেও এর একটা আলাদা গুরুত্ব আছে। দাম পড়বে ১০,৯৫০ টাকা। ক্রেপের মতো সহজে ব্যবহার করা যায় এমন ধাঁচের খাদি সিল্ক বেনারসি এনেছে জয়লক্ষ্মী। উজ্জ্বল রঙের এই শাড়িগুলোর দাম শুরু ৪৪৫০ টাকা থেকে। সাউথ কটনের সঙ্গে মডার্ন ক্লাসি টুইস্ট দেওয়া শাড়িগুলো নিত্য ব্যবহারের জন্য ভালো। গরমও হবে না। এমন শাড়ির দাম শুরু ১৪৫০ টাকা থেকে। লিনেন বেনারসিও পাবেন ২৯৫০ টাকা থেকেই। ট্র্যাডিশনাল ও মডার্ন মিক্সের ওপর টিস্যু অর্গানজা শাড়িও পাবেন এখানে। হালকা ও গাঢ় দু’রকম শেডেই এগুলো মিলবে ২৪৫০ টাকায়। এছাড়া এবার পুজোয় দূর দেশে বা বাড়িতে বসেই প্রিয়জনকে শাড়ি উপহার দেওয়ার ব্যবস্থাও চালু করেছে জয়লক্ষ্মী হেরিটেজ। তাদের ফোন নম্বরে যোগাযোগ করে পছন্দের শাড়ি বেছে তা প্রিয়জনের ঠিকানায় পাঠাতে পারেন অনায়াসে। ভারতের সর্বত্র তো বটেই, গোটা পৃথিবী জুড়েই ডেলিভারি হতে পারে তা। ভারতের মধ্যে ডেলিভারি করা হলে তার জন্য অতিরিক্ত কোনও দামও ধার্য হবে না।
ঠিকানা : ১৪৯, রাসবিহারী অ্যাভিনিউ, ১ম তল,
কলকাতা ৭০০০২৯। যোগাযোগ, ৯৮৩০৫২৪২০০।
 আরএমজিসি বসাক: হ্যান্ডলুম ভালোবাসেন যাঁরা, এই দোকান তাঁদের অন্যতম পছন্দ। ফ্যাশনেবল শাড়ির সঙ্গে রোজকার ব্যবহারের শাড়িটাও যাতে মনের মতো হয়, সেদিকে লক্ষ‌্য রেখেছে আরএমজিসি বসাক। সুতি ও লিনেন দু’ধরনের হ্যান্ডলুমই এবার পুজোয় এদের নয়া সংগ্রহ। ১৩২৫ থেকে ১৮৫৫ টাকার মধ্যে নানা নকশা ও রঙের সুতির হ্যান্ডলুম মিলবে এখানে। শুধু সুতিই নয়, লিনেনের ওপর হ্যান্ডলুমেও মনকাড়া নকশা মিলবে ২১২০ টাকা থেকেই। এরপর নকশা ও কাপড়ের গুণগত মানের ওপর নির্ভর করে বাড়বে বাজেট। নতুন নকশার হামদান শাড়িও এবার এদের নয়া সংগ্রহের অন্যতম। হালকা রঙের জমিতে শাড়িজুড়ে এমন নকশার খোঁজ মিলবে ২৭৫০ টাকা থেকেই।
ঠিকানা : ১/১, নন্দী স্ট্রিট, গড়িয়াহাট, কলকাতা ৭০০০২৯ এবং ১৬৭/এল, রাসবিহারী অ্যাভিনিউ, কলকাতা ৭০০০১৯।
যোগাযোগ, ০৩৩ ২৪৬১৭২৭৭ /০৩৩ ২৪৬০২১৪০ 
10th  October, 2020
হোটেলে রেস্তরাঁয় পুজোর মেনু 

পুজোর মাত্র চার দিন বাকি। তাই শহর ও শহরতলির হোটেলেও এখন পুজোর মেনু ভরপুর। কোথায় কেমন মেনু পাবেন পুজোয়? দেখে নিন এক নজরে।  বিশদ

টুকরো খবর 

সত্যম রায়চৌধুরী সম্পাদিত ‘ফর ইউ’ সিরিজের নবতম সংযোজন ‘মহাত্মা ফর ইউ’। গান্ধীর জীবনের ওপর ভিত্তি করে লেখা এই বইটি সম্প্রতি ‘দ্য অথরস ক্লাব’ আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে।  বিশদ

টুকরো খবর 

পুজোয় ভুরিভোজে চমক আনতে জে কে মশলা চারটি নতুন মশলা বাজারে এনেছে। জে কে পানি পুরি মশলা, জে কে টিক্কা মশলা, জে কে কারি পাউডার এবং জে কে রয়াল গরমমশলা। দাম ৩২ টাকা থেকে ৬৫ টাকার মধ্যে। পাওয়া যাচ্ছে বিভিন্ন দোকান এবং অনলাইনে।  
বিশদ

এবার পুজোয় কেমন রং? 

মাস্কে মুখ ঢেকেই পথে বেরতে হবে। ‘তাই এবার পুজোয় আই মেকআপের গুরুত্ব সব থেকে বেশি এবং তার ভ্যারাইটিও এসেছে প্রচুর’, জানালেন পুরনো নিউ মার্কেটের ‘দ্য রয়্যাল স্টোর’-এর অজয়কুমার শ। তাঁর কাছ থেকেই জানা গেল রং আর সুগন্ধীর খোঁজখবর।  
বিশদ

পায়ের সাজ 

‘জুতা আবিষ্কার’-এর যুগ আর নেই। শুধুই ‘মলিন ধূলা’ পায়ে না লাগানোর জন্য কেউ আজকাল জুতো পরে না। বরং জুতো এখন আলাদা করে ফ্যাশন স্টেটমেন্ট। শেষ মুহূর্তের কেনাকাটায় কোন ব্র্যান্ড এবার কী কী জুতো হাজির করল? 
বিশদ

উৎসব মাতানো গয়না 

সাজ মানে মোটেই কেবল পোশাক নয়, বরং প্রিয় পোশাকের সঙ্গে মানানসই গয়না না পেলে সাজের অর্ধেক মাটি। এবার মনখারাপের পুজো। কিন্তু পড়ে পাওয়া এই চারদিনে সেসব সরিয়ে নিজেকে সাজান যত্ন করে। হার, দুল, লকেট আংটির খোঁজ দিলেন মনীষা মুখোপাধ্যায়। 
বিশদ

টুকরো খবর 

এবার পুজোর কেনাকাটার সেরা ঠিকানা হতে পারে স্পেনসার’স-এর যে কোনও আউটলেট। দুর্দান্ত পুজো কালেকশন নিয়ে এসেছে স্পেনসার’স-এর ‘টু বি মি’ ব্র্যান্ড। মহিলা, পুরুষ ও ছোটদের বিভাগ একেবারে পরিপাটি করে ফ্যাশনেবল পোশাকে সাজানো।  
বিশদ

10th  October, 2020
বয়সে খুদে, সাজে নয় 

ভূতের রাজার বরে তালি মারলেই যেমন ইচ্ছে পোশাক পেয়ে যেত গুপি-বাঘা। করোনা পরিস্থিতি হোক বা কেনাকাটার বাজেট— কোনও কিছুই বাধা ছিল না তাদের। কিন্তু তেমন কোনও মন্ত্রগুপ্তি আপনার তো জানা নেই! তাহলে কি সন্তানের জন্য নতুন পোশাক কিনতে এবার হন্যে হতে হবে? পকেটে চাপের শঙ্কায় কাটছাঁট করতে হবে পছন্দ? আপনার মুশকিল আসান করতেই এবার আমাদের ক্যালাইডোস্কোপে ছোটদের পোশাক। 
বিশদ

10th  October, 2020
টুকরো খবর 

সম্প্রতি রিয়েলমি অত্যাধুনিক প্রযুক্তির ‘রিয়েলমি নারজো ২০’ নামে একটি স্মার্টফোনের সিরিজে এনেছে। অসাধারণ ডিজাইনের এই সিরিজে নারজো ২০ প্রো, নারজো ২০ এবং নারজো ২০ এ নামে তিনটি মডেলে রয়েছে। ৬জিবি, ৮জিবি, ৪জিবি, ৩জিবি র‌্যাম এবং ৩২জিবি, ৬৪জিবি এবং ১২৮জিবি স্টোরেজ কম্বিনেশনে পাওয়া যাবে ফোনগুলি।   বিশদ

03rd  October, 2020
পুজোর প্রদর্শনী 

ফাগুন ডিজাইনার স্টোরও পুজোর নতুন কালেকশনে সেজেছে। ফাগুনের কর্ণধার চৈতালি ঘোষ জানালেন, তাঁর এবারের পুজো স্পেশালে রয়েছে বাংলার তাঁতশিল্পীদের হাতে বোনা এক্সক্লুসিভ সম্ভার।  
বিশদ

03rd  October, 2020
চৈতালির শ্রাবস্তী 

কলকাতার দূরদর্শনের ঘোষিকা, বাচিক শিল্পী চৈতালি দাশগুপ্ত আঠাশ বছর ধরে সাজাচ্ছেন শাড়ি, পোশাক আর ঘর সাজানোর সামগ্রীকে। সূক্ষ্ম রুচির ছোঁয়া তাঁর প্রতিটি সম্ভারে। 
বিশদ

03rd  October, 2020
সারি সারি পুজোর শাড়ি 

প্রিয়গোপাল বিষয়ী: কলকাতার নামী বস্ত্র প্রতিষ্ঠানটিতে ভারতের নানা প্রদেশের শাড়ি আসতে শুরু করেছে। কথা হচ্ছিল সংস্থার কর্ণধার সৌম্যজিৎ লাহার সঙ্গে। বললেন, যেহেতু সারা ভারত জুড়েই লকডাউন ছিল, তাই শাড়ির প্রোডাকশন কম হচ্ছে। তবু কিছু এক্সক্লুসিভ শাড়ি তৈরি হয়েছে, যা এনেছেন তাঁরা। 
বিশদ

03rd  October, 2020
‌‌বিঞ্জ বেফিকরের আইপিএল মেনু 

 অন্যতম ক্লাউড কিচেন বিঞ্জ বেফিকর আইপিএল উপলক্ষে স্পেশাল মেনু নিয়ে এসেছে। স্পেশাল মেনুতে জিভে জল আনা স্বাদের স্বাস্থ্যকর অনেক রকম আমিষ ও নিরামিষ স্ন্যাক্স পাওয়া যাবে। বিশদ

26th  September, 2020
মিনুর পকেট-শাড়ি ও শাড়ি মাস্ক 

আধুনিক মেয়েরা যে পোশাকই পরুন না কেন, তাঁদের পছন্দের শেষ কথা শাড়িই। করোনার বিপদ এড়াতে মাস্কও অপরিহার্য। সে কথা মাথায় রেখেই মিনু‌ নিয়ে এসেছে শাড়ির সঙ্গে ম্যাচ করা আকর্ষণীয় মাস্ক। দাম মাত্র ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা। মিনুর নবতম সংযোজন পকেটওয়ালা শাড়ি। বিশদ

26th  September, 2020
একনজরে
সংবাদদাতা, গঙ্গারামপুর: পারিবারিক বিবাদের জেরে বৃহস্পতিবার রাতে গায়ে আগুন দিয়েছিলেন স্বামী। তাঁকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন স্ত্রীও। ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে মৃত স্বামীর নাম নিত্য রাজবংশী (৩৫)। স্ত্রী গৌরী রাজবংশী (২৮)। বাড়ি গঙ্গারামপুর থানার বেলবাড়ি ...

শারজা: মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুরন্ত হাফ সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল। লোকেশ রাহুলের সঙ্গে জুটি গড়ে পাঞ্জাবকে এনে দিয়েছেন স্বস্তির জয়। ৪৫ বলে ৫৩ রানের মূল্যবান ইনিংস খেলেন তিনি।  ...

সংবাদদাতা, জয়নগর: বন্ধ স্কুলে চুরির জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে জয়নগরের মরিশ্বর মতিলাল উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ, গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারির লকার ভেঙে গুরত্বপূর্ণ নথি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।   ...

নয়াদিল্লি: আফগানিস্তানের অশান্তির পিছনে হাত রয়েছে পাকিস্তানি জঙ্গিদের। এমনই অভিযোগ করলেন আফগানিস্তানের এক উচ্চপদস্থ আধিকারিক। গত সপ্তাহের শেষ থেকে হেলমন্দ প্রদেশে তালিবান জঙ্গিদের সঙ্গে আফগান বাহিনীর সংঘর্ষ চলছে। সেই সংঘর্ষে মদত দিচ্ছে পাক মদতপুষ্ট লস্কর-ই-তোইবা এবং জয়েশ-ই-মহম্মদ জঙ্গিরা। এমনকী, নিরাপত্তা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শরীর নিয়ে চিন্তায় থাকতে হবে। মাথা ও কোমরে সমস্যা হতে পারে। উপার্জন ভাগ্য শুভ নয়। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস
১৮৯০: সাধক বাউল লালন ফকিরের মৃত্যু
১৯৫৫: অভিনেত্রী স্মিতা পাতিলের জন্ম
১৯৭০: ক্রিকেটার অনিল কুম্বলের জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৬৪ টাকা ৭৪.৩৫ টাকা
পাউন্ড ৯৩.১২ টাকা ৯৬.৪৩ টাকা
ইউরো ৮৪.৪৪ টাকা ৮৭.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫১,৫৯০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৮,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,৬৮০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬১,৮৬০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬১,৯৬০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩১ আশ্বিন ১৪২৭, শনিবার, ১৭ অক্টোবর ২০২০, প্রতিপদ ৩৮/৪৮ রাত্রি ৯/৯। চিত্রা নক্ষত্র ১৫/৩৪ দিবা ১১/৫২। সূর্যোদয় ৫/৩৭/৩৭, সূর্যাস্ত ৫/৬/৩৭। অমৃতযোগ দিবা ৬/২৪ মধ্যে পুনঃ ৭/১০ গতে ৯/২৭ মধ্যে ১১/৪৫ গতে ২/৪৭ মধ্যে পুনঃ ৩/৩৩ গতে অস্তাবধি। রাত্রি ১২/৩৮ গতে ২/১৮ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/১৮ গতে ৩/৭ মধ্যে। বারবেলা ৭/৪ মধ্যে পুনঃ ১২/৪৯ গতে ২/১৫ মধ্যে পুনঃ ৩/৪২ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/৪১ মধ্যে পুনঃ ৪/৪ গতে উদয়াবধি। 
৩০ আশ্বিন ১৪২৭, শনিবার, ১৭ অক্টোবর ২০২০, প্রতিপদ রাত্রি ১১/২৪। চিত্রা নক্ষত্র দিবা ২/১৮। সূর্যোদয় ৫/৩৮, সূর্যাস্ত ৫/৮। অমৃতযোগ দিবা ৬/৩১ মধ্যে ও ৭/১৬ গতে ৯/২৯ মধ্যে ও ১১/৪২ গতে ২/৪০ মধ্যে ৩/২৫ গতে ৫/৮ মধ্যে এবং রাত্রি ১২/৩৮ গতে ২/২১ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/২১ গতে ৩/১২ মধ্যে। কালবেলা ৭/৪ মধ্যে ও ১২/৪৯ গতে ২/১৫ মধ্যে ও ৩/৪২ গতে ৫/৮ মধ্যে। কালরাত্রি ৬/৪২ মধ্যে ও ৪/৪ গতে ৫/৩৯ মধ্যে।  
মোসলেম: ২৯ শফর। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: শরীর নিয়ে চিন্তায় থাকতে হবে। বৃষ: আর্থিক ক্ষেত্রে কিছুটা ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে 
আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস১৮৯০: সাধক বাউল লালন ফকিরের মৃত্যু১৯৫৫: অভিনেত্রী ...বিশদ

04:28:18 PM

আইপিএল: সিএসকের বিরুদ্ধে ৫ উইকেটে জয়ী দিল্লি ক্যাপিটালস 

11:21:10 PM

আইপিএল: দিল্লি ক্যাপিটালস ১২৯/৩ (১৫ ওভার) 

10:49:02 PM

আইপিএল: দিল্লি ক্যাপিটালস ৭৬/২ (১০ ওভার) 

10:22:23 PM

আইপিএল: দিল্লি ক্যাপিটালস ২৯/২ (৫ ওভার) 

09:57:03 PM