Bartaman Patrika
আমরা মেয়েরা
 

ভাষার বাধা সরান মালবিকা

 মালবিকা চৌধুরি একজন ভাষাবিদ। দোভাষীর কাজ এবং বিভিন্ন ভাষার অনুবাদ করেন তিনি। সেইসব ভাষার তালিকায় যেমন আছে স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, পর্তুগিজ, পোলিশ, ফিনিশ, ডাচ, সুইডিশ, রুশ, ড্যানিশ, ইতালিয়ান, গ্রিক তেমনি আছে আফ্রিকান ভাষা জুলু এবং উত্তরবঙ্গের আদিবাসী ভাষা লুচাই-এর মতো অপেক্ষাকৃত অপরিচিত ভাষাগুলিও।
লরেটো কলেজের ইংরেজি অনার্সের এই প্রাক্তনী নিজে ইংরেজি, হিন্দি, বাংলার পাশাপাশি জানেন ফরাসি এবং জার্মান ভাষার মতো দু-দুটি ইউরোপীয় ভাষা। স্নাতক হওয়ার পর প্রথমে কিছুদিন যুক্ত ছিলেন বিবিসি বাংলা-র সঙ্গে। কিন্তু চাকরি ভালো লাগেনি। হতে চেয়েছিলেন স্বনির্ভর। চেয়েছিলেন ট্রান্সলেটর এবং ইন্টারপ্রেটার হিসাবে নিজের কর্মজীবনকে এগিয়ে নিয়ে যেতে। সেই লক্ষ্যেই তৈরি করলেন ‘মনো ট্রান্সলেশন ব্যুরো’। ১৯৮৯ সালের ৩ জুন পথচলা শুরু করে মালবিকার এই সংস্থা। নিজে অনুবাদের কাজ তো করেনই। সেই সঙ্গে আছেন নানা ভাষার বিশেষজ্ঞরা। সংস্থার প্যানেলে নথিবদ্ধ সেইসব ভাষাবিদরা ভাষান্তর করেন নানা নথি, তথ্য বা সাহিত্যকর্ম। ’৮৪ সালে বার্নপুর থেকে মালবিকার পরিবার দক্ষিণ কলকাতার ত্রিকোণ পার্কে পৈতৃক বাড়িতে এসে থিতু হয়। বর্তমানে অবশ্য সেই নিবাস পাল্টে গিয়েছে প্রবাল চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহের সূত্রে। প্রবালবাবু নিজেও এক সময় একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের সঙ্গে যুক্ত ছিলেন। এখন তিনিই স্ত্রীর মূল উৎসাহদাতা।
মালবিকার ঝুলিতে আছে বেশ কিছু উল্লেখযোগ্য অনুবাদ কর্ম। পরিণীতা ছবির চিত্রনাট্য রচনার প্রয়োজনে শরৎবাবুর বাংলা রচনার অনুবাদ করেন তিনি। সেই ইংরেজি অনুবাদের বিশেষ সংস্করণ প্রকাশ করেছিল পেঙ্গুইন। অস্কারের শর্টফিল্ম বিভাগে ২০০৫ সালে পুরস্কৃত ছবি Born into Brothels-এর জন্যও দোভাষীর কাজ করেছেন মালবিকা।
এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর বেশ কিছু কালজয়ী উপন্যাসের ইংরেজি অনুবাদ করেছেন এই অনুবাদক। যেগুলি জায়গা পেয়েছে পেঙ্গুইন প্রকাশিত শরৎ এবং বঙ্কিম অমনিবাসের বিভিন্ন সংস্করণে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দশটা গল্পের ইংরেজি অনুবাদ ‘The Skrelet dusk and other stories’-এর কারিগরও মালবিকাই।
রবি ঠাকুরের অতিথি, দেনাপাওনা, নষ্টনীড়, খোকাবাবুর প্রত্যাবর্তন, কাবুলিওয়ালা, স্ত্রীর পত্র ইত্যাদি একাধিক ছোটগল্পের সংকলন ফ্রন্টপেজ প্রকাশিত ‘Tagore’s Best Short Stories’-এর ইংরেজি সংস্করণের নির্মাতা মালবিকা চট্টোপাধ্যায়, বিভিন্ন সময়ে দো-ভাষী এবং অনুবাদক হিসাবে কাজ করেছেন ব্রিটিশ হাইকমিশন, ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এবং দেশি-বিদেশি একাধিক গোয়েন্দা সংস্থার জন্য।
তবে তাঁর সংস্থা শুধুমাত্র অনুবাদকর্ম বা দোভাষীর কাজই করে না, তৈরি করে আগামী দিনের ভাষাবিদদেরও। তাই মনোট্রান্সলেশন ব্যুরোতে আছে অনলাইন ভাষা শিক্ষার ব্যবস্থা। ব্যক্তিগতভাবে শিখতে চাইলে যোগাযোগ করিয়ে দেওয়া হয় ভাষা শিক্ষকদের সঙ্গেও।
মালবিকার পারিবারিক ঐতিহ্যও যথেষ্ট সমৃদ্ধ। দাদু মনোরঞ্জন সেনগুপ্ত ছিলেন ব্রিটিশ ভারতে ইন্ডিয়ান মেডিক্যাল সার্ভিসে কর্মরত। শল্যচিকিৎসক হিসাবে কর্মদক্ষতার জন্য পরাধীন ভারতে ২৪ ক্যারেটের ১৭টি মেডেল তিনি অর্জন করেছিলেন কর্মজীবনে। বাকিংহাম প্যালেস থেকে পঞ্চম জর্জ স্বাক্ষরিত ও প্রেরিত তাঁর পেনশনের নথি এখনও সংরক্ষিত আছে মালবিকাদের পরিবারের হেফাজতে। সেই আমলে একটি রোলস রয়েস গাড়ির মালিকানা ছিল এই যশস্বী চিকিৎসকের। জানিয়েছেন মালবিকা। অন্যদিকে, ঠাকুরদা হীরকচন্দ্র চৌধুরি ছিলেন অবিভক্ত ভারতবর্ষের বাংলা-বিহার ও ওড়িশার আয়কর বিভাগের কমিশনার। প্রসঙ্গত মালবিকা বলছিলেন, নিজের একক উদ্যোগে মনোট্রান্সলেশন ব্যুরো প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয় বলে সংস্থার নামের সঙ্গে ‘মনো’ শব্দটি রাখা হয়েছে। আবার একই সঙ্গে দাদু মনোরঞ্জনবাবুর নামের অংশ বিশেষ হিসাবেও ‘মনো’ শব্দটি সংস্থার নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা যায়। এক ঢিলে দুই পাখি যে মালবিকা মেরেছেন এ কথা বলা যেতেই পারে। শুধু তাই নয়, দাদুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগও নাতনি কাজে লাগিয়েছেন পুরোদমে।
জোকার বাড়িতে বসে সম্প্রতি মালবিকা শোনালেন তাঁর সংস্থার করা দুটি উল্লেখযোগ্য ভাষান্তর পর্বের কাহিনী।
মনোট্রান্সলেশন ব্যুরো কাজ শুরুর একেবারে গোড়ার দিকে বরাত পেয়েছিল একটি কৃষি বিষয়ক চুক্তির নথি অনুবাদের। ফিনিশ ভাষায় লিখিত ওই নথিটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করাই ছিল বরাতের একমাত্র শর্ত।
কলকাতায় বসে ফিনিশ ভাষা জানা মানুষের সন্ধান পাওয়া কঠিন জেনেও পিছিয়ে যাননি মালবিকা চট্টোপাধ্যায়। শহর তোলপাড় করে দক্ষিণ কলকাতার রাজা বসন্ত রায় রোড থেকে খুঁজে বের করেছিলেন ফিনল্যান্ডের এক মেমসাহেবকে। বিবাহসূত্রে তিনি তখন এক বন্দ্যোপাধ্যায় পরিবারের গৃহবধূ। উত্তরাধিকার সূত্রে যে পরিবারটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বংশের এক পরবর্তী প্রজন্ম বলে জানতে পেরেছিলেন মালবিকা। যাইহোক, বাঙালি পরিবারে বিয়ে হওয়া সেই শ্বেতাঙ্গিনীর নাম ছিল রীতা ক্রিস্টিনা নিউম্যান বন্দ্যোপাধ্যায়। মাতৃভাষা তাঁর ফিনিশ হলেও, ইংরেজিতে তিনি খুব বেশি সড়গড় ছিলেন না। প্রয়োজন পড়ল তাই শব্দকোষের। নাছোড় মালবিকা তখন কলকাতার সাম্মানিক কনসাল জেনারেলের সহযোগিতায় যোগাযোগ করলেন দিল্লির ফিনিশ দূতাবাসের সঙ্গে, অভিধান এল।
ফিনিশ মহিলা ভাঙা ভাঙা ইংরেজিতে অনুবাদ করলেন। তারপর সাজিয়েগুছিয়ে পরিপাটি করে ওই নথি সম্পূর্ণ পরিমার্জন করে অর্থবোধক করে তুললেন মালবিকা এবং সময়ের মধ্যেই তা তুলে দিলেন বরাত দেওয়া কোম্পানিটির প্রতিনিধির হাতে।
আবার আরেকবার বিশ্বকাপ ফুটবল চলাকালীন ফুটবল নিয়ে ছোট পর্দায় একটি অনুষ্ঠান তৈরি করার সময় ইতালি এবং পর্তুগিজ ফুটবলের ফুটেজের প্রয়োজন পড়ল নির্মাণকারী সংস্থার। কিন্তু বিদেশি দুই সংস্থার কাছে ইংরেজিতে চিঠি লিখে যোগাযোগে ব্যর্থ হয়ে নির্মাতারা শরণাপন্ন হলেন মনোট্রান্সলেশন ব্যুরোর। মালবিকা এবং তাঁর সহযোগীরা বিশ্বফুটবলের ওই দুই বৃহৎ শক্তির ফুটবল সংস্থার কর্তা ব্যক্তিদের সঙ্গে ইতালিয় এবং পর্তুগিজ ভাষায় চিঠি চালাচালি করে কাজের সমস্ত বাধা সরান অবলীলায়। চাহিদা মিটল নির্মাণকারী সংস্থার। তৈরি হল অনুষ্ঠান। প্রায় তিরিশ বছর ধরে নিরলস মালবিকা এভাবেই ভাষার বাধা কাটিয়ে সেতুবন্ধন করে চলেছেন বিভিন্ন ভাষাভাষীদের মধ্যে। এই কাজে ক্লান্তিহীন তিনি তাই সহজেই বলতে পারেন, ‘ভাষা নিয়ে, শব্দ নিয়ে খেলা করাটা আমার অভ্যেস। ট্রান্সলেটর বা ইন্টারপ্রেটারের কাজ আমার কাছে কেবলমাত্র জীবিকা নয়, নেশাও। ভাষা চর্চার এই কাজকে আমি ভালোবাসি। তাই হৃদয় দিয়ে কাজ করি।’
কৌশিক বসু
20th  April, 2019
ইতিহাসে মাদার্স ডে

বিদেশে তো বটেই এমন কি দেশেও এখন মাদার্স ডে রীতিমতো জনপ্রিয়। তবে ঘটা করে মাদার্স ডে পালন করলেও আমরা দিনটির ইতিহাস সম্বন্ধে ততটা ওয়াকিবহাল নই। ইতিহাস ঘেঁটে মাদার্স ডের তাৎপর্যের কাহিনী শোনাচ্ছেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

 আধুনিক নার্সিংয়ের অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেল

 আগামীকাল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। দিনটি আন্তর্জাতিক নার্স ডে হিসেবে পালন করা হয় গোটা বিশ্বে। বিশদ

শিশুর বেড়ে ওঠায়
মায়ের ভূমিকা

শিশু ভূমিষ্ঠ হবার আগে থেকেই শুরু হয় বাবা-মায়ের চিন্তা, নানান জল্পনা কল্পনা। এই সমাজে সুস্থ সুন্দরভাবে শিশুকে মানুষ করবেন কী করে? সত্যিই বিষয়টা চিন্তার। তবে অমূলক ভয় পাওয়ারও কিছু নেই। গবেষণাসূত্রে জানা গিয়েছে মা যদি গর্ভাবস্থাকালীন হাসি-খুশি প্রাণোচ্ছল থাকেন তবে শিশুও ইতিবাচক মানসিকতার অধিকারী হবে। তাই গর্ভাবস্থায় মাকে সব সময় হাসিখুশি থাকতে বলা হয়।
বিশদ

 স্বামী ও স্ত্রী একই পেশায় থাকলে...

এক পেশাতে কাজ করছেন স্বামী স্ত্রী। পেশাদারিত্ব বজায় রেখেই ঠিক রাখুন সম্পর্ক। পরামর্শ দিলেন সাইকিয়াট্রিস্ট ডঃ রীমা মুখোপাধ্যায় বিশদ

04th  May, 2019
জনমতের বিচারে সবচেয়ে প্রভাবশালী
দীপিকা পাড়ুকোন

কেবল পর্দা বা বলিউডে নয়, বাস্তব জীবনের নানা ক্ষেত্রে প্রভাব রাখেন বলিউডের বহু তারকা। সম্প্রতি আমাদের দেশে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় উঠে এসেছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চনের নাম। এক সমীক্ষা থেকে জানা গেছে, ভারতীয়দের জীবনের নানা ক্ষেত্রে এই তারকাদের রয়েছে বিশাল প্রভাব।
বিশদ

04th  May, 2019
আইএমএফ-এর প্রথম নারী অর্থনীতিবিদ গীতা গোপীনাথ

আইএমএফ (দ্য ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড) বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব নিয়েছেন গীতা গোপীনাথ। এই প্রথম কোনও নারী এই দায়িত্বে নিযুক্ত হয়েছেন। রঘুরাম রাজনের পরে গীতাদেবীই হতে চলেছেন এই দায়িত্ব নেওয়া ভারতীয়। সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএমএফ।
বিশদ

04th  May, 2019
 সম্পদে ব্রিটেনের রানিকে টপকে গেলেন কোটস

সম্পদের বিচারে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বহুদিন ধরেই ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু এবার ব্রিটেনেরই এক নারী পিছনে ফেলে দিয়েছেন রানিকে। অনলাইন বেটি প্রতিষ্ঠান ‘বেট ৩৬৫’-এর প্রতিষ্ঠাতা হলেন ডেনিস কোটস। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ রানির চেয়ে দশগুণ বেশি।
বিশদ

04th  May, 2019
 আশা দিদি

মেয়েটি সন্তান সম্ভবা। প্রসবের দিনও এগিয়ে আসছে। কিন্তু গ্রামে তেমন কোনও হাসপাতাল নেই। এমন অবস্থায় হঠাৎ প্রসব যন্ত্রনা উঠলে ‘দাই’দের ওপর ভরসাটা এই একবিংশ শতাব্দীতেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে দেখা যায়। অজ্ঞতাবশত ও যোগাযোগের উপায় না থাকায় অসহায় মানুষ একজন ভাবী মা ও তার সন্তানকে অপ্রশিক্ষিত মহিলার হাতে ছেড়ে দেন।
বিশদ

04th  May, 2019
 আইএস জঙ্গিদের রুখে দিয়ে ‘শান্তির গ্রাম’ গড়েছেন নারীরা

  পুরুষের দ্বারা নানাভাবে নির্যাতিত নারীরা গড়ে তুলেছেন জিনওসার গ্রাম। সেখানে পুরুষের প্রবেশ নিষেধ। তাই নিশ্চিন্তে জীবনটা কাটাতে পারছেন তাঁরা। জিনওসার গ্রামটা পেরলেই যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া। সেখানে আইএস জঙ্গিদের কালো পতাকা আর ঘন ঘন গ্রেনেডের হুঙ্কারে জনপদ কার্যত শূন্য।
বিশদ

27th  April, 2019
 বিশ্বের সম্পদ মীনা গায়েন কৃষ্ণাকুমারী কোহলি

কৃষ্ণাকুমারী কোহলি— চল্লিশ বছর বয়সি পাকিস্তানের এই সেনেটর এবার বিশ্বের প্রথম ১০০ জন প্রভাবশালী মহিলার মধ্যে জায়গা করে নিয়েছেন। ওই একই তালিকায় জায়গা করে নিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে। আর সেখানেই কিনা জ্বলজ্বল করছেন পাকিস্তানের প্রত্যন্ত গ্রামের দলিত এক কন্যাও।
বিশদ

27th  April, 2019
নারী কি পারবে পৃথিবী রক্ষা করতে?

মার্কিন শহর নিউ ইয়র্কে গত ১০ থেকে ১২ এপ্রিল ২০১৯ অনুষ্ঠিত হল ‘উইমেন ইন দ্য ওয়ার্ল্ড’-এর দশম অধিবেশন। অন্যান্যদের সঙ্গে সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন প্রিয়াংকা চোপড়া। অধিবেশন বিষয়ে জানাচ্ছেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

27th  April, 2019
 বাঁধাধরা ভাবনার প্রতিবন্ধকতা আজও রয়ে গিয়েছে

  ঘটনা এক: মিঠি পড়াশোনায় চৌখস। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরবার পরে খুব বেশিদিন আর অপেক্ষা করতে হয়নি। নিজের পছন্দমতোই পেশা নির্বাচন করেছিল সে। ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক হয়ে হাতে বুম নিয়ে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াবে এ তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। স্বপ্নপূরণও হয়েছে।
বিশদ

27th  April, 2019
ঘরে বাইরে সুপার ওম্যান গীতিকা

পেশায় তিনি পাবলিক স্পিকার। সেই সুবাদে রাজনীতিবিদ থেকে সুপার স্টার সবার সঙ্গেই কাজ করেছেন। আবার একই সঙ্গে তিনি ব্যস্ত মা-ও বটে। শোয়ের কাজে কলকাতা এসেছিলেন পাবলিক স্পিকার গীতিকা গানুজ ধর। হোটেলের কফিশপে তাঁর মুখোমুখি কমলিনী চক্রবর্তী।
বিশদ

20th  April, 2019
নারী নির্যাতনের সন্ত্রাস

নারী হয়ে জন্মানোর অভিশাপ আজও বয়ে বেড়াতে হয় মেয়েদের। সেই কবে মহাকাব্যের যুগে রামচন্দ্র পত্নী সীতার সতীত্বের অগ্নিপরীক্ষা এবং দ্রৌপদীর বস্ত্রহরণ দিয়ে শুরু হয়েছিল নারী হয়ে জন্মানোর অভিশপ্ত আখ্যান। পুরাণ গল্প-কথার যুগ পেরিয়ে নারী নির্যাতনের সেই ট্র্যাডিশন আজও প্রবহমান। অবশ্য ধরন বদলেছে।
বিশদ

20th  April, 2019
একনজরে
 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন কোচ হিসাবে স্প্যানিশ কোচ হোসে আন্তেনিও কিবু ভিচুনাকে বেছে নিল মোহন বাগান। ভারতে কাজ করার কোনও অভিজ্ঞতা না থাকলেও উয়েফা প্রো-লাইসেন্স আছে তাঁর। ছ’বছর পর সবুজ-মেরুনের দায়িত্বে আবার বিদেশি কোচ। ...

সৌম্যজিৎ সাহা, জামশেদপুর, ১০ মে: জামশেদজি টাটার নামকরণেই শহর। কিন্তু এই শহরের কারিগর কে জানেন? একজন বাঙালি। পি এন বোস। ছিলেন একজন ভূতত্ত্ববিদ। তাঁর অবদানকে সম্মান জানিয়ে এই শহরে একটি মূর্তিও বসানো আছে। জন্মলগ্নের পর থেকেই এ শহর ধীরে ধীরে ...

সংবাদদাতা, বালুরঘাট: পথদুর্ঘটনায় মৃত্যু হওয়া একব্যক্তির মৃতদেহ বালুরঘাট হাসপাতালে ময়নাতদন্ত করতে এসে বিপাকে পড়ে একটি দরিদ্র পরিবার। মৃত ব্যক্তির নাম বাবুলাল চৌধুরী(৫৫)। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার গচিহারে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। কর্মক্ষেত্রে বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৫৭: ব্রিটিশদের থেকে দিল্লি দখল করল সিপাহী বিদ্রোহের সেনারা
১৯০৪: ১৯০৪ - স্পেনীয় চিত্রকর সালভাদর দালির জন্ম
১৯১৫: স্বাধীনতা সংগ্রামী বসন্তকুমার বিশ্বাসের জন্ম।
১৯১৬: আপেক্ষিকতাবাদের উপস্থাপনা আইনস্টাইনের
১৯৮৪: স্পেনের ফুটবলার আন্দ্রে ইনিয়েস্তার জন্ম
১৯৯৮: পোখরানে পরমাণু অস্ত্রের পরীক্ষা করল ভারত
২০১৬: বাগদাদে আইএসের হামলায় হত শতাধিক



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.১৯ টাকা ৭০.৮৮ টাকা
পাউন্ড ৮৯.৫৭ টাকা ৯২.৮২ টাকা
ইউরো ৭৭.১৮ টাকা ৮০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৩২০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৬৬৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,১২৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
10th  May, 2019

দিন পঞ্জিকা

২৭ বৈশাখ ১৪২৬, ১১ মে ২০১৯, শনিবার, সপ্তমী ৩৬/৪৫ রাত্রি ৭/৪৫। পুষ্যা ২০/২৭ দিবা ১/১৩। সূ উ ৫/২/৩২, অ ৬/৩/৩০, অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫২ মধ্যে। রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১১/৫৬ গতে ১/২৩ মধ্যে পুনঃ ২/৭ গতে ৩/৩৫ মধ্যে, বারবেলা ৬/৪১ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৪৮ মধ্যে পুনঃ ৪/২৫ গতে অস্তাবধি, কালরাত্রি ৭/২৫ মধ্যে পুনঃ ৩/৪০ গতে উদয়াবধি। 
২৭ বৈশাখ ১৪২৬, ১১ মে ২০১৯, শনিবার, সপ্তমী ৩৪/৪৭/৪১ রাত্রি ৬/৫৮/৭। পুষ্যানক্ষত্র ১৯/২৭/১৬ দিবা ১২/৪৯/৫৭, সূ উ ৫/৩/৩, অ ৬/৪/৩৯, অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/৫২ মধ্যে ও ২/৩ গতে ৩/৩৩ মধ্যে, বারবেলা ১/১১/৩৩ গতে ২/৪৯/১৫ মধ্যে, কালবেলা ৬/৪০/৪৫ মধ্যে ও ৪/২৬/৫৭ গতে ৬/৪/৩৯ মধ্যে, কালরাত্রি ৭/২৬/৫৭ মধ্যে ও ৩/৪০/৪৫ গতে ৫/২/৩০ মধ্যে। 
৫ রমজান 
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: শেয়ার বা ফাটকাতে লাভ হবে। বৃষ: বিদ্যার্থীদের পঠন-পাঠনে আগ্রহ থাকবে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৫৭: ব্রিটিশদের থেকে দিল্লি দখল করল সিপাহী বিদ্রোহের সেনারা১৯০৪: ১৯০৪ ...বিশদ

07:03:20 PM

পাকিস্তানের একটি পাঁচতারা হোটেলে ৩ বন্দুকবাজের হামলা, চলছে গোলাগুলি

07:18:04 PM

অন্ধ্রপ্রদেশের কুরনুলে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, মৃত ১৩, জখম বেশ কয়েকজন 

06:18:00 PM

বাইক বাহিনী ও বহিরাগতদের দাপাদাপি রোখার দাবিতে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের অবস্থান বিক্ষোভ 

05:05:00 PM

উত্তরাখণ্ডে ব্যাপক তুষারপাত

04:55:00 PM