বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ সুখবর পেতে পারেন। ... বিশদ
এই রেস্তরাঁয় সপ্তাহব্যাপী ভ্যালেন্টাইনস ডে উদ্যাপন করা হবে। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাবেন বিশেষ মেনু। থাকবে ম্যানচাও স্যুপ, চিলি গার্লিক নুডলস, ওক টসড হাক্কা নুডলস, কুং পাও ভেজ, চিকেন উইথ ক্যাশু নাটস অ্যান্ড ড্রাই চিলিস, মাঞ্চুরিয়ান চিকেন, চকোলেট মুস, আইসক্রিম উইথ দারসান ইত্যাদি। চাওম্যান অ্যাপের মাধ্যমে অর্ডার করলে ‘লাভ’ কোড ব্যবহার করে ১৭৫ টাকা পর্যন্ত ছাড় পাবেন বিলে।
কাফে ড্রিফটার
দক্ষিণ কলকাতার এই কফিশপে ভ্যালেন্টাইনস মেনুতে পাবেন হার্ট শেপের পিৎজা, লেমনগ্রাস চিকেন, বিটরুট রিসোতো, চিকেন রুলাদ, বেলপেপার স্টেক, রোজমেরি কটেজচিজ স্টেক, ব্লুবেরি লাভার’স মকটেল, লাভ প্যাশনেট, ভ্যালেন্টাইনস শাওয়ার সহ আরও অনেক কিছু।
বিরিয়ানি ক্যান্টিন
ভ্যালেন্টাইস ডে মানেই কচিকাঁচাদের প্রেমের উদ্যাপন। সেই আয়োজনের অঙ্গ হতে বিরিয়ানি ক্যান্টিনে পাবেন বিশেষ মেনু। রয়েছে স্লো কুকড বিরিয়ানি, নানারকম কাবাব (আমিষ ও নিরামিষ), এবং অবশ্যই শেষপাত মিষ্টি করে তুলতে হরেক স্বাদের ইন্ডিয়ান ডেজার্ট। তন্দুরি মাশরুম, কলকাতা চিকেন বিরিয়ানি, লখনউ পনির বিরিয়ানি, ভেজ হারা ভরা কাবার, পোটলাম মাটন বিরিয়ানি, হায়দরাবাদি মাটন বিরিয়ানি, দহি কে শোলে, মুর্গ রেজালা কাবাব, জাফরানি ফিরনি ইত্যাদি চেখে দেখার মতো।
কাফে অফবিট আপ দেয়ার
ভ্যালেন্টাইনস ডে মেনুতে পাবেন পনির স্যাশলিক উইথ বাটার রাইস, চিকেন অ্যান্ড চিজ বাইট, মাশরুম চিজ বলস, স্লাইসড ফিশ টসড উইথ পেপার গার্লিক প্রন পেপার সল্ট, স্ট্রবেরি বাটারফ্লায়েড চিকেন, মাস্টার্ড গ্রিলড চিকেন, ডেথ বাই চকোলেট, স্ট্রবেরি ফ্যান্টাসি, পিচ হিলস, স্ট্রবেরি সুইটহার্ট, ব্ল্যাক কারেন্ট স্লাশ, কিউই স্কিনি মোহিতো ইত্যাদি। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ১৪০০ টাকা।
ওয়্যারহাউস কাফে
এখানে পাবেন নানা স্বাদের মকটেল। তার মধ্যে লাভ ইন দ্য ওশান (পাইন্যাপেল ভ্যানিলা আইসক্রিম, ব্লু কুরাকাও), ফরএভার (স্ট্রবেরি, বেসিল লিভস, লেমন লেমোনেড) উল্লেখযোগ্য। এছাড়াও খাবারের মধ্যে পাবেন লায়লা মজনু ভেজ কম্বো, চকো লাভার ডেজার্ট সহ আরও নানা পদ। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ২৪০০ টাকা।
প্রাইড প্লাজা
ভ্যালেন্টাইস ডে আসন্ন। সেই উপলক্ষ্যে হোটেল প্রাইড প্লাজায় পাবেন বিশেষ মেনুর আয়োজন। আগামী ১৪ ফেব্রুয়ারি ডিনার মেনুতে পাবেন শ্রিম্প স্কিউয়ার, লাভবার্ড চিকেন কারি, মুর্গ বাদামি শোরবা, প্যাশনেট শ্রিম্প ককটেল, মেডিটেরেনিয়ান প্যাশন স্যালাড, টুইন ফ্লেমস কারি, ফ্লেমিং হার্ট, ওশান’স কেয়ারেস, লেয়ার্ড এলিগ্যান্স, সিয়ার্ড চিকেন ব্রেস্ট উইথ চেরি স্যস সহ আরও নানারকম খাবার।
ভেনেটো
এখানকার ভ্যালেন্টাইনস মেনুতে রয়েছে ভেনেটো রোসিনি, ম্যারি মি, ফ্রিটো ক্রোকে, ক্রিসপি চিজ ফিলড গোল্ডেন বাইটস, পেসকে কোরিয়ান্ডোলো ফিশ, অ্যাঞ্জেলো পিকান্তে পিৎজা, পেপেরোনি অ্যান্ড ল্যাম্ব সহ আরও নানাকিছু। দু’জনের খাওয়ার খরচ ২৫০০ টাকা।
ক্লাব ভার্দে
ক্লাবের ম্যাপেল রেস্তরাঁয় পাবেন হরেক স্বাদের বিরিয়ানি। তার মধ্যে হায়দরাবাদি তরকারি বিরিয়ানি, কাঁঠাল দম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ফায়ারি চিকেন বিরিয়ানি, চিকেন টিক্কা বিরিয়ানি, জলপরি বিরিয়ানি, ভেটকি বিরিয়ানি সহ অনেক ধরনের বিরিয়ানি পাবেন। প্রতিটি বিরিয়ানির সঙ্গেই থাকবে রায়তা এবং সালান। রায়তার মধ্যে পাবেন বোঁদে, আনারস আর সব্জির রায়তা। সালানের মধ্যে রয়েছে লঙ্কা, বেগুন আর কচুর সালান।