বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ সুখবর পেতে পারেন। ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির মালিক গোপনে নিষিদ্ধ কাশির সিরাপের কারবার চালাত। চোরাইভাবে কাশির সিরাপ এনে সে বাড়িতে মজুত করে রাখত। তারপর এজেন্টের মাধ্যমে অল্প অল্প করে খদ্দেরদের কাছে পৌঁছে যেত। পুলিস খবর পেয়ে ওই বাড়িতে হানা দেয়। প্লাস্টিকের মোড়া কয়েক বাক্স কাশির সিরাপ উদ্ধার হয়। উদ্ধার হওয়া কাশির সিরাপের বাজার মূল্য কয়েক হাজার টাকা বলে জানা গিয়েছে।