Bartaman Patrika
অন্দরমহল
 

পিঠের নানারকম

শীতের আমেজ আর পিঠের স্বাদ যেন একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার। পিঠের ছ’ধরনের রেসিপি দিলেন দেবারতি রায়।  
রাঙা আলুর পুলি
উপকরণ:  রাঙা আলু ২৫০ গ্ৰাম, নারকেল কোরা  মালা, খোয়া ক্ষীর ২টেবিল চামচ, খেজুর গুড়ের পাটালি ৩০০ গ্ৰাম, চিনি ২ টেবিল চামচ, চালের গুঁড়ো ২ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, এলাচগুঁড়ো  চা চামচ, জল ২ কাপ, তেল ভাজার মতো।
প্রণালী: প্রথমে রাঙা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। কড়াইয়ে নারকেল কোরা, গুড় ও খোয়া ক্ষীর দিয়ে মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিন। নাড়তে নাড়তে যখন পাক হয়ে আসবে তখন গ্যাস বন্ধ করে দিন। এলাচগুঁড়ো ছড়িয়ে নামিয়ে ঠান্ডা করে নিন। রস তৈরি করার জন্য প্যানে দু’কাপ জল দিন। জল ফুটে উঠলে ২৫০ গ্ৰাম খেজুর গুড়ের পাটালি ও তিন চামচ চিনি দিন। পাঁচ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল রস। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা রাঙা আলু খোসা ছাড়িয়ে চটকে নিন। তাতে ময়দা ও চালের গুঁড়ো মিশিয়ে আবার চটকে নিন। এবার অল্প অল্প দুধ মেশান। মণ্ড থেকে লেচি কেটে গোল বাটির আকারে গড়ে ভিতরে এক চামচ নারকলের পুর ভরে মুখটা বন্ধ করে পুলির আকার দিন। এভাবে প্রত্যেকটা পুলি গড়ে নিয়ে  গরম  তেলে মাঝারি আঁচে এপিঠ-ওপিঠ ভেজে নিন। তেল থেকে তুলে হালকা গরম রসে দিন। ৫-৭মিনিট রসে রেখে পরিবেশন করুন রাঙা আলুর পুলি।

ভাজা মুগের পুলি 
উপকরণ: ভাজা মুগ ডাল ১ কাপ, নারকেল কোরা ১ কাপ, খেজুর গুড় ১০ গ্ৰাম, গুঁড়ো দুধ বা খোয়া ২ টেবিল চামচ, চালের গুঁড়ো ২ টেবিল চামচ, নুন ১চিমটে, ঘি ২ চামচ, চিনি  কাপ,তেল ভাজার মতো।
প্রণালী: এক কাপ মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিন। ভাজার সময় মাঝারি আঁচে ভাজবেন, যাতে ডাল পুড়ে না যায়। ডাল ভাজার সুন্দর গন্ধ বেরলে গ্যাস বন্ধ করে দিন। এবার ডাল ধুয়ে নিয়ে এক কাপ জল দিয়ে সেদ্ধ করে নিন। এমনভাবে সেদ্ধ করবেন যাতে ডাল গোটা থাকে, গলে না যায়। এবার পুর তৈরি করার জন্য কড়াইয়ে এক কাপ নারকেল কোরা আর পাটালি গুড় দিয়ে পাক করে নিন। তাতে গুঁড়ো দুধ দিন। এবার নামিয়ে ঠান্ডা করে নিন। সেদ্ধ ডাল ভালো করে মেখে নিন। তাতে সেদ্ধ চালের গুঁড়ো ও এক চামচ ময়দা ও এক চিমটে নুন দিন। এক চামচ ঘি দিয়ে ভালো করে ঠেসে নিন। এবার গোল বাটির আকারে গড়ে ভিতরে নারকেলের পুর ভরে মুখটা বন্ধ করে পুলির আকারে গড়ে নিন। এইভাবে প্রত্যেকটা পুলি গড়ে নিন। তেল গরম করে দু’পিঠ ভালো করে ভেজে নিন। এবার কড়াইয়ে হাফ কাপ চিনি ও একের চার কাপ জল দিয়ে ফুটিয়ে নিন। রস যখন আঠালো হয়ে আসবে, তখন ভেজে রাখা পুলিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিন। গ্যাস বন্ধ করে ওই অবস্থায় রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে রস পুলির গায়ে লেগে যাবে। তৈরি হয়ে গেল মুগডালের রসালো মুচমুচে পুলি বা মুগ সামলি।

দুধ গোকুল পিঠে
উপকরণ: নারকেল কোরা  মালা, খেজুর গুড়ের পাটালি ১০০ গ্ৰাম, খোয়া ক্ষীর ৫০ গ্ৰাম, ময়দা  কাপ, চালের গুঁড়ো  কাপ, দুধ ২ বড় চামচ, নুন সামান্য, দুধ  লিটার।
প্রণালী:  নারকেল কোরা, খেজুর গুড় ভালো করে পাক দিয়ে নিন। গুড় গলে গেলে নাড়াচাড়া করে খোয়া মিশিয়ে নিন। বেশ ভালোমতো পাক হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার একটা বাটিতে ময়দা, চালের গুঁড়ো নিয়ে তাতে অল্প অল্প দুধ মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিন। ব্যাটার খুব পাতলা বা ঘন হবে না। এবার নারকেলের পুরকে ছোট গোল চ্যাপ্টা করে গড়ে নিন। এবার পুরটাকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মাঝারি আঁচে ভেজে নিন। এবার প্যানে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। ঘন হয়ে গেলে তাতে খেজুর গুড় দিন। সামান্য নুন দিন। এবার ভেজে রাখা গোকুল পিঠে দিন। ঢাকা দিয়ে দু-তিন মিনিট ফুটিয়ে নিন। নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন দুধ গোকুল পিঠে।
ক্ষীরের পাটিসাপটা
উপকরণ: দুধ  লিটার, গুঁড়ো দুধ ২৫০ গ্ৰাম, ঘি ১ চামচ, খেজুর গুড় ২০০ গ্ৰাম, চিনি ১ টেবিল চামচ, ময়দা ১ কাপ, সুজি ১ কাপ, চালের গুঁড়ো  কাপ, নুন সামান্য, তেল ভাজার মতো।
প্রণালী: প্রথমে ময়দা, সুজি, চালের গুঁড়ো নিয়ে তাতে সামান্য নুন ও অল্প অল্প জল মিশিয়ে ব্যাটার বানিয়ে নিন। তাতে চিনি বা গুড় দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিন। মিনিট দশেক ঢাকা দিয়ে রাখুন। এবার প্যান গ্যাসে  বসিয়ে গুঁড়ো দুধ দিন ও কিছুটা তরল দুধ মিশিয়ে গুলে নিন। এক চামচ ঘি দিয়ে দুধ নাড়াচাড়া করে নিন। এবার এই মিশ্রণে চিনি দিয়ে নেড়ে নিন। চিনি গলে গেলে আগে থেকে ঘন করে রাখা দুধ দিন। এইভাবে নাড়তে নাড়তে যখন দুধ জমতে শুরু করবে তখন তৈরি হয়ে যাবে ক্ষীর। ক্ষীর নামিয়ে ঠান্ডা করে নিন। তাওয়া গরম করে ঘি ব্রাশ করে এক হাতা ব্যাটার ছড়িয়ে দিন। এর মধ্যে ক্ষীরের পুর লম্বা করে একদিকে রেখে রোল করে ভেজে নিন। তৈরি হয়ে গেল ক্ষীরের পাটিসাপটা।

বিউলি ডালের রসবড়া
উপকরণ: বিউলি ডাল ২০০ গ্ৰাম, খেজুর গুড় ৪০০ গ্ৰাম, মৌরি ১ চা চামচ, তেল ভাজার মতো।
প্রণালী:  বিউলি ডাল আগের দিন রাতে ভিজিয়ে পরের দিন বেটে নিন। সামান্য নুন ও মৌরি দিয়ে বাটাটা ভালো করে ফেটিয়ে নিন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটাবেন তাতে বড়াগুলো ভালো হবে। ঢাকা দিয়ে রেখে দিন। রস করার জন্য জল ও খেজুর গুড়ের পাটালি জ্বাল দিন। ৮-১০ মিনিট জ্বাল দেওয়ার পর গ্যাস বন্ধ করে দিন। রসটা পাতলা হবে। এবার কড়াইয়ে তেল গরম করে ছোট ছোট বড়া ভেজে নিন। এরপর বড়াগুলো ভেজে রসে ফেলুন। কিছুক্ষণ পর বড়ার ভেতর রস ঢুকলে বড়াগুলো ফুলে উঠবে। পরিবেশন করে দিন বিউলিডালের রসবড়া।

সুজির দুধপুলি
উপকরণ: সুজি  কাপ, দুধ ৭৫০ লিটার, খেজুর গুড় ১কাপ, চিনি ৩ টেবিল চামচ, কোরা  মালা, এলাচ গুঁড়ো  চা চামচ, ঘি ১ টেবিল চামচ।
প্রণালী: প্রথমে সুজি শুকনো খোলায় ভেজে নিন। দু-তিন মিনিট নাড়াচাড়া করার পর এককাপ দুধ দিন। এবার এক টেবিল চামচ চিনি ও এক চা চামচ ঘি মিশিয়ে নাড়াচাড়া করে নিন। নাড়তে নাড়তে গা ছেড়ে এলে নামিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখুন। 
পুর করার জন্য নারকেল ও খেজুর গুড় মিশিয়ে ভালো করে পাক দিন। নামিয়ে ঠান্ডা করে নিন। এবার সুজির মণ্ড ভালো করে ঠেসে নিন। গোল বাটির আকারে গড়ে ভিতরে নারকেলের পুর ভরে পুলির আকারে গড়ে নিন। এবার হাফ লিটার দুধ ঘন করে এলাচ থেঁতো করে দিন। তারপর পুলি দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। যখন পুলিগুলো ভেসে উঠবে তখন খেজুর গুড় দিয়ে মিনিট তিন চারেক ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু সুজির দুধপুলি।
16th  January, 2021
মাছের বিদেশি পদ

মাছ মানেই তার ঝাল ঝোল বা অম্বল নয়। বরং স্টিমড, গ্রিলড বা বেকড স্বাদও মাছে মানানসই। মাছের কয়েক পদ বিদেশি রেসিপি দিলেন মনীষা দত্ত। বিশদ

23rd  January, 2021
খিচুড়ির কত স্বাদ

কখনও আমিষ, কখনও নিরামিষ। কোনওটা দেশি, কোনওটা বা বিদেশি। খিচুড়িতে পাবেন নানারকম স্বাদ। ভিন্ন স্বাদের খিচুড়ির রেসিপি দিলেন সোমা রায়চৌধুরী। বিশদ

23rd  January, 2021
আইটিসি রয়্যাল বেঙ্গলে
 পদে পদে দক্ষিণী স্বাদ

আইটিসি রয়্যাল বেঙ্গলের গ্র্যান্ড মার্কেট প্যাভেলিয়ন রেস্তরাঁয় চলছে অন্ধ্রপ্রদেশের মেনু নিয়ে ফুড ফেস্ট ‘সিরকার রুচুলু’। নর্দার্ন সিরকার-এর বিশেষ খাবার থাকছে এই ফুড ফেস্টে। সেই উপলক্ষে সেলিব্রিটি শেফ প্রবীন আনন্দ এসেছেন কলকাতায়। তাঁর সঙ্গে কথা বলে অন্ধ্রপ্রদেশের খাবারের বিশেষত্ব জানলেন কমলিনী চক্রবর্তী। সঙ্গে তিনটি রেসিপি।
বিশদ

16th  January, 2021
জে ডব্লু ম্যারিয়টে সিজলিং নাইটস

জে ডব্লু ম্যারিট হোটেলে সেই সুযোগই পাবেন। হিমেল হাওয়া গায়ে লাগিয়ে একটু ভিন্ন স্বাদে সন্ধেটা কাটাতে পারেন বার-বি-কউ আর সিজলারের সঙ্গে। বিশদ

16th  January, 2021
অচেনা স্বাদে পায়েস

শীত মানেই বাহারি পায়েস। আজ তেমনই কয়েক পদ পায়েসের রেসিপি থাকছে যা স্বাদে অপরিচিত। রেসিপি দিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। বিশদ

09th  January, 2021
ফেলনা উপকরণে
সুস্বাদু পদ

ফুলকপির ডাঁটা, কাঁচাকলার খোসা সাধারণত আমরা ফেলেই দিই। কিন্তু এই ধরনের উপকরণ দিয়েও বানানো যায় সুস্বাদু নানা পদ। তেমনই কয়েকটি রান্নার রেসিপি দিলেন দেবারতি রায়। বিশদ

09th  January, 2021
রেস্তরাঁর খবর

ব্রিটিশ আমলে দক্ষিণ ভারতের পশ্চিম প্রান্ত নর্দার্ন সিরকার হিসেবে চিহ্নিত ছিল। সেখানকার খাওয়াদাওয়ার বিশেষত্ব ও গুণের কদর করত গোটা দক্ষিণ ভারত।  স্বাধীনতার পর বঙ্গোপসাগরের পশ্চিম দিকের এই অংশটির মাদ্রাজ নামে পরিচিত হয়ে ওঠে, বর্তমানে যা চেন্না‌ই নামে খ্যাত। বিশদ

09th  January, 2021
দেশি বিদেশি পদে পাস্তা

পাস্তা মানেই যে শুধু ইংলিশ স্টাইল খানা তা কিন্তু নয়। দেশি স্বাদেও তা রান্না করতে পারেন। পাস্তার দেশি ও বিদেশি কয়েকটি রেসিপি দিলেন মনীষা দত্ত। বিশদ

02nd  January, 2021
পুষ্টিতে ভরা স্যালাড

করোনাকালে এমন স্যালাড বাড়িতেই বানাতে পারেন যা আপনার ইমিউনিটি বাড়াবে। পুষ্টিতে ভরপুর কিছু আমিষ ও নিরামিষ স্যালাডের রেসিপি দিলেন মণিকাঞ্চন দে। বিশদ

02nd  January, 2021
ভিন্ন স্বাদে বর্ষবরণ

নতুন বছর মানেই নিত্যনতুন খাওয়াদাওয়ার আনন্দ। শহর জুড়ে নানা রেস্তরাঁয় চলছে হরেক মেনুর আয়োজন। কোথায় কেমন খাবার পাবেন? খরচই বা কত? থাকছে তারই খোঁজখবর।  বিশদ

02nd  January, 2021
ফ্লুরিজে ফেস্টিভ মেনু

নতুন বছরকে স্বাগত জানান ফ্লুরিজের সঙ্গে। শুধু কেক বা কুকিজই নয়, বছরের শুরুতে নোনতা স্বাদে স্যুপও বানাতে পারেন। মিষ্টি-নোনতায় মোড়া নানা রেসিপি আপনাদের জন্য সাজিয়ে দিলেন এগজিকিউটিভ শেফ বিকাশ কুমার।   বিশদ

02nd  January, 2021
বড়দিনে রোস্টেড
চিকেন ও টার্কি

ক্রিসমাস লাঞ্চ মানেই রোস্টেড চিকেন অথবা টার্কি। ঘরোয়া উপায়ে এই ধরনের বিদেশি মেনু বাড়িতেই রাঁধার রেসিপি জানালেন শ্রাবণী রায়। বিশদ

19th  December, 2020
ক্রিসমাস কেক ও পুডিং

ক্রিসমাস মানেই বাঙালির ঘরে ঘরে বাহারি কেকের মেলা। এখন আবার তারই সঙ্গে যুক্ত হয়েছে পুডিং। বাড়িতে কেমন কেক ও পুডিং বানিয়ে তাক লাগাবেন সকলকে? রেসিপি দিলেন মণিকাঞ্চণ দে। বিশদ

19th  December, 2020
রেস্তরাঁর  খবর 

ক্রিসমাস ও নিউ ইয়ারকে স্বাগত জানাতে এখন বিভিন্ন হোটেল, রেস্তরাঁয় চলছে  রকমারি অফার। আছে অনলাইন এবং হোম ডেলিভারির ব্যবস্থাও। তাই নিয়ে প্রতিবেদনে চৈতালি দত্ত। বিশদ

19th  December, 2020
একনজরে
প্রথমে ভাবা হয়েছিল, দ্বিতীয় পর্যায়ের টিকাকরণেই রাজ্যে দেওয়া হবে কোভ্যাকসিন। শনিবার আইসিএমআর শীর্ষকর্তাদের সঙ্গে রাজ্যের বিশেষজ্ঞ কমিটির জরুরি বৈঠকে কেন্দ্রীয় কর্তারা রাজ্যকে জানিয়ে দিলেন দ্রুত ...

প্রত্যর্পণ এড়াতে নানারকম ছল করছেন প্রায় ন’হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলার মূল অভিযুক্ত বিজয় মালিয়া। গত অক্টোবরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছিলেন, একটি গোপন ...

শনিবার দিনে দুপুরে কালিয়াচকের সুজাপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লুটের চেষ্টা চলে। ছুটি থাকায় দুষ্কৃতীরা ওই ব্যাঙ্ক লুটের চেষ্টা করে। যদিও শেষ পর্যন্ত তাদের ছক বানচাল ...

শারীরিক অবস্থার অবনতি হল আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের। তাঁকে দিল্লি এইমসে স্থানান্তর করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রাঁচির হাসপাতালে আট সদস্যের মেডিক্যাল বোর্ড ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের পঠনপাঠনে আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির যোগ। বিশেষত সরকারি বা আধা সরকারি ক্ষেত্রে যোগ প্রবল। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় শিশুকন্যা দিবস
১৮২৬: ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের জন্ম
১৮৫৭: প্রতিষ্ঠিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়
১৯৪৫: পরিচালক সুভাষ ঘাইয়ের জন্ম
১৯৫০ - ড. রাজেন্দ্রপ্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন
১৯৫০: ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হল ‘জনগণমন অধিনায়ক’
১৯৫২ - তৎকালীন বোম্বেতে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু
১৯৬৫ - ইংরেজ রাজনীতিবিদ ও লেখক উইন্স্টন  চার্চিলের মৃত্যু
১৯৬৬: বিজ্ঞানী হোমি জাহাঙ্গির ভাবার মৃত্যু
১৯৮৭ - উরুগুয়ের ফুটবল লুইস সুয়ারেরে জন্ম
১৯৮৮ - ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিংয়ের মৃত্যু
২০১১ - হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী ভীমসেন জোশীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.২২ টাকা ৭৩.৯৩ টাকা
পাউন্ড ৯৮.৫১ টাকা ১০১.৯৯ টাকা
ইউরো ৮৭.৩৯ টাকা ৯০.৫৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
23rd  January, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯,৯৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,১০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৬,৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৬,৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
23rd  January, 2021

দিন পঞ্জিকা

১০ মাঘ ১৪২৭, রবিবার, ২৪ জানুয়ারি ২০২১, একাদশী ৪১/৩১ রাত্রি ১০/৫৮। রোহিণী নক্ষত্র ৪৪/৭ রাত্রি ১২/১। সূর্যোদয় ৬/২২/১১, সূর্যাস্ত ৫/১৫/২০। অমৃতযোগ দিবা ৭/৫ গতে ১০/০ মধ্যে। রাত্রি ৬/৫৯ গতে ৮/৪৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৫ মধ্যে পুনঃ ১২/৫৩ গতে ১/৩৭ মধ্যে। রাত্রি ৬/৭ গতে ৬/৫৯ মধ্যে পুনঃ ১২/১৪ গতে ৩/৪৪ মধ্যে। বারবেলা ১০/২৬ গতে ১/৯ মধ্যে। কালরাত্রি ১/২৭ গতে ৩/৬ মধ্যে। 
১০ মাঘ ১৪২৭, রবিবার, ২৪ জানুয়ারি ২০২১, একাদশী রাত্রি ৯/৫০। রোহিণী নক্ষত্র রাত্রি ১১/২৯। সূর্যোদয় ৬/২৫, সূর্যাস্ত ৫/১৪। অমৃতযোগ দিবা ৭/১ গতে ৯/৫৯ মধ্যে এবং রাত্রি ৭/৮ গতে ৮/৫১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/১ মধ্যে ও ১২/৫৮ গতে ১/৪২ মধ্যে এবং রাত্রি ৬/১৭ গতে ৭/৮ মধ্যে ও ১২/১৭ গতে ৩/৪২ মধ্যে। বারবেলা ১০/২৯ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ১/২৯ গতে ৩/৮ মধ্যে। 
১০ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
হার্টে ব্লক পাওয়া গেল অরূপ রায়ের
সমবায় মন্ত্রী অরূপ রায়ের হার্টে ব্লক পাওয়া গেল। আজ প্রথমে ...বিশদ

07:18:00 PM

কালীঘাটে বস্তাভর্তি পোড়া টাকা উদ্ধার
কালীঘাটের মুখার্জিঘাটে উদ্ধার হল বস্তাভর্তি পোড়া টাকা। এই ঘটনায় চাঞ্চল্য ...বিশদ

04:29:00 PM

সাধারণতন্ত্র দিবসের আগে রাজ্যের একাধিক স্টেশনে হাই অ্যালার্ট
মাঝে কেবলমাত্র কালকের দিনটি। এরপরই সাধারণতন্ত্র দিবস। তার আগে জঙ্গি ...বিশদ

04:05:00 PM

লালুপ্রসাদের দ্রুত আরোগ্য কামনা মমতার 
অসুস্থ লালুপ্রসাদ যাদবের দ্রুত আরোগ্য কামনা বাংলার মুখ্যমন্ত্রীর। আজ বিহারের ...বিশদ

03:32:00 PM

২৬ জানুয়ারির দুপুর পর্যন্ত স্টেশন সংলগ্ন পার্কিং লট বন্ধ, জানাল দিল্লি মেট্রো
সাধারণতন্ত্র দিবসে নিরাপত্তার কথা মাথায় রেখে আগামীকাল সকাল থেকে ২৬ ...বিশদ

03:03:15 PM

মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে: অভিষেক 

02:52:00 PM