Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

পরীক্ষা দুর্নীতির মাথা খুঁজে বের করুন মোদিজি
হিমাংশু সিংহ

এত বড় জোড়া দুর্নীতির দায় কার? প্রধানমন্ত্রীও কি এর নৈতিক দায়িত্ব এড়াতে পারেন? ইডি, সিবিআই, আয়কর, ছোটবড় সব কেন্দ্রীয় এজেন্সি যুদ্ধে ঝাঁপাতে প্রস্তুত তো! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তাঁর মন্ত্রকের তাবৎ অফিসারকুল থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) পদস্থ কর্তারা, রাজ্যে রাজ্যে শাসক দলের কেষ্টবিষ্টুরা সবাই আতসকাচের তলায়। সবচেয়ে বেশি অভিযোগ ডাবল ইঞ্জিন গুজরাত ও মধ্যপ্রদেশ থেকে। ব্যাপম টু’য়ের ছায়া দেখছে দেশ। পিছিয়ে নেই গিরগিটি ‘বন্ধু’ নীতীশের রাজ্য বিহারও। পরীক্ষার আগের রাতে ৪০ লক্ষ টাকায় প্রশ্নপত্রের কপি এবং মডেল উত্তরপত্র বিক্রি করল কোন চক্র? কয়েকজন চুনোপুঁটিকে হেনস্তা না করে মাথাদের ধরুন। ঢাকার চেষ্টা করলে হিতে বিপরীত হবে। অবিলম্বে তল্লাশি, জিজ্ঞাসাবাদ শুরু হোক। ঠিক যেমনটি হয়েছে গত তিনবছর এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কারণে অকারণে। অন্যান্য বিরোধী রাজ্যে প্রতিবাদের মুখ খতম করতে। সকাল-সন্ধ্যা তল্লাশি, পুছতাছ এবং ...। বাইশ বছর আগে গোধরা-পরবর্তী ঘটনায় গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজধর্ম পালনের নির্দেশ দিয়েছিলেন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা, তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি। মোদিজি সেই নির্দেশ কতটা মেনেছিলেন তার অকাট্য প্রমাণ দু’বছর আগে স্বাধীনতা দিবসে বিলকিস বানোর ধর্ষকদের রহস্যজনক মুক্তি। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথের দু’সপ্তাহের মধ্যে আবার রাজধর্ম পালনের চ্যালেঞ্জ তাড়া করছে মোদিজিকে। কাঁথির ব্যর্থ যুবরাজ বা বিচারপতি থেকে এমপি বনে যাওয়ারা এখনও চুপ কেন, দোষীদের (পডুন মাথাদের!) ধরতে সপ্তমে গলা ফাটান!
জোড়াতালি দিয়ে তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর এখনও একমাসও কাটেনি। নবনির্বাচিত এমপিরা সংসদে শপথ পর্যন্ত নেননি। গম্ভীর প্রধানমন্ত্রীকে দেখে আক্ষরিক অর্থেই মাঝে মাঝে মনে হচ্ছে তিনি যথেষ্ট চাপে। চতুর্দিক থেকে একের পর এক অনর্থ তাড়া করছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে। বাহানাগার স্মৃতি ফিকে হওয়ার আগেই বাংলায় আবার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। স্রেফ বেলাইন হলে একটা কথা ছিল। কিন্তু একই লাইনে দু’টি ট্রেনের চলে আসা, সকাল থেকে অটো সিগন্যাল বিকল সত্ত্বেও পেপার মেমোয় চলা মালগাড়ির অত্যধিক গতি নিয়ে রেলবোর্ড কর্তারা সদুত্তর দিতে ব্যর্থ। স্বয়ং রেল বোর্ডের চেয়ারম্যান গোজামিল দিতে জখম সহকারী চালককে মৃত বলে ঘোষণা করছেন কোন আক্কেলে? তাহলেই বুঝুন দেশের পরিবহণ ব্যবস্থার লাইফ লাইন রেলের অবস্থা কতটা সঙ্গীন! গরিবকে ‘মালগাড়ি’তে তুলে শুধু বড়লোকের জন্য ঝাঁ চকচকে বন্দে ভারত আর বুলেট ট্রেন ছুটিয়ে বৃহৎ পুঁজির জয়গান। সঙ্গে রেলের ঢালাও বেসরকারিকরণের ছক। আগে থেকেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে বেছে বেছে খতম করার ব্লুপ্রিন্ট প্রস্তুত। এখানেই শেষ নয়, অগ্নিপথ প্রকল্প রদের শরিকি দাবি থেকে দীর্ঘ নিস্তব্ধতার পর মণিপুর নিয়ে আরএসএস প্রধানের হঠাৎ চোয়াল বেয়ে গড়িয়ে পড়া ‘কুম্ভীরাশ্রু’ই বা কীসের ইঙ্গিত? বিদ্রোহের না দর কষাকষির! চারশো আস্ফালনের দামাল হাতি কাদায় পড়লে যা অনিবার্য পরিণতি!
এসবের মধ্যেই গোদের উপর বিষফোঁড়া নিট ও নেট কেলেঙ্কারি। গত ৪ জুন ভোটের ফল বেরনোর দিন থেকে উচ্চশিক্ষায় এত বড় দুর্নীতির ধাক্কায় জোট সরকারের ভিতটাই টালমাটাল। শপথ, মন্ত্রিসভা গঠন, দায়িত্ববণ্টন হলেও লোকসভার স্পিকার কে, তা চূড়ান্ত হবে আগামী সপ্তাহে। তারপর জুলাই মাসে বাজেট পেশ। কিন্তু সংসদ পুরোদমে শুরু হওয়ার আগেই সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার দুর্নীতি এবং সর্বভারতীয় কলেজ শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ পরীক্ষা নেট বাতিল নিয়ে সরকার চূড়ান্ত কোণঠাসা। একে তো একক গরিষ্ঠতা হারিয়ে বিজেপি অনেকটা ডিফেন্সিভ, দোসর এই ‘পেপার লিক’ কেলেঙ্কারির অভিঘাত। উজ্জীবিত বিরোধী জোট ইন্ডিয়া সোমবার থেকেই সংসদ অচল করার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। সংসদকে এলেবেলে চোখে দেখার দিন কি তবে এবার শেষ হতে চলেছে? সরকার ও যুযুধান বিরোধীদের প্রতিনিয়ত টানাপোড়েনে জমে যাবে অধিবেশন।
বিগত দশ বছরে বড় কোনও কেলেঙ্কারির চিহ্ন নেই, এই প্রচারে ভর করেই এবারও ভোটে প্রতিপক্ষকে কোণঠাসা করার কৌশল নিয়েছিল বিজেপি। নেহরু-গান্ধীর অতীত ইতিহাস মুছে অমৃতকালে একমাত্র বিশ্বগুরুই বাস্তব, প্রমাণ করাই ছিল গোপন প্ল্যান। চারশো জেতার স্বপ্নের জন্মও সেই অতিরিক্ত আত্মবিশ্বাসকে কেন্দ্র করেই। অদৃষ্টের এমনই পরিহাস, ভোট মিটতেই শিক্ষা কেলেঙ্কারির বিষ নিঃশ্বাস ছড়িয়ে পড়েছে দিল্লি থেকে দেশের সর্বত্র। নিট ও নেট, এদেশে উচ্চশিক্ষার দুই গুরুত্বপূর্ণ সোপান। ভাবী প্রজন্মের নিজের পায়ে দাঁড়ানোর দিশা। একদলের হাতে দেশের মানুষের স্বাস্থ্য, অন্যরা শিক্ষিত করবে আগামী প্রজন্মকে। দু’ক্ষেত্রেই ভয়ঙ্কর দুর্নীতির ছায়া। তাহলে কী করে বাঁচবে দেশের স্বাস্থ্য ও শিক্ষা। কোন বিচারে ১,৫৬৩ জন গ্রেস নম্বর পেয়ে নিটের মেধা তালিকায় স্থান পেয়েছিলেন তার কোনও সদুত্তর মেলেনি। সুপ্রিম কোর্টের কড়া ধমক খেয়ে গ্রেস মার্কই প্রত্যাহার হয়ে গিয়েছে। ওই ১,৫৬৩ জন পরীক্ষার্থী চাইলে আবার পরীক্ষায় বসতে পারেন। সেই রিটেস্ট অনুষ্ঠিত হচ্ছে আজ, রবিবারই। রহস্যজনকভাবে এবার নিটে প্রথম হয়েছে ৬৭ জন! এত পরীক্ষার্থী একসঙ্গে ৭২০-তে ৭২০ নম্বর পেলেন কীভাবে? সদুত্তর মেলেনি। তার মধ্যে আবার একই সেন্টারের আটজন ‘কৃতী’! কেন বিহারের একজন পরীক্ষার্থী গুজরাতে গিয়ে পরীক্ষা দিলেন? মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি ধামাচাপা পড়ে গিয়েছে। সেই একই পরিণতি অপেক্ষা করছে নিট ও নেট কেলেঙ্কারির ক্ষেত্রেও। এই অনাচার যুবসমাজ সহজে মেনে নেবে কি? দুর্নীতির শিকড় সন্ধানে কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কৈফিয়ত চাওয়া হবে না? তাঁর মন্ত্রকের কর্তাদের তদন্তের বাইরে রাখলে তির্যক প্রশ্ন ওঠা মোটেই অপ্রাসঙ্গিক নয়।
সর্বভারতীয় স্তরে কলেজ শিক্ষক নিয়োগের নেট পরীক্ষা নেওয়া হয়েছে মাত্র গত মঙ্গলবার। কিন্তু কী এমন হল যে ২৪ ঘণ্টার মধ্যেই পুরো পরীক্ষা বাতিল করতে হল? সরকার গঠনের পরপরই যেভাবে কেন্দ্রের সরকার প্যাঁচে পড়ে গিয়েছে, সেই আবহেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, ‘এর দায় আমি নিচ্ছি। দায় ঝেড়ে ফেলার কোনও অভিপ্রায় নেই।’ সিবিআইকে তদন্ত করতে বলা হয়েছে। মন্ত্রী নিজেই স্বীকার করেছেন, পরীক্ষার আগেই প্রশ্নপত্র ডার্কনেটে ছড়িয়ে পড়েছিল। কিন্তু কারা করাল, তা নিয়ে আশ্চর্য নীরবতা। মন্ত্রী মুখে যাই বলুন, উচ্চতম মহলের যোগ ছাড়া এভাবে প্রশ্ন ফাঁস কখনও সম্ভব হতে পারে না। তাই শুধু স্বীকার করলেই চলবে না, দায় নিয়ে ইস্তফা দিতে হবে ভারপ্রাপ্ত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। যদি প্রশ্নফাঁসের দরুন নেট বাতিল হয়, তাহলে এত বড় কেলেঙ্কারির পরও নিট বাতিল হবে না কেন? কত যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন দুর্নীতিবাজদের পরাক্রমে, তাঁদের সুবিচার পাইয়ে দেবে কে? স্বভাবতই, সবার দৃষ্টি এখন  আগামী ৮ জুলাই সুপ্রিম কোর্টের শুনানির দিকে। নেতা, মন্ত্রী, আদালত সবার কাছে একটাই আবেদন, এই টানাপোড়েনের জেরে লক্ষ লক্ষ তরুণ-তরুণীর ভবিষ্যৎ যাতে নষ্ট না-হয়, সেটা নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় সরকারকেই। মাঝেমাঝে মনে হচ্ছে, দেশে আদৌ কোনও সরকার আছে তো? নতুন জোট সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওড়িশার নেতা। কলিঙ্গবিজয়ের পর তাঁকে দায়ী করে কোনও কড়া পদক্ষেপ কি করতে পারবেন মোদিজি? টানা তিনবছর বাংলায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নাস্তানাবুদ করার ছক কষেছিল কেন্দ্রের সরকার। ধরপাকড়, তল্লাশি, গ্রেপ্তার কম হয়নি। বাংলার মানুষ তাতে আমল না দিয়ে উপর্যুপরি একুশ ও চব্বিশ সালের নির্বাচনে মোদিকে হারিয়েছে। সেই গেরুয়া ষড়যন্ত্র সফল হয়নি। উল্টে এবার সেই ভয়াবহ দুর্নীতিই ব্যুমেরাং হয়ে বিঁধছে স্বয়ং প্রধানমন্ত্রীর বুকে। বেশ বোঝা যাচ্ছে, নিট ও নেট দুর্নীতির অভিঘাত রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত অভিযোগের চেয়ে আরও ব্যাপক ও সুদূরপ্রসারী। তাহলে দুর্নীতির প্রসঙ্গ উঠলেই বিজেপি ধোয়া তুলসীপাতা বলে ভেকধারী প্রচার কেন? আগামী ছাব্বিশের বিধানসভা ভোটে দুর্নীতির প্রশ্নে বাংলার মানুষ কী করবেন? দেওয়াল লিখন স্পষ্ট। নিট ও নেট কেলেঙ্কারিতে গলা পর্যন্ত ডুবে থাকা বিভেদকামী গেরুয়া শক্তিকে ভোট দেওয়ার আগে বাংলার মানুষ পাঁচশোবার ভাববেন। কারণ, যাঁরা এতদিন গোটা শিক্ষাদপ্তরটাই জেলে বলে বাংলাকে কটাক্ষ করতেন, তাঁদের জন্যও একই ভবিষ্যৎ অপেক্ষা করছে। সেই কারণেই রাজ্যগুলির দাবি মেনে আবার নিটের দায়িত্ব রাজ্যের হাতেই ফিরিয়ে দেওয়াই উচিত। তাতে অন্তত এই ভয়াবহ পরিণতির পুনরাবৃত্তি দেখতে হবে না।
23rd  June, 2024
অলিখিত জরুরি অবস্থা, ৫০ বছর পরও!
শান্তনু দত্তগুপ্ত

বিহারের সমস্তিপুরের রেলের অনুষ্ঠানে বিস্ফোরণটা হল। সময়টা ১৯৭৫ সালের গোড়ার দিক। ভালোরকম জখম হলেন ললিতনারায়ণ মিশ্র। দানাপুর নিয়ে যাওয়া হল তাঁকে। সঙ্গে সঙ্গে। অপারেশন করতে হবে। কিন্তু না, বাঁচানো গেল না ললিতনারায়ণকে।
বিশদ

মোদি সরকারে বাস্তবে কিছু‌ই বদল হয়নি
পি চিদম্বরম

বিজেপির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদির সরকার শপথ নিয়েছে ৯ জুন। কিন্তু এই সরকারের সূচনাটি শুভ হয়নি। মোদিজিকে ‘হেড টেবিল’ শেয়ার করে নিতে হয়েছিল টিডিপি এবং জেডি (ইউ) নেতাদের সঙ্গে। কিছু মন্ত্রিপদও বরাদ্দ করতে হয়েছে তাঁদেরকে তো বটেই, আরও একাধিক সহযোগীকেও। বিশদ

01st  July, 2024
মমতার রাজধর্মের কাছে পরাজিত মোদি
হিমাংশু সিংহ

সমালোচনা থেকে বাঁচতে অর্ধশতক আগের জরুরি অবস্থাকে একজন ঢাল করছেন ক্রমাগত। উপায় না দেখে তার আড়ালেই মুখ লুকোচ্ছেন সংসদের ভিতরে এবং বাইরে। পাঁচমাস আগে তড়িঘড়ি উদ্বোধন হওয়া রামমন্দিরের ছাদ বেয়ে চুঁইয়ে পড়ছে জল। বিশদ

30th  June, 2024
জননেত্রী বলেই জবাবদিহি জনতার কাছে
তন্ময় মল্লিক

মমতা বন্দ্যোপাধ্যায় কি ছাব্বিশের নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিলেন? পুরসভার মেয়র ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকের পর এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে। বোঝা যাচ্ছে, চব্বিশের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে তিনি এখন থেকেই ঘর গোছানোয় হাত দিয়েছেন। বিশদ

29th  June, 2024
বঙ্গ সাংসদরা হৃতগৌরব ফিরিয়ে আনুন সংসদে
সমৃদ্ধ দত্ত

জাতীয় রাজনীতি, উন্নত পার্লামেন্টারিয়ান এবং ভারত নির্মাণের নীতি নির্ধারণ প্রক্রিয়া। স্বাধীনতার আগে এবং পরে এই তিনটি ক্ষেত্রেই ছিল বাঙালির শক্তিশালী উপস্থিতি। আর ঠিক এই তিন ক্ষেত্রে দীর্ঘকাল ধরে বাঙালি বিচ্ছিন্ন। বিশদ

28th  June, 2024
সোনাপাচার ঘিরে হত্যাকাণ্ড! উঠছে বহু প্রশ্ন
মৃণালকান্তি দাস

বছর পাঁচের আগে বাংলাদেশের কোটচাঁদপুরে বাগানবাড়ি বানিয়েছিল আক্তারুজ্জামান ওরফে শাহিন। ৩০ বিঘা জমির উপর সেই বাগানবাড়ি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। ওই বাগানবাড়ির ভিতরে কী হতো, তা আশপাশের কেউ জানতেই পারত না।
বিশদ

27th  June, 2024
‘সপাং সপাং’ শব্দে চলছে সঙ্ঘের চাবুক
সন্দীপন বিশ্বাস

 

লোকসভা নির্বাচনে মোক্ষম জবাব পেয়ে বিজেপি নেতারা যখন রাজ্যে নির্বাচন পরবর্তী সন্ত্রাস নিয়ে হইচই বাধানোর চেষ্টা করছেন, তখন তাঁদের আচ্ছা করে ধুনে দিয়েছে আরএসএস।
বিশদ

26th  June, 2024
দুর্নীতি? মেধার স্বার্থে নীতিটাই বা কোথায়?
শান্তনু দত্তগুপ্ত

বৃহত্তর নয়ডার নিমকা গ্রামের কৃষক পরিবার। আয় খুব বেশি নয়। চলে যাওয়ার মতো বললেই হয়। তাই পড়াশোনা করলেও চাষের কাজে হাত লাগাতেই হতো ছেলেদের। মেজো ছেলেটি মায়ের সঙ্গে যখন খেতে নামত, তখনও তার বুকে আগলে রাখা খানকতক বই।
বিশদ

25th  June, 2024
সংসদে বিরোধীদের সামনে দুর্লভ সুযোগ
পি চিদম্বরম

ষোড়শ এবং সপ্তদশ লোকসভায় শক্তিশালী সংসদীয় বিরোধী বলে কিছু ছিল না। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল সেই অভাব পূরণ করেছে। ২০১৪ ও ২০১৯—পূর্ববর্তী পর পর দুটি নির্বাচনে কংগ্রেস যথাক্রমে মাত্র ৪৪টি ও ৫২টি আসনে জিতেছিল। বিশদ

24th  June, 2024
মিথ্যে ফানুস ওড়ানোতেই ক্ষতি বিজেপির
তন্ময় মল্লিক

রাখালের গোরুর পালে বাঘ পড়ার গল্পটা মনে আছে? রাখাল মাঠে গোরু চরাতে গিয়ে অন্যদের ঠকিয়ে মজা নেওয়ার জন্য বাঘ, বাঘ বলে চিৎকার করত। তারপর একদিন সত্যি সত্যিই গোরুর পালে বাঘ হানা দিল। রাখাল তখন প্রাণভয়ে চিৎকার করলেও কেউ এল না। বিশদ

22nd  June, 2024
জুটির লড়াই: মোদি-শাহ বনাম রাহুল-প্রিয়াঙ্কা
সমৃদ্ধ দত্ত

নেহরু-প্যাটেল থেকে রাহুল-প্রিয়াঙ্কা। বাজপেয়ি-আদবানি থেকে মোদি-শাহ। স্বাধীনতার পর থেকে ভারতীয় রাজনীতির অন্যতম চিত্তাকর্ষক প্রবণতা হল একটি করে রাজনৈতিক জুটির আবির্ভাব হওয়া এবং তাঁদের একজোট হয়ে দেশ পরিচালনা অথবা রাজনীতিকে প্রভাবিত করা।
বিশদ

21st  June, 2024
মোদির চ্যালেঞ্জ এখন ত্রিমুখী!
মৃণালকান্তি দাস

জওহরলাল নেহরুর মন্ত্রিসভার শেষ দিকে দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন লালবাহাদুর শাস্ত্রী। নেহরু তাঁকে একবার অসমে পাঠাতে চাইলেন। সফরের সবকিছু বুঝে নিয়ে শাস্ত্রী নেহরুর রুম থেকে বেরিয়ে আসেন। নেহরুর হঠাৎ খেয়াল হল, অসমে তো এখন হাড় কাঁপানো শীত।
বিশদ

20th  June, 2024
একনজরে
ডেডলাইন ১০ জুলাই। তারমধ্যেই ভেঙে ফেলতে হবে রাস্তার ধারে থাকা সমস্ত অবৈধ নির্মাণ। সোমবার রামপুরহাটে মহকুমা শাসকের অফিসে আন্দোলনকারী ফুটপাত ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনিক বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে ...

ট্রেন লাইনের উপর বিদ্যুৎবাহী তার ছিঁড়ে বিপত্তি। এর জেরে হাওড়া-আমতা লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় সোমবার। এদিন সকালে দুর্ঘটনাটি ঘটে বড়গাছিয়া স্টেশনের কাছে। এদিকে, ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।  ...

জেলবন্দি কাশ্মীরের সাংসদ রশিদ ইঞ্জিনিয়ারের শপথ গ্রহণের বাধা কাটল। সোমবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এব্যাপারে ছাড়পত্র দিয়েছে। আজ মঙ্গলবার এই নিয়ে রায় দেবেন অতিরিক্ত দায়রা আদালতের বিচারক চান্দের জিৎ সিং। ...

মাস্ক পরে খেলা একেবারেই পছন্দ নয় কিলিয়ান এমবাপের। কিন্তু নাকের চোটের কারণে তাঁর কাছে বিকল্প নেই। মাস্ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফরাসি স্ট্রাইকারের মন্তব্য, ‘মনে হচ্ছে যেন ভার্চুয়াল রিয়ালিটি গেম খেলছি। প্রথম ম্যাচে নেমে মনে হচ্ছিল সবকিছু থ্রি’ডিতে দেখছি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে অগ্রগতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি ও বদলির যোগ আছে। সৎজন সান্নিধ্যে মানসিক আনন্দ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস
১৭৫৬ - নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নাম দেন আলীনগর
১৭৫৭- বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলার মৃত্যু
১৮৪৩- হোমিওপ্যাথিক ঔষধ আবিষ্কারক জার্মানীর স্যামুয়েল হ্যানিম্যানের মৃত্যু
১৯২৯- নাট্যকার ও অভিনেতা অমৃতলাল বসুর মৃত্যু
১৯৪৬- অভিনেতা রাজা মুরাদের জন্ম
১৯৫৪- সঙ্গীত শিল্পী মহম্মদ আজিজের (মুন্না) জন্ম
১৯৬১- মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের মৃত্যু
১৯৭৭- পশ্চিমবঙ্গের সীমানার মধ্যেই দার্জিলিং পার্বত্য অঞ্চলকে স্বশাসিত অঞ্চল ঘোষণার সিদ্ধান্ত হয় রাজ্য ক্যাবিনেটে
২০০৭- ক্রিকেটার দিলীপ সারদেশাইয়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৫৭ টাকা ৮৪.৩১ টাকা
পাউন্ড ১০৩.৯০ টাকা ১০৭.৩৫ টাকা
ইউরো ৮৮.১৭ টাকা ৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৭ আষাঢ়, ১৪৩১, মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪। একাদশী ৯/১৮ দিবা ৮/৪৩। ভরণী নক্ষত্র ১/৮ প্রাতঃ ৫/২৭ পরে কৃত্তিকা নক্ষত্র ৫৯/১০ শেষরাত্রি ৪/৪০। সূর্যোদয় ৪/৫৯/৪৮, সূর্যাস্ত ৬/২১/১৮। অমৃতযোগ দিবা ৭/৪০ মধ্যে পুনঃ ৯/২৭ গতে ১২/৭ মধ্যে পুনঃ ৩/৪০ গতে ৪/৩৪ মধ্যে। রাত্রি ৭/৪ মধ্যে পুনঃ ১২/২ গতে ২/১০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৪৭ গতে ৩/৪০ মধ্যে পুনঃ ৪/৩৪ গতে ৫/২৭ মধ্যে রাত্রি ৮/২৯ গতে ৯/৫৪ মধ্যে। বারবেলা ৬/৪০ গতে ৮/২০ মধ্যে পুনঃ ১/২১ গতে ৩/১ মধ্যে। কালরাত্রি ৭/৪১ গতে ৯/১ মধ্যে।   
১৭ আষাঢ়, ১৪৩১, মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪। একাদশী দিবা ৮/৫০। ভরণী নক্ষত্র দিবা ৬/১৭। সূর্যোদয় ৪/৫৯, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ৭/৪৩ মধ্যে ও ৯/২৯ গতে ১২/৯ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৪ মধ্যে ও ১২/৪ গতে ২/৫৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৪৯ গতে ৩/৪২ মধ্যে ও ৪/৩৫ গতে ৫/২৮ মধ্যে এবং রাত্রি ৮/৩০ গতে ৯/৫৫ মধ্যে। বারবেলা ৬/৪০ গতে ৮/২০ মধ্যে ও ১/২২ গতে ৩/২ মধ্যে। কালরাত্রি ৭/৪৩ গতে ৯/২ মধ্যে। 
২৫ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইউরো কাপ: রোমানিয়াকে ৩-০ গোলে হারাল নেদারল্যান্ডস

11:30:47 PM

ইউরো কাপ: রোমানিয়া ০-নেদারল্যান্ডস ৩ (৯০+৪ মিনিট)

11:24:35 PM

ইউরো কাপ: রোমানিয়া ০-নেদারল্যান্ডস ২ (৮৩ মিনিট)

11:19:05 PM

ইউরো কাপ: রোমানিয়া ০-নেদারল্যান্ডস ১ (৫৭ মিনিট)

10:47:10 PM

হাতরাস কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১১৬

10:35:16 PM

ইউরো কাপ: রোমানিয়া ০-নেদারল্যান্ডস ১ (হাফটাইম)

10:30:29 PM