Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

মতুয়াদের আত্মপরিচয় ভুলিয়ে দিচ্ছে বিজেপি
গোপাল মিস্ত্রি

বাবা আদর করে নাম রেখেছিলেন হরিদাস। কারণ তিনি ছিলেন শ্রীহরিভক্ত। শ্রীচৈতন্য অনুরাগী, বৈষ্ণব ধর্মের আচার অনুসারী। তাই নিজের নামের সঙ্গে ‘দাস’ শব্দটি যুক্ত না থাকলেও বাবা যশোমন্ত (মতান্তরে যশোবন্ত) ঠাকুর পাঁচপুত্রের নামের শেষেই ‘দাস’ যুক্ত করেছিলেন। তাঁর পাঁচ পুত্রের নাম রেখেছিলেন কৃষ্ণদাস, হরিদাস, বৈষ্ণবদাস, গৌরীদাস এবং স্বরূপদাস। কিন্তু শিশুকাল থেকেই দুরন্ত মধ্যমপুত্র হরিদাস নিজেকে যে কারও ‘দাস’ বলে মানতে নারাজ। তাঁর কোনও হরিভক্তিও নেই। তাই তিনি ক্রমে ক্রমে নামের সঙ্গে যুক্ত ‘দাস’ শব্দটি চিরতরে মুছে দিয়ে হয়ে উঠেছিলেন হরিচাঁদ। কোনও হিন্দু দেবদেবীর পুজোআচ্চায় কোনওদিন তাঁর মতি ছিল না। শৈশব থেকেই তিনি বিদ্রোহী। হিন্দু ধর্মের গোঁড়ামি, সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি ঘৃণা, জল-অচল (অর্থাৎ যার ছোঁয়া জল পান করা যায় না) বলে পদদলিত করা শৈশব থেকে হরিচাঁদের মনে বিদ্রোহের জন্ম দিয়েছিল। যখন তাঁর আর চার ভাই বাবার মতোই বৈষ্ণবসেবায় নিয়োজিত প্রাণ, তখন বালক হরি বলতেন ‘বৈরাগীরা ভণ্ড।’ চার ভাইয়ের বাল্যখেলার অঙ্গ ছিল বৈষ্ণবসেবা, পূজা অর্চনা, নাম সংকীর্তন, অন্তরে হরিভক্তির প্লাবন, তখন বালক হরি রাখাল বেশে গোপালনে মত্ত। গোপালকদের কাছে রাখালরাজা। তিনি গোষ্ঠীপতি।
হ্যাঁ, তিনিই মতুয়া মতের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর, যিনি উগ্র হিন্দুত্ববাদের বিরোধী। মতুয়া মতাবলম্বীরা নিজেদের বৈদিক হিন্দু ধর্মের বাইরে একটি পৃথক ধর্মের মানুষ বলে মনে করেন। যেমন বুদ্বদেবের বৌদ্ধ ধর্ম। মতুয়ারা মনে করেন, মতুয়া ধর্মও তেমনই স্বতন্ত্র। যদিও তা নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু দু’শো বছর আগে ‘ভেকধারী ভণ্ডদের’ বিরুদ্ধে আশৈশব বিদ্রোহী হরিচাঁদ সমাজের দলিত অন্ত্যজ শ্রেণির বিশেষত নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষের মনে যে একটি পৃথক ধর্মীয় ধারা বা চেতনার সৃষ্টি করেছিলেন, যার সঙ্গে বৈদিক হিন্দুধর্মের কোনও মিল নেই। মতুয়া ধর্মে কোনও সামাজিক বিভেদ, বর্ণ বৈষম্যের কথা বলে না, বলে মানবতার কথা, সাম্যবাদের কথা। যেখানে কোনও জাতপাতের বেড়া ঩নেই, উঁচু-নিচুর ভেদ নেই। কোনও গোঁড়ামি নেই। সবাই সমান। সমাজসংস্কার, শিক্ষাবিস্তার ও অন্ত্যজ শ্রেণির উন্নয়নে হরিচাঁদ এবং তাঁর পুত্র গুরুচাঁদ ঠাকুরের অবদান অনস্বীকার্য। আধুনিক ভারতের ইতিহাস রচনায় তাঁরা উপেক্ষিত থাকলেও বাংলার লক্ষ লক্ষ মতুয়া ভক্তের মনে তাঁরা দেবতার আসনে বসে আছেন। মতুয়ারা বিশ্বাস করেন, হরিচাঁদ ঠাকুর স্বয়ং পূর্ণ ব্রহ্ম। তিনি কোনও অবতার নন—স্বয়ম্ভু। তিনি একমেবাদ্বিতীয়ম। তিনিই মতুয়াদের আরাধ্য দেবতা।
আভিধানিক না-হলেও ‘মতুয়া’ শব্দটির সঙ্গে আজ আর কেউ অপরিচিত নন। অন্তত গত এক দশক ধরে এদেশের রাজনৈতিক প্রবাহ যে বেগে ধাবিত হচ্ছে তাতে রাজনীতি-সচেতন সমস্ত ভারতবাসী এই শব্দটির সঙ্গে কমবেশি পরিচিত। কারণ মতুয়া শুধু একটি ধর্মমত নয়, মতুয়ারা এখন রাজনৈতিক দাবার বোর্ডে বিজেপির  বোড়ে হয়ে উঠেছে। 
মতুয়ারা তো রাজনীতির কেন্দ্রবিন্দুতে বহুকাল ধরেই আছে। বলা ভালো, মতুয়া আন্দোলনের সূচনাই হয়েছে রাজনীতির হাত ধরে। স্বাধীনতা আন্দোলনের সময় বিভিন্ন ক্ষেত্রে কংগ্রেসের বিরোধিতা করেছেন স্বয়ং গুরুচাঁদ ঠাকুর। তিনি বিশ্বাস করতেন, কংগ্রেস হল উচ্চবর্ণের হিন্দুদের দল। তারা  কখনও অন্ত্যজ শ্রেণির মানুষের শিক্ষার অধিকার বা সামাজিক মর্যাদা দেবে না। তাই নমঃশূদ্র সম্প্রদায়ের মধ্যে শিক্ষাবিস্তারের স্বার্থে রাজশক্তি ইংরেজ শাসকদের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আবার পরবর্তীকালে গুরুচাঁদ ঠাকুরের নাতি প্রমথরঞ্জন ঠাকুরের (যিনি পি আর ঠাকুর নামে পরিচিত) হাত ধরে মতুয়ারা হয়ে যায় কংগ্রেসের সমর্থক। পি আর ঠাকুর নিজেও কংগ্রেসের এমএলএ এবং মন্ত্রী ছিলেন। পরে কংগ্রেস ছেড়ে বাংলা কংগ্রেসের এমপিও হন তিনি। রাজ্যে বাম জমানার শুরু থেকেই বামপন্থার অনুকূলে মতুয়াদের একাংশ গা ভাসালেও কংগ্রেস ও বামপন্থায় বিভক্ত ছিল তারা। রাজ্যে তৃণমূল কংগ্রেসের জন্মের পর থেকে মতুয়াদের মধ্যে প্রভাব বাড়তে থাকে তাদের। তারাও ক্রমাগত নানা উন্নয়ন কর্মকাণ্ডে মতুয়াদের মন জয় করে নেয়। কিন্তু এযাবৎকাল কোনও দলের কাছেই তারা স্রেফ ‘মতুয়া ভোটব্যাঙ্ক’ বলে চিহ্নিত হয়নি। বরং উদ্বাস্তু নমঃশূদ্র, মতুয়া সব মিলিয়েই ভোটের রাজনীতি আবর্তিত হয়েছে। সেই ভোটের রাজনীতিতে কখনও ধর্মকে গুলিয়ে দেওয়া হয়নি। বরং পিছিয়ে পড়া মানুষের উন্নতির আন্দোলনই ছিল মুখ্য। 
আজ কিন্তু মতুয়ারা স্রেফ একটি ‘হিন্দু ভোট ব্যাঙ্ক’ হিসেবেই পরিগণিত হচ্ছে। ‘মুসলিম বিদ্বেষ’ আর ‘হিন্দুত্ববাদী’ ইস্যুতে মাত্র কয়েক বছরের মধ্যে মতুয়াদের একটা বিরাট অংশ বিজেপির অন্ধ ভক্ত হয়ে উঠেছে। স্বয়ং পি আর ঠাকুর রাজনীতি থেকে সরে গিয়ে নির্দেশ দিয়েছিলেন, ঠাকুরবাড়ি এবং মতুয়া মহাসঙ্ঘের কেউ আর সক্রিয় রাজনীতিতে যাবে না। অথচ ঠাকুরবাড়ির ভিতর থেকেই ভক্তদের টেনে আনা হয়েছে হিন্দুত্ববাদী রাজনীতির প্রাঙ্গণে। তার সঙ্গে আছে নাগরিকত্ব প্রাপ্তির অলীক গাজর। ভোটব্যাঙ্ক ধরে রাখতে বিজেপি যে সুকৌশলে এদেশে যুগযুগ ধরে বসবাসরত মতুয়াদের ‘বিদেশি’ সাজিয়ে দিয়েছে, তা বোঝার চেষ্টা করেন না অন্ধ ভক্তরা। ২০১৪ সালের লোকসভা ভোটের সময় থেকেই মতুয়াদের একটা বড় অংশ বিজেপির মতো হিন্দুত্ববাদী দলের ছাতার তলায় আশ্রয় নিয়েছে। 
কিন্তু যে মতুয়ারা কখনও হিন্দুত্ববাদী নয়, কখনও মুসলিম বিদ্বেষীও নয়, তারা কেন এমন উগ্র হিন্দুত্ববাদীদের দলে নাম লেখাচ্ছে? আসলে মতুয়াভক্তদের আধ্যাত্মিক বা সামাজিক উন্নতি নয়, এর পিছনে যে মতুয়াকুলের সর্বেসর্বাদের ব্যক্তিস্বার্থ, ক্ষমতার লোভ, তা বোঝেন না অন্ধবিশ্বাসী মতুয়াভক্তরা।
তাঁদের হয়তো আদতে জানাই নেই, হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত মতুয়া ধর্মের প্রতিষ্ঠাই হয়েছে গোঁড়া হিন্দুত্ববাদের বিরোধিতা করেই। অন্ত্যজ অস্পৃশ্যদের উপর হিন্দুত্ববাদীদের অত্যাচর থেকে মুক্তি পেতে।  মতুয়াবাদের মূল কথাই হল, সব মানুষ সমান। বর্ণহিন্দু সমাজ তৎকালীন বাংলার নমঃশূদ্র সম্প্রদায়ের উপর যে অত্যাচার চালিয়েছে আশৈশব তারই প্রতিবাদী ছিলেন হরিচাঁদ ঠাকুর। মতুয়াবাদে কোনও দেবদেবীর স্থান নেই। প্রকৃত মতুয়া মতাবলম্বীরা কোনও হিন্দু দেবদেবীতে বিশ্বাস করে না। কোনও হিন্দু আচার অনুষ্ঠান পালন করে না। মতুয়া ভক্তরা যে মন্দির গড়ে নিত্যপূজা করে সেখানে অধিষ্ঠান হরিচাঁদ ঠাকুর ও শান্তিমাতাদেবীর, থাকে গুরুচাঁদ ঠাকুরের প্রতিকৃতিও। মতুয়াদের কোনও সামাজিক অনুষ্ঠান, বিবাহ কিংবা শ্রাদ্ধানুষ্ঠান যাই হোক না কেন, কোনও হিন্দু আচার যেমন পালন হয় না, তেমনই ব্রাহ্মণ পুরোহিতও থাকে না। সেখানে মতুয়া গোঁসা‌ই, পাগলরাই আচার অনুষ্ঠান করেন। মতুয়াদের যে বীজমন্ত্র ‘হরি বল’ পূর্ববঙ্গীয় উচ্চারণে যা ‘হোব্বোল’ শব্দে ধ্বনিত হয় সেই হরি হিন্দু দেবতা শ্রীহরি নন। তিনিই স্বয়ম্ভু হরিচাঁদ ঠাকুর। মতুয়াদের কোনও মন্ত্র নেই। তাদের কোনও দীক্ষা নেই। কোনও গুরুপ্রথা ঩নেই। তাদের একমাত্র ঈশ্বর হরিচাঁদ ঠাকুর।
হরিচাঁদ নিজে লেখাপড়া জানতেন না। কিন্তু তিনি উপলব্ধি করেছিলেন শিক্ষা ছাড়া অন্ত্যজ এই সমাজের উন্নতি সম্ভব নয়। সেকালে হিন্দু সমাজের কোনও স্কুলে নমঃশূদ্র সমাজের সন্তানের পড়াশোনা করার অধিকার ছিল না। পুত্র গুরুচাঁদকে তাই ভর্তি করেছিলেন মুসলমানদের মক্তবে। গুরুচাঁদের প্রাথমিক পাঠটুকু নমঃশূদ্র ভক্তদের পাঠশালায় হলেও মুসলমান মক্তবেই তাঁর শিক্ষার ভিত মজবুত হয়। তিনি আরবি, ফারসি ভাষাও শিক্ষালাভ করেন। হরিচাঁদ ঠাকুরের দেখাশোনা করতেন যে মহিলা, তিনি সাবানা বুড়ি। একজন মুসলিম বিধবা মহিলা। হরিচাঁদ ঠাকুরের বহু মুসলমান ভক্ত ছিলেন এবং আছেন। হরিচাঁদ চাইতেন, শিক্ষাবিস্তারে বিদ্যালয় প্রতিষ্ঠা হোক। সে কাজ তিনি নিজে করে যেতে না পারলেও গুরুচাঁদ ঠাকুর অন্ত্যজদের জন্য শত শত স্কুল প্রতিষ্ঠা করে বর্ণহিন্দু সমাজের মুখে ঝামা ঘষে দিয়েছিলেন।  
অথচ আজকের এই মতুয়া মতাবলম্বীদের মধ্যে কোনও স্বধর্মীয় আবেগ নেই, আছে অন্ধ রাজনীতির উল্লম্ফন। মতুয়া ভক্তরাও হিন্দুত্ববাদের রাজনীতির গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়েছে। বিজেপিও সুকৌশলে ভুলিয়ে দিয়েছে মতুয়াদের আত্মপরিচয়। তাদের মধ্যেও ঢুকিয়ে দিয়েছে মুসলমান বিদ্বেষের বিষ। যে মতুয়ারা হরিচাঁদ ঠাকুর ছাড়া আর কারও পুজো করে না, বিজেপি তাদের বাধ্য করছে হিন্দুত্ববাদের পুজো করতে। সদ্য নির্বাচিত রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর যখন সংসদে দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুরের নামে শপথ নিতে চান, তাঁকে সেই নাম নিয়ে শপথ নিতে দেওয়া হয় না। শতাধিক বছরের ইতিহাসে অন্যকোনও রাজনৈতিক দল মতুয়াদের অস্মিতায় আঘাত করেনি, যা বিজেপি করছে। ধর্ম এবং বর্ণ নিরপেক্ষতা মতুয়াবাদের মূল কথা। মতুয়াদের সেই ধর্ম নিরপেক্ষতার আবরণটিকেও ছিন্নভিন্ন করে দেওয়ার কাজটি নিপুণভাবে করে চলেছে বিজেপি। আর এখন নাকের ডগায় সিএএ’র গাজর ঝুলিয়ে মতুয়াদের ভুলিয়ে দেওয়া হয়েছে যে, তারা এদেশেরই বৈধ নাগরিক। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিজেপির ছোট বড় সব নেতাই বুঝিয়ে দিচ্ছেন, মতুয়ারা ‘বিদেশি’! কারণ সেই ভয়টি তাদের মনে গেঁথে দিতে পারলেই ‘মতুয়া ভোটব্যাঙ্ক’ অটুট থাকবে। মতুয়ারা এখন শুধুই ‘ভোটব্যাঙ্ক’। সেটা ধরতেই প্রধানমন্ত্রী কখনও ওড়াকান্দি যান, কখনও ঠাকুরনগরে ঠাকুরবাড়ি এসে নতজানু হন। 
ঠাকুরবাড়ির এক প্রবীণ ভক্ত গোঁসাই আক্ষেপ করে বলছিলেন, এত যে ‘মতুয়া মতুয়া’ করা হচ্ছে, ক’জন আছে প্রকৃত মতুয়া? এই অন্ধ রাজনীতি সব ভুলিয়ে দিয়েছে।
06th  May, 2024
‘ধর্মগুরু’র কোটি টাকার ফ্ল্যাট, দ্বিধায় মতুয়ারা
তন্ময় মল্লিক

পাশাপাশি দু’টি মন্দির। একটি হরিচাঁদ ঠাকুরের, অন্যটি গুরুচাঁদের। পায়ের চাপে ভেঙে যাওয়া ভক্তদের ছড়ানো বাতাসার গুঁড়ো সরিয়ে গোবরজলে ধোয়া হয়েছে মন্দির চত্বর। তাতে নোংরা গেলেও কটু গন্ধে টেঁকা দায়। ভন ভন করছে মাছি। বিশদ

বাংলার অপবাদের ক্ষতিপূরণ কীভাবে হবে?
সমৃদ্ধ দত্ত

দুটি বাসযাত্রার কাহিনি। অথচ মাত্র কয়েক বছরের মধ্যে কতটা বদলে গিয়েছে ভাবমূর্তি। ২০১৮ সালে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন কভার করতে গিয়েছিলাম। বাসে ভোপাল থেকে বুধনি যাওয়ার সময় সহযাত্রী এক সরকারি স্বাস্থ্যকেন্দ্রের কর্মী আশ্চর্য কথা বলেছিলেন। বিশদ

10th  May, 2024
সনাতন ধর্ম কি এবার শুদ্ধতা হারাবে?
মৃণালকান্তি দাস

ভারতীয় রাজনীতিতে এই শব্দযুগলের আগ্রাসী রূপ এর আগে কেউ দেখেনি। নরেন্দ্র মোদির সৌজন্যে ভারতবাসীর সেই ‘সৌভাগ্য’-ও হল। দেশে দু’দফা ভোটের পর বিজেপি নেতাদের ভাষণ শুনলে অন্তত তাই-ই মনে হওয়া স্বাভাবিক। বিশদ

09th  May, 2024
ডাকো নতুন নামে
মীনাক্ষী সিংহ

‘তোমারি নাম বলবো নানা ছলে’—গানের সুরে একথা বলেছেন রবীন্দ্রনাথ, বলেছেন ঈশ্বরকে নানা নামে ডাকবেন। বিশদ

08th  May, 2024
রোগ ধরে দিয়েছে গুজরাত
হারাধন চৌধুরী

রোগনির্ণয় কেন্দ্রের নাম গুজরাত। আসল রোগ ধরে দিয়েছে মোদি-শাহের নিজের রাজ্যই। ভোট রাজনীতির এই অনবদ্য জুটির বিপন্নতা বোধ এবার গুজরাতেই সবচেয়ে বেশি। তা না-হলে প্রথম পদ্মটি পাঁক এড়িয়ে চয়ন করার কৌশল সেখানেই নেওয়া হল কেন! বিশদ

08th  May, 2024
অধীর মিথ ভাঙবে? নজর কিন্তু বহরমপুরেই
শান্তনু দত্তগুপ্ত

‘আমার বয়স ৪৯ বছর। আরও ৩০ বছর আমি তোমাদের বিরুদ্ধে লড়ে যাব। সংসদের ভিতরে। সংসদের বাইরে। রাস্তায়, নর্দমায়... সর্বত্র। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই/স্বজনহারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শেষ দেখব। বিশদ

07th  May, 2024
চব্বিশের আসল নায়ককে মোদিজির স্বীকৃতি
পি চিদম্বরম

২০২৪ লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেসের ইস্তাহার রচনার প্রস্তুতি নেওয়া হয়েছে ২০১৯ সাল থেকে। রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রার এক ঐতিহাসিক কর্মসূচি নিয়েছিলেন। তাঁর উদ্দেশ্য কী ছিল? সাধারণ মানুষের সমস্যা ও উদ্বেগের কথাগুলি শুনবেন। বিশদ

06th  May, 2024
সন্দেশখালি, মহিলা ভোট ও গেরুয়া বাক্স!
হিমাংশু সিংহ

এবার মহিলা নিগ্রহে অভিযুক্তও পালাল দেশ ছেড়ে। অতন্দ্র মোদি সরকারকে ফাঁকি দিয়ে। কিংবা বলা ভালো, বিরোধীদের ক্ষেত্রে অতিসক্রিয় তাবৎ কেন্দ্রীয় এজেন্সিকে দিবানিদ্রায় পাঠিয়ে। কিচ্ছুটি করতে পারলেন না পাহারাদার প্রধানমন্ত্রী, নাকি ইচ্ছে করে করলেন না? বিশদ

05th  May, 2024
বঙ্গে বাম-কং জোটই আসল ‘ভোট কাটুয়া’
তন্ময় মল্লিক

অন্য রাজ্যে তৃণমূল প্রার্থী দিলে কংগ্রেস-সিপিএম জোটের চোখে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যান ‘ভোট কাটুয়া’। অধীর চৌধুরী ও মহম্মদ সেলিমরা আওড়ান ‘দিদিভাই-মোদিভাই’ তত্ত্ব। বিজেপিকে ঠেকাতে না পারার দায় তৃণমূলনেত্রীর ঘাড়ে চাপিয়ে দেন। বিশদ

04th  May, 2024
দেশবাসীর প্রশ্নের উত্তর কে দেবে?
সমৃদ্ধ দত্ত

নির্বাচনের মরশুমে নিয়ম হল, রাজনীতির মানুষেরা বলবে, আমরা শুনব। অতএব আমরা শুনে চলেছি। কিন্তু আর একটা ব্যবস্থাও থাকা দরকার ছিল। সেটা হল, আমাদের বলার অধিকার কিংবা প্ল্যাটফর্ম। আমাদের অনেক প্রশ্ন আছে। বিশদ

03rd  May, 2024
আবার সেই ‘ইসলামোফোবিয়া’!
মৃণালকান্তি দাস

ভোটের মুখেই রাজস্থানে সংখ্যালঘু মোর্চার নেতা উসমান গণিকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি! উসমানের অপরাধ? একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘মুসলিম সমাজের নাম করে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তা কাম্য নয়।’ 
বিশদ

01st  May, 2024
এখন সঙ্ঘ পরিবারই বলছে, পুনর্মূষিকো ভব
সন্দীপন বিশ্বাস

বেজে উঠেছে পতনের বিপদ ঘণ্টা। তার শব্দ শুনতে পাচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। পতনের সেই শব্দে কাঁপছে গেরুয়া শিবির। সেখানে ‘গেল গেল’ রব উঠেছে। কিন্তু বিপদের গন্ধ পেয়েই কৌশল বদলে ফেলেছেন মোদিজি। পুরনো কৌশলকে আঁকড়ে ধরেই ডুবন্ত তরীকে বাঁচানোর চেষ্টা করছেন। 
বিশদ

01st  May, 2024
একনজরে
পানীয় জলের তীব্র সঙ্কট শিলিগুড়িতে। মেয়র গৌতম দেব ও জল সরবরাহ বিভাগের মেয়র পরিষদ সদস্য দুলাল দত্তের ওয়ার্ড সহ ১১টি ওয়ার্ডে পানীয় জলের সঙ্কট তীব্র। ...

ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। সারা দেশের লক্ষ লক্ষ মতুয়া সমাজের কাছে পরম বিশ্বাস ও শ্রদ্ধার স্থান। কামনা সাগরে একবার ডুব দিতে ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভক্তরা। সেই ঠাকুরনগরে সাধারণ মানুষের থেকে কার্যত বিচ্ছিন্ন সাংসদ শান্তনু ঠাকুর। ...

ন’বছর ট্রফি নেই। কখনও কখনও প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেনি নাইট রাইডার্স। তৃতীয় খেতাবের স্বপ্ন বার বার হয়েছে চুরমার। তবুও দলের উপর আস্থা হারাননি শাহরুখ খান। এক্ষেত্রে তিনি ব্যতিক্রমী ...

বেসরকারি বিএড কলেজগুলি নিয়ে জটিলতা অনেকটাই কমেছে। তবে, এবার বেসরকারি ফার্মেসি কলেজগুলি পড়েছে চিন্তায়। ফার্মেসি কাউন্সিল অব ইন্ডিয়া কলেজগুলি পরিদর্শনে আসছে। এই ব্যাপারে কলেজগুলির কাছে চিঠি পাঠিয়েছে কাউন্সিল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

একাধিক সূত্রে অর্থপ্রাপ্তি ও ঋণশোধে মানসিক ভাব মুক্তি। নিজ বুদ্ধি ও দক্ষতায় কর্মোন্নতি ও সুনাম। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় প্রযুক্তি দিবস 
৩৩০: কনস্টান্টিনোপল রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হয়
৯১২: আলেকজান্ডার বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন
১৮৫৭: ব্রিটিশদের থেকে দিল্লি দখল করল সিপাহী বিদ্রোহের সেনারা
১৯০৪: স্পেনীয় চিত্রকর সালভাদর দালির জন্ম
১৯১৫: স্বাধীনতা সংগ্রামী বসন্তকুমার বিশ্বাসের মৃত্যু
১৯১৬: বাঙালি চিত্রশিল্পী নীরদ মজুমদারের জন্ম
১৯২১:  বিশিষ্ট হাস্যকৌতুক অভিনেতা অজিত চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৩৫: জার্মানীর বার্লিন শহরে প্রথমবারের মত বিশ্বে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়
১৯৫৯: বিশিষ্ট কবি বসন্তকুমার চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৬৫: অনুশীলন সমিতির সদস্য, বিপ্লবী, সাংবাদিক ও সম্পাদক  মাখনলাল সেনের মৃত্যু   
১৯৭০: বলিউড অভিনেত্রী  পূজা বেদীর জন্ম
১৯৭২: কলকাতায় রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়
১৯৮৩ - নিম্বার্ক সম্প্রদায়ের যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু ধনঞ্জয়দাস কাঠিয়াবাবার মৃত্যু 
১৯৮৪: স্পেনের ফুটবলার আন্দ্রে ইনিয়েস্তার জন্ম
১৯৮৫ : বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিষ্টধর্মপ্রচারক কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু  
১৯৯২: অভিনেত্রী আদা শর্মার জন্ম
১৯৯২: অভিনেতা ও গায়ক অ্যামি ভির্কের জন্ম
১৯৯৭: দাবাখেলুড়ে কম্পিউটার ডীপ ব্লু প্রথমবারের মতো বিশ্বজয়ী দাবাড়ু হিসেবে গ্যারি কাসপারভকে পরাজিত করে
১৯৯৮: পোখরানে পরমাণু অস্ত্রের পরীক্ষা করল ভারত
২০১৬: বাগদাদে আইএসের হামলায় হত শতাধিক
২০১৮: আয়ারল্যান্ড ক্রিকেট দল তাদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে ,তবে প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় কোনোও খেলা গড়ায়নি



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৬৬ টাকা ৮৪.৪০ টাকা
পাউন্ড ১০২.৮৩ টাকা ১০৬.২৬ টাকা
ইউরো ৮৮.৪৫ টাকা ৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,৪০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৪,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৪,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ বৈশাখ, ১৪৩১, শনিবার, ১১ মে ২০২৪। চতুর্থী ৫২/৩৮ রাত্রি ২/৫। মৃগশিরা নক্ষত্র ১৩/৩ দিবা ১০/১৫। সূর্যোদয় ৫/২/৯, সূর্যাস্ত ৬/৩/৪৮। অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫২ মধ্যে। রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১১/৫৬ গতে ১/২৩ মধ্যে পুনঃ ২/৭ গতে ৩/৩৫ মধ্যে। বারবেলা ৬/৩৯ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৪৯ মধ্যে পুনঃ ৪/২৬ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/২৬ মধ্যে পুনঃ ৩/৩৯ গতে উদয়াবধি।  
২৮ বৈশাখ, ১৪৩১, শনিবার, ১১ মে ২০২৪। চতুর্থী শেষরাত্রি ৪/২৪। মৃগশিরা নক্ষত্র দিবা ১২/৩১। সূর্যোদয় ৫/৩, সূর্যাস্ত ৬/৫। অমৃতযোগ দিবা ৯/১৮ গতে ১২/৪৭ মধ্যে এবং রাত্রি ৮/১৩ গতে ১০/২৪ মধ্যে ও ১১/৫৩ গতে ১/৪৯ মধ্যে ও ২/০ গতে ৩/৩০ মধ্যে। কালবেলা ৬/৪০ মধ্যে ও ১/১২ গতে ২/৫০ মধ্যে ও ৪/২৭ গতে ৬/৫ মধ্যে। কালরাত্রি ৭/২৭ মধ্যে ও ৩/৩০ গতে ৫/২ মধ্যে।
২ জেল্কদ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: মুম্বই ৮১/২ (১০ ওভার), টার্গেট ১৫৮

11:57:00 PM

আইপিএল: ৪০ রানে আউট ঈশান, মুম্বই ৬৫/১ (৬.৫ ওভার), টার্গেট ১৫৮

11:43:00 PM

আইপিএল: মুম্বই ১৭/০ (২ ওভার), টার্গেট ১৫৮

11:32:15 PM

আইপিএল: মুম্বইকে জয়ের জন্য ১৫৮ রানের টার্গেট দিল কেকেআর

11:05:00 PM

আইপিএল: ২৪ রানে আউট রাসেল, কেকেআর ১২৫/৬ (১৩ ওভার), বিপক্ষ মুম্বই

10:44:58 PM

আইপিএল: ৩৩ রানে আউট নীতিশ, কেকেআর ১১৬/৫ (১২ ওভার), বিপক্ষ মুম্বই

10:41:18 PM