Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

আইনের হাত থেকে
স্বাধীনতাকে উদ্ধার করো
পি চিদম্বরম

যদি কোনও ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তবে সে অবশ্যই কোনও ভুল করেছে। যদি কারও জামিন নামঞ্জুর হয়ে যায়, তবে সে নিশ্চয় অপরাধী। যদি কোনও ব্যক্তিকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়, তবে জেলসহ শাস্তিই তার প্রাপ্য।
উপরে যে সিদ্ধান্তগুলোর কথা বলা হল সেগুলো ‘পরিষ্কার ভুল’ কি না একটু ভেবে দেখার সময় হয়েছে। ‘স্বাধীনতা’ একটি অলঙ্ঘনীয় অধিকার। তার প্রতি আমাদের মমত্ববোধের অভাব এবং স্বাধীনতা কমে যাওয়ার ব্যাপারে অজ্ঞতা থাকতে পারে। তার থেকে ব্যাপারটা ‘জর্জ ফ্লয়েড পরিস্থিতি’ (মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা) এবং ‘জয়রাজ ও ফেনিক্স পরিস্থিতি’ (ভারতের তামিলনাড়ু)-র দিকে গড়ায়।
‘জয়রাজ ও ফেনিক্স’ যদিও ভারতে হেফাজতে অত্যাচারের প্রথম মামলা নয়। ১৯৯৬ সালে ফিরে যাওয়া যাক। হেফাজতে হরবখত অত্যাচারের অভিযোগ জানিয়ে চিঠি লিখেছিলেন পশ্চিমবঙ্গের জনৈক ডি কে বসু এবং উত্তরপ্রদেশের জনৈক এ কে জোহরি। ব্যাপারটাতে স্বতঃপ্রণোদিত হয়ে (স্যুয়ো মোটো) হস্তক্ষেপ করেছিলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি। ১৯৯৬ সালের ১৮ ডিসেম্বর ‘ডি কে বসু বনাম পশ্চিমবঙ্গ রাজ্য (১৯৯৭) ১ এসএসসি ৪৩৬’ মামলায় তাঁরা এক ঐতিহাসিক রায় দেন। ওই রায়ের বাস্তবতার প্রমাণ বহুবার পাওয়া গিয়েছে। কিন্তু, পরিতাপের বিষয় এই যে পরবর্তী ২৪ বছরে এই রেওয়াজের কোনও বদল হয়নি।
অতিরিক্ত পুলিস
অন্যের প্রতি রাষ্ট্রের আচরণ সম্পর্কে একজন গড়পড়তা নাগরিকের রাষ্ট্রের প্রতি সরল বিশ্বাস থাকে। সাধারণ নাগরিক এটাই বিশ্বাস করেন যে, একজন পুলিস অফিসার, একজন সরকারি উকিল, একজন বিচারক, একজন বিচারপতি কিংবা একজন ডাক্তার সবসময় আইন মেনে কাজ করবেন। আসলে তিনি ভুলের শিকার। লর্ড ডেনিংয়ের কাছে শুনুন:
‘আমাদের সকলের মধ্যে যে ধরনের দোষ ‘কমন’, প্রশাসনের কর্তারা (এক্সিকিউটিভ) সেইসব ব্যাপারে কখনওই অপরাধী হবেন না, এটা কেউ মনে করেন না। আপনি নিশ্চিত হতে পারেন যে তাঁরা কখনও কখনও এমন কাজ করে ফেলেন যা তাঁদের করা উচিত নয়। অন্যদিকে, তাঁদের করা উচিত এমন অনেক জিনিস আবার তাঁরা করেন না।’
হেফাজতে অত্যাচারের বীজ হেফাজতেই বোনা হয় না। এর সন্ধান মিলতে পারে বাইরের একাধিক ক্ষেত্রে। যেমন গ্রেপ্তার, জামিন নামঞ্জুর, পুলিসি হেফাজত মঞ্জুর এবং বিচারবিভাগীয় হেফাজতে পুনরায় পাঠানো। প্রতিটা পর্বের জন্য আইনি অবস্থান স্পষ্ট। কিন্তু আইনের প্রয়োগের ব্যাপারটাই প্রায়শ গোলমেলে—ত্রুটিপূর্ণ ও বিকৃত।
ব্যাপারটা গ্রেপ্তার থেকে বুঝে নেওয়া যায়। ডি কে বসু মামলায় আদালত মনে করিয়ে দিয়েছে যে, সাধারণ পুলিসকে বাদ দিয়েও আমরা অন্য অনেকগুলো সংস্থাকে গ্রেপ্তার করার ক্ষমতা দিয়েছি। যেমন সিবিআই, ইডি, সিআইডি, সিআরপিএফ, বিএসএফ, ট্রাফিক পুলিস, ইনকাম-ট্যাক্স প্রভৃতি। এদের মধ্যে কেউ কেউ দাবি করে যে, যেহেতু তারা পুলিস নয়, সেই কারণে তারা সমস্ত আইনি ব্যবস্থা (কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর) মানতে বাধ্য নয়! উদাহরণ হিসেবে ইডি-র কথা বলি। ইডি-র সাফ কথা, তারা ‘কেস ডায়েরি’ মেনটেন করতে বাধ্য নয়। একটা গ্রেপ্তারের ঘটনা যখন ঘটে তখন আরও কী খারাপ হয় তা আমরা নির্দিষ্ট করে বলিনি। জাতীয় পুলিস কমিশনের তৃতীয় পর্যবেক্ষণ রিপোর্টে ধরা পড়েছে যে, সমস্ত গ্রেপ্তারের ঘটনার শতকরা ৬০ ভাগই ‘অপ্রয়োজনীয়’'। ওই রিপোর্টে যেসব গাইডলাইনের সুপারিশ রয়েছে, বিচারপতিরা সেগুলো তুলে ধরে হতাশা প্রকাশ করেছেন—
‘ব্যক্তি স্বাধীনতার (পার্সোনাল লিবার্টি অ্যান্ড ফ্রিডম) মৌলিক অধিকারটা সংবিধানস্বীকৃত। পুলিস কমিশনের সুপারিশগুলো তার সঙ্গেই সঙ্গতিপূর্ণ। তা সত্ত্বেও এই সুপারিশগুলো এখনও পর্যন্ত বিধিবদ্ধ মর্যাদা (স্ট্যাটুটরি স্টেটাস) পায়নি।’
গ্রেপ্তার ও হাজত
আনেকগুলো কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া রয়েছে। এগুলো কেড়ে নেওয়া থেকেই সংস্কারটা শুরু হওয়া দরকার। দ্বিতীয় ঘোষণা দরকার, গ্রেপ্তার করার ক্ষমতা যাঁর থাকবে তিনি হবেন একজন ‘পুলিস’ অফিসার। সংস্কারের তিন নম্বরে গ্রেপ্তারের ক্ষমতা ভীষণভাবে সীমাবদ্ধ করে দিতে হবে। শুধু নির্দিষ্ট করে দেওয়া পরিস্থিতিগুলোতেই গ্রেপ্তার করা যাবে। মনে করে দেখুন, জয়রাজ ও ফেনিক্সকে কেন গ্রেপ্তার করা হয়েছিল। লডকাউনে যতটা সময় দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছিল, তার চেয়ে ১৫ মিনিট বেশি দোকান খুলে রেখেছিলেন তাঁরা। তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল এমন এক অভিযোগে!
দ্বিতীয় ধাপটা হল, অভিযুক্তকে আদালতে পেশ করা এবং হেফাজতে নেওয়া। নিম্ন আদালতের একজন বিচারক বা জেলা বিচারক পুলিসি হেফাজত মঞ্জুর করার আগে ক্বচিৎ বিচার করে দেখেন যে সেটার আদৌ দরকার আছে কি না। পুলিসি হেফাজতের সর্বোচ্চ মেয়াদ হল ১৫ দিন। পুলিসি হেফাজতের মেয়াদ শেষ হতেই আদালত অবধারিতভাবে অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু আইন একেবারে অন্যরকম। ‘মনুভাই রতিলাল প্যাটেল, (২০১৩) ১ এসসিসি ৩১৪’ মামলায় সুপ্রিম কোর্ট বলেছে, ‘বিচারক ঘটনাটির সত্যাসত্য উপলব্ধি সাপেক্ষে নিজের বিবেচনামতো সিদ্ধান্ত নিতে পারেন: অভিযুক্তকে পুলিসি হেফাজতে পাঠাবেন, না কি বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো যুক্তিযুক্ত হবে, অথবা কোনও হেফাজতে পাঠানোর আদৌ প্রয়োজন নেই।’ নিম্নরেখ কথাগুলো মনে রেখে রায় দেন এরকম ম্যাজিস্ট্রেট বা জেলা জজ বিরলপ্রায়।
তৃতীয় ধাপ হল, গ্রেপ্তার হওয়া বা হেফাজতে নেওয়া ব্যক্তির ডাক্তারি পরীক্ষা। জয়রাম এবং ফেনিক্সকে একজন ডাক্তারকে দিয়ে ঠিকমতো দেখানো হয়ে থাকলে, তাঁদের স্বাস্থ্য ঠিক আছে (আ ক্লিন বিল অফ হেলথ) বলে কী করে রিপোর্ট দিতে পারতেন?
ব্যতিক্রমটাই আইন হয়ে যায়!
চতুর্থ ধাপ হল জামিন। সরকার পক্ষের উকিল বা প্রসিকিউটর জামিনের বিরোধিতা করলে খুব কম ম্যাজিস্ট্রেট বা জেলা জজ জামিন মঞ্জুর করে থাকেন। অন্তত প্রথম বা দ্বিতীয় শুনানিতে এটাই হয়েই থাকে। তদন্ত অথবা বিচার শেষ হয়নি এমন অভিযুক্তদের (আন্ডার-ইনভেস্টিগেশন অর আন্ডার-ট্রায়াল) নিয়ে ভরে আছে প্রতিটা জেল। যদিও লোকগুলোর জামিনেই ছাড়া পাওয়ার কথা। বালচাঁদ (১৯৭৭) ৪ এসসিসি ৩০৮ মামলায় এই আইনটা তৈরি হয়েছিল। বিচারপতি ছিলেন কৃষ্ণ আয়ার জে। সেই থেকে জামিন মঞ্জুর করাটাই আইন এবং জেলে পাঠানোটা ব্যতিক্রম (বেইল ইজ দ্য রুল, জেল ইজ দি এক্সেপশন)—এক মান্য নিয়মে পরিণত হয়েছে। কিন্তু সামান্য সংখ্যক ম্যাজিস্ট্রেট বা বিচারক এই আইনের প্রয়োগ করে থাকেন। ‘ব্যতিক্রম’-এর প্রয়োগেই তাঁদের সুখ!
জয়রাজ ও ফেনিক্স মামলার কথায় আসি। অতি তুচ্ছ অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। পুলিসি বা বিচারবিভাগীয় কোনও হেফাজতেই তাঁদের পাঠানোর কথা ছিল না। আদালতে পেশ করামাত্র তাঁদের জামিন মঞ্জুর করাই উচিত ছিল।
এটাই হতাশার কথা যে, ব্যক্তি স্বাধীনতা সম্পর্কিত আইনটা তত্ত্বে রয়ে গেল একরকম আর বাস্তবে রয়ে গেল অ্যরকম। সৌভাগ্য যে, জিনিসগুলো পাল্টাচ্ছে। সম্প্রতি সুশীলা আগরওয়াল (জানুয়ারি ২৯, ২০২০) মামলায়, এক সাংবিধানিক বেঞ্চ পুরনো একটা সাংবিধানিক বেঞ্চের রায়ের সঙ্গে সহমত হল। পুরনো সাংবিধানিক বেঞ্চটা গঠিত হয়েছিল গুররক্স সিং সিব্বিয়া (১৯৮০) ২ এসিসি ৫৬৫ মামলার পরিপ্রেক্ষিতে। সুশীলা মামলায় গঠিত সাংবিধানিক বেঞ্চের সাহসী রায়ে খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টেরই অন্য আটটি মামলার রায়। নির্দিষ্ট অন্য কয়েকটা রায় সম্পর্কে মত দিতে গিয়ে সর্বোচ্চ আদালত ওইসঙ্গে আরও ঘোষণা করে দিল যে, সেগুলো ‘ভালো আইন নয় (নট গুড ল)।’ মানুষমাত্রেই ভুল করে আর ভুলের সংশোধনটা হল বিচার।
জয়রাজ এবং ফেনিক্সকে মৃত্যুর আগে যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল, সেই পরিস্থিতিতে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য তবু আশা আছে।
• লেখক সংসদ সদস্য ও কেন্দ্রের প্রাক্তন অর্থমন্ত্রী 
06th  July, 2020
করোনা যুদ্ধে জাপানকে জেতাচ্ছে সুস্থ সংস্কৃতি 
হারাধন চৌধুরী

সারা পৃথিবীর হিসেব বলছে, করোনা ভাইরাসে বা কোভিড-১৯ রোগে মৃতদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি। সেই প্রশ্নে জাপানিদের প্রচণ্ড ভয় পাওয়ার কথা। কারণ, প্রতি একশো জনের মধ্যে বয়স্ক মানুষের সংখ্যা জাপানেই সর্বাধিক।   বিশদ

 একাদশ অবতার
সন্দীপন বিশ্বাস

কতদিন হয়ে গেল ওইসব দামি দামি স্যুট পরা হয়নি, কতদিন বিদেশ যাওয়া হয়নি, কত বিদেশি রাজার সঙ্গে জড়াজড়ি করে হাগ করা হয়নি। সেসব নিয়ে খুবই মন খারাপ হবু রাজার।
বিশদ

08th  July, 2020
সীমান্ত বিতর্ক অছিলা, বাণিজ্য যুদ্ধ
জিততেই চীনের গলওয়ান কাণ্ড
সঞ্জয় মুখোপাধ্যায়

সীমান্ত উত্তেজনা কমাতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে চীনের বিদেশ মন্ত্রীর বৈঠক আপাতত স্বস্তি দিয়েছে। কিন্তু, স্থায়ী সমাধান সূত্র মেলেনি। বরং বৈঠকের পর চীনের সরকারের বক্তব্য, দুই দেশের সম্পর্ক এক জটিল পরিস্থিতির মুখোমুখি। কী সেই পরিস্থিতি?
বিশদ

08th  July, 2020
সীমান্তেও মোদির
চমকদার রাজনীতি
শান্তনু দত্তগুপ্ত

তারিখটা ৭ নভেম্বর, ১৯৫৯। কংকা পাসের ঘটনার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে চিঠি দিয়েছেন চৌ-এন-লাই। লিখেছেন, দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক এবং মোটেও কাঙ্ক্ষিত নয়।
বিশদ

07th  July, 2020
গুরু কে, কেনই বা গুরুপূর্ণিমা?
জয়ন্ত কুশারী

কে দেখাবেন আলোর পথ? পথ অন্ধকারাচ্ছন্নই বা কেন? এই অন্ধকার, মনের। মানসিকতারও। চিন্তার। আবার চেতনারও। এই অন্ধকার কুসংস্কারের। আবার অশিক্ষারও। অথচ আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় উচ্চশিক্ষিত এক একজন।   বিশদ

05th  July, 2020
জাতির উদ্দেশে ভাষণের চরম অবমূল্যায়ন
হিমাংশু সিংহ

অনেক প্রত্যাশা জাগিয়েও মাত্র ১৬ মিনিট ৯ সেকেন্ডেই শেষ। দেশবাসীর প্রাপ্তি বলতে আরও পাঁচ মাস বিনামূল্যে রেশন। শুধু ওইটুকুই। ছাপ্পান্ন ইঞ্চি বুক ফুলিয়ে চীনকে কোনও রণহুঙ্কার নয়, নিহত বীর জওয়ানদের মৃত্যুর বদলা নয় কিম্বা শূন্যে নেমে যাওয়া অর্থনীতিকে টেনে তোলার সামান্যতম অঙ্গীকারও নয়। ১৬ মিনিটের মধ্যে ১৩ মিনিটই উচ্চকিত আত্মপ্রচার।   বিশদ

05th  July, 2020
মধ্যবিত্তের লড়াই শুরু হল
শুভময় মৈত্র 

কোভিড পরিস্থিতি চীনে শুরু হয়েছে গত বছরের শেষে। মার্চ থেকেই আমাদের দেশে হইচই। শুরুতেই ভীষণ বিপদে পড়েছেন নিম্নবিত্ত মানুষ। পরিযায়ী শ্রমিকদের অবর্ণনীয় দুর্দশার কথা এখন সকলেই জানেন।  বিশদ

04th  July, 2020
রাজধর্ম
তন্ময় মল্লিক 

যেমন কথা তেমন কাজ। উম-পুন সুপার সাইক্লোনে ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠতেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, টাঙিয়ে দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের তালিকা। ফেরানো হবে অবাঞ্ছিতদের হাতে যাওয়া ক্ষতিপূরণ।   বিশদ

04th  July, 2020
উন্নয়ন  ও  চীনা  আগ্রাসনের  উত্তর  একসুতোয় গাঁথা
নীলাশিস  ঘোষদস্তিদার 

আমরা ভারতীয়রা চীনা পণ্য বয়কট করব কি না, এই প্রশ্নে অনেকেই বেশ দ্বিধায়। এই কারণে যে এত সস্তায় কেনা সাধের চীনা অ্যান্ড্রয়েড ফোনটি ছেড়ে কি দামি আই-ফোন বা অকাজের দেশি ফোন কিনতে হবে?   বিশদ

03rd  July, 2020
ভার্চুয়াল স্ট্রাইক নাকি ড্যামেজ কন্ট্রোল!
মৃণালকান্তি দাস

ভারতের কোনও রাষ্ট্রনেতা তাঁর মতো বিদেশ সফর করেননি। প্রধানমন্ত্রী হওয়ার আগেও বিনিয়োগ টানতে চীনে গিয়েছেন অনেকবার। তখন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী। দশ বছরে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং চীনে গিয়েছেন ২ বার।  বিশদ

03rd  July, 2020
চীনের নতুন পুতুলের নাম পাকিস্তান
হারাধন চৌধুরী 

পাকিস্তান ছিল আমেরিকার পুতুল। এবার সেটা হাত বদলে চীনের হয়েছে। চীনের কোনও কিছুর গ্যারান্টি নেই। যেমন তাদের কথা আর বিশ্বাসের মূল্য, তেমনি চীনা প্রোডাক্টের আয়ু। এ নিয়ে চালু রসিকতাও কম নয়।  বিশদ

02nd  July, 2020
‘শোলে’ ছবির পুনর্নির্মাণ
সন্দীপন বিশ্বাস

দৃশ্য ১
রামগড়ের পাহাড়ের কোলে নিজের ডেরায় রাগে ফুঁসছেন গব্বর সিং। হাতের লোহার বেল্টটা পাথুরে মাটিতে ঘষতে ঘষতে এদিক ওদিক করছেন। চোখ মুখ দিয়ে তাঁর রাগ উথলে পড়ছে। চারপাশে গব্বর সিংয়ের চ্যালা কালিয়া, সাম্ভারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একটু পরে গব্বর সিং বললেন, ‘হুম, সীমান্তে ওরা কতজন ছিল?’ কালিয়া ভয়ে মুখ কাঁচুমাচু করে বলল, ‘ওরা অনেকেই ছিল সর্দার। হাতে ওদের অনেক অস্ত্রশস্ত্রও ছিল।’
বিশদ

01st  July, 2020
একনজরে
 অকল্যান্ড: শপিং মলে ঘোরার নেশা। আর সেই তারণাতেই অকল্যান্ডের এক কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে গেলেন করোনা পজিটিভ এক রোগী (৩২)। সম্প্রতি তিনি ভারত থেকে ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনাজনিত কারণে কলকাতা হাইকোর্টসহ রাজ্যের নিম্ন আদালতগুলির স্বাভাবিক কাজকর্ম আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকছে। প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সম্প্রতি এই মর্মে গৃহীত সিদ্ধান্ত জানিয়েছে। ...

সুমন তেওয়ারি, ঝাঁঝরা: ভারত-চীন সীমান্তে চড়ছে উত্তেজনার পারদ। অথচ তার এতটুকু আঁচ পড়েনি দুর্গাপুরের ঝাঁঝরায়। উৎপাদনের নিরিখে দেশের এই সর্ববৃহৎ ভূগর্ভস্থ কয়লা খনি প্রকল্পে হাতে হাত মিলিয়ে কাজ করছেন দুই দেশের কর্মীরা। ...

করাচি: বিশ্বকাপের মত টুর্নামেন্টে ভারতের বিপক্ষে একবারও জয়লাভ করতে পারেনি পাকিস্তান। এর কারণ তুলে ধরলেন পাক দলের প্রাক্তন তারকা বোলার ওয়াকার ইউনিস। কেন আইসিসির বৃহত্তম মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে তাঁর দেশ বারবার ব্যর্থ হয়, তা বিশ্লেষণ করতে গিয়ে প্রাক্তন তারকা পেসারটি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মেষ: পঠন-পাঠনে আগ্রহ বাড়লেও মন চঞ্চল থাকবে। কোনও হিতৈষী দ্বারা উপকৃত হবার সম্ভাবনা। ব্যবসায় যুক্ত ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২৫: অভিনেতা গুরু দত্তের জন্ম
১৯৩৮: অভিনেতা সঞ্জীব কুমারের জন্ম
১৯৫৬: মার্কিন অভিনেতা টম হ্যাংকসের জন্ম
১৯৬৯: ক্রিকেটার বেঙ্কটপতি রাজুর জন্ম
১৯৬৯: ভারতের জাতীয় পশু হল রয়্যাল বেঙ্গল টাইগার 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৯ টাকা ৭৫.৯১ টাকা
পাউন্ড ৯২.৫৯ টাকা ৯৫.৯১ টাকা
ইউরো ৮৩.১৭ টাকা ৮৬.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯,৭৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,২১০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৭,৯২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫০,৩৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫০,৪৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৫ আষাঢ় ১৪২৭, ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার, চতুর্থী ১২/৫৩ দিবা ১০/১২। শতভিষা ৫৫/১৭ রাত্রি ৩/৯৷ সূর্যোদয় ৫/২/১৯, সূর্যাস্ত ৬/২১/৭৷ অমৃতযোগ দিবা ৩/৪১ গতে অস্তাবধি, রাত্রি ৭/৪ গতে ৯/১২ মধ্যে পুনঃ ১২/৩ গতে ২/১১ মধ্যে পুনঃ ৩/৩৬ গতে উদয়াবধি। বারবেলা ৩/১ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪১ গতে ১/১ মধ্যে। 
২৪ আষাঢ় ১৪২৭, ৯ জুলাই ২০২০, বূহস্পতিবার, চতুর্থী দিবা ১০/১৩। শতভিষা নক্ষত্র রাত্রি ৩/৫৩। সূযোদয় ৫/২, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ৩/৪২ গতে ৬/২৩ মধ্যে এবং রাত্রি ৭/৪ গতে ৯/১৩ মধ্যে ও ১২/৪ গতে ২/১২ মধ্যে ও ৩/৩৭ গতে ৫/২ মধ্যে। কালবেলা ৩/৩ গতে ৬/২৩ মধ্যে। কালরাত্রি ১১/৪৩ গতে ১/২ মধ্যে। 
১৭ জেল্কদ 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কোনও হিতৈষী দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা। বৃষ: চটজলদি কোনও সিদ্ধান্ত না ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯২৫: অভিনেতা গুরু দত্তের জন্ম১৯৩৮: অভিনেতা সঞ্জীব কুমারের জন্ম১৯৫৬: মার্কিন ...বিশদ

07:03:20 PM

কাল রাত ১০টা থেকে ১৩ জুলাই ভোর ৫টা পর্যন্ত উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউন 

09:30:26 PM

করোনা:সংক্রমণ ও মৃত্যুতে ফের রেকর্ড বাংলায়

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৮৮ জন। পাশাপাশি ...বিশদ

08:08:36 PM

কাল আইসিএসই ও আইএসসি-র ফলপ্রকাশ 
আগামীকাল প্রকাশিত হচ্ছে চলতি বছরের আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল। ...বিশদ

06:58:00 PM

কোচবিহারে ৫৪ কেজি গাঁজা সহ ধৃত ২ 

06:51:48 PM