Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

এখন সবাই জেলবন্দি
পি চিদম্বরম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, করোনা ভাইরাসে (কোভিড-১৯) ২০৫টি দেশ আক্রান্ত হয়েছে। ভাইরাস হল সংক্রমণ ঘটাতে পটু এক ধরনের সূক্ষ্মাতিসূক্ষ্ম বস্তু, যা কেবলমাত্র প্রাণীদেহের জীবিত কোষের ভিতরে প্রবেশ করে নিজের প্রতিলিপি ক্রমান্বয়ে বাড়িয়ে চলে। ভাইরাস ব্যাকটেরিয়া সহ সব ধরনের প্রাণীকে সংক্রামিত করতে পারে। ভাইরাস ব্যাপারটি বুঝতে এই নিবন্ধের জন্য এটুকু তথ্যই যথেষ্ট।
নতুন ভাইরাসের মাধ্যমে যে রোগ সংক্রমণটি ঘটছে, ‘হু’ সেটির নাম দিয়েছে ‘কোভিড-১৯’। রোগীর দেহে এই ‘নতুন’ ভাইরাস সংক্রমণের ব্যাপারটি প্রথম লক্ষ করেছিলেন চীনের এক ডাক্তার। নাম লি ওয়েং লিয়ান। সেটা ২০১৯ সালের ডিসেম্বর মাসের ঘটনা। এরপর চীন সরকার তাঁর উপর রে রে করে ঝাঁপিয়ে পড়েছিল এবং তাঁকে দিয়ে তাঁর ভুল স্বীকরোক্তিতে সই করে নিয়েছিল। কিন্তু সেই চিকিৎসকই এই সংক্রমণের শিকার হন এবং ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি মারা যান। তখন তাঁর বয়স মাত্র ৩৩ বছর (তাঁর মৃত্যুর পর চীনা কর্তৃপক্ষ অবশ্য দুঃখপ্রকাশ করেছিল)। তিনি যে ভাইরাসটিকে পর্যবেক্ষণ করেছিলেন, সেটি পৃথিবীময় ছড়িয়ে পড়তে ১০০ দিনও সময় নেয়নি।
কোভিড-১৯ এমন একটি রোগ যাকে একটি দেশের মধ্যে বিনাশ করে ফেলা সম্ভব নয়। কারণ সে কোনও দেশের সীমারেখা পরোয়া করে না। আক্রমণের সময় সে মানুষের ধর্ম-জাতি-বর্ণ-লিঙ্গ এবং জন্মস্থান বিষয়েও কোনও বৈষম্য করে না। ব্যঙ্গার্থে বলা যায় যে, এই ভাইরাস ভারতের সংবিধানের ১৪ ও ১৫ নম্বর অনুচ্ছেদের প্রতি শ্রদ্ধাশীল।
ক্ষমতাহীন নেতারা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মানে এই গ্রহের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি (যেমন ওঁরা বলে থাকেন) অসহায়ভাবে দেখলেন যে, তাঁর দেশে সংক্রামিতের সংখ্যা ২ লক্ষ ১৩ হাজার ৬০০ ছাড়িয়ে গেল (বিশ্বের মধ্যে সর্বাধিক)। মৃতের সংখ্যাটি হবে ১ লক্ষ থেকে ২ লক্ষ ৪০ হাজার (যেমন ভবিষ্যৎবাণী রয়েছে আর কী!)। ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী’ কিছু করতে অক্ষম। পৃথিবীর ধনী দেশগুলির ধনসম্পদের এখানে করণীয় কিছু আছে বলে মনে হয় না। কারণ, ‘দামি ও শক্তিশালী’ ডলারই এখন ‘দুর্বল’ ইউরো বা ইউয়ান-এর মতোই শক্তিহীন।
তবু, নির্বাচিত অথবা স্বঘোষিত শীর্ষকর্তারা দেশবাসীর সম্মতিতে দেশ পরিচালনা করার বদলে তাঁদের দেশকে ‘শাসন’ করতে চান। যেমন ব্রুস স্প্রিংসটিন তাঁর ‘ব্যাডল্যান্ডস’-এ বলেছেন, ‘যতক্ষণ না একজন রাজার সবকিছুর উপর আধিপত্য কায়েম হয় ততক্ষণ তিনি তুষ্ট হন না।’ আজ তাঁদের হম্বিতম্বি এবং প্রশাসনযন্ত্র কতটা ‘শূন্যগর্ভ’ বলে আপনার মনে হয়? ডিকটাটস (পরাজিত পক্ষের উপর চাপিয়ে দেওয়া কঠোর শর্তাবলি), আমৃত্যু ক্ষমতা, নাম কে ওয়াস্তে সংসদ, জিগরি আদালত, প্লায়ান্ট বা সহজে প্রভাবিত এজেন্সিগুলি, গুপ্তচর, এবং সবচেয়ে ব্যাপকভাবে অপব্যবহৃত হাতিয়ার, বিনা অপরাধে রাজনৈতিক বিরোধীদের কয়েক মাস বা কয়েক বছরের জন্য জেলে ভরে দেওয়া—এই সবই আজ শূন্যগর্ভ হয়ে গিয়েছে।
অত্যাচারী এবং অত্যাচারিত
অত্যাচারীদের স্মরণ করিয়ে দেওয়া উচিত, এটা কি ভাগ্যের পরিহাস নয় যে গোটা বিশ্বটাই একটি কারাগারে পরিণত হয়েছে এবং অত্যাচারী ও অত্যাচারিত দু’জনেই নিজেদেরকে এক কারাগারে খুঁজে পাচ্ছেন?
যেহেতু আপনি লকডাউন হয়ে আছেন, তখন আপনি একটি গেম খেলতে পারেন। আপনার ল্যাপটপে বা ফোনে পৃথিবীর মানচিত্রটা ডাউনলোড করুন। পরিবারের একজন কাউকে বলুন একটি একটি করে সব দেশকে চিহ্নিত করতে। এরপর একটি প্রশ্ন করুন: ওই দেশটি কি বিনা অপরাধে মানুষকে জেলে ভরে দেয়? এখানে আপনি যা সব দেখবেন কিছু উদাহরণমাত্র। দক্ষিণ আমেরিকা দিয়ে শুরু করুন।
ভেনিজুয়েলা: তিরিশ জন বিরোধী নেতার সংসদীয় রক্ষাকবচ কেড়ে নিয়েছিল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পুতুল বিচারব্যবস্থা এবং তাঁরা এখন হয় নির্বাসনে নয়তো কারাগারে কাটাচ্ছেন।
আফ্রিকায় যান, আরও খারাপ ছবি দেখতে পাবেন।
ইথিওপিয়া: অ্যাবি আহমেদ প্রধানমন্ত্রী হয়েছিলেন ২০১৮ সালে। প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সঙ্গে শান্তিস্থাপনের কৃতিত্বস্বরূপ নোবেল পুরস্কার লাভ করেন। ২০১৯ সাল জুড়ে ইন্টারনেট বন্ধ করে রেখেছিলেন। ৬৪টা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও অন্তত ১৪০০টা বিনা বিচারে আটকের রিপোর্ট করেছিল একটি এনজিও।
তানজানিয়া: প্রেসিডেন্ট জন মাগুফুলি বিরোধী এমপি এবং সাংবাদিকদের গ্রেপ্তার করেছেন, সংবাদমাধ্যমের ঝাঁপ বন্ধ করে দিয়েছেন। এমনকী, বিক্ষুব্ধদের কণ্ঠরোধ করার মতো আইনও পাশ করেছেন।
ইউরোপের ছবিটা মিশ্র। সেখানে গণতন্ত্র শক্তিশালী এবং প্রশংসনীয়, তবু সেখানেও রয়েছে:
হাঙ্গেরি: সে দেশের প্রশাসন, সংসদ এবং বিচারব্যবস্থাকে নিজের পক্ষে টেনে এনেছেন প্রেসিডেন্ট ভিক্টর ওরবান। তাঁর সরকার সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি বন্ধ করে দিতে বাধ্য করেছে এবং প্রথম ইন্টারনেট ট্যাক্স চাপিয়ে দিয়েছে। ৩০ মার্চ ওরবান ইমার্জেন্সি আইন পাশ করিয়ে নিয়েছেন। আর তিনি যতদিন সুস্থ থাকবেন ততদিন হাঙ্গেরিকে শাসন করার অধিকার তাঁরই করায়ত্ত থাকবে ওই ডিক্রির বলে।
রাশিয়া: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংবিধানের একটি সংশোধনীর মাধ্যমে তাঁর শাসনকাল ফের ‘শূন্য’ থেকে শুরু করলেন। মস্কোয় যখন হাজার হাজার প্রতিবাদী মানুষ রাস্তায় নেমে এসেছিলেন, তখন তাঁদের ডান্ডা দেখানো হয়েছিল। দু’হাজারের বেশি নাগরিককে আটক করা হয়েছিল, ডজন ডজন নাগরিককে পিটিয়ে ঠান্ডা করা হয়েছিল এবং কিছু প্রতিবাদীকে ক্রিমিনাল কেসে ফাঁসানো হয়েছিল। রাজনৈতিক বিরোধীদের গ্রেপ্তার, পুলিশকর্তাদের হিংস্রতা, শিশুদের আটক, বাচ্চাকাচ্চাদের মা-বাবাদের হুমকি প্রভৃতি একেবারে জলভাত হয়ে গিয়েছে। দেশে দু’শোর বেশি রাজনৈতিক বন্দি।
এশিয়া: স্বাধীনতার মাত্রা দেশ বিশেষে নানারকম। এসবের কিছুটা অবশ্য গণতন্ত্র বলা যাবে না।
থাইল্যান্ড: প্রধানমন্ত্রী প্রযুত চান-ও-চা’র নতুন সরকার ক্ষমতাসীন হয়েছে ২০১৯ সালে। সেখানে রাজনৈতিক কর্মীদের শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছে, মানবাধিকার কর্মীদের গুম করে দেওয়া হচ্ছে। আর মুক্তকণ্ঠ রোধের পরোক্ষ দাওয়াই হয়ে দাঁড়িয়েছে ফৌজদারি কার্যবিধির রক্তচক্ষু প্রদর্শন।
কম্বোডিয়া: ২০১৮-র নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ভয়ঙ্কর এক দমনপীড়নমূলক পরিবেশে—ভোটদাতাদের স্বাধীন মতামতের কোনও মূল্য ছিল না। প্রধান বিরোধী দলটি নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। বিরোধী নেতাদের হয় নির্বাসনে নয়তো জেলে পাঠানো হয়েছিল। স্বাধীন সংবাদমাধ্যম এবং নাগরিক সমাজ সংগঠনগুলিকে (সিভিল সোসাইটি) ছেঁটে দেওয়া হয়েছে। সংসদের উভয় কক্ষের সবক’টি আসন এখন শাসক দলের দখলে।
মানবতার জয় হবে
আপনার হতাশার পূর্বে নিজেকে জিজ্ঞাসা করুন, কেন প্রতিটি শক্তিশালী নেতা করোনা ভাইরাসের বিস্তারকে ‘অ্যারেস্ট’ করতে অক্ষম? মানবতা কি শেষেমশ মহামারীকে পরাস্ত করতে পারবে? সুবিখ্যাত তামিল কবি শ্রীভাইরামুথু তো তেমনই মনে করেন। করোনা ভাইরাসের উপর সুন্দর একটি কবিতাও তিনি লিখেছেন। তার একাংশের মুক্ত অনুবাদ দিলাম, পড়ে দেখুন:
অণুর চেয়ে ক্ষুদ্রতর/ ভয়ঙ্কর তবে আণবিক বোমার থেকে/ প্রবেশ করে নিঃশব্দে
কোনও যুদ্ধ ছাড়াই ধ্বংস করে
মানুষ সম্পূর্ণ ধ্বংস করবে/ করোনাকেও/ সে জয় করবে মহামারীকেও
করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধটা মানবজাতি যখন জিতবে, আমি আশা রাখি, মানবজাতি তখন একনায়ক ও অত্যাচারীদের হাত থেকে স্বাধীনতাও ছিনিয়ে আনবে এবং এমনটা হওয়ার খোয়াব যারা দেখে, তাদেরকেও পরাস্ত করবে।
 লেখক সংসদ সদস্য ও কেন্দ্রের প্রাক্তন অর্থমন্ত্রী
ধর্মীয় গোঁড়ামির কাছে কি শেষে
হার মানবে করোনা বিরোধী লড়াই?
হিমাংশু সিংহ

 এই ভয়ঙ্কর মহামারীর দিনে দিল্লির নিজামুদ্দিনে লকডাউন ভেঙে প্রায় সাড়ে তিন হাজার মানুষের জমায়েত থেকে মানবসভ্যতার কী লাভ হল? কিংবা গত বৃহস্পতিবার বালুরঘাটে রামনবমীর ভিড়ে ঠাসা মেলায়? সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রামমন্দিরের সামনে মানুষের লম্বা লাইনে?
বিশদ

05th  April, 2020
আত্মঘাতী খেলা
তন্ময় মল্লিক

লড়াইটা আমরা কি ক্রমশই কঠিন করে ফেলছি। লকডাউন ঘোষণার পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই লড়াইকে হাল্কা চালে নেওয়ার প্রবণতা স্পষ্ট। আর সেটা এই মুহূর্তে রুখে দিতে না পারলে সর্বনাশ অনিবার্য। ইতালি, আমেরিকা, স্পেনের রিপ্লে দেখতে হবে ভারতেও। প্রথমদিকে লকডাউন মানার যে মানসিক দৃঢ়তা আমরা দেখাতে পেরেছিলাম, দিন দিন তা শিথিল হচ্ছে।
বিশদ

04th  April, 2020
হাঁটার গল্প
সমৃদ্ধ দত্ত 

অনেকবার আবেদন করেও আধার কার্ড পায়নি রতু লাল। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত না করা হলে রেশনও পাওয়া যায় না। সুতরাং সে রেশন পায় না। তার খুব দুঃখ ছিল, সরকারের কোনও কাগজ তার কাছে নেই বলে। সেই কষ্ট ঘুচল। অবশেষে করোনা ভাইরাসের দৌলতে এই প্রথম সরকারিভাবে একটি স্বীকৃতি পেল রতু লাল। কোনও কাগজ, সার্টিফিকেট নয়। আরও স্পষ্ট, আরও সোজাসুজি।   বিশদ

03rd  April, 2020
তাল কেটে দিল দিল্লি একাই
হারাধন চৌধুরী

একটি মাত্র শব্দ। করোনা। সারা পৃথিবীর শিরোনাম দখল করেছে। খবরের কাগজের প্রথম পাতা। বিনোদনের পাতা। খেলার পাতা। টেলিভিশনের নিউজ চ্যানেল। সব রকম সোশ্যাল মিডিয়া। এমনকী সরকারি, বেসরকারি বিজ্ঞাপনগুলিও আজ করোনাময়! সকাল থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের কুশলাদি বিনিময়ের বিস্তৃত সংস্কৃতিতেও করোনা ভাগ বসিয়েছে পুরোমাত্রায়।  বিশদ

02nd  April, 2020
লকডাউনেই থামবে করোনার অশ্বমেধের ঘোড়া
সন্দীপন বিশ্বাস

 এ এক অন্য পৃথিবী। এই পৃথিবী দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কিন্তু হঠাৎই বিনা মেঘে বজ্রপাতের মতো অতি দ্রুত আমরা মুখোমুখি হলাম এই অন্য পৃথিবীর। যেখানে গাছের পাতা ঝরার মতোই ঝরে পড়ছে মানুষের প্রাণ। বিশদ

01st  April, 2020
ঘরে থাকতে অক্ষম যে ভারত
শান্তনু দত্তগুপ্ত

 রণবীর সিং। বয়স ৩৮ বছর। ডেলিভারি এজেন্টের কাজ করতেন দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে লকডাউন ঘোষণার পর হাঁটতে শুরু করেছিলেন তিনি। জাতীয় সড়ক ধরে। যেভাবে হোক গ্রামে পৌঁছতে হবে। গ্রাম মানে মধ্যপ্রদেশের কোথাও একটা... দিল্লি থেকে বহুদূর।
বিশদ

31st  March, 2020
ভীরু এবং আধখেঁচড়া
ব্যবস্থা, তবু স্বাগত
পি চিদম্বরম

গত ১৯ মার্চ, শুক্রবার প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে ২২ মার্চ, রবিবার দেশজুড়ে ‘জনতা কার্ফু’ পালন করা হবে। আমি ভেবেছিলাম প্রধানমন্ত্রী জল মাপছেন, জনতা কার্ফুর শেষে তিনি নানা ধরনের লকডাউন ঘোষণা করবেন। কিন্তু রবিবার কোনও ঘোষণা শোনা গেল না। বিশদ

30th  March, 2020
 করোনা যুদ্ধের অক্লান্ত সৈনিক ডাক্তারবাবুরা,
দোহাই ওদের গায়ে আর কেউ হাত তুলবেন না
হিমাংশু সিংহ

পৃথিবীব্যাপী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। অদৃশ্য জৈবযুদ্ধ। এলওসিতে দাঁড়িয়ে মেশিনগান হাতে কোনও সেনা নয়, রাফাল নিয়ে শত্রু ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাও নয়। হাসপাতালের আইসিইউতে নিরস্ত্র ডাক্তারবাবুরা বুক চিতিয়ে এই নির্ণায়ক যুদ্ধ লড়ছেন রাতের পর রাত ক্লান্তিহীন। বিশদ

29th  March, 2020
এ লড়াই বাঁচার লড়াই,
এ লড়াই জিততে হবে
তন্ময় মল্লিক

 এখন দোষারোপের সময় নয়। এখন আঙুল তোলার সময় নয়। এখন সমালোচনার সময় নয়। এখন লড়াইয়ের সময়। এ এক কঠিন লড়াই। এ লড়াই বাঁচার লড়াই। এ লড়াই জিততে হবে।
বিশদ

28th  March, 2020
মিসাইল বানানোর চেয়ে ডাক্তার
তৈরি অনেক বেশি গুরুত্বপূর্ণ
মৃণালকান্তি দাস

লিউয়েনহুক যখন সাড়ে তিনশো বছর আগে আতশ কাঁচের নীচে কিলবিল করা প্রাণগুলোকে দেখতে পেয়েছিলেন, তখনও তিনি জানতেন না যে তিনি এক নতুন দুনিয়ার সন্ধান পেয়ে গিয়েছেন। তিনিই প্রথম আণুবীক্ষণিক প্রাণের দুনিয়াকে মানুষের সামনে উন্মোচিত করেন। ওই ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণগুলোর নাম দেন ‘অ্যানিম্যালকুলস’। বিশদ

27th  March, 2020
করোনা ছুটছে গণিতের অঙ্ক মেনে,
থামাতে হবে ‘হাতুড়ি’র ঘা দিয়েই
ডাঃ সৌমিত্র ঘোষ

 জানেন কি, গণিতের নিয়ম মেনেই ভারত সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে নোভেল করোনা ভাইরাস? একজন আক্রান্ত থেকে গুণিতক হারে অন্যদের মধ্যে ছড়াচ্ছে এই মারণ ভাইরাস! আর অসতর্কতার কারণে মাত্র এক-দু’সপ্তাহে আক্রান্তের সংখ্যা এক ঝটকায় অনেকটা বাড়ছে। ঠিক যেমন হয়েছে চীন, ইতালি, স্পেনের মতো দেশগুলিতে।
বিশদ

27th  March, 2020
পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ, অস্ত্র নাগরিক সচেতনতা
শান্তনু দত্তগুপ্ত

ডাঃ সুশীলা কাটারিয়া। জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাঁদের জন্য পাঁচটা মিনিট সময় বের করার আর্জি জানিয়েছিলেন, ডাঃ কাটারিয়া তাঁদেরই মধ্যে একজন। গুরুগ্রামে একটি হাসপাতালের ইন্টারনাল মেডিসিনের ডিরেক্টর তিনি। বয়স ৪২ বছর। গত ৪ মার্চ যখন তাঁকে বলা হয়েছিল, আপনার দায়িত্বে ১৪ জন ইতালীয় পর্যটককে ভর্তি করা হচ্ছে, তখনও তিনি রোগের নাড়িনক্ষত্র ভালোভাবে জানেন না। 
বিশদ

24th  March, 2020
একনজরে
  নিজস্ব প্রতিনিধি কলকাতা: বছরের আর পাঁচটা সময় রীতিমত ঘড়ি ধরে আদালত বসে সকাল দশটায়। কোর্ট শেষ হতে গড়িয়ে যায় কোথাও পাঁচটা থেকে সাতটা পর্যন্তও। বিশেষ করে যে মহাকুমা কোর্টগুলিতে প্রতিদিন বেশি সংখ্যক অভিযুক্তদের হাজির করা হয়, সেখানে তো এই ...

প্রসেনজিৎ কোলে, কলকাতা: গরম বাড়তে থাকলেও গত বছরের তুলনায় এ বছরে এখনও পর্যন্ত এসি বসানোর আবেদন কম জমা পড়েছে। কলকাতা এবং শহরতলির একটা বড় অংশ ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনার কারণে নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন আর্থিক সাহায্য তুলে দিতে বেশ কিছু প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। তাতে ব্যাঙ্কে ভিড় হওয়ার সম্ভাবনা প্রবল। এই ভিড় এড়াতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। ...

সংবাদদাতা, নবদ্বীপ: লকডাউন চলায় সমস্যায় পড়া সহায় সম্বলহীন প্রবীণ মহিলাদের পাশে দাঁড়াল নবদ্বীপ থানার পুলিস। শনিবার পুলিসের উদ্যোগে ‘স্বজন’ কর্মসূচির অঙ্গ হিসেবে প্রায় আড়াইশো মহিলাকে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম প্রণয়ে আগ্রহ বাড়বে। তবে তা বাস্তবায়িত হওয়াতে সমস্যা আছে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 আন্তর্জাতিক ক্রীড়া দিবস
১৪৮৩: ইতালির চিত্রশিল্পী রাফায়েলের জন্ম এবং ১৫২০ সালে আজকের দিনেই মৃত্যু
১৯৩১: মহানায়িকা সুচিত্রা সেনের জন্ম
১৯৫৬: ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকারের জন্ম
১৯৯২: কল্পবিজ্ঞানের লেখক আইজ্যাক অ্যারসিমভের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৫.২৪ টাকা ৭৬.৯৬ টাকা
পাউন্ড ৯২.৫১ টাকা ৯৫.৮২ টাকা
ইউরো ৮১.০৩ টাকা ৮৪.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
04th  April, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

২৩ চৈত্র ১৪২৬, ৬ এপ্রিল ২০২০, সোমবার, (চৈত্র শুক্লপক্ষ) ত্রয়োদশী ২৬/০ রাত্রি ৩/৫২। পূর্বফাল্গুনী ১৬/৫৯ দিবা ১২/১৬। সূ উ ৫/২৮/২০, অ ৫/৪৯/৫৬, অমৃতযোগ দিবা ৭/৮ মধ্যে পুনঃ ১০/২৫ গতে ১২/৫৩ মধ্যে। রাত্রি ৬/৩৬ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ১১/১৫ গতে ২/২১ মধ্যে। বারবেলা ৭/২ গতে ৮/৩৫ মধ্যে পুনঃ ২/৪৪ গতে ৪/১৭ মধ্যে। কালরাত্রি ১০/২২ গতে ১১/৩৯ মধ্যে।
২৩ চৈত্র ১৪২৬, ৬ এপ্রিল ২০২০, সোমবার, ত্রয়োদশী ১৯/৫৩/৪৭ দিবা ১/২৭/২১। পূর্বফাল্গুনী ১১/১০/২৪ দিবা ৯/৫৮/০। সূ উ ৫/২৯/৫০, অ ৫/৫০/৩০। অমৃতযোগ দিবা ৭/৫ মধ্যে ও ১০/২৪ গতে ১২/৫৩ মধ্যে এবং রাত্রি ৬/৩৭ গতে ৮/৫৬ মধ্যে ও ১১/১৫ গতে ২/২০ মধ্যে। বারবেলা ২/৪৫/২০ গতে ৪/১৭/৫৫ মধ্যে, কালবেলা ৭/২/২৫ গতে ৮/৩৫/০ মধ্যে।
১২ শাবান

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
আন্তর্জাতিক ক্রীড়া দিবস১৪৮৩: ইতালির চিত্রশিল্পী রাফায়েলের জন্ম এবং ১৫২০ সালে ...বিশদ

07:03:20 PM

ত্রিপুরায় প্রথম করোনা আক্রান্তের খোঁজ 

10:41:11 PM

নয়াদিল্লির হাসপাতালে ২ চিকিৎসক সহ আক্রান্ত ১৬ নার্স

নয়াদিল্লির স্টেট ক্যানসার ইনস্টিটিউটে নতুল করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ...বিশদ

10:14:38 PM

দিল্লিতে আরও ২ জনের শরীরে মিলল করোনা ভাইরাস, মোট আক্রান্ত ৫২৫ 

09:53:54 PM

করোনা: ব্রিটেনে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল 

09:24:30 PM

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৭৮, মৃত ১৩৭: পিটিআই 

09:13:09 PM