Bartaman Patrika
সম্পাদকীয়
 

হাতের পুতুল, নাকি ঠুঁটো!

কোনও রাজ্যে পুলিস যা পারে না, সিবিআই-ইডি তা অনায়াসে করে দেখায়। একটা সময়ে এই দুই তদন্তকারী সংস্থা সম্পর্কে এমনই ‘মিথ’ ছিল। এক যুগ আগেও এই দুই সংস্থার উপর অগাধ আস্থা-ভরসার কথা শোনা যেত রাজনৈতিক দল থেকে আদালতের মুখে। সেসব এখন অতীত। মোদি জমানায় এই দুই স্বাধীন পেশাদার সংস্থা এখন চরম উপহাস ও করুণার পাত্র হয়ে উঠেছে যেন। আদালতের ভাষায় ‘খাঁচাবন্দি তোতা’। সিবিআই-ইডি মানে এখন প্রতিবাদী নাগরিক থেকে বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে মামলার পর মামলা, চূড়ান্ত হেনস্তার রোজনামচা। সাফল্যের হার যাদের তলানিতে ঠেকেছে। একদা ‘ফার্স্টবয়’ এখন পাশ মার্ক তুলতেও হিমশিম খাচ্ছে। গর্বের জায়গা নিয়েছে নিদারুণ লজ্জা। কেন এই হাল, সেই উত্তর লুকিয়ে আছে সরকারের দেওয়া তথ্যেই। তাতে জানা যাচ্ছে, চার বছর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সিবিআইয়ের হাতে মামলা ছিল প্রায় দশ হাজার। এর এক তৃতীয়াংশ মামলার বয়স দশ বছর। শ’পাঁচেক মামলার নিষ্পত্তি হয়নি কুড়ি বছরেও। বেশ কিছু মামলায় রয়েছে আদালতের স্থগিতাদেশ। সিবিআই এই তথ্য আদালতে পেশ করলেও মামলায় কতজন সাজা পেয়েছে, কতগুলো মামলায় চূড়ান্ত পর্যায়ের শুনানি চলছে তা খোলসা করেনি তারা। সন্দেহ নেই, তারপর থেকে গত চার বছরে ব্যর্থতার এই তালিকায় আরও অজস্র মামলা যুক্ত হয়েছে। ধরা যাক, আরও এক তদন্তকারী সংস্থা ইডির কথা। ২০১৪ সাল থেকে গত দশ বছরে এই সংস্থা বেআইনি অর্থ তছরূপের মামলা করেছে ৫২৯৭টি। এর মধ্যে মামলা শেষ হয়েছে মাত্র ৪৩টির। সাজা হয়েছে আরও কম, ৪০টির। বাকি মামলাগুলির বিচারপর্বই শুরু হয়নি! একই সময়ে সন্ত্রাস বিরোধী আইনে ৮৭১৯টি মামলা করেছে ইডি। সাজা ঘোষণা হয়েছে, মাত্র ৭৮৯টি মামলায়। ৫৬৭টি মামলায় অভিযুক্তরা প্রমাণের অভাবে মুক্তি পেয়ে গিয়েছে। চলে আসি বাংলায়। এ রাজ্যে শুধু সিবিআইয়ের মামলার সংখ্যাই ৫০০ ছাড়িয়েছে। এর মধ্যে ২০ বছর আগের নোবেল চুরির মামলাও রয়েছে। মজার কথা হল, যাদের রাজনৈতিক এজেন্ডা পূরণ করতে ইডি-সিবিআইকে কাজে লাগানো হয় বলে বিরোধীদের অভিযোগ, সেই মোদি সরকার এখন তোপ দেগে বলতে শুরু করেছে, এত মামলা! শাস্তি কোথায় হচ্ছে? 
বাংলায় প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। ঘটনাও তাই। কেন্দ্রে যে যখন ক্ষমতায়, সিবিআই যেন তার খাস পেয়াদায় অবতীর্ণ। গুজরাতে মুখ্যমন্ত্রী থাকাকালীন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবার কেন্দ্রের কংগ্রেস সরকারকে কটাক্ষ করে বলেছিলেন, সিবিআই হল ‘কংগ্রেস ব্যুরো অব ইন্ডিয়া’। ভাগ্যের পরিহাস, সেই মোদি সরকারের বিরুদ্ধেই বেছে বেছে বিরোধীদের হেনস্তা করতে দুই কেন্দ্রীয় এজেন্সিকে নির্লজ্জভাবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এবং এসব এখন এতটাই নির্লজ্জভাবে হচ্ছে যে সিবিআইকে ‘খাঁচাবন্দি তোতা’ বলে কটাক্ষ শুনতে হয়েছে বিচারপতিদের থেকে। বিরোধীদের অভিযোগ ও আদালতের কটাক্ষ যে একেবারেই অমূলক নয় তার অজস্র উদাহরণ ছড়িয়ে রয়েছে গোটা দেশজুড়ে। গত বছরের মার্চ মাসে সুপ্রিম কোর্টে পিটিশন দিয়ে দেশের ১৪টি বিরোধী রাজনৈতিক দল জানায়, ২০০৪-১৪ সালের দশ বছরে মনমোহন সিংয়ের জমানায় ৭২ জন রাজনীতিকের বিরুদ্ধে তদন্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এর মধ্যে বিরোধীদলের ছিলেন ৪৩ জন। অথচ ২০১৪ থেকে ২৩-এ মোদি জমানার দশ বছরে তদন্তের আওতায় আসা ১২৪ জনের মধ্যে ১১৮ জনই বিরোধী পক্ষের। শতকরা হিসাবে ৯৫ শতাংশ। ওই পিটিশনে সঙ্গতভাবে প্রশ্ন তোলা হয়, পি চিদম্বরম, মণীশ সিসোদিয়া, সঞ্জয় রাউত, সত্যেন্দ্র জৈনদের মতো বিরোধী নেতাদের গ্রেপ্তার করা হলে কেন হিমন্ত বিশ্বশর্মা, নারায়ণ রানের মতো শাসক নেতারা ছাড় পেয়ে যাচ্ছেন? উল্টে দেখা গিয়েছে, আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত হিমন্ত হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী, সারদা চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত মুকুল রায় হয়েছিলেন বিজেপির সহ সভাপতি, নারদ কেলেঙ্কারিতে অভিযুক্ত একজন হয়েছেন বিজেপি নেতা। এই কারণেই বিরোধীরা ঠাট্টা করে বলে, ‘ওয়াশিং পাউডার ভাজপা।’ 
তবে কি সিবিআই-ইডি কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল হয়ে গিয়েছে? এই প্রশ্নের উত্তর আরও গভীরে। ঘটনা হল, গোটা দেশে এই দুই তদন্তকারী সংস্থার উপর যে মামলার পাহাড় জমেছে তা সামলানোর মতো পরিকাঠামো এদের নেই। যেমন রাজ্যের এক মামলায় ইডির এক অফিসারকে আদালতে দাঁড়িয়ে হতাশ গলায় বলতে শোনা গিয়েছে, পশ্চিমবঙ্গে তাদের ১৩১টি মামলা চলছে, একজন অফিসার ২২টি করে মামলা দেখছেন। তদন্তে গাফিলতির অভিযোগের জবাবে একথা জানিয়েছিলেন ওই ইডি অফিসার। এই ছবিটা শুধু বাংলায় নয়, গোটা দেশে সর্বত্র। কিন্তু মূল প্রশ্ন হল, সিবিআই-ইডি কি কেন্দ্রের হাতের পুতুল? নাকি তাদের পুতুল বানিয়ে রাখা হয়েছে? উত্তরটা অনেকেরই জানা। তাই একথা নির্দ্বিধায় বলা যায়, যতদিন এই তদন্তকারী সংস্থাগুলি সম্পূর্ণ রাজনীতি মুক্ত হয়ে কাজ করতে না পারবে ততদিন শুধু মামলার পর মামলা জমতেই থাকবে। অধরা থেকে যাবে সাফল্য। 
12th  November, 2024
অন্ধ হলে কি...

‘জাস্টিস ফর ইন্ডিজেনাশ পিপ্‌ল।’ দেড় বছর ধরে হিংসাদীর্ণ মণিপুরে এবার ন্যায়বিচারের দাবি উঠল। চলতি মাসেই অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুর, আইটিএলএফ-সহ কুকি-জো জনজাতিদের কয়েকটি সংগঠনের হাজার হাজার মানুষ কালো পোশাক ও কালো কাপড়ের মাস্কে মুখ ঢেকে এই ছোট্ট পাহাড়ি রাজ্যে ‘জাস্টিসের’ দাবিতে পথে নেমেছিলেন। বিশদ

পাকাবাড়ির কাঁচা প্রকল্প

পৃথিবীর মধ্যে সর্বাধিক জনসংখ্যার দেশই শুধু নয়, সবচেয়ে বেশি গৃহহীন মানুষও এই ভারতে বাস করে। কী গ্রীষ্ম, কী বর্ষা বা শীত তাদের মাথা গোঁজার ঠাঁই জোটে না। স্বাধীনতালাভের মাহাত্ম্য কি এটাই? তাও সাতাত্তর বছর আগে! স্বাধীনতার শতবর্ষ উদযাপনের তোড়জোড় নিশ্চয় শুরু হয়ে গিয়েছে। বিশদ

22nd  November, 2024
ভূরি ভূরি ভুয়ো

জনসেবা মাল্টিস্পেশালিটি হসপিটাল। ধুমধামসহকারে রবিবার উদ্বোধন হয়েছিল এমনই গালভরা নামের একটি বেসরকারি সংস্থার। স্পেশালই বটে, তাও আবার মাল্টি! কিন্তু এত গুণপনা কীসে কীসে? আপাতত যা খবর, হাসপাতাল নামে ‘আবির্ভূত’ প্রতিষ্ঠানটির যাবতীয় স্পেশালিটি স্বীকৃত স্বাস্থ্য পরিষেবা বাদেই। বিশদ

21st  November, 2024
উপেক্ষা অথবা গলাবাজি

বেঁচে থাকার জন্য প্রথম দরকার খাদ্য। বিপুল জনসংখ্যা সত্ত্বেও, সুজলা সুফলা কৃষিপ্রধান ভারতবর্ষে খাদ্যের অভাব হওয়ার কথা নয়। কিন্তু এই সমাজ ক্রমবর্ধমান বৈষম্যে দীর্ণ। তাই হাড়ভাঙা খাটুনির পরও দুর্বল মানুষগুলির ঘরে খিদের অন্ন সবসময় বাড়ন্ত। একটি কল্যাণকামী রাষ্ট্রের প্রধান কর্তব্য হল নাগরিকের ক্ষুধার নিবৃত্তি। বিশদ

20th  November, 2024
ডিজিটালের ফাঁদ!

‘ডিজিটাল অ্যারেস্ট’। সাইবার প্রতারণার এক নতুন অস্ত্র। সাম্প্রতিক সময়ে গোটা দেশজুড়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে পুলিস ও তদন্তকারী আধিকারিকদের কপালে। বিশদ

19th  November, 2024
অস্বস্তির ধারাবাহিকতা

২০ মার্চ, ২০২৩। মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন প্রকাশ করেছিল ২০২২ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস। তাতে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বস্তুত ভারতের মোদি সরকারকে তুলোধোনাই করা হয়। বেআইনিভাবে ও নির্বিচারে হত্যা, সংবাদ মাধ্যমের স্বাধীনতাহরণ, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং ধর্মীয় ও জাতিগত হিংসাবৃদ্ধির মতো গুরুতর অভিযোগগুলিই ছিল প্রধান।
বিশদ

18th  November, 2024
চিরস্থায়ী বন্দোবস্তের কৌশল

লক্ষ্য স্থির। দলীয় এজেন্ডা মেনে ইতিমধ্যে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় তৈরি হয়েছে রামমন্দির। ঘোষণা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধির। চেষ্টায় আছে ‘এক দেশ এক নির্বাচন’ নীতি কার্যকর করার।
বিশদ

17th  November, 2024
বেতন ব্যবস্থা চালু হবে?

যত গুড়, তত মিষ্টি। প্রচলিত এই কথাটা একটু পাল্টে অনায়াসে বলা যায়, যত যাত্রী, তত কমিশন। বেসরকারি বাসের ড্রাইভার কনডাক্টরের জন্য ‘কুখ্যাত’ সেই কমিশন প্রথা উঠে গিয়ে এবার কি বেতন ব্যবস্থা চালু হবে?
বিশদ

16th  November, 2024
ভর্ৎসিত বুলডোজ বাবাজিগণ

এতদিন জানা ছিল যে নরেন্দ্র মোদি চমকের মাস্টারপিস। জাতীয় রাজনীতিতে তাঁর পদার্পণ থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নানা সময়ে তাঁর কিছু পদক্ষেপ, দেশবাসী তো বটেই বিশ্ববাসীকে চমকে দিয়েছে। বিশদ

15th  November, 2024
তরুণের স্বপ্নভঙ্গের চেষ্টা

মোদি সরকার চালু করেছে গালভরা জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০। আবার একইসঙ্গে শিক্ষাখাতে এই সরকারের বরাদ্দের পরিমাণ হতাশাজনক—জিডিপির ৩ শতাংশেরও কম! জাতীয় শিক্ষা দিবস উপলক্ষ্যে গত সোমবার লখনউতে আয়োজিত এক ন্যাশনাল সিম্পোজিয়াম থেকে এই বিষয়ে খেদ প্রকাশ করা হয়। বিশদ

14th  November, 2024
নির্ভয়ে সবার ভোট

কেরল, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে উপ নির্বাচনের নির্ঘণ্ট বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন। আজকের বদলে ওই তিন রাজ্যে উপ নির্বাচনের ভোট নেওয়া হবে আগামী ২০ তারিখ। সংশ্লিষ্ট রাজ্যগুলির মোট ১৪টি আসনের ভোট একসপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। বিশদ

13th  November, 2024
গুরুতর অভিযোগ

সংসদীয় গণতন্ত্রের প্রধান চাহিদা সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সঙ্গে প্রতিটি নির্বাচন অনুষ্ঠান। অন্যথায় নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারেও জনমতের প্রতিফলন থাকে না। তাই প্রতিটি নির্বাচনের মুখে একটি প্রশ্ন বারবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে: জাতীয় নির্বাচন কমিশন কি বিতর্কের ঊর্ধ্বে উঠে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারবে? এবারের লোকসভা নির্বাচনও এই প্রশ্ন এড়াতে পারেনি। প্রশ্নটি উঠেছে ফের।
বিশদ

11th  November, 2024
এ যেন ‘তালিবানি’ পরামর্শ!

রাস্তাঘাট থেকে কর্মক্ষেত্রে অসৎ উদ্দেশ্য নিয়ে পুরুষের একাংশের ‘খারাপ স্পর্শ’ সমাজে এক গভীর অসুখ তৈরি করেছে। এর থেকে বাঁচতে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। ‘ভালো স্পর্শ’, ‘খারাপ স্পর্শ’ সম্পর্কে সচেতন করার পাঠ শৈশব থেকেই শেখানো দরকার। বিশদ

10th  November, 2024
দ্বিচারিতা

আগেই নাম উঠেছে গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের। এবার কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল ডাবল ইঞ্জিনের আরেক রাজ্য অসমের বিরুদ্ধে। কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য গোটা দেশে পিএম কিষান সম্মাননিধি প্রকল্প চালু রয়েছে। বিশদ

09th  November, 2024
স্বাগত নতুন ট্রাম্প

ইতিহাস গড়া হল না কমলার। অন্যদিকে, ঐতিহাসিক প্রত্যাবর্তন হল ট্রাম্পের। দুটিই অপ্রত্যাশিত ঘটনা, বিশেষ করে অনেক ভারতবাসীর কাছে। কমলা হ্যারিসের সঙ্গে ভারতের লতায়-পাতায় সম্পর্ক নিয়ে এদেশের কিছু মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছিল, তাঁর প্রতি বাড়তি সহানুভূতি ছিল মার্কিন প্রবাসীদেরও একাংশের। বিশদ

08th  November, 2024
ঋণজর্জর জীর্ণ দেশ

সম্প্রতি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ) তাদের ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক রিপোর্টে জানিয়েছে, পৃথিবীর শীর্ষ দশটি অর্থনীতির তালিকায় গুরুত্বপূর্ণ অদলবদল আসন্ন। আর সেখানে সুখবর থাকছে ভারতের জন্য। আইএমএফের অনুমান, ২০২৫-এ সর্বোচ্চ আসন মার্কিন যুক্তরাষ্ট্রই ধরে রাখবে।
বিশদ

07th  November, 2024
একনজরে
২৬/১১ মুম্বই হামলায় নিহত হয়েছিলেন ১৬৬ জন। ২০০৮ সালের সেই ভয়াবহ জঙ্গি হামলার অন্যতম চক্রী তাহাউর হুসেন রানা। পাকিস্তান-জাত কানাডার এই নাগরিক বর্তমানে আমেরিকার জেলে ...

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি বিভাগের নতুন কর্মাধ্যক্ষ হলেন প্রাক্তন বিধায়ক এটিএম আবদুল্লা (রনি)। শুক্রবার বারাসতে জেলা পরিষদ ভবনের তিতুমীর কক্ষে বৈঠকের ...

রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির বাস্তব রূপায়ণ ঘটানো এবং সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দেওয়া—সুনির্দিষ্ট এই বার্তাকে সামনে রেখে এবার একটি সম্মেলন করার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। ...

বিহারের কিষানগঞ্জের সাইবার গ্যাংয়ের জালিয়াতির শিকার উত্তরবঙ্গের চা-শ্রমিকরা। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে তারা কয়েক হাজার শ্রমিকের ব্যক্তিগত তথ্য হাতিয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবস
১৮৮৩: লেখক প্যারীচাঁদ মিত্রের মৃত্যু
১৮৯৭: লেখক নীরদচন্দ্র চৌধুরির জন্ম
১৯০৭: বিশিষ্ট বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক বৈদ্যনাথ ভট্টাচার্যের জন্ম (বাণীকুমার) নামেই পরিচিত
১৯২২: রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়
১৯২৬: হিন্দু ধর্মগুরু, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ সত্য সাঁই বাবার, (পূর্বাশ্রমের নাম সত্যনারায়ণ রাজু) জন্ম
১৯৩০: সঙ্গীতশিল্পী গীতা দত্তর জন্ম
১৯৩৭: বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর মৃত্যু  
১৯৫০: লেখক,ইতিহাসবেত্তা ও ভারততত্ববিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর জন্ম
১৯৬৪: ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়
১৯৮৭: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, শিল্পনির্দেশক চিত্রনাট্যকার  রাজেন তরফদারের মৃত্যু 
১৯৯৭: ভারতে সরকারি সম্প্রচার সংস্থা প্রসার ভারতী গঠিত হয়।
২০০৩: প্রাচীন ভারতীয় ইতিহাসের একজন দিকপাল ঐতিহাসিক দিলীপকুমার বিশ্বাসের মৃত্যু
২০০৬: বাংলা প্যারোডি গানের রচনাকার ও গায়ক মিন্টু দাশগুপ্তের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৬৭ টাকা ৮৫.৪১ টাকা
পাউন্ড ১০৪.৫৫ টাকা ১০৮.২৭ টাকা
ইউরো ৮৬.৮৯ টাকা ৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৭,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯১,৩৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,৪৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ অগ্রহায়ণ,১৪৩১, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪। অষ্টমী ৩৫/৪৮ রাত্রি ৭/৫৮। মঘা নক্ষত্র ৩৩/৪০ রাত্রি ৭/২৭। সূর্যোদয় ৫/৫৮/৪৩, সূর্যাস্ত ৪/৪৭/৩২। অমৃতযোগ প্রাতঃ ৬/৪১ মধ্যে পুনঃ ৭/২৪ গতে ৯/৩৫ মধ্যে পুনঃ ১১/৪৪ গতে ২/৩৮ মধ্যে পুনঃ ৩/২১ গতে অস্তাবধি। রাত্রি ১২/৪২ গতে ২/২৭ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/২৭ গতে ৩/২০ মধ্যে। বারবেলা ৭/২০ মধ্যে পুনঃ ১২/৪৪ গতে ২/৫ মধ্যে পুনঃ ৩/২৬ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/২৭ মধ্যে পুনঃ ৪/২০ গতে উদয়াবধি। 
৭ অগ্রহায়ণ,১৪৩১, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪। অষ্টমী রাত্রি ১০/২৬। মঘা নক্ষত্র রাত্রি ১০/৩৮। সূর্যোদয় ৬/১, সূর্যাস্ত ৪/৪৭। অমৃতযোগ দিবা ৬/৫৩ মধ্যে ও ৭/৩৫ গতে ৯/৪৩ মধ্যে ও ১১/৫১ গতে ২/৪১ মধ্যে  ও ৩/২৩ গতে ৪/৪৭ মধ্যে এবং রাত্রি ১২/৫০ গতে ২/৩৬ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/৩৬ গতে ৩/৩০ মধ্যে। কালবেলা ৭/২১ মধ্যে ও ১২/৪৫ গতে ২/৬ মধ্যে ও ৩/২৬ গতে ৪/৪৭ মধ্যে। কালরাত্রি ৬/২৬ মধ্যে ও ৪/২১ গতে ৬/১ মধ্যে। 
২০ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে একটি গ্রামে বোমাবাজি
এলাকা দখলকে কেন্দ্র করে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি। ...বিশদ

09:39:00 PM

আইএসএল: জামশেদপুরকে ৩-০ গোলে হারাল মোহন বাগান

09:36:00 PM

আইএসএল: মোহন বাগান ৩-জামশেদপুর ০ (৮৭ মিনিট)

09:15:00 PM

নাগপুরের বাড়িতে পৌঁছলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ

09:13:00 PM

আমাদের লক্ষ্য দেশ নির্মাণ: প্রধানমন্ত্রী

09:12:00 PM

হিমাচল প্রদেশের কুলুতে তুষারপাত

09:08:00 PM