সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
মার্কিন দূতাবাসে সন্দেহজনক প্যাকেট উদ্ধারের বিষয়ে মেট্রোপলিটান পুলিস এক্স হ্যান্ডলে পোস্ট করে করে জানায়, কিছুক্ষণ আগে যে জোরে আওয়াজ পাওয়া গিয়েছে, তা পুলিস আধিকারিকরা নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানোর ফলে তৈরি হয়েছে। তারা আরও জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। ফলে ওই এলাকা আপাতত ঘিরে রাখাই থাকবে। সূত্রের খবর, এদিনের ঘটনার পর মার্কিন দূতাবাস বন্ধ করা হয়। সশস্ত্র পুলিস আধিকারিকরা গোটা চত্বরে তল্লাশি চালান। দূতাবাসের কর্মী ও বিভিন্ন কাজের সূত্রে সেখানে গিয়েছিলেন, তাঁদের তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত ভিতরেই থাকতে বলা হয়। মার্কিন দূতাবাসের তরফেও সন্দেহজনক প্যাকেট উদ্ধারের কথা জানানো হয়েছে।
গ্যাটউইক বিমানবন্দর থেকে প্রতিদিন ২২০টি গন্তব্যে বিমান চলাচল করে। ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে এটি অন্যতম। ফলে একটি টার্মিনাল বন্ধ করে দেওয়ার ফলে জল্পনা তৈরি হয়। সাসেক্স পুলিসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এদিন সকালে লাগেজের মধ্যে নিষিদ্ধ বস্তু উদ্ধারের পর পুলিসকে গ্যাটউইক বিমানবন্দরের সাউথ টার্মিনালে আসতে বলা হয়। সাধারণ মানুষ, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওই চত্বর ঘিরে ফেলা হয়। এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল টিমকেও ডেকে পাঠানো হয়। এর জেরে সাধারণ পরিষেবা ব্যাহত হয়। বিমানবন্দরের পাশাপাশি বিমানবন্দরগামী গ্যাটউইক এক্সপ্রেস ট্রেন পরিষেবাও স্থগিত রাখা হয়। এছাড়া টেমসলিঙ্ক ও সাউদার্ন রেলের ট্রেনগুলি এদিন গ্যাটউইক বিমানবন্দর স্টেশনে দাঁড়ায়নি।