Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

গোরু পাচার রুখতে বাংলাদেশ সীমান্তে গর্ত খুঁড়ল বিএসএফ 

সুখেন্দু পাল  বহরমপুর, বিএনএ: গোরু ও মোষ পাচার রুখতে রানিনগরে বাংলাদেশ সীমান্তে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে গর্ত করল বিএসএফ। মেশিন দিয়ে কয়েক দিন ধরে গর্ত করা হয়। ওই এলাকা স্মাগলারদের কাছে বাংলাদেশ পাচারের জন্য করিডর হিসেবে পরিচিত। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ‘ঝটকা’ আটকানোর জন্য তাদের কাছে এছাড়া আর কোনও উপায় ছিল না। পাচারকারীরা পদ্মার শাখা নদী পার করিয়ে গোরু বা মোষগুলিকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সেগুলি গর্তের মধ্যে পড়ে যাবে। তার ফলে গবাদি পশু পাচারের চেষ্টা ব্যর্থ হবে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে অন্যান্য বর্ডারেও এই টোটকা প্রয়োগ করা হবে।
উল্লেখ্য, মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্তের বহু জায়গাতেই কাঁটাতার নেই। পাচারকারীরা অবাধেই গোরু বা মোষ পাচার করে। চাষের জমির উপর দিয়ে মোষের পাল নিয়ে যাওয়ায় শষ্যের ক্ষতি হয়। কয়েকদিন আগে রানিনরের রাজাপুর এলাকা দিয়ে আড়াই থেকে তিন হাজার গোরু এবং মোষ পাশ করানোয় কয়েকশো বিঘা জমির শষ্য নষ্ট হয়েছিল। এলাকার বাসিন্দাদের ব্যাপক ক্ষতি হয়। সেই খবর ‘বর্তমান’ পত্রিকায় প্রকাশিত হওয়ার পরেই বিএসএফ নড়েচড়ে বসে। কয়েকদিন ধরে লাগাতার খবর প্রকাশ হওয়ার পরেই ওই এলাকায় পাচার বন্ধ হয়ে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। দক্ষিণবঙ্গের বিএসএফের অন্যতম এক শীর্ষ আধিকারিক বলেন, ওই এলাকা দিয়ে পাচার বন্ধের জন্য সব রকম কৌশল অবলম্বন করা হবে। সেই নির্দেশ ইতিমধ্যেই ক্যাম্পের আধিকারিকদের কাছে পৌঁছে গিয়েছে। রাতেও টহলদারি বাড়ানো হয়েছে। পাচারকারীরা গোরু বা মোষের পাল নিয়ে এলে তাদের আটকানো হবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, রানিনগর সীমান্ত দিয়ে বহু বছর ধরেই গোরু পাচার হয়। অল্প গোরু পাচার হলে সেটাকে পাচারকারীরা ‘বাইপাস’ বলে। এক সঙ্গে আড়াই থেকে তিন হাজার গোরু বা মোষের পাল সীমান্ত পার হলে তাকে ‘ঝটকা’ বলে। কয়েক দিন আগে পাচারকারীরা ঝটকা দিয়েছিল। রানিনগর সীমান্তের এক ব্যক্তি বলেন, ঝটকার ফলে বহু জমির সর্ষে, আলু, মটরশুঁটি আর ঘরে উঠবে না। সব শেষ হয়ে গিয়েছে। বিএসএফ আগে এরকম ব্যবস্থা নিলে এত ক্ষতি হতো না। পাচারকারীরা অল্প সংখ্যক গোরু আলপথ দিয়ে নিয়ে গেলে ফসলের ক্ষতি হয় না। কিন্তু, ঝটকা এলেই সব শেষ হয়ে যায়। এখন নদীতে কম জল রয়েছে। সেই কারণে গোরু বা মোষ হেঁটেই নদী পার হয়ে যায়। বর্ষার সময় মোষের সঙ্গে কলার ভেলা বেঁধে নদী পার করানো হয়। নদী পার হওয়ার পর কিছুটা পথ হেঁটে গেলেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে যাওয়া যায়। এখন বিএসএফ নদী থেকে কিছুটা দূরেই সাত থেকে আট ফুট গভীর গর্ত করেছে। ওই পথ দিয়ে গোরু বা মোষ পার করা সম্ভব নয়। তবে পাচারকারীরা অন্য পথে গবাদি পশু নিয়ে যেতে পারে। সেই সুযোগ তাদের কাছে রয়েছে। সেই পথ অবশ্য তারা খুব বেশি ব্যবহার করে না।
বিএসএফের দাবি, মুর্শিদাবাদের সমস্ত সীমান্তবর্তী এলাকায় গোরু বা মোষ পাচার বন্ধ রয়েছে। রাতের অন্ধকারে কেউ সীমান্ত দিয়ে যাওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হয়।
প্রসঙ্গত, মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্তে বিভিন্ন ধরনের পণ্য পাচার হয়। রানিননগর সীমান্তে বহু দিন ধরেই গোরু বা মোষের পাল পার করানো হয়। জলঙ্গি এলাকা দিয়ে গোরুর সঙ্গে বিভিন্ন ধরনের নেশার সামগ্রী পাচার হয়। আগে হেরোইন এবং গাঁজা বেশি পাচার হতো। এখন ইয়াবা ট্যাবলেটের রমরমা বেড়েছে। কয়েকদিন আগে বিপুল সংখ্যক ইয়াবা সহ তিনজন গ্রেপ্তার হয়। এছাড়া জঙ্গিপুর সীমান্তে গোরু এবং অস্ত্র পাচার হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, গোরু ও মোষের পাশাপাশি অন্যান্য বেআইনি কারবারও বন্ধ হোক। তাহলে সীমান্তের গ্রামগুলিতে শান্তি ফিরবে। গোরু পাচারের সময় বহু অপরিচিত মুখও সীমান্ত পেরিয়ে যায়। তা কী উদ্দেশে বাংলাদেশে যায় তা অনেকের কাছে অজানা। কিছুদিন পর আবার তারা এলাকায় ফিরেও আসে।
বিএসএফ সূত্রে আরও জানা গিয়েছে, গোরু ও মোষ পাচারের খবর লাগাতার প্রকাশ হওয়ার পর শীর্ষ আধিকারিকরা রিপোর্ট চেয়ে পাঠান। তারপরেই পাচার রুখতে সীমান্তে গর্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী দিনে আরও কয়েকটি এলাকায় তাদের এভাবেই গর্ত করার পরিকল্পনা রয়েছে। সেসব এলাকাগুলি তারা ইতিমধ্যেই চিহ্নিত করেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, পাচার বন্ধ হয়ে যাওয়ায় শান্তিতে রাতে ঘুমানো যাচ্ছে। যদিও এই কড়াকড়ি কতদিন থাকবে তা নিয়ে সংশয় রয়েছে।
 

নিখোঁজ হাওড়ার মানসিক ভারসাম্যহীন রোগীকে পরিবারে ফিরিয়ে দিল রামপুরহাট মেডিক্যাল 

বিএনএ, সিউড়ি: প্রায় দু’বছর ধরে নিখোঁজ থাকা মানসিক ভারসাম্যহীন রোগীকে শনিবার পরিবারের হাতে ফিরিয়ে দিল রামপুরহাট মেডিক্যাল কর্তৃপক্ষ। হারিয়ে যাওয়া সদস্যকে ফের ফিরে পেয়ে খুশি পরিবারও। প্রসঙ্গত, হাওড়ার আমতা থানার ছোটমোহরা গ্রামের বাসিন্দা বছর পঁয়তাল্লিশের পলাশ পোড়েল গত প্রায় দু’বছর ধরে নিখোঁজ হয়ে যান। 
বিশদ

বাংলাদেশে মাথা তুলতে জেএমবি, সাধারণতন্ত্র
দিবসের আগে মুর্শিদাবাদ সীমান্তে নজরদারি

বিএনএ, বহরমপুর: বাংলাদেশে জেএমবি নতুন করে মাথা তোলার চেষ্টা করায় সাধারণতন্ত্র দিবসের আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। পদ্মাতেও বিএসএফের টহলদারি বেড়েছে। জঙ্গিরা যাতে কোনওভাবেই জলপথে এরাজ্যে ঢুকতে না পারে সেই কারণে মুর্শিদাবাদের লালগোলা, জলঙ্গির মতো এলাকাগুলিতেও স্থানীয় ‘সোর্স’ ও তারা মজবুত করেছে।  
বিশদ

জেলার শিশু শ্রমিক বিদ্যালয়গুলিতে ভলান্টিয়ার শিক্ষক ও ক্লার্ক নিয়োগ করবে প্রশাসন

বিএনএ, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলায় শিশু শ্রমিক উন্নয়ন সমিতির অধীনে চলা ৩০টি বিদ্যালয়ে ১০জন ভলান্টিয়ার শিক্ষক ও ভলান্টিয়ার ক্লার্ক কাম রেকর্ড-কিপার নিয়োগ করবে জেলা প্রশাসন। স্নাতক যোগ্যতায় শিক্ষক ও ক্লার্ক নিয়োগ করা হবে। আপাতত এক বছরের চুক্তিতে ওই শিক্ষক ও ক্লার্ক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
বিশদ

সালারে এনআরসির প্রতিবাদ সভা থেকে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ তৃণমূলের 

সংবাদদাতা, কান্দি: এনআরসি, সিএএ ও এনপিআরের প্রতিবাদে শনিবার বিকেলে সভা করল ভরতপুর-২ ব্লক তৃণমূল নেতৃত্ব। সালার উচ্চ বিদ্যালয় মাঠে ওই সভা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি রবিউল আলম, ভরতপুর-২ ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন, ভরতপুর-১ ব্লক তৃণমূল সভাপতি নুর আলম প্রমুখ। 
বিশদ

চিংড়ি চাষিদের কোনওভাবে হয়রানি করা যাবে না বলে পুলিসকে জানিয়েছি: শুভেন্দু 

বিএনএ, নন্দীগ্রাম: চিংড়ি চাষের সঙ্গে যুক্ত লোকজনকে কোনওভাবে হয়রানি করা যাবে না বলে জেলা এবং নন্দীগ্রাম থানার পুলিসকে আমি নির্দেশ দিয়েছি। কারণ বেকারত্বের সঙ্গে আপনারা বিকল্প অর্থনীতির পথ খুলে দিয়েছেন। 
বিশদ

আলুচাষ নিয়ে চাষিদের মাথায় হাত, বর্ধমানে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টার 

সংবাদদাতা, বর্ধমান: সম্প্রতি আলুর ধসা রোগ নিয়ে চাষিরা রীতিমতো আতঙ্কিত। অক্টোবর মাসে আলু বসানোর সময়ে বুলবুলের জেরে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয় আলু চাষ। কিন্তু তারপরেও অসময়ে বৃষ্টি হয়েছে। পাশাপাশি আবহাওয়ায় খামখেয়ালিপনার জেরে আলু চাষে জড়িত চাষিদের মাথায় হাত। 
বিশদ

হলদিয়ায় ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনা, দেহ আটকে বিক্ষোভ 

সংবাদদাতা, হলদিয়া: শনিবার বিকেলে হলদিয়ার বালুঘাটা মোড় সংলগ্ন নদী বাঁধে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় এক মহিলার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। মৃতদেহ আটকে বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিসের পাশাপাশি র্যা ফ মোতায়েন করতে হয়। 
বিশদ

বিশ্বভারতীতে ছাত্রদের মারধরের ঘটনায় ধৃতদের ৯দিনের জেল হেফাজত 

সংবাদদাতা, শান্তিনিকেতন: বিশ্বভারতীর হস্টেলে বাম সমর্থিত ছাত্রদের মারধরের ঘটনায় ধৃতদের শনিবার বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। এদিন বিচারক তাদের ন’দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। গত ১৫ই জানুয়ারি ছাত্রদের মারধর করার ঘটনায় বিশ্বভারতীর ছাত্র রাহুল পাল শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। 
বিশদ

বর্ধমান স্টেশনে বিপর্যয়
দাবিদার নেই, তিন সপ্তাহ ধরে মর্গেই পড়ে দেহ 

বিএনএ, বর্ধমান: বর্ধমান স্টেশনের একাংশ ভেঙে পড়ার ঘটনা তিন সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত ওই দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের কোনও খোঁজ মেলেনি। জানা যায়নি তাঁর নাম ও পরিচয়। তাই তিন সপ্তাহ ধরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গেই পড়ে রয়েছে মৃতদেহ। 
বিশদ

তেহট্টে দুর্ঘটনার পর রাস্তার পাশ থেকে ইমারতি সামগ্রী সরাল প্রশাসন 

সংবাদদাতা, তেহট্ট: বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘনায় এক বাইক আরোহীর মৃত্যুর পর তেহট্টের রাস্তার পাশ থেকে ইমারতি সামগ্রী সরানো হল। রাস্তাজুড়ে পড়ে থাকা ইট, বালি, পাথরের স্তূপের কারণে হাউলিয়া পার্ক মোড়ের কাছে পথ দুর্ঘনায় মৃত্যু হয় শুভঙ্কর ঘোষ(২৫) নামে এক বাইক আরোহীর। ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। 
বিশদ

ফের এক সাংগঠনিক জেলায় ফিরছে বাঁকুড়া, নতুন সভাপতি শুভাশিস 

বিএনএ, বাঁকড়া: লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর প্রায় আট মাস আগে বাঁকুড়াকে লোকসভা ভিত্তিক দু’টি সাংগঠনিক জেলা হিসেবে ভাগ করেছিল তৃণমূল। তবে সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের মাধ্যমে পুরসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই বাঁকুড়া জেলায় সেই নীতি থেকে সরে এসে ফের এক জেলা এক সভাপতিতেই ফিরছে তৃণমূল।  
বিশদ

মাধবডিহিতে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় মহিলাকে মার, গ্রেপ্তার যুবক 

সংবাদদাতা, বর্ধমান: কুপ্রস্তাবের প্রতিবাদ করায় মহিলা ও তাঁর স্বামীকে মারধর ও ঘরে ভাঙচুরের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে মাধবডিহি থানার পুলিস। ধৃতের নাম তাপস দাস। মাধবডিহি থানার ভঞ্জপুরে তার বাড়ি। শনিবার ভোরে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করেছে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়।  
বিশদ

বর্ধমানে বন্দিদের নিয়ে গানের দল তৈরি হবে: কারাদপ্তরের ডিজি 

সংবাদদাতা, বর্ধমান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের নিয়ে গানের দল তৈরি করা হবে। এ ব্যাপারে কারাদপ্তর সব ধরনের সাহায্য করবে। শনিবার বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে দু’দিনের শীতকালীন কার্নিভালের উদ্বোধনে এসে একথা জানান কারাদপ্তরের ডিজি অরুণ কুমার গুপ্ত। কার্নিভালের উদ্বোধন করেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।  
বিশদ

জেলার সীমান্ত এলাকাগুলিতে বাড়তি সতর্কতা, পুলিস পিকেট 

বিএনএ, কৃষ্ণনগর: আজ, সাধারণতন্ত্র দিবসের কথা মাথায় রেখে নদীয়া জেলার সীমানা লাগোয়া থানা এলাকায় পুলিস ও বিএসএফের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিস পিকেটের সংখ্যাও বাড়ানো হয়েছে। সীমানা সংলগ্ন একাধিক অফিস, গুরুত্বপূর্ণ জায়গায় বাড়তি পুলিস মোতায়েন করা হয়েছে।  
বিশদ

Pages: 12345

একনজরে
 নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (পিটিআই): জাতীয় ভোটার দিবস উপলক্ষে শনিবার দেশের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি কৃতজ্ঞতা জানালেন নির্বাচন কমিশনের প্রতি। নির্বাচনের প্রক্রিয়াকে আরও প্রাণোচ্ছ্বল করে তোলা ও আরও বেশি মানুষের অংশগ্রহণে কমিশনের ভূমিকার জন্য। ...

সংবাদদাতা, ইংলিশবাজার: সারা দেশের সঙ্গে আজ শনিবার মালদহ জেলায় পালিত হল জাতীয় ভোটার দিবস। নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করার জন্য ২৫ জানুয়ারি জাতীয় ...

সংবাদদাতা, কাঁথি: এসপি১২৫, বিএস-VI এবং অ্যাকটিভা বিএস-VI নামে নতুন বাইক ও স্কুটির মডেল বাজারে নিয়ে এল হোন্ডা। ২৩ জানুয়ারি কাঁথি প্রভাত কুমার কলেজ ফুটবল গ্রাউন্ডে পিএমপি হোন্ডা ও প্রশান্ত হোন্ডার যৌথ উদ্যোগে ‘অ্যাডভান্সড ফেস্ট’ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দুটি মডেলের ...

সংবাদদাতা, বর্ধমান: টেস্ট ক্রিকেটের আকর্ষণ ফিরিয়ে আনার জন্য উদ্যোগ আইসিসিকেই নিতে হবে। তা চারদিনের হোক বা পাঁচদিনের টেস্ট হোক। মানুষ টেস্টে ফল দেখতে চায়। নিস্ফলা ড্র দেখতে মানুষ মাঠে আসবে না। ফলটাই হল আসল। সেই জন্য চারদিন হোক বা পাঁচদিনের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ


ইতিহাসে আজকের দিন

সাধারণতন্ত্র দিবস
১৮৪১: আনুষ্ঠানিকভাবে হংকং দখল করল ব্রিটিশরা
১৯৩০: পরাধীন ভারতে এই দিনটিকে ‘পূর্ণ স্বরাজ দিবস’ বা ‘স্বাধীনতা দিবস’ হিসাবে ঘোষণা করল জাতীয় কংগ্রেস
১৯৫০: লাগু হল ভারতের সংবিধান। রাষ্ট্রপতি পদে রাজেন্দ্র প্রসাদ দায়িত্ব গ্রহণ করে সূচনা করলেন গণতন্ত্রের।
১৯৫৪: রাজনীতিবিদ মানবেন্দ্রনাথ রায়ের মৃত্যু
১৯৬৫- হিন্দিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিল কেন্দ্র
১৯৯২: পরমাণু অস্ত্রের মাধ্যমে আমেরিকার বিভিন্ন শহরকে নিশানা করা থেকে রাশিয়া বিরত হবে বলে জানালেন বরিস ইয়েলৎসেন
২০০১: গুজরাতের ভুজে বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যু হল প্রায় ২০ হাজার মানুষের
২০০৪: আফগানিস্তানের নয়া সংবিধানে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট হামিদ কারজাই



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৫১ টাকা ৭২.২১ টাকা
পাউন্ড ৯১.৯৮ টাকা ৯৫.৩২ টাকা
ইউরো ৭৭.৩৮ টাকা ৮০.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
25th  January, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৯৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৮৮৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯,৪৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৭,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ মাঘ ১৪২৬, ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, (মাঘ শুক্লপক্ষ) দ্বিতীয়া ৫৯/৪৫ শেষ রাত্রি ৬/১৬। ধনিষ্ঠা অহোরাত্র। সূ উ ৬/২১/৫৩, অ ৫/১৬/১৩, অমৃতযোগ দিবা ৭/৫ গতে ১০/০ মধ্যে। রাত্রি ৭/১ গতে ৮/৪৬ মধ্যে। বারবেলা ১০/২৭ গতে ১/১০ মধ্যে। কালরাত্রি ১/২৭ গতে ৩/৬ মধ্যে। 
১১ মাঘ ১৪২৬, ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, দ্বিতীয়া ৫৬/১৭/৫২ শেষরাত্রি ৪/৫৬/৫। ধনিষ্ঠা ৫৮/৫৪/২৯ শেষরাত্রি ৫/৫৮/৪৪। সূ উ ৬/২৪/৫৬, অ ৫/১৪/৫৬, অমৃতযোগ দিবা ৭/১ গতে ৯/৫৯ মধ্যে ও রাত্রি ৭/৮ গতে ৮/৫১ মধ্যে। কালবেলা ১১/৪৯/৫৬ গতে ১/১১/১১ মধ্যে। কালরাত্রি ১/২৮/৪১ গতে ৩/৭/২৬ মধ্যে।
৩০ জমাদিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
শুভেচ্ছা ও ছুটি

আজ রবিবার দেশের ৭১তম সাধারণতন্ত্র দিবস। এই উপলক্ষে বর্তমান পত্রিকার ...বিশদ

08:00:00 AM

আজকের রাশিফল  
মেষ: দাম্পত্যজীবন শুভ। বৃষ: উপার্জন ভাগ্য শুভাশুভ মিশ্রিত। মিথুন: কথাবার্তায় সংযত না ...বিশদ

25-01-2020 - 07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
জাতীয় ভোটদাতা দিবস১৮৫০: অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফির জন্ম১৮৫৬: সমাজসেবক ও ...বিশদ

25-01-2020 - 07:03:20 PM

পদ্মভূষণ পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনহর পারিক্কর, ব্যবসায়ী আনন্দ মহিন্দ্রা ও ভেনু শ্রীনিবাসন, ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু, নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস সি জমির এবং জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক ব্যক্তিত্ব মুজাফ্ফর হোসেন বেগ 

25-01-2020 - 09:18:00 PM

পদ্মবিভূষণ পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, স্বরাজ, জর্জ ফার্ণান্ডেজ, বক্সার মেরি কম, মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথ 

25-01-2020 - 09:13:00 PM

 পদ্মশ্রী পাচ্ছেন কঙ্গনা রানউত, একতা কাপুর, আদনান সামি এবং করণ জোহর

25-01-2020 - 09:07:04 PM