নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ব্লক স্তরের প্রায় সম্পূর্ণ হলেও, আবাস প্লাসে জেলা স্তরের সমীক্ষা চলছে এখনও। এমন পর্যায়ে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে পরপর দু’দিন সরেজমিনে সমীক্ষার কাজ খতিয়ে দেখেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা। রবি ও সোমবার দু’দফায় আবাসের তালিকায় নাম থাকা মানুষজনের একেবারে দুয়ারে পৌঁছে যান তিনি। রবিবার ছত্রপুর এলাকায় ও সোমবার কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেহেন্দিগ্রাম এলাকায় পরিদর্শন করেন তিনি। কথা বলেন সকলের সঙ্গে। নিজেই প্রয়োজনীয় নথিপত্র চেয়ে খতিয়ে দেখেন। সমীক্ষার কাজের ক্ষেত্রে যাতে কোথাও কোনও ত্রুটি না থাকে, তার জন্য আধিকারিকদের আরও একবার সতর্ক করে দিয়েছেন তিনি। পুলিসও সমীক্ষায় অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দীর্ঘদিন ধরে বাংলার গরিব মানুষের বাড়ি করার টাকা দিচ্ছে না কেন্দ্র। কেন্দ্রীয় টিম পরপর পরিদর্শনে এলেও নানা অজুহাতে সেই টাকা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার গরিব মানুষের বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি আবাস প্লাস প্রকল্পের উপভোক্তা চিহ্নিত করার জন্য সমীক্ষা শুরু হয়েছে। এখন চলছে সুপার চেকিং পর্ব। জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় বিগত সময় তালিকাভুক্ত লক্ষাধিক মানুষ। এখন তার মধ্যে কতজন মানুষ ঘর পাওয়ার যোগ্য, তা খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার জেলার পুলিস সুপার সানা আখতার, রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি সহ কয়েকজন আধিকারিককে সঙ্গে নিয়ে মেহেন্দীগ্রামে পরিদর্শনে যান জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা। সেখানে বেশকিছু মানুষের বাড়িতে যান। পরিদর্শন শেষে জেলাশাসক বলেন, রাজ্যের নির্দেশে আবাস প্লাসের সমীক্ষা চলছে। সেক্ষেত্রে কোথাও যাতে কোনও অনিয়ম না হয় সেটা দেখতেই সুপার চেকিং হচ্ছে বিভিন্ন জায়গায়। সরেজমিনে তালিকাভুক্ত মানুষের জবকার্ড সহ বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে।