উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ। ... বিশদ
১৩ নভেম্বর ওয়েনাড় লোকসভা কেন্দ্রের উপ নির্বাচন। সোমবারই ছিল প্রচারের শেষ দিন। এদিন প্রিয়াঙ্কার হয়ে প্রচারে যোগ দেন রাহুল গান্ধী। ছিলেন তাঁর মেয়ে মিরায়া এবং ছেলে রাইহানও। তবে কোনও বক্তব্য রাখেননি গান্ধী পরিবারের নবীন প্রজন্ম। এদিন প্রিয়াঙ্কার হয়ে প্রচারে ওয়েনাড়ের সঙ্গে তাঁর সম্পর্ক তুলে ধরেন রাহুল। তিনি বলেন, আগমার্কা রাজনীতিক হিসেবেই তিনি ওয়েনাড়ে প্রথমবার প্রার্থী হয়েছিলেন। ওয়েনাড়বাসীই তাঁকে শিখিয়েছে কীভাবে মানুষকে ভালোবাসতে হয়। এরপরই তাঁর রাজনীতিতে ‘ভালোবাসা’ স্থান করে নেয়। রাহুল বলেন, ‘ওয়েনাড়ে আসার পর থেকেই আমি ভালোবাসার কথা বলতে থাকি। ওয়েনাড়ের মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছেন যে আমার রাজনৈতিক দর্শনই বদলে গিয়েছে। আমি বুঝেছি ঘৃণা এবং ক্রোধের বিরুদ্ধে অস্ত্র হতে পারে ভালোবাসাই।’ এদিন সাদা টি-শার্ট পরে বোনের হয়ে প্রচারে গিয়েছিলেন রাহুল। টি-শার্টের পিছনে লেখা ছিল, ‘আই লাভ ওয়েনাড়’। ‘লাভ’ লেখাটি আবার গাঢ় লাল চিহ্ন দেওয়া।