উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ। ... বিশদ
গত সপ্তাহ থেকে নতুন করে হিংসা মাথাচাড়া দিয়েছে জিরিবামে। এরইমধ্যে এদিনের এনকাউন্টারের ঘটনা। ঘটনার পরই জেলাজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। ১৬৩ ধারা জারি করা হয়েছে। অভিযোগ, গত বৃহস্পতিবার জিরিবামে মার উপজাতির এক মহিলাকে ধর্ষণের পর খুন করে মেইতেই সম্প্রদায়ের দুষ্কৃতীরা। তাঁর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরের দিনই উপত্যকার সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের এক মহিলা খুন হন। এদিন সকালে ইম্ফল পূর্ব জেলায় চাষের কাজ করার সময় একজন কৃষক গুলিতে আহত হয়েছেন। কুকি বাহিনী নিকটবর্তী পাহাড় এলাকা থেকে গুলি চালায় বলে জানিয়েছে পুলিস। এরইমধ্যে রাজ্যের পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টকে কেন্দ্র বিভ্রান্ত করছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের ১০ কুকি বিধায়ক। এক যৌথ বিবৃতিতে ওই বিধায়করা দাবি করেছেন, ২০২৩ সালের ৩ মের পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে তাঁদের কোনও বৈঠক হয়নি। অথচ সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতকে জানিয়েছেন, শান্তি ফেরানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রী সমস্ত কুকি বিধায়কদের সঙ্গে বৈঠক করে করছেন।