Bartaman Patrika
কলকাতা
 

বেন্টিঙ্ক স্ট্রিটের ‘বুড়ো’ চায়ের দোকান। - নিজস্ব চিত্র

মিউটেশনের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতায়
ধৈর্য হারাচ্ছেন শহরের নাগরিকরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জমি বাড়ির মিউটেশনের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতায় ধৈর্য হারাচ্ছেন নাগরিকরা। বছরের পর বছর কলকাতা পুরসভায় পড়ে রয়েছে বহু আবেদন। কখনও আইনি জটিলতার কারণে, কখনও আবার আবেদনের অতিরিক্ত চাপের জন্য ঝুলে রয়েছে অনেক ফাইল। সব মিলিয়ে মিউটেশনের চূড়ান্ত অনুমোদনে লাগছে দীর্ঘ সময়। অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবদন করা যাচ্ছে। এর একটি বড় অংশের ছাড়পত্রই আটকে রয়েছে পুরসভায়। 
সম্প্রতি ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে মিউটেশন না হওয়ার কথা জানিয়ে ফোন করেছিলেন পিকনিক গার্ডেনের এক বাসিন্দা। ষাটোর্ধ্ব ওই ব্যক্তির পুরনো বাড়ি প্রোমোটিং করে নতুন ফ্ল্যাট তৈরি হয়েছে। তার পরেও গত চার বছর ধরে আটকে রয়েছে মিউটেশন। অবশেষে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান হয়। শুধু ওই ব্যক্তি নয়, এই অনুষ্ঠানে প্রতিদিনই মিউটেশন সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে অন্তত দু’-তিনটি করে ফোন আসে। 
কলকাতা পুরসভার তথ্য বলছে, গত এপ্রিল মাস থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে প্রায় ৩২০ জন মিউটেশনের আবেদন জানিয়েছেন। তার মধ্যে মাত্র ৭০টি আবেদন অনুমোদন করা হয়েছে। অন্যদিকে, অফলাইনে গত এক বছরে মিউটেশনের আবেদন জমা পড়েছে প্রায় সাড়ে ২০ হাজার। সেখানেও ৫০-৬০ শতাংশের বেশি মিউটেশন অনুমোদন করা হয়নি। ইতিমধ্যেই সেই সমস্যা মেটাতে কলকাতা পুরসভা নিজেদের ওয়েবসাইটে বিশেষ সুবিধা তুলে ধরেছে। ফিরহাদ হাকিমের নির্দেশে বিশেষ পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। যেখানে আবেদন করার পর মিউটেশন সংক্রান্ত ফাইল কোন জায়গায় রয়েছে, কী অবস্থায় রয়েছে, তার সবটাই অনলাইনে জানতে পারবেন আবেদনকারী। সেইসঙ্গে সপ্তাহখানেকের মধ্যে মিউটেশন না হলে কী কারণে দেওয়া যায়নি, বা আর কী কী নথি প্রয়োজন, তাও আবেদনকারীকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে।
কিছু ক্ষেত্রে সমস্যা আছে, সেকথা স্বীকার করেছে কর্তৃপক্ষ। যদিও পুরোটাই নানাবিধ জটিলতার কারণে হতে পারে বলে তাদের মত। পুর কর্তৃপক্ষের ব্যাখ্যা, সমস্ত নথি ঠিকঠাক থাকলে দ্রুত মিউটেশন মিলছে। যেসব ক্ষেত্রে গোটা সম্পত্তি হস্তান্তর হচ্ছে, সেই সব ক্ষেত্রে দিনের দিন মিউটেশন হয়ে যাচ্ছে। কিন্তু কখনও যদি কোনও সম্পত্তির কোনও অংশ আলাদা করে বিক্রি হয়, সেক্ষেত্রে মিউটেশনের সময় পুরনো সম্পত্তির বকেয়া কর দেখা হচ্ছে, সেখানে নতুন করে অ্যাসিসি নম্বর তৈরি করতে হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই সময় লাগছে। পাশাপাশি, বর্তমানে ওয়েভার স্কিম নিয়ে আধিকারিকরা চাপে থাকায় মিউটেশন দেওয়ার প্রক্রিয়াতেও চাপ পড়েছে। সংশ্লিষ্ট বিভাগের এক আধিকারিক বলেন, প্রত্যেকটি ক্ষেত্রেই হিয়ারিংয়ের প্রয়োজন হয়। ফলে অনেক সময় নির্দিষ্ট দিনে হিয়ারিংয়ে আবেদনকারী উপস্থিত না থাকলে আবার দিন পিছিয়ে যায়। সেইসঙ্গে এখন বিভাগীয় কর্মী আধিকারিকরা ওয়েভার স্কিম নিয়ে নানাভাবে ব্যস্ত। তাই তাঁদের উপরেও কাজের বাড়তি চাপ রয়েছে।

ভরসা রাখুন সব করে দেব, বাগবাজারের
বস্তিবাসীদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

বাগবাজারে বিধ্বংসী আগুনে ছারখার হয়ে গেল হাজারি বস্তির প্রায় ১০০ ঘর। অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় ত্রাহি ত্রাহি রব। কান ফাটানো আওয়াজে একের পর এক ফেটেছে রান্নার গ্যাসের সিলিন্ডার। অন্যদিকে, মকর সংক্রান্তির দোরগোড়ায় উত্তুরে হাওয়ার বেগ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যার জেরে প্রাথমিক অবস্থায় আগুনকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাগবাজারে রামকৃষ্ণ মিশনের ‘উদ্বোধন’ পত্রিকার অফিসের পিছনের অংশ। বিশদ

গোরু ও কয়লা পাচার কাণ্ডে এবার
বিনয়ের ভাইকে তলব সিবিআইয়ের
লালাকে পলাতক ঘোষণা করল কোর্ট

গোরু ও কয়লা পাচার কাণ্ডে তৃণমূল যুব নেতা বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে তলব করল সিবিআই। বুধবার নোটিস গিয়েছে তাঁর কাছে। আগামী ১৫ তারিখ তাঁকে হাজির হতে বলা হয়েছে নিজাম প্যালেসে সিবিআইয়ের দপ্তরে। বিনয়ের কাছেও ফের নোটিস পাঠানো হয়েছে। এরপরেও যদি তিনি না আসেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে। বিশদ

পর্যটন কেন্দ্র খুলে দিতেই বুকিংয়ের জন্য
 হুড়োহুড়ি, খুশির হাওয়া জেলা পরিষদে
হুগলি নিউ দীঘা ও গড় মান্দারণের চাহিদা বেশি

হুগলি জেলা পরিষদের চারটি পর্যটন কেন্দ্র খুলে দিতেই ঘুরে বেড়ানো আর পিকনিকের ধুম পড়েছে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, মাত্র চারদিনেই প্রায় ২ লক্ষ টাকা আয় হয়েছে ওই পর্যটন কেন্দ্রগুলি থেকে। গড়ে রোজ প্রায় ৫০ হাজার টাকার বুকিং হয়েছে। বিশদ

সব নৌকায় অগ্নিনির্বাপক যন্ত্র
ও লাইফ জ্যাকেট রাখতে হবে
সুন্দরবনে নির্দেশ জারি পুলিসের

বোট বা লঞ্চে অগ্নিকাণ্ড রুখতে একাধিক পদক্ষেপ নিতে চলেছে বারুইপুর পুলিস জেলা। ১৫ দিনের মধ্যে পর্যটকদের বোটে ও লঞ্চে ৫ কেজির অগ্নিনির্বাপক যন্ত্র বাধ্যতামূলকভাবে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশদ

দরদি ডাক্তার ও বাংলা কংগ্রেসের
প্রাক্তন বিধায়ক সুনীলকুমার মিত্র প্রয়াত

প্রয়াত হলেন প্রাক্তন বাংলা কংগ্রেসের বিধায়ক সুনীলকুমার মিত্র। বুধবার বিকালে নিজ বাসভবনেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। পেশায় ছিলেন ডাক্তার। রাজনীতির পাশাপাশি চিকিৎসাও করতেন তিনি। এলাকায় ‘নিমাই ডাক্তার’ হিসেবে জনপ্রিয় ছিলেন। বিশদ

থমকে থাকা সোদপুর-মধ্যমগ্রাম চার
লেনের কাজ ফের শুরু করছে রাজ্য

সোদপুর থেকে মধ্যমগ্রাম পর্যন্ত ফোর লেনের কাজ এক বছর ধরে থমকে রয়েছে। ওই প্রকল্পে বারাকপুরের সুভাষ কলোনি মোড় থেকে ওয়্যারলেস মোড় পর্যন্ত আলাদাভাবে রাস্তা সম্প্রসারণ করারও কথা ছিল। বিশদ

ফলের ঝুড়িতে বিদেশে টাকা পাচার
এনামুল ঘনিষ্ঠের বাড়িতে অভিযান

ফল ব্যবসায় খেটেছে এনামুলের টাকা। গোরু পাচারের বেআইনি টাকা তাঁকে এই ব্যবসায় খাটাতে সাহায্য করেছেন এক ফল ব্যবসায়ী। এমনকী এই কালো টাকা ওই ব্যবসায়ীর মাধ্যমে বাংলাদেশে পাচার হয়ে গিয়েছে বলে আয়কর দপ্তরের দাবি। এই তথ্যের ভিত্তিতে বুধবার কলকাতায় ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দিল আয়কর দপ্তর (আইটি)। বিশদ

বেসরকারি হাসপাতালে নিখরচায়
স্টেন্ট প্রৌঢ়কে, সহায় স্বাস্থ্যসাথী

হঠাৎ বুকে অসম্ভব ব্যথা অনুভব করেন উল্টোডাঙার বাসিন্দা গৌর সামন্ত। বয়স ষাটের গোড়ায়। তারপর আর জি কর হাসপাতাল ঘুরে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কয়েক ঘণ্টার ব্যবধানে হার্টের অপারেশনও হয়। বিশদ

সোনার দোকানের ভল্ট ভেঙে
দুঃসাহসিক চুরি চম্পাহাটিতে

একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পাঁচ মাস আগে ডাকাতি হলেও তার কিনারা হয়নি। তার মধ্যেই সোনার দোকানের ভল্ট ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল সেই চম্পাহাটিতে। অভিযোগ, ভল্ট ভেঙে প্রায় ৫০০ গ্রাম সোনার গয়না (বাজারদর আনুমানিক ২৫ লক্ষ টাকা) এবং ৬০-৭০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বিশদ

তামার ড্রামে ফুটছে জল,
শতবর্ষের মুখে চায়ের দোকান

বাকি আর  দু’ বছর। ২০২৩ সালে কলকাতার চা-চরিতে পাকা জায়গা করে নিতে চলেছে তামার ট্যাঙ্কি-টি। শতবর্ষ পূর্ণ করবে বেন্টিঙ্ক স্ট্রিটের সেই ‘বুড়ো’ চায়ের দোকান। 
কালের নিয়মে তিলোত্তমা হারিয়েছে বহু প্রাচীন চায়ের আড্ডা-কেন্দ্র। হাওড়া, শিয়ালদহ স্টেশন সহ শহরের বিভিন্ন এলাকার ‘টি-জংশন’ আর সেভাবে চোখে পড়ে না। বিশদ

উলুবেড়িয়ায় বাইপাস তৈরির
অনুমোদন দিল অর্থদপ্তর

যানজট কমাতে উলুবেড়িয়া শহরের বাইরে দিয়ে একটি বাইপাস রাস্তা নির্মাণের পরিকল্পনা করেছিল পুরসভা। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যে বাইপাসটি নির্মাণের জন্য অর্থদপ্তরের অনুমোদন পাওয়া গিয়েছে। বিশদ

সোমবার থেকে ই-পাস
ছাড়া ওঠা যাবে মেট্রোয়

আগামী সোমবার থেকে মেট্রোতে ই-পাস পুরোপুরি উঠে যাচ্ছে। একই সঙ্গে ওইদিন থেকে ট্রেনের সংখ্যা ২২৮ থেকে বেড়ে হচ্ছে ২৪০। সকাল ৭টা থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত নর্থ-সাউথ করিডরে সময় বিশেষে ছয় এবং সাত মিনিটের ব্যবধানে ট্রেন চলবে। আগামী সপ্তাহ থেকে শনি এবং রবিবার যথাক্রমে সারাদিনে ১২৮টি এবং ১০২টি মেট্রো চলাচল করবে। বিশদ

চিড়িয়াখানার ‘বাবু’কে
দত্তক দুই নাট্যব্যক্তিত্বের

আলিপুর চিড়িয়াখানায় শিম্পাঞ্জি ‘বাবু’র জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে থাকে। পর্যটকদের অন্যতম আকর্ষণ সেই ৩৬ বছরের শিম্পাঞ্জিকেই দত্তক নিলেন অভিনেত্রী তথা নাট্যব্যক্তিত্ব সোহিনী সেনগুপ্ত এবং সপ্তর্ষি মৌলিক। আগামী এক বছরের জন্য বাবুর যাবতীয় দায়ভার গ্রহণ করলেন তাঁরা। দত্তক নেওয়ার চুক্তিপত্র অনুযায়ী, ২০২২ সালের ১ জানুয়ারি পর্যন্ত বাবুর সমস্ত দায়িত্ব সোহিনী এবং সপ্তর্ষির। বিশদ

দু’দিনে শহরে পারদ
নামল ৪ ডিগ্রি

উত্তুরে হাওয়া সক্রিয় হতেই দু’দিনের মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি কমে গেল। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমছে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা বুধবার ১০ ডিগ্রির নীচে চলে এসেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডঃ জি সি দাস জানিয়েছেন, তাপমাত্রা আরও কমবে। শনিবারের মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির আশপাশে চলে আসতে পারে। বিশদ

Pages: 12345

একনজরে
হায়দরাবাদ থেকে দেশের ১১ শহরে রওনা দিল ভারত বায়োটেকের কোভ্যাকসিন। মঙ্গলবারই দেশের নানা প্রান্তে সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড প্রতিষেধক পাঠানো হয়েছে। তার ঠিক একদিন পরই এবার নানা শহরে গেল দেশীয় টিকা কোভ্যাকসিন। ...

মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে ম্যাচে বিক্রম প্রতাপ সিং ও গোদার্দকে ‘অফ দ্য বল’ মেরেছেন এটিকে মোহন বাগানের সন্দেশ ঝিংগান, তিরি ও শুভাশিস বসু। বাগানের লেফট ...

আবাসন শিল্পকে চাঙ্গা করতে কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিক, চায় আবাসন নির্মাণ সংস্থাগুলি। তাদের অন্যতম সংগঠন ক্রেডাই এই বিষয়ে ইতিমধ্যেই বেশ কিছু দাবি পেশ করেছে সরকারের কাছে। ...

পাকিস্তানে সংখ্যালঘুদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। তাঁদের মানবাধিকার তলানিতে ঠেকেছে। প্রত্যেকদিন সেখানে নির্যাতনের শিকার হচ্ছেন ধর্মীয় সংখ্যালঘুরা। বাদ যাচ্ছে না ধর্মীয় স্থানগুলিও। মৌলবাদীরা এসে সেগুলি তছনছ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শারীরিক দিক থেকে খুব ভালো যাবে না। মনে একটা অজানা আশঙ্কার ভাব থাকবে। আর্থিক দিকটি ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৬১- পানিপথের তৃতীয় যুদ্ধ
১৮৯৯- প্রকাশিত হল উদ্বোধন পত্রিকা
১৯০৩- ঐতিহাসিক নীহাররঞ্জন রায়ের জন্ম
১৯০৫- অভিনেত্রী দুর্গা খোটের জন্ম
১৯২৬০ সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্ম
১৯৩৮- বেলুড় মঠে স্থাপিত হল নতুন রামকৃষ্ণ মন্দির
১৯৬৯- মাদ্রাজ রাজ্যের নাম হল তামিলনাড়ু
১৯০৩ - ইতিহাসবিদ ড.নীহাররঞ্জন রায়ের জন্ম
১৯১৯ - বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব তথা প্রথিতযশা উর্দ্দুভাষী কবি ও সাহিত্যিক কাইফি আজমির জন্ম
১৯২৯ - বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার শ্যামল মিত্রের জন্ম
১৯৫৪ -স্বাধীনতা সংগ্রামী   বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়ের মৃত্যু
১৯৭২ - অভিনেত্রী  অনুভা গুপ্তর মৃত্যু 
১৯৭৭- ভারতের কাররেস তারকা নারায়ণ কার্তিকেয়নের জন্ম 
২০০৮ - নাসার পাঠানো ম্যাসেন্জার নামের মহাকাশযান প্রথম বুধ গ্রহের অদেখা গোলাধের্র ছবি তুলতে সক্ষম হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৩৬ টাকা ৭৪.০৭ টাকা
পাউন্ড ৯৮.৪৮ টাকা ১০১.৯৬ টাকা
ইউরো ৮৭.৮৫ টাকা ৯১.০৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,৬৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,৩৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৬,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৬,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩০ পৌষ ১৪২৭, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১, প্রতিপদ ৩/৩৭ দিবা ৯/২। শ্রবণা নক্ষত্র ৫৬/৪৩ শেষ রাত্রি ৫/৪। সূর্যোদয় ৬/২৩/৮, সূর্যাস্ত ৫/৮/১৬। অমৃতযোগ দিবা ৭/৪৯ মধ্যে পুনঃ ১/৩২ গতে ২/৫৮ মধ্যে, রাত্রি ৫/৫৯ গতে ৯/৩২ মধ্যে পুনঃ ১২/১১ গতে ৩/৪৩ মধ্যে পুনঃ ৪/৩৬ গতে উদয়াবধি। বারবেলা ২/২৫ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪৫ গতে ১/২৪ মধ্যে। 
২৯ পৌষ ১৪২৭, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১, প্রতিপদ দিবা ৯/২৯। শ্রবণা নক্ষত্র শেষ রাত্রি ৬/১৮। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/৮। অমৃতযোগ দিবা ৭/৫০ মধ্যে ও ১/৩১ গতে ২/৫৭ মধ্যে এবং রাত্রি ৫/৫৮ গতে ৯/৩১ মধ্যে ও ১২/১১ গতে ৩/৪৪ মধ্যে ও ৪/৩৮ গতে ৬/২৭ মধ্যে। কালবেলা ২/২৭ গতে ৫/৮ মধ্যে। কালরাত্রি ১১/৪৭ গতে ১/২৬ মধ্যে। 
২৯ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
 ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার নিউটাউনে
এ যেন বাগবাজারেরই পুনরাবৃত্তি। ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল নিউটাউনের সুলংগুড়ি বস্তিতে। ...বিশদ

07:59:18 PM

নারকেলডাঙ্গায় কিশোরীকে অপহরণ করে মুক্তিপণ দাবি
নারকেলডাঙ্গায় ১৭ বছরের এক কিশোরীকে অপহরণ।  গতকাল বিকেলে পড়তে যাওয়ার ...বিশদ

06:12:06 PM

দক্ষিণ দিনাজপুরে কোথায় কোথায় মিলবে কোভিড ভ্যাকসিন
দক্ষিণ দিনাজপুরে  প্রথমদিন অর্থাৎ আগামী ১৬ জানুয়ারি যে ৬টি কেন্দ্রে ...বিশদ

04:38:23 PM

পথদুর্ঘটনায় জখম সিরিয়ালের শিশুশিল্পী
গাড়ির পিছনের চাকা খুলে বিপত্তি। দুর্ঘটনায় জখম টিভি সিরিয়ালের এক ...বিশদ

04:30:53 PM

স্বামীর গলায় কুকুরের বেল্ট বেঁধে ঘুরে বেড়ালেন মহিলা
স্বামীর গলায় কুকুরের বেল্ট পরালেন স্ত্রী। এখানেই ক্ষান্ত হননি তিনি। ...বিশদ

04:26:42 PM

মহিষাদলে যুগলে আত্মঘাতী
মহিষাদলের বাড়অমৃতবেড়িয়ায় যুগলে আত্মঘাতী হলেন দম্পতি। পারিবারিক অশান্তির কারণে এই ...বিশদ

04:13:42 PM