গুরুজনের চিকিৎসায় বহু ব্যয়। ক্রোধ দমন করা উচিত। নানাভাবে অর্থ আগমনের সুযোগ। সহকর্মীদের সঙ্গে ঝগড়ায় ... বিশদ
এদিকে, সোমবার কাশ্মীরের নওগাঁও সেক্টরে মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের। মঙ্গলবার বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, নওগাঁও সেক্টরে একটি ঘাঁটিতে মোতায়েন ছিলেন সাতজন জওয়ান। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ সেখানে তুষার ধস নামে। সঙ্গে সঙ্গেই নিখোঁজ জওয়ানদের খোঁজে তল্লাশি শুরু হয়। নিরাপদে উদ্ধার করা হয় ছ’জনকে। তবে অনেক চেষ্টা করেও আটকে পড়া এক কনস্টেবলকে বাঁচানো যায়নি। অপর তুষার ধসের ঘটনাটি ঘটেছে গান্ধেরওয়াল জেলার গগনগীর এলাকায়। পুলিস জানিয়েছে, সোমবার রাতে স্থানীয় পাঁচজন গ্রামবাসী রাস্তা পার হওয়ার সময় তুষার ধসের কবলে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছে।