Bartaman Patrika
 

ধর্মের নামে ব্যবসার এক জ্বলন্ত ঘটনা তুলে ধরে এ নাটক 

নাটক: দখলনামা
প্রযোজনা: শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র
পরিচালনা: সমরেশ বসু

ধর্ম ও মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে সারা পৃথিবীজুড়ে এক ব্যবসা চলছে। এক শ্রেণীর অসাধু ব্যক্তি তাদের স্বার্থ চরিতার্থ করতে, নিজেদের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি করতে কাজে লাগাচ্ছে সাধারণ মানুষের এই আবেগকে। আর ধর্মভীরু, সংস্কারাচ্ছন্ন মানুষ কিছু পার্থিব সুখের লোভে তাদের কাছে নিজেদের বিক্রি করে দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এই জঘন্য ব্যবস্থার শিকার হচ্ছে তারাই। নবদ্বীপ শ্রীচৈতন্যদেবের লীলাভূমি। তার কাছেই রয়েছে দয়াপুর নামে একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামের কৃষ্ণলোচনবাবুর ভিটের একটি গাছের নীচে বসে কোনও এক সময়ে নাকি মহাপ্রভু জল, বাতাসা খেয়েছিলেন। সেই থেকে এটি মহাপবিত্র স্থান বলে মনে করে গ্রামবাসীরা। কৃষ্ণলোচনবাবুও যথাযোগ্য মর্যাদায় তাঁর ভিটেয় নিত্য মহাপ্রভুর পুজো, অর্চনা, নামগান করে থাকেন। এতে তাঁর আত্মতৃপ্তি হলেও সংসার এবং দৈনন্দিন চাহিদা কোনওটাই ঠিকমতো পূরণ হয় না। ফলে তাঁর কোনও অভিযোগ না থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে স্ত্রী চন্দ্রাবতী ও পুত্র শ্যামলোচন প্রায়শই তাঁকে নানা কথা শোনায়। মা-ছেলের ইচ্ছা এই ভিটেটা বিক্রি করে মোটা অঙ্কের টাকা পাওয়া। কিন্তু সৎ, গরিব ব্রাহ্মণ কিছুতেই তাতে রাজি নন। ভাগীরথীর অপর প্রান্তে অবস্থিত এক বিদেশি মঠের লোক আসে কৃষ্ণলোচনবাবুর জমিটি কিনতে। অরাজি কৃষ্ণলোচনবাবুকে রাজি করাতে নানারকম টোপ দেয় তারা। কিন্তু কিছুতেই তিনি মত পরিবর্তন করেন না। অগত্যা ব্রজকিশোর নামের এক ব্যক্তি অন্য কৌশল করে। সে একদিন দয়াপুর গ্রামে কৃষ্ণলোচনবাবুর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওঁর গান শুনে বাড়িতে ঢুকে পড়ে। নানা কথোপকথনে আলাপ জমিয়ে বলে, আমি আপনার গান শুনে মুগ্ধ হয়ে গেছি। সিদ্ধান্ত নিয়েছি আপনার কাছ থেকেই দীক্ষা গ্রহণ করব। প্রথমে রাজি না হলেও চন্দ্রাবতীদেবী ও শ্যামলোচনের উৎসাহে এবং ব্রজবাবুর পীড়াপীড়িতে দীক্ষা দিতে তিনি সম্মত হন। এরপর থেকে মাঝে মাঝে এসে সে যোগমায়াকে প্রণাম করে ৫০০ টাকা প্রণামি দিয়ে যায়। যোগমায়াও খুব খুশি হয়। হঠাৎ একদিন কৃষ্ণলোচনের বন্ধু অধর হালদার নামগানের সময় তাদের বাড়িতে উপস্থিত হয়। জিনস, গেঞ্জি পরে ব্রজকে জোড় হাত করে ভজনা করতে দেখে অবাক হয়ে তার পরিচয় জানতে চান। যোগমায়া তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর বেশ কথাচ্ছলে ব্রজ তার আসল উদ্দেশ্যের কথাটা বলেন। তার গুরু কৃষ্ণলোচনের নাম কীভাবে সে সারা দেশে ছড়িয়ে দেবে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ আসবে এই পুণ্যতীর্থে এবং এটা একটা তীর্থক্ষেত্রের স্থান পাবে সেই সব কথা বলেন। অধরের কথাটা পছন্দ হলেও কৃষ্ণবাবু সেটা মেনে নিতে চান না। তিনি নিজেকে মহাপ্রভুর শিষ্য বলেই ভাবতে চান। নিজেকে শ্রীচৈতন্যের সমগোত্রীয়রূপে দেখতে চান না। গুরুর এই ভাবনা থাকা সত্ত্বেও ব্রজ হাল ছাড়ে না। সে নানা প্রলোভনে গুরুমা ও তার ছেলেকে হাত করে। তারা এই প্রস্তাবে রাজি হয়। সবকিছু না বুঝেই শ্যামলোচন ব্রজর দেওয়া চুক্তিপত্রে সই করে দেয়। ব্রজ এবার চক্রান্ত করে তার বাবাকে হত্যা করে। যে হত্যাকাণ্ডে অনিচ্ছা সত্ত্বেও শামিল হয় শ্যামলোচন।
শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রের প্রযোজনায় নির্মিত নাটক ‘দখলনামা’ একটি গবেষণা প্রসূত উপস্থাপনা। পৃথিবীর সব স্থানেই আজ মানুষ বড় অসহায়। রাজনীতি, সমাজব্যবস্থা থেকে সর্বত্রই চলছে এক ধরনের মানবিক শোষণ। কিংকর্তব্যবিমূঢ় অসহায় মানুষ জেনে শুনেই নিরুপায় হয়ে ঝাঁপ দেয় এই বৃহৎ খেলায়। বিষয়ের মধ্যে গভীরতা রয়েছে সন্দেহ নেই। অনেক সত্যিই তুলে ধরা হয়েছে নাটকে। মানুষের আবেগ অক্ষুণ্ণ রেখে যুক্তি দিয়ে মঞ্চে বলার মধ্যেও সাহসিকতার প্রয়োজন। যেটা দলের নির্দেশক সমরেশ বসুর মধ্যে দেখা গেল। নিটোল গল্প বাঁধা ও বিন্যাসের দ্বারা খুব সুন্দর মঞ্চ উপস্থাপনা সত্যিই প্রশংসনীয়। কোথাও কোনও ত্রুটি নজরে পড়ে না। গানগুলিও সুপ্রযুক্ত। কৃষ্ণলোচন ও ব্রজকিশোর দুটি বলিষ্ঠ চরিত্রকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন শ্যামাশিস পাহাড়ি ও প্রসেনজিৎ বর্ধন। চৈতন্যপ্রেমে আকুল কৃষ্ণলোচনের ভক্তিভাব তাঁর, রসবোধ ভীষণভাবে ফুটে ওঠে অভিব্যক্তি ও চালচলনে। শ্যামলোচনের ভূমিকায় ঋক দেব, চন্দ্রাবতীরূপী যোগমায়া, অধর হালদারের চরিত্রে নীলাভ চট্টোপাধ্যায়, শ্রীজীব গোঁসাইয়ের ভূমিকায় সমরেশ বসু এককথায় অনবদ্য। নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে শ্যামাশিস, পারমিতা, তানিয়া, স্পন্দন, কোরক, অনীক, বিনয়, তূণক, পূবালী, শ্রীলা, সমরেশ যথাযথ রূপ দিয়েছেন। কঙ্কণ ভট্টাচার্য আবহে প্রতিটি সিকোয়েন্স অন্য মাত্রা পেয়েছে। নাটক সৌমেন পাল ও আলো সৌমেন চক্রবর্তী।
কলি ঘোষ 
12th  October, 2019
  সরস্বতী নাট্যোৎসব ২০১৯

 নেতাজিনগর সরস্বতী নাট্যশালা আয়োজিত নাট্যোৎসব শুরু হতে চলেছে তপন থিয়েটারে আগামী ২০ নভেম্বর থেকে, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। পাঁচদিন ব্যাপী এই নাট্যোৎসবে মোট ১৭টি নাটক মঞ্চস্থ হবে। অংশগ্রহণকারী দলগুলি নাট্যজগতে যথেষ্ট পরিচিত। বিশদ

16th  November, 2019

জিয়নকাঠির উৎসব



  রানিকুঠী জিয়নকাঠি নাট্যদল আগামী ১৫-১৭ নভেম্বর, এই তিনদিন ধরে একটি নাট্যোৎসবের আয়োজন করেছে। নাট্যোৎসবটি হবে চন্দননগরের রবীন্দ্রভবনে। এই নাট্যোৎসবে অংশ নেবে বিভিন্ন জেলার নাট্যদলগুলি। বিশদ

16th  November, 2019
শুকনো কাঠে যষ্ঠিমধুর স্বাদ 

সম্প্রতি বাঁশদ্রোণী শিল্পন শিশিরমঞ্চে মঞ্চস্থ করল তাঁদের সাম্প্রতিক নাটক ‘জৈষ্ঠীমধু’। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব নাটক অবলম্বনে নির্মিত সম্পূর্ণ হাস্যরসাত্মক এই নাটকের সম্পাদনা ও নির্দেশনার দায়িত্বে ছিলেন সীমিকা রায়। 
বিশদ

09th  November, 2019
দর্শককে আয়নার সামনে দাঁড়ানোর চৈতন্য দেয় এ নাটক 

মানুষই মানুষকে খোঁজে। মানুষই মানুষের কাছে আশ্রয় চায়, মানুষই মানুষকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। কিন্তু যখন সময় বয়ে যায় হাতের আঙুলের ফাঁক দিয়ে, মানুষকে হতে হয় পরিস্থিতির শিকার। টানাপোড়েনের সুতো, মরে যাওয়া সম্পর্ককে বয়ে নিয়ে বেড়ানোর যন্ত্রণায় অনবরত হতে হয় ক্ষতবিক্ষত। তখনও কিন্তু মহাকাল নির্মেদ মোহহীনভাবেই বাজিয়ে চলে ঘটনার ঘণ্টা।
বিশদ

09th  November, 2019
গেমপ্ল্যানের প্রত্যাশা 

সালটা ১৯৮৯। চন্দ্রা দস্তিদার একটি নাটক লিখেছিলেন – প্রত্যাশা। পরিচালনা করেছিলেন জোছন দস্তিদার। ১৯৯১ সালে প্রথম মঞ্চস্থ হয়েছিল সে নাটক। দীর্ঘ তিন দশক বাদে আবার ‘প্রত্যাশা’কে ফিরিয়ে আনলেন জোছন-চন্দ্রার সুযোগ্য কন্যা খেয়ালি দস্তিদার। নাটকটি প্রথম মঞ্চস্থ হতে চলেছে ২৩ নভেম্বর, সন্ধে ৭টায়, জিডি বিড়লা সভাঘরে। 
বিশদ

09th  November, 2019
খুব আফশোস হয় উত্তমকুমারের মঞ্চাভিনয়
দেখতে পারলাম না: কুলভূষণ খারবান্দা

কুলভূষণ খারবান্দা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মুণ্ডিত মস্তক ভয়ংকর এক ভিলেন শাকালের ছবি। রমেশ সিপ্পির ‘শান’ ছবিতে এই ভিলেনের চরিত্রে অভিনয় করেই তিনি রাতারাতি বিখ্যাত হয়ে যান সর্বভারতীয় দর্শকের কাছে। কিন্তু ক’জন জানেন যে তাঁর অভিনয়ের হাতেখড়ি নাটকের মঞ্চেই! নাটকই তাঁর প্রথম প্রেম! এই কলকাতাতেই কেটেছে তাঁর জীবনের কয়েকটি বছর। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম সফল অভিনেতা। ফিল্মের ব্যস্ততা স্বত্বেও যখনই সুযোগ পেয়েছেন, স্টেজে ফিরে ফিরে এসেছেন। এসেছেন নাটকের টানে। যেমন সম্প্রতি ‘পদাতিক’এর ‘আত্মকথা’র হাত ধরে মঞ্চে এবং এই কলকাতায়। রিহার্সালের টাইট সিডিউলের ফাঁকে কিছুটা সময় বের করে আলাপচারিতায় মাতলেন অজয় মুখোপাধ্যায়ের সঙ্গে। 
বিশদ

09th  November, 2019
অর্ঘ্যের দশম লোকরঙ্গ নাট্যোৎসব 

কসবা অর্ঘ্য নাট্যদলের দশম বার্ষিক নাট্যোৎসব ‘লোকরঙ্গ ২০১৯’ শুরু হতে চলেছে আগামী ৮ নভেম্বর থেকে। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। অ্যাকাডেমি মঞ্চে নীলাঞ্জন মিশ্রের গান দিয়ে শুরু হবে উৎসব।  বিশদ

02nd  November, 2019
থিয়েলাইটের জন্মোৎসব 

উনিশ পেরিয়ে কুড়ি বছরে পা দিল নাট্যসংস্থা থিয়েলাইট। এই উপলক্ষে তারা গত ২০ জুন অ্যাকাডেমি অব ফাইন আর্টসের লেডি রানু মুখোপাধ্যায় মঞ্চে আয়োজন করেছিল এক অনুষ্ঠানের।   বিশদ

02nd  November, 2019
একলা একটা অর্জুন গাছ আর ব্যাঙথুপী 

আধুনিক বিশ্ব ধীরে ধীরে উষ্ণায়ণের করাল গ্রাসে আবদ্ধ হয়ে পড়ছে। এর থেকে বাঁচার একমাত্র উপায় হল সবুজায়ন। ‘একটি গাছ একটি প্রাণ’, ‘গাছ লাগান প্রাণ বাঁচান’, ‘সবুজ বাঁচান’ — সরকারি বিজ্ঞাপন হোর্ডিংয়েই সীমাবদ্ধ।  বিশদ

02nd  November, 2019
যাত্রাশিল্প ও টেলিপাড়ার
অ ন্দ র কা হি নী 

নান্দীপটের নাটক ‘আবৃত্ত’কে জড়িয়ে রেখেছে যাত্রা। এক সৃষ্টিশীলতার মধ্যে দিয়ে আর এক শিল্পকে স্মরণ করা। প্রায় ভগ্নপ্রায় এক বাড়ি। যে বাড়ির বাসিন্দা মাত্র চারটি প্রাণী। এক বৃদ্ধ, এক বৃদ্ধা এবং তাঁদের সন্তানসম দুই তরুণ-তরুণী। চারজনকে একত্রিত করে একসঙ্গে বেঁধে রেখেছে যাত্রা।   বিশদ

02nd  November, 2019
থিয়েটার পাড়ার গপ্পো
‘দুর্গাদাস বাঁড়ুজ্জে দুটো হবে না’ 

পেশাদারি বিভিন্ন মঞ্চে প্রায় চুয়াল্লিশটি নাটকে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন শিল্পী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। তিনি থিয়েটারের টানেই বর্ধিষ্ণু পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও, নাট্যমঞ্চকেই আপন করে নিয়েছিলেন। উইংস-এর আড়াল থেকে সেই সুদর্শন নটকে প্রত্যক্ষ করলেন ড. শঙ্কর ঘোষ।  বিশদ

02nd  November, 2019
পশুতে মানুষে... 

আমরা প্রায়শই কারও দুর্ব্যবহারে ক্ষুব্ধ হয়ে বলে থাকি — তুই তো জন্তুর মতো ব্যবহার করছিস! প্রশ্ন হল, সত্যি কি এখন এই উপমাটি ব্যবহার করা চলে? কেন না, বর্তমানে এই সমাজবদ্ধ জীবটি, অর্থাৎ মানুষ, সবচেয়ে বেশি হিংস্র, ভয়ঙ্কর, স্বার্থপর এক প্রাণী। যার সঙ্গে কোনও জন্তুরই তুলনা চলে না। 
বিশদ

12th  October, 2019
রংমহল ছাড়েননি 

সামনেই দুর্গাপুজো। ফি বছর মা আসেন পতিগৃহ থেকে পিতৃগৃহে। তেমনই একবার দুর্গা মর্তে আসার প্রাক্কালে পতিদেব মহাদেবের কাছে আর্জি জানালেন যে তিনি মর্তবাসীর দুঃখ-দুর্দশা সইতে পারছেন না। মহাদেব এমন কিছু করুন যাতে মর্তের লোকেদের দুর্গতি দূর হয়।  
বিশদ

12th  October, 2019
রঙরূপের ৫০ পূর্ণ 

পঞ্চাশ বছর পূর্ণ করে একান্নে পা রাখল নাট্যদল রঙরূপ। শারদোৎসবের প্রাক্কালে এই উপলক্ষে তারা আয়জোন করেছিল দুই দিনব্যাপী এক উৎসবের। পয়লা ও দোসরা অক্টোবর, এই দুই দিন বাাংলা অ্যকাডেমি ও অ্যাকাডেমি অব ফাইন আর্টস মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও নাটক।  
বিশদ

05th  October, 2019

Pages: 12345

একনজরে
বিশ্বজিৎ মাইতি, বারাসত, বিএনএ: বুলবুলে ক্ষতিগ্রস্ত সমস্ত চাষিকে ক্ষতিপূরণ দিতে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পৈতৃক সম্পত্তির রেকর্ড না থাকলেও ব্লক ভূমি ও ভূমি সংস্কার ...

 নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (পিটিআই): আইনজীবীদের আদালত অবমাননার হুঁশিয়ারি দেওয়ার পর করজোড়ে ক্ষমা চাইলেন বিচারপতি অরুণ মিশ্র। মঙ্গলবার বিচারপতি মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে এক জমি অধিগ্রহণ মামলার শুনানি চলছিল। ...

সংবাদদাতা, কাঁথি: খেজুরি-১ বিডিওর উদ্যোগে বিবাহিতা এক নাবালিকাকে উদ্ধার করা হল। পাশাপাশি নাবালিকার পরিবারের লোকজন পুলিস¬-প্রশাসনের কাছে মুচলেকা দিয়ে জানিয়েছেন, মেয়ে ১৮বছর হলেই তাকে স্বামীর বাড়িতে পাঠানো হবে। ততদিন পর্যন্ত বাপেরবাড়ির হেফাজতেই থেকে পড়াশোনা করবে সে।  ...

 ইসলামাবাদ, ৫ ডিসেম্বর (পিটিআই): পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল পাকিস্তানের আদালত। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের এক রিপোর্টে এমনটাই জানা গিয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ক্লান্তি। প্রিয়জনের বিপদগামিতায় অশান্তি ও মানহানির আশঙ্কা। সাংসারিক ক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 ১৯০১ - মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক ও কাহিনীকার ওয়াল্ট ডিজনির জন্ম,
১৯২৪: গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার জন্ম
১৯৩৫ - কলকাতায় মেট্রো সিনেমা হল প্রতিষ্ঠা হয়।
১৯৫০: বিপ্লবী, দার্শনিক ও আধ্যাত্মসাধক ঋষি অরবিন্দের প্রয়াণ
১৯৫১: শিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু
১৯৯৯: মিস ওয়ার্ল্ড হলেন যুক্তামুখী

05th  December, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৯২ টাকা ৭৩.০৯ টাকা
পাউন্ড ৯১.৬২ টাকা ৯৬.০৫ টাকা
ইউরো ৭৭.৪২ টাকা ৮১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৭২৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৭৪০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,২৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৯ অগ্রহায়ণ ১৪২৬, ৬ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, দশমী অহোরাত্র। উত্তরভাদ্রপদ ৪২/৬ রাত্রি ১০/৫৭। সূ উ ৬/৬/৫৩, অ ৪/৪৭/৫৩, অমৃতযোগ দিবা ৬/৪৮ মধ্যে পুনঃ ৭/৩২ গতে ৯/৪০ মধ্যে পুনঃ ১১/৪৮ গতে ২/৩৯ মধ্যে পুনঃ ৩/২৩ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪১ গতে ৯/১৪ মধ্যে পুনঃ ১১/৫৪ গতে ৩/২৭ মধ্যে পুনঃ ৪/২০ গতে উদয়াবধি, বারবেলা ৮/৪৭ গতে ১১/২৭ মধ্যে, কালরাত্রি ৮/৭ গতে ৯/৪৭ মধ্যে।
১৯ অগ্রহায়ণ ১৪২৬, ৬ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, দশমী ৫৮/২৮/৪৯ শেষরাত্রি ৫/৩১/৫০। উত্তরভাদ্রপদ ৪১/৪৫/৪১ রাত্রি ১০/৫০/৩৪, সূ উ ৬/৮/১৮, অ ৪/৪৮/২৩, অমৃতযোগ দিবা ৭/২ মধ্যে ও ৭/৪৪ গতে ৯/৫০ মধ্যে ও ১১/৫৭ গতে ২/৫১ মধ্যে ও ৩/২৭ গতে ৪/৪৮ মধ্যে এবং রাত্রি ৫/৪৫ গতে ৯/২১ মধ্যে ও ১২/৩ গতে ৩/৩৮ মধ্যে ও ৪/৩২ গতে ৬/৯ মধ্যে, কালবেলা ১০/৮/২০ গতে ১১/২৮/২১ মধ্যে, কালরাত্রি ৮/৮/২২ গতে ৯/৪৮/২১ মধ্যে।
৮ রবিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: সাংসারিক ক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলা প্রয়োজন। বৃষ: সাংসারিক সমস্যার সমাধান সূত্র ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮২৩: জার্মান দার্শনিক ম্যাক্সমুলারের জন্ম১৮৫৩: ঐতিহাসিক ও শিক্ষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর ...বিশদ

07:03:20 PM

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজের প্রথম টি-২০ জিতল ভারত

10:31:05 PM

 প্রথম টি২০: ভারত ১৭৭/২ (১৬ ওভার)

10:13:22 PM

প্রথম টি২০: ভারত ৮৯/১ (১০ ওভার) 

09:34:38 PM

প্রথম টি২০: ভারতকে ২০৮ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ 

08:34:59 PM