Bartaman Patrika
রাজ্য
 

চীন ও ভারতের সেতু
বেঁধেছিলেন রবীন্দ্রনাথ 

স্বপনকুমার ঘোষ: চীনের সঙ্গে ভারতের, চীনা সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির ঘনিষ্ঠ যোগাযোগ ও সম্বন্ধ বহু যুগের। ১৯২৪ ও ১৯২৭ সালে রবীন্দ্রনাথের চীন ভ্রমণ ভারত ও চীন এই দুই দেশের মানুষের কাছে এক অতি সৌভাগ্য সমন্বয়ের উজ্জ্বল অভিজ্ঞান। কবির আন্তরিক এষণা এই দুই দেশের মধ্যে শিল্প-সাহিত্য-শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে নিবিড় সেতুবন্ধনের সূচনা করেছিল। আর শান্তিনিকেতনে চীনভবন প্রতিষ্ঠা সেই আকাঙ্খার এক উজ্জ্বল কারুকীর্তি।
বিশ্বভারতীর প্রধান লক্ষ্য যদি একটা নীড়ে বহু বৈচিত্র্যকে আশ্রয় দেওয়া হয়, তবে এই বিশ্বনীড়ে চীনভবন হল একটি বিশেষ উপাদান। অভারতীয় প্রাচ্য ঐতিহ্যের এটি আমাদের সবচেয়ে বড় অবলম্বন। ৮৩ বছর আগে ‘বিশ্বভারতীর মধ্যমণি’ চীনভবনের প্রতিষ্ঠা হয়েছিল। রবীন্দ্র-জীবনকালে শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত চীনভবনই বিশ্বভারতীর ‘একটি বিরাট হিয়ায়’ সর্বশ্রেষ্ঠ স্বতন্ত্র প্রাচ্য বিদ্যাকেন্দ্র।
শান্তিনিকেতনে চীনভবন প্রতিষ্ঠার আকাঙ্খা পল্লবিত হয়ে রূপ নেওয়ার পিছনে কবির বিশিষ্ট সহযোগী হিসেবে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তান-য়ুন-শানের নাম অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবে। চীন-ভারত শিক্ষা সংস্কৃতি চর্চার অন্যতম রূপকার ‘ভারতবন্ধু’ অধ্যাপক তান চীনভবনে বহু লুপ্তপ্রায় মূল্যবান দুষ্প্রাপ্য বৌদ্ধগ্রন্থ উদ্ধার, সম্পাদনা এবং অনুবাদের কাজ করেছেন। তিনি উদ্ধার করেছেন বহু মূল্যবান নথিপত্রের। ভারত ও চীন এই দু’টি দেশের সাহিত্য-সংস্কৃতি-ঐতিহ্য ও সম্পর্ককে অধ্যাপক তান সারাজীবন ধরে বহন করে চলেছিলেন। তান ছিলেন সাংস্কৃতিক সেতুবন্ধী ভারতের অকৃত্রিম বন্ধু।
সম্প্রতি চীনের ভারত আক্রমণ ও আগ্রাসী মনোভাবের আবহে শান্তিনিকেতনে এক ঐতিহাসিক ঘটনার কথা মনে পড়ে। দেখতে দেখতে তাও প্রায় ৫৮বছর হয়ে গেল। ১৯৬২ সালে আম্রকুঞ্জে বিশ্বভারতীর বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট মানুষজন ও আশ্রমিকদের সঙ্গে অনুষ্ঠানবেদির সামনে প্রথম সারিতে বসেছিলেন তান য়ুন শান। বিশ্বভারতীর তদানীন্তন আচার্য ও ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সমাবর্তনের মনোজ্ঞ ভাষণে নানা বিষয়ের মধ্যে বলেছিলেন যে, চীন ভারতকে আক্রমণ করেছে। এই কথা শোনামাত্র সামনে প্রায় ধ্যানস্থ বুদ্ধমূর্তির মতো বসে থাকা অধ্যাপক তানের দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এইরকম আবেগঘন মুহূর্তটিকে নেহরুজি বিশেষভাবে লক্ষ্য করেন। বক্তৃতা শেষে পণ্ডিত নেহরু অনুষ্ঠানবেদি থেকে সরাসরি নেমে এসে তান য়ুন শানকে দু’হাত দিয়ে জড়িয়ে ধরেন। নেহরুজি তাঁর ভাষণে চীন-ভারত সম্পর্ক স্থাপনে রবীন্দ্রনাথ ও তান-য়ুন-শানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অধ্যাপক তানের এককালের সহকারী ও পরবর্তীকালে বিশ্বভারতী কেন্দ্রীয় গ্রন্থাগারের উপগ্রন্থাগারিক বীরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং ৭০ দশকের মাঝামাঝি চীন ভবনে স্বয়ং তান সাহেবের মুখেও এই ঘটনার শোনার বিরল সৌভাগ্য হয়েছিল আমার।
১৯২৭ সালে কবির দ্বিতীয়বারের চীনযাত্রার সময়, রবীন্দ্রনাথের সঙ্গে তান-য়ুন শানের সাক্ষাৎ হয়। গুরুদেবের আমন্ত্রণে ১৯২৮ সালে সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে শান্তিনিকেতনে আসেন তিনি। যোগ দেন চীনাভাষার অধ্যাপক হিসেবে। সেই বছর থেকেই মাত্র পাঁচজন ছাত্র নিয়ে তিনি শান্তিনিকেতনে চীনাভাষার ক্লাস শুরু করেন। বিশ্বভারতীতে তিন বছর অধ্যাপনার পর, কবির আশীর্বাদ ও শুভকামনা নিয়ে অধ্যাপক তান ১৯৩১ সালে আবার চীনে ফিরে যান। ১৯৩৩ সালে চীনের নানকিনে ‘তান সাহেব’ প্রতিষ্ঠা করলেন ‘সিনো-ইন্ডিয়ান কালচারাল সোসাইটি’ বা ‘চীন-ভারত সংস্কৃতি সমিতি’। ভারতবর্ষে এই সমিতির সভাপতি হলেন স্বয়ং রবীন্দ্রনাথ। এই সমিতির কর্মসূচি অনুযায়ী প্রধান ও প্রথম কাজ ছিল চীনভবন প্রতিষ্ঠার কর্মকাণ্ডকে বিশেষ গুরুত্বের সঙ্গে ত্বরান্বিত করা।
শান্তিনিকেতনে চীনভবন প্রতিষ্ঠার জন্য চীন দেশ থেকে প্রায় যাবতীয় কাজ শেষ করে, সংগৃহীত সব অর্থ, লক্ষাধিক বহু দুষ্প্রাপ্য গ্রন্থ নিয়ে ১৯৩৬ সালে তান-য়ুন-শান যখন শান্তিনিকেতনে ফিরলেন, তখন আশ্রমে ভরা বসন্তকাল। এরপর চীনভবন নির্মাণের কাজ শেষ হয়। ১৯৩৭ সালে ১৪ এপ্রিল নববর্ষের দিনে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ আনুষ্ঠানিকভাবে চীনভবনের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষিতিমোহন সেন। সুদীর্ঘ ৫৫ বছর ভারতীয় আচার্যদের মতো অধ্যাপক তান শান্তিনিকেতনে বসবাস করে গিয়েছেন।
আশ্রমগুরু রবীন্দ্রনাথ চীন-ভারতের সাহিত্য-সংস্কৃতি-শিক্ষার সেতু বেঁধেছিলেন। গত বিশ-বাইশবছরে চীনের আবহাওয়া বদলেছে। হাওয়া লেগেছে মুক্ত উদারনীতির পালে। চীনের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক সম্পর্ক, পঠন-পাঠন, গবেষণার আদান-প্রদান বেড়েছে। আবার উল্টো দিক থেকে অরুণাচল প্রদেশ, ডোকলাম নিয়ে রণং দেহি মূর্তি। আবার অতি সম্প্রতি লাদাখের গলওয়ানে অপ্রত্যাশিতভাবে চীনের আক্রমণ ভারতীয়দের মনে গভীর আঘাত হেনেছে। এই দুই দেশের রাজনীতি ও কূটনীতির পরিসরেও ঘনিয়েছে অবিশ্বাসের বিশাল কালো মেঘ।
আজকের চীন-ভারত অশান্তির আবহে ভারততীর্থের শ্রেষ্ঠ প্রবক্তা রবীন্দ্রনাথ ও তাঁর বিশিষ্ট সহযোগী তান-য়ুন-শানের সশ্রদ্ধ ভূমিকার কথা বার বার মনে হচ্ছে। ৮৩ বছর আগেই সেই চীনের উদ্দেশে উৎসর্গকৃত এক স্বতন্ত্র প্রাচ্যবিদ্যার শিক্ষাকেন্দ্র চীনভবন হয়ে উঠেছিল রবীন্দ্রনাথের বিশ্বজনীন স্বপ্নের শরিক।  শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ও তান-য়ুন-শান
 

29th  June, 2020
প্রিয় স্কুলমাঠেই চোখের জলে শহিদ
শ্যামলকে শেষ বিদায় জানাল সবং

সংবাদদাতা, খড়্গপুর: শনিবার রাতেই মেদিনীপুর পুলিস লাইনে পৌঁছে গিয়েছিল জঙ্গিহানায় নিহত জওয়ান শ্যামল দে-র দেহ। কথা ছিল, রবিবার সকালেই সবংয়ের সিংপুরে তাঁর নিজের গ্রামে হবে শেষকাজ। গ্রামের ছেলেকে শেষবারের মতো দেখার, শেষশ্রদ্ধা জানানোর সুযোগটা হাতছাড়া করতে চাননি কেউই। তাই রাত জেগেছিল সবং। বিশদ

29th  June, 2020
পরিযায়ী শ্রমিকদের তথ্যভাণ্ডার নিয়ে
অ্যাপ, নামকরণ ও উদ্বোধনে মমতা

জীবানন্দ বসু, কলকাতা: লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বা তাঁদের পরিবার সম্পর্কে প্রায় কোনও রাজ্যের কাছেই তেমন তথ্যভাণ্ডার না থাকায় লকডাউনপর্বে মারাত্মক সমস্যা হয়েছিল। এই পরিস্থিতিতে কেন্দ্রের পাশাপাশি সব রাজ্যই নড়েচড়ে বসতে চাইছে।
বিশদ

29th  June, 2020
কোর বিষয়ের আসন কমিয়ে কম্পিউটারে
আসন বাড়ানোর জন্য আবেদনের হিড়িক 

 সৌম্যজিৎ সাহা, কলকাতা: ইঞ্জিনিয়ারিং-এর কোর বিষয়ে বেশি আসন রাখতে চাইছে না বহু কলেজ। বরং সেখান থেকে কমিয়ে কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিষয়ে আসন বাড়াতে চাইছে তারা।
বিশদ

29th  June, 2020
সেরাদের তালিকা প্রকাশ
হওয়ার সম্ভাবনা খুব কম

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা অনেক কিছুই পাল্টে দিয়েছে। তার জেরে উচ্চ মাধ্যমিকের কৃতীদের নিয়ে উৎসাহ-উদ্দীপনার চেনা ছবিটাও দেখা যাবে কি না, সন্দেহ। পরিবর্তিত পদ্ধতিতে ফল প্রকাশে সেরাদের নিয়ে মেধাতালিকা তৈরি করা হবে কি না, তা নিয়ে ধন্ধে রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিশদ

29th  June, 2020
আগের তুলনায়
রেশনে ৩ গুণেরও বেশি কেরোসিন
তেল পাচ্ছেন প্রায় এক কোটি গ্রাহক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু বিনা পয়সায় মাসে পাঁচ কেজি করে চাল পাওয়া নয়, ডিজিটাল রেশন কার্ডে মে-জুন মাস থেকে প্রায় এক কোটি গ্ৰাহক আগের তুলনায় তিনগুণেরও বেশি কেরোসিন তেল পাচ্ছেন। আগে সাদা রংয়ের নন ডিজিটাল কার্ডে মাথাপিছু ১৫০ মিলি কেরোসিন দেওয়া হতো। বিশদ

29th  June, 2020
জীর্ণ খাল সংস্কারের মাধ্যমে
বিপুল পরিমাণ চাষের জমিকে
সেচসেবিত করার কাজ চলছে

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাল সংস্কারের মাধ্যমে প্রচুর পরিমাণ চাষের জমিকে সেচযোগ্য করে তোলা সম্ভব হয়েছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ৮ বছরের মধ্যে প্রায় ৯৫০ কিলোমিটার জীর্ণ সেচখাল সংস্কার করা হয়েছে। এতে প্রায় ১ লক্ষ ৮৩ হাজার হেক্টর জমি সেচ-ক্ষমতা ফিরেছে। বিশদ

29th  June, 2020
রথের দিনেও বায়নার ভাঁড়ার শূন্য
যাত্রা শিল্পে এবার ভাটার টান

সুকান্ত বসু, কলকাতা: যাত্রা শিল্পে এখন ভাটার টান। রথযাত্রা পেরিয়ে গেলেও করোনা আবহে বায়নার ভাঁড়ার এখনও শূন্য। অথচ গত বছর শুধু রথের দিনেই ৩ হাজার ২০০টি পালার জন্য বায়না হয়েছিল প্রায় দু’কোটি টাকা। যাত্রা সাম্রাজ্যে দুর্যোগের ঘনঘটা।
বিশদ

29th  June, 2020
কয়লা শিল্পের ধর্মঘটে
থাকবে না আইএনটিটিইউসি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগসহ কয়লা শিল্পের বেসরকারিকরণের উদ্যোগের পুরোপুরি বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি কড়া চিঠিও দিয়েছেন।
বিশদ

29th  June, 2020
পেট্রপণ্য: আজ যৌথ প্রতিবাদ কং-বামের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পেট্রপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার রাজ্যে যৌথভাবে রাস্তায় নামছে বাম ও কংগ্রেস। দু’পক্ষের রাজ্য নেতৃত্বের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এদিন বিকেলে কলকাতার রেড রোডের ধারে আম্বেদকর মূর্তির সামনে দূরত্ববিধি বজায় রেখেই এই কর্মসূচি পালন করবে তারা।   বিশদ

29th  June, 2020
জোগান বাড়িয়ে ব্যবসায় জোয়ার আনতে
মরিয়া নিষিদ্ধ মাদক কারবারিরা
সতর্ক নজর রাখছে পুলিসও

  শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: লকডাউনে মাদক কারবারে ভাটার টান। যাতায়াত ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে যাওয়ায় এক জায়গা থেকে অন্যত্র পাচারের কাজ ব্যাহত হয়েছে। তাছাড়া ওই সময় রাস্তায় পুলিসি কড়াকড়ি থাকায় কারবারিরা বাড়তি ঝুঁকিও নিতে চায়নি।
বিশদ

29th  June, 2020
 পাখি মারার জন্য তৈরি পাইপগানের
ক্ষমতা দেখেই খুনের ছক কষে জয়ন্ত

 সুজিত ভৌমিক, কলকাতা: ছোট থেকেই তার পাখি মারার নেশা। এমনকী সেজন্য বাড়িতে পাইপগানের ধাঁচে আগ্নেয়াস্ত্র বানিয়েছিল সে। তা দিয়ে দু’-একটা পাখিও মেরেছিল। নিজের হাতে তৈরি অস্ত্রের এমন মারণ ক্ষমতা দেখে, সে প্রথমে তাজ্জব হয়ে যায়।
বিশদ

29th  June, 2020
করোনা নিয়ে বই প্রকাশে উদ্যোগী
সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোভিড-পরবর্তী সময়কে রীতিমতো দলিল হিসেবে ধরে রাখার উদ্যোগ নিয়েছে পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। করোনাকে নিজেদের সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে তারা। শুধুমাত্র করোনা নিয়েই ৯৫টি ডিসার্টেশন তৈরি করেছেন পড়ুয়ারা।
বিশদ

29th  June, 2020
 পার্টি অফিস খোলাকে
কেন্দ্র করে সংঘর্ষ
হাড়োয়ায় দু’পক্ষের জখম ১৪

  নিজস্ব প্রতিনিধি, বারাসত: বন্ধ করে দেওয়া শাসকদলের পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে তীব্র উত্তেজনা তৈরি হয় হাড়োয়ায়। রবিবার দুপুরের এই ঘটনায় দু’পক্ষের মোট ১৪ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে বিজেপির পাঁচজন কর্মী হাড়োয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। বিশদ

29th  June, 2020
স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই
কিনতে ১০০ কোটিরও বেশি খরচ

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা পর্বের শুরুতে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই নিয়ে কম গঞ্জনা সহ্য করতে হয়নি রাজ্য স্বাস্থ্যদপ্তর তথা সরকারকে। রাজ্যজুড়ে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে সেই বাংলা‌ই কিন্তু পিপিই কিনতে এখনও পর্যন্ত ১০০ কোটি টাকারও বেশি খরচ করেছে বলে পদস্থ সূত্রে জানা গিয়েছে। বিশদ

29th  June, 2020

Pages: 12345

একনজরে
ইসলামাবাদ: ভুয়ো লাইসেন্স রাখার অপরাধে আড়াইশো জনের বেশি পাকিস্তানি পাইলট ও বিমানকর্মীকে সাসপেন্ড করল একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা। পাশাপাশি তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ...

সুব্রত ধর, শিলিগুড়ি: শিলিগুড়িতে করোনার ‘সন্ত্রাস’ ক্রমশ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যে শহরে আক্রান্তের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই। এবার কোভিড মোকাবিলায় প্রস্তুত করা হল অ্যাকশন প্ল্যান। সোমবার দার্জিলিং জেলা প্রশাসন ও শিলিগুড়ি পুলিস কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পর্যটনমন্ত্রী গৌতম দেব এই কর্মসূচির ...

কলম্বো: গড়াপেটা বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শ্রীলঙ্কাকে। দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথামাজে অভিযোগ করেছিলেন, ২০১১ আইসিসি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা ক্রিকেট দল ইচ্ছা করে ভারতের কাছে হেরেছিল। ...

জীবানন্দ বসু, কলকাতা: বিদেশি বিনিয়োগ তথা বেসরকারিকরণ ইস্যুতে কয়লা শিল্পে তিনদিনের লাগাতার ধর্মঘট নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধংদেহী অবস্থান নিল আরএসএস নিয়ন্ত্রিত শ্রমিক ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের কোনও বৃত্তিমূলক পরীক্ষায় ভালো ফল করবে। বিবাহ প্রার্থীদের এখন ভালো সময়। ভাই ও বোনদের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী এবং অভিযাত্রী জোসেফ ডালটন হুকারের জন্ম
১৯১৭-দাদাভাই নওরজির মৃত্যু।
১৯৫৯ - বিশিষ্ট বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর মৃত্যু
১৯৬৬- মাইক টাইসনের জন্ম।
১৯৬৯- রাজনীতিবিদ সুপ্রিয়া সুলের জন্ম।
১৯৮৫- মার্কিন সাঁতারু মাইকেল ফেলপসের জন্ম।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৮১ টাকা ৭৬.৫৩ টাকা
পাউন্ড ৯১.৯০ টাকা ৯৫.২০ টাকা
ইউরো ৮৩.৫৩ টাকা ৮৬.৫৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯,০৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,৫৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৭,২৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৮,৭৯০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৮,৮৯০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ আষাঢ় ১৪২৭, ৩০ জুন ২০২০, মঙ্গলবার, দশমী ৩৭/৭ রাত্রি ৭/৫০। চিত্রা ১/৩৯ প্রাতঃ ৫/৩৯ পরে স্বাতী ৫৭/৪২ রাত্রি ৪/৪। সূর্যোদয় ৪/৫৯/৯, সূর্যাস্ত ৬/২১/১০। অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে পুনঃ ৯/২৬ গতে ১২/৬ মধ্যে পুনঃ ৩/৪০ গতে ৪/৩৩ মধ্যে। রাত্রি ৭/৩ মধ্যে পুনঃ ১২/১ গতে ২/৯ মধ্যে। বারবেলা ৬/৩৯ গতে ৮/১৯ মধ্যে পুনঃ ১/২০ গতে ৩/০ মধ্যে। কালরাত্রি ৭/৪০ গতে ৯/০ মধ্যে।
১৫ আষাঢ় ১৪২৭, ৩০ জুন ২০২০, মঙ্গলবার, দশমী রাত্রি ৭/১৩। চিত্রা নক্ষত্র প্রাতঃ ৫/৪১ পরে স্বাতী নক্ষত্র শেষরাত্রি ৪/৫। সূযোদয় ৪/৫৮, সূর্যাস্ত ৬/২৪। অমৃতযোগ দিবা ৭/৪২ মধ্যে ও ৯/২৯ গতে ১২/৯ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৫ মধ্যে ১২/৩ গতে ২/১১ মধ্যে। বারবেলা ৬/৩৯ গতে ৮/২০ মধ্যে ও ১/২২ গতে ৩/২ মধ্যে। কালরাত্রি ৭/৪৩ গতে ৯/২ মধ্যে।
৮ জেল্কদ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: বিদ্যার্থীদের কোনও বৃত্তিমূলক পরীক্ষায় ভালো ফল করবে। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৭: ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী এবং অভিযাত্রী জোসেফ ডালটন হুকারের জন্ম১৯১৭-দাদাভাই নওরজির ...বিশদ

07:03:20 PM

দিল্লিতে করোনা পজিটিভ আরও ২,১৯৯ জন, মোট আক্রান্ত ৮৭,৩৬০ 

10:41:52 PM

আগামী ৩ মাসের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র 

10:08:59 PM

কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়ছে 
কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়ছে সাড়ে চার টাকা। আগামীকাল থেকে ...বিশদ

09:56:15 PM

মহারাষ্ট্রে করোনা পজিটিভ আরও ৪,৮৭৮ জন, মোট আক্রান্ত ১,৭৪,৭৬১ 

08:38:03 PM