Bartaman Patrika
খেলা
 

আজ দিল্লির মুখোমুখি কোহলিরা

বেঙ্গালুরু, ৬ এপ্রিল: রাসেল তাণ্ডবের ঘোর কাটার আগেই ফের মাঠে নামতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। রবিবার বিরাট কোহলিরা মুখোমুখি হবেন দিল্লি ক্যাপিটালসের। টানা পাঁচ ম্যাচে হারের ধাক্কা সামলে দ্বাদশ আইপিএলে ঘুরে দাঁড়াতে হলে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে আরসিবি’কে। প্লে-অফে খেলার আশা টিকিয়ে রাখার জন্য বাকি ৯ ম্যাচের মধ্যে অন্তত আটটিতে জিততে হবে তাদের। দেওয়ালে পিঠ যাওয়া স্কোয়াডকে নতুন ভাবে উদ্দীপ্ত করাটাই এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কোহলির কাছে। তবু ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সহসা ছন্দ হারিয়ে বসা শ্রেয়াস আয়ার, ঋষভ পন্থদের বিরুদ্ধে টুর্নামেন্টে প্রথম জয়ের মুখ দেখতে মরিয়া আরসিবি অধিনায়ক। অন্যদিকে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হেরে চাপে পড়ে যাওয়া দিল্লি ক্যাপিটালসও সর্বশক্তিতে ঝাঁপাবে জয়ের পথে ফেরার লক্ষ্যে।
এবারের আইপিএলটা দুঃস্বপ্নের মতো কাটছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। শুক্রবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২০৫ রান তুলেও হার হজম করতে হয়েছে তাদের। ৪৯ বলে ৮৪ রানের ইনিংস খেলেও দলকে জয়ের পথ দেখাতে পারেননি কোহলি। মূলত আন্দ্রে রাসেলের কাছেই হারতে হয়েছে তাঁদের। মাত্র ১৩ বলে সাতটি ছক্কা ও একটি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে বিরাটদের স্বপ্ন চুরমার করে দেন কেকেআরের এই ‘ক্যারিবিয়ান দৈত্য’। শেষ ২ ওভারে নাইটদের জয়ের জন্য দরকার ছিল ৩০ রান। কিন্তু ১৯তম ওভারে টিম সাউদিকে বেধড়ক মেরে ২৯ রান তুলে ম্যাচ পকেটে পুরে নেন রাসেল। তার আগের ২ ওভারে আসে ৩৫ রান। অর্থাৎ তিন ওভারে ৬৪ রান তুলেছে কেকেআর।
স্বভাবতই চূড়ান্ত হতাশ ক্যাপ্টেন কোহলি। ম্যাচ শেষে মেজাজও হারালেন তিনি। বোলারদের কড়া সমালোচনা করে আরসিবি অধিনায়ক বলেন, ‘শেষ চার ওভারে আমরা যে বিশ্রী বোলিং করেছি, তাতে হারাটাই স্বাভাবিক। এটা মেনে নেওয়া যায় না। শেষের দিকে স্নায়ুর চাপ সামলে বল করতে না পারলে, জয়ের স্বপ্ন দেখাই বৃথা। এমনটা হলে শেষ চারে ওভারে ৭৫ রানও যথেষ্ট নয়। জানি না, ১০০ রানও নিরাপদ কিনা। এটা অত্যন্ত হতাশাজনক ব্যাপার।’ কোহলি সেই সঙ্গে যোগ করেন, ‘হারের কারণ খোঁজার জন্য রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই। আইপিএলে যে উচ্চতার ক্রিকেট খেলা উচিত, সেই মানের ক্রিকেট আমরা খেলতে পারিনি। তার ওপর উল্টোদিকে রাসেলের মতো পাওয়ার হিটার থাকলে, আর গুরুত্বপূর্ণ মুহূর্তে এরকম দিশাহীন বোলিং করলে ম্যাচ বের করা আরও কঠিন হয়ে দাঁড়ায়। আজকের পর বলতে দ্বিধা নেই, লিগ টেবলে এই মুহূর্তে যেখানে রয়েছি, আমরা সেখানেই থাকার যোগ্য। তবু চেষ্টা করতে হবে, এখান থেকে ঘুরে দাঁড়ানোর। আর সে জন্য দিল্লির বিরুদ্ধে রবিবার জেতা ছাড়া আমাদের সামনে আর কোনও পথ নেই।’

নাইটদের সংসারে রাসেল
এখন স্বপ্নের সওদাগর

বেঙ্গালুরু, ৬ এপ্রিল: নাইট রাইডার্স সমর্থকদের কাছে আন্দ্রে রাসেল এখন স্বপ্নের সওদাগর। কোনও কিছুই তাঁর কাছে অসম্ভব নয়। আইপিএলে সেটা আগেও তিনি প্রমাণ করে দেখিয়েছেন। তবে শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁর ১৩ বলে ম্যাচ জেতানো অপরাজিত ৪৮ রানের ইনিংস দেখার পর মুগ্ধ ক্রিকেট দুনিয়া।
বিশদ

পাঞ্জাবকে হারিয়ে সাফল্যের
সরণিতে ফিরলেন ধোনিরা

চেন্নাই, ৬ এপ্রিল: কিংস ইলেভেন পাঞ্জাবকে দাপটে হারিয়ে সাফল্যের সরণিতে ফিরে এল চেন্নাই সুপার কিংস। আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের ধাক্কা সামলে দারুণ ভাবে ঘুরে দাঁড়ালেন ধোনিরা। ২২ রানে জিতে নিলেন শনিবারের ম্যাচ। কাজে এল না পাঞ্জাবের লোকেশ রাহুল ও সরফরাজ খানের জোড়া অর্ধশতরান।
বিশদ

ফিফা কাউন্সিলে মনোনীত ফেডারেশন সভাপতি
এএফসি’র কংগ্রেসেও বক্তব্য রাখলেন প্রফুল্ল প্যাটেল

 কুয়ালালামপুর, ৬ এপ্রিল: দেশের প্রথম সারির আই লিগ ক্লাবগুলির অস্তিত্ব নিয়ে যখন ভারতীয় ফুটবলের আকাশে ধোঁয়াশা ও বিবিধ প্রশ্ন উঠছে, তখনই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেল প্রথম ভারতীয় প্রশাসক হিসাবে ফিফা কাউন্সিলের সদস্য হিসাবে মনোনীত হলেন।
বিশদ

পিছিয়ে পড়েও জয়ী লিভারপুল

 নিজস্ব প্রতিবেদন: শুক্রবার রাতে সেন্ট মেরি স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও লিভারপুল ৩-১ গোলে সাদাম্পটনকে হারিয়ে আপাতত ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এল। ইপিএলের ৩৩টি ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৮২ পয়েন্ট।
বিশদ

 আজ রাজস্থানের মুখোমুখি কেকেআর

  জয়পুর, ৬ এপ্রিল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের ঘোর এখনও কাটেনি নাইটদের। তার মধ্যেই রবিবার গোলাপি শহর জয়পুরে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে কেকেআর। চারটি ম্যাচ খেলে নাইট রাইডার্স তিনটিতে জিতেছে। রাজস্থান রয়্যালস সমসংখ্যক ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে।
বিশদ

কিছু বুঝে ওঠার আগেই
ম্যাচ নিয়ে গেল রাসেল
এবি ডি’ভিলিয়ার্স

 আমার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই হার এখন ভূ-ভারতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন কোনও লোক নেই, যারা আমাদের এই শোচনীয় পারফরম্যান্স দেখে বিস্মিত হবেন না। কে জানে, হয়তো বলিউডের কোনও চিত্রপরিচালক আমাদের করুণ দুর্দশার কাহিনী নিয়ে ইতিমধ্যে ফিল্ম পরিকল্পনা শুরু করে দিয়েছেন!
বিশদ

 অভিভূত শাহরুখ দিলেন ‘বাহুবলী’ স্বীকৃতি

  বেঙ্গালুরু, ৬ এপ্রিল: ভারতীয় সিনেমার ইতিহাসে ‘বাহুবলী’ অন্যতম হিট ছবি। সেই ছবির মূল চরিত্র অমরেন্দ্র সিং বাহুবলী শাসক হিসেবে যেমন একার কাঁধে গোটা মহিষমতী সাম্রাজ্যকে বহন করেছিলেন, চলতি আইপিএলে রাসেলের ব্যাটও ঠিক সেভাবেই প্রতিটি ম্যাচে ঢাল হয়ে দাঁড়িয়েছে নাইটদের।
বিশদ

শামকির দাবা
আনন্দের সামনে রয়েছে
চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ

শামকির (আজারবাইজান), ৬ এপ্রিল: পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ খেলবেন রাশিয়ার সের্গেই কার্জাকিনের বিরুদ্ধে। শামকির দাবার এটি ষষ্ঠ রাউন্ডের ম্যাচ। ভারতের সর্বকালের সেরা দাবাড়ু প্রথম পাঁচ রাউন্ডের মধ্যে দুটিতে দুরন্ত খেলেছেন। আনন্দের সংগ্রহে তিন পয়েন্ট।
বিশদ

  আই লিগের ক্লাব জোটের সঙ্গে বসবেন না ফেডারেশন সভাপতি

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফিফা কাউন্সিলে মনোনীত হওয়ার সাত ঘণ্টার মধ্যে প্রফুল্ল প্যাটেল জানিয়ে দিলেন আই লিগের ক্লাব জোটের সঙ্গে বসার কোনও অভিপ্রায় তাঁর নেই। কুয়ালালামপুর থেকে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন,‘আমার নির্দেশে কুশল দাস ওদের চিঠি দিয়ে সুপার কাপে খেলতে বললেন।
বিশদ

চেন্নাই তিন বছরে আড়াই কোটি দিতে চাইছে চুলোভাকে

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলের দল চেন্নাইয়ান এফসি তিন বছরে আড়াই কোটির অফার দিল চুলোভাকে। গত দু’বছর চুলোভা ইস্ট বেঙ্গল থেকে এক কোটির কিছু বেশি পেয়েছেন। চেন্নাইয়ের অফারের কথা চুলোভা সাবেক ইস্ট বেঙ্গল কর্তাদের পাশাপাশি কোয়েসকেও জানিয়েছেন।
বিশদ

  বিশ্বের ১৪ নম্বরকে হারালেন সাথিয়ান

 ইয়োকোহামা, ৬ এপ্রিল: বিশ্বকাপ টেবল টেনিসে যোগ্যতা অর্জন করার থেকে একধাপ দুরে রয়েছেন ভারতের জি সাথিয়ান। শনিবার আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান কাপের পঞ্চম-অষ্টম স্থান নির্ণায়ক ম্যাচে বিশ্বের ২৮ নম্বর জি সাথিয়ান ১২-১০, ১০-১২, ১১-৫, ১১-৬, ১১-৮ পয়েন্টে হারালেন বিশ্বের ১৪ নম্বর হংকংয়ের চুন টিয়াং ওংকে।
বিশদ

  বেনজেমার জোড়া গোলে জয়ী রিয়াল মাদ্রিদ

 মাদ্রিদ, ৬ এপ্রিল: আগের ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে উঠে জিনেদিন জিদানের প্রশিক্ষণে ফের জয়ের পথে ফিরল রিয়াল মাদ্রিদ। শনিবার ২-১ গোলে রিয়াল হারিয়ে দিল এইবরকে। তবে ৩৯ মিনিটে মার্ক কারদোনার গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল।
বিশদ

জিতল ভারত

 নয়াদিল্লি, ৬ এপ্রিল: ওলিম্পিকসের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারাল ভারতের মহিলা দল। টানা দুটি ম্যাচে জিতে ভারতের পয়েন্ট ৬। প্রথম ম্যাচে ভারত হারিয়েছিল ইন্দোনেশিয়াকে।
বিশদ

  ফের ব্যর্থ রহিত শর্মা

 হায়দরাবাদ, ৬ এপ্রিল: দ্বাদশ আইপিএলে সেরা পারফরম্যান্সটা এখনও অবধি মেলে ধরতে ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রহিত শর্মা। এই মরশুমে এখনও অবধি তিনি একটিও হাফ-সেঞ্চুরি পাননি। সর্বাধিক ৪৮। সেটা তিনি করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।
বিশদ

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, দার্জিলিং: পাহাড়ে প্রচারে এগিয়ে গিয়েছেন মোর্চা সমর্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাই। তিনি ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছেন। পাহাড়ের ভূমিপুত্র হিসাবে তাঁকে সাদরে গ্রহণ করেছেন পাহাড়বাসী।   ...

শ্রীনগর, ৬ এপ্রিল (পিটিআই): বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমানহানা এবং সীমান্তে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামানোর বিষয়ে নরেন্দ্র মোদির সরকার মিথ্যার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ ...

 ইসলামাবাদ, ৬ এপ্রিল (পিটিআই): জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারার তুলে নিলে, তা রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাবনাগুলিকে লঙ্ঘন করার শামিল হবে। তাই পাকিস্তান এটা কখনওই মেনে নেবে না। ইসলামাবাদে একটি সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানিয়েছেন পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিবেশকর্মীদের ডাকে সাড়া দিয়ে রাজ্যের প্রথম সারির সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই শনিবার কলকাতা প্রেস ক্লাবে ‘রাজনৈতিক দলের কাছে পরিবেশ দূষণের গুরুত্ব’ শীর্ষক এক আলোচনাসভায় অংশগ্রহণ করেন। তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম সহ ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মরতদের ক্ষেত্রে শুভ। উপার্জন ভাগ্য ভালো। কর্মে উন্নতির যোগ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা মিলবে। ব্যবসা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব স্বাস্থ্য দিবস
১৭৭০- ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম
১৮৯৭ - নাট্যকার, অভিনেতা, সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার তুলসী লাহিড়ীর জন্ম
১৯২০- সেতার বাদক পণ্ডিত রবিশংকরের জন্ম
১৯৪২- অভিনেতা জিতেন্দ্রর জন্ম
১৯৪৭ - মার্কিন মোটরযান উৎপাদক হেনরি ফোর্ডের মৃত্যু
১৯৪৮ - বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৫৪- অভিনেতা, অ্যাকশন কোরিওগ্রাফার তথা মার্শাল আর্টিস্ট জ্যাকি চ্যানের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৩৩ টাকা ৭০.০২ টাকা
পাউন্ড ৮৮.৯০ টাকা ৯২.১৫ টাকা
ইউরো ৭৬.১৫ টাকা ৭৯.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
06th  April, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩২, ১৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০, ৫৩৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩০, ৯৯৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭ ৫৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭, ৬৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ চৈত্র ১৪২৫, ৭ এপ্রিল ২০১৯, রবিবার, দ্বিতীয়া ২৬/২৩ অপঃ ৪/২। অশ্বিনী ৮/৯ দিবা ৮/৪৪। সূ উ ৫/২৮/২৭, অ ৫/৪৯/৫৯, অমৃতযোগ দিবা ৬/১৮ গতে ৯/৩৬ মধ্যে। রাত্রি ৭/২২ গতে ৮/৫৬ মধ্যে, বারবেলা ১০/৬ গতে ১/১২ মধ্যে, কালরাত্রি ১/৫ গতে ২/৩৩ মধ্যে।
২৩ চৈত্র ১৪২৫, ৭ এপ্রিল ২০১৯, রবিবার, দ্বিতীয়া ৩/১৮/৫। অশ্বিনীনক্ষত্র ৮/১৮/৪৯, সূ উ ৫/২৮/৭, অ ৫/৪৯/২৭, অমৃতযোগ দিবা ৬/১৭/৩২ থেকে ৯/৩৫/১৪ মধ্যে এবং রাত্রি ৭/২২/৩৬ থেকে ৮/৫৫/৪৬ মধ্যে, বারবেলা ১০/৬/৭ থেকে ১১/৩৮/৪৭ মধ্যে, কালবেলা ১১/৩৮/৪৭ থেকে ১/১১/২৭ মধ্যে, কালরাত্রি ১/৬/৭ থেকে ২/৩৩/২৭ মধ্যে।
 ১ শাবান
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: কর্মে উন্নতির যোগ আছে। বৃষ: গৃহ সংস্কার যোগ আছে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে

বিশ্ব স্বাস্থ্য দিবস১৭৭০- ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম১৮৯৭ - নাট্যকার, ...বিশদ

07:03:20 PM

রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারাল কেকেআর

10:56:29 PM

কেকেআরকে ১৪০ রানের টার্গেট দিল রাজস্থান রয়্যালস 

09:37:13 PM

রাজস্থান রয়্যালস: ৫৬/১ (১০ ওভার) 

08:47:03 PM

রাজস্থান রয়্যালস: ২৮/১ (৬ ওভার) 

08:29:29 PM