Bartaman Patrika
খেলা
 

এমবাপে ও ডি মারিয়ার গতি ও স্কিলের সামনে অসহায় ম্যান ইউ

পিএসজি-২ (কিমপেম্বে, এমবাপে) : ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-০
রাতুল ঘোষ : ইউরোপিয়ান ফুটবলের প্রথম সারির ক্লাবের তকমা অনেক দিন আগেই খুইয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২০১৩ সালে দীর্ঘ ২৬ বছরের কোচিং ইনিংস শেষ করে ওল্ড ট্রাফোর্ড থেকে স্যার অ্যালেক্স ফার্গুসনের প্রস্থানের পর থেকেই এই ক্রমিক অধঃপতনের প্রক্রিয়া শুরু হয়েছে। কেয়ারটেকার কোচ সোলকজারের আমলেও মঙ্গলবার রাতে যা অপরিবর্তিত রইল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে প্রথম পর্বের হোম ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে প্যারি সাঁ জাঁ ওল্ড ট্রাফোর্ড ছাড়ল। এই ঘরের মাঠে অতীতে কোনও ফরাসি ক্লাব হারাতে পারেনি ম্যান ইউকে। আর চ্যাম্পিয়ন্স লিগের হোম ম্যাচে ম্যান ইউয়ের একাধিক গোলে পরাজয়ও এক নজিরবিহীন ঘটনা। তবে মানতেই হবে, পিএসজি’র রক্ষণে থিয়াগো সিলভা, কিমপেম্বেরা অসাধারণ দৃঢ়তা দেখিয়ে শূন্যে ও জমিতে কার্যত বক্সে কারফিউ জারি করেছিলেন। তাই সেইভাবে গোলের মুখ খুলতে ব্যর্থ হয় ম্যান ইউ।
তাও মঙ্গলবার চোটের জন্য পিএসজি’র আপফ্রন্টে খেলতে পারেননি নেইমার ও এডিনসন কাভানি। তা সত্ত্বেও কিলিয়ান এমবাপের দুরন্ত গতি ও অ্যাঞ্জেল ডি মারিয়া’র অনবদ্য গেম মেকিং ম্যান ইউয়ের যাবতীয় সীমাবদ্ধতাকে উন্মোচিত করে দেয়। বাঁ-প্রান্তে অ্যাঞ্জেল ডি মারিয়া’কে আটকাতে নাজেহাল হয়ে গেলেন অ্যাশলি ইয়ং। বিরতির আগে ঈষৎ বেপরোয়া হয়ে টাচ লাইনের ধারে তিনি কনুইয়ের গুঁতোয় ডি মারিয়াকে ছিটকে বিজ্ঞাপনী বিলবোর্ডের ওপর ফেলে দেন। অন্যদিকে, ম্যান ইউয়ের দুই আক্রমণাত্মক ফুটবলার জেসি লিংগার্ড ও অ্যান্টনি মার্শাল প্রথমার্ধের শেষ দিকে এমন চোট পান যে দ্বিতীয়ার্ধে তাঁরা আর মাঠে নামতে পারেননি। তাঁদের দুই পরিবর্ত অ্যালেক্সি স্যাঞ্চেজ ও হুয়ান মাতা শেষ ৪৫ মিনিটে দাগ কাটতে ব্যর্থ হন। মার্কাস র‌্যাশফোর্ডের অবস্থাও ছিল তথৈবচ। আসলে গত ১১টি ম্যাচের মধ্যে ১০টিতে জয় পেয়ে সোলকজারের কোচিংয়ে ম্যান ইউ সমর্থকরা নিজেদের অপ্রতিরোধ্য মনে করছিল। মঙ্গলবার রাতে পিএসজি তাদের বাস্তবের রুক্ষ জমিতে আছড়ে ফেলল।
ইপিএলের মাঝারি মানের দলগুলির বিরুদ্ধে পরপর জয় পেয়েছিল ম্যান ইউ। তাই অনেক আশা নিয়ে ওল্ড ট্রাফোর্ডের ভিআইপি বক্সে খেলা দেখতে এসেছিলেন কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসন, ডেভিড বেকহ্যাম, রায়ান গিগসরা। কিন্তু তাঁরা মাঠ ছাড়লেন চূড়ান্ত হতাশ হয়ে। আগামী ৬ মার্চ পিএসজি’র ঘরের মাঠ প্যারিসের ‘পার্ক দ্য প্রিন্সেস’ স্টেডিয়ামে দু’গোলের ব্যবধান ঘুচিয়ে ম্যান ইউয়ের পক্ষে অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন। কারণ এই ধরনের পিছিয়ে পড়া ম্যাচ জিততে গেলে যে রসদ দরকার তা এই ম্যান ইউ দলের আছে বলে মনে হয় না। যদিও পিএসজি’র পক্ষে গত দু’বার চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের ফল বিশ্লেষণ করলে দেখা যাবে দুই মরশুম আগে ঘরের মাঠে বার্সেলোনাকে ৪-০ গোলে চূর্ণ করেও ন্যু-ক্যাম্প স্টেডিয়ামে তাঁরা ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল মেসিদের কাছে। আর গত মরশুমে এই একই পর্যায়ে রিয়াল মাদ্রিদও দু’দফায় তাঁদের পাঁচ গোল মেরেছিল।
মঙ্গলবার ম্যান ইউয়ের খেলায় তেমন ইম্প্রোভাইজেশনের ছাপ চোখে পড়েনি। মন্থর বিল্ডআপ, রক্ষণে দুর্বলতা তো ছিলই, সর্বোপরি জয়ের খিদেটাই তাঁদের খেলায় অনুপস্থিত ছিল। শুরুতে পল পোগবা কিছুটা ঝটকা মারার চেষ্টা করেছিলেন। ১৬ মিনিটে অ্যাটাকিং থার্ডে পৌঁছে একক প্রয়াসে পিএসজি’র দু’জনকে টপকে তিনি প্রথম পোস্টে শট নেন। কিন্তু ৪১ বছর বয়সি কিংবদন্তি গোলরক্ষক গিগি বুফোঁ প্রথম পোস্ট কভার করে বল তুলে নেন। বুফোঁ যেদিন প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমেছিলেন তখন জন্ম হয়নি কিলিয়ান এমবাপে ও মার্কাস র‌্যাশফোর্ডের। সেই বুফোঁকেই সেইভাবে পরীক্ষার মুখে মঙ্গলবার ফেলতে পারেনি ম্যান ইউ। অন্তিমপর্বে ৮৯ মিনিটে পোগবা দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মার্চিং অর্ডার পেয়ে মাঠ ছাড়েন। এর ফলে আগামী ৬ মার্চ ফিরতি ম্যাচে পোগবার সার্ভিস পাবে না ম্যান ইউ। অথচ কাভানি ওই ম্যাচে দলে ফিরবেন।
ছয় মরশুম আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৫৯ মিলিয়ন পাউন্ড গুণে রিয়াল মাদ্রিদ থেকে অ্যাঞ্জেল ডি মারিয়াকে কিনেছিল। কিন্তু তৎকালীন কোচ লুই ফন গল কিছুতেই ডি মারিয়াকে ওল্ড ট্রাফোর্ডে নিয়মিত সুযোগ দিয়ে থিতু হতে দেননি। তাই ম্যান ইউ ছেড়ে পিএসজি’তে পাড়ি দিয়েছিলেন ডি মারিয়া। মঙ্গলবার বাঁ-প্রান্তে একের পর এক আক্রমণে নেতৃত্ব দিয়ে এই আর্জেন্তাইন অ্যাটাকারটি তাঁর জাত চেনালেন। পিএসজি’র দুটি গোলই এসেছে ডি মারিয়ার অ্যাসিস্ট থেকে। ম্যান ইউ সমর্থকরা গ্যালারি থেকে ক্রমাগত ব্যঙ্গবিদ্রূপ করে গেলেন ডি মারিয়াকে। কিন্তু তিনি মন-প্রাণ ঢেলে অনবদ্য ফুটবল উপহার দিয়ে একাই ঢেকে দিলেন নেইমার-কাভানিদের অভাব। যদি নেইমার মাঠে থাকতেন তাহলে হয়তো আরও দুরবস্থা হত ম্যান ইউয়ের। প্রথমার্ধের সহজতম সুযোগটি নষ্ট করেন পিএসজি’র কিলিয়ান এমবাপে। ছ গজ দূর থেকে তাঁর শট সাইড নেটে আছড়ে পড়ে। তবে দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে পিএসজি। যা সামাল দিতে পারেনি ম্যান ইউ রক্ষণ। ৫৩ মিনিটে ডি মারিয়ার কর্নার যখন ছোট বক্সে উড়ে আসছে তখন পিছন থেকে ছুটে এসে শূন্যে লাফিয়ে বাঁ-পায়ে নিখুঁত ফিনিশ করেন পিএসজি’র ডিফেন্ডার কিমপেম্বে (১-০)। ৬০ মিনিটে পিএসজি’র দ্বিতীয় গোল। বাঁ-দিক থেকে অনবদ্য থ্রু বাড়ান ডি মারিয়া। দুই ম্যান ইউ ডিফেন্ডার লিন্ডেলফ ও এরিক বেইলির মাঝখান দিয়ে ঝড়ের গতিতে বক্সে ঢুকে ছ গজ দূর থেকে ডান পায়ে ফ্লিক করে ম্যান ইউ গোলরক্ষক ডেভিড ডে গিয়াকে পরাস্ত করেন কিলিয়ান এমবাপে (২-০)। এই মরশুমে ইতিমধ্যেই ২৩ গোল করে ফেললেন ফরাসি ফুটবলের এই বিস্ময় প্রতিভা। চ্যাম্পিয়ন্স লিগে এটি এমবাপের চর্তুদশ গোল। যা জিনেদিন জিদানের সারা জীবনের সংগ্রহ।
ম্যাচের শেষে ম্যান ইউ কোচ সোলকজার স্বীকার করে নেন, ‘আমরা ওদের গতির সঙ্গে পাল্লা দিতে পারিনি। অ্যাওয়ে ম্যাচের আগে এই নিয়ে আমাদের ভাবতে হবে। গত ১১টি ম্যাচে আমাদের দল ভালো ফুটবল উপহার দিয়েছিল। কিন্তু মঙ্গলবার পিএসজি বেটার ফুটবল খেলে জিতেছে। এমবাপের দ্বিতীয় গোলটি টপ কোয়ালিটির ফসল।’ আসলে ম্যান ইউ দূর্গের নীচে ডেভিড ডে গিয়া অনবদ্য দক্ষতায় তিনটি মোক্ষম সেভ না করলে আরও বড় ব্যবধানে হারতো ম্যান ইউ। পিএসজি কোচ টমাস তুসেল অবশ্য ম্যাচের পর জানান, ‘সবে দুই পর্বের ম্যাচের হাফ টাইম হল। দু’ গোলের লিড নিয়ে আমরা ঘরের মাঠে খেলতে নামব এটাই স্বস্তির ব্যাপার।’

অল ইংল্যান্ডে শক্ত লড়াই সাইনা ও সিন্ধুর

বার্মিংহাম, ১৩ ফেব্রুয়ারি: অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে শক্ত লড়াই অপেক্ষা করছে সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধুর সামনে। গত ১৮ বছর ভারতীয় খেলোয়াড়দের কাছে এই খেতাব অধরা। ভারত থেকে শেষ অল ইংল্যান্ডে চ্যাম্পিয়ন হয়েছেন বর্তমানে ভারতের কোচ পুল্লেলা গোপীচাঁদ।
বিশদ

পচা শামুকে পা কাটতে নারাজ ইস্ট বেঙ্গল কোচ
আজ প্রতিপক্ষ ‘লাস্ট বয়’ শিলং লাজং

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের শেষ লগ্ন। বসন্ত আগতপ্রায়। বুধবার সকালে এরকম আবহাওয়ার মধ্যেই যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে গা ঘামানো শুরু হল ইস্ট বেঙ্গলের। আশপাশ থেকে আসা জনা পঞ্চাশ সমর্থকের আই লিগের আবদারই প্রধান অনুপ্রেরণা জবি জাস্টিন-লালরিনডিকা রালতেদের।
বিশদ

 ধোনি-কোহলির রসায়ন বিশ্বকাপে ভারতের সম্পদ হবে: সাঙ্গাকারা

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি: আসন্ন বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি ভারতীয় দলের কাছে দারুণ লাভজনক হবে বলে মন্তব্য করেছেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার প্রাক্তন তারকাটির মতে, মাহির অভিজ্ঞতা ও শীতল মস্তিস্ক অধিনায়ক বিরাট কোহলিকে সহযোগিতা করবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে। শুধু তাই নয়, তাঁর মূল্যবান পরামর্শ দলের তরুণ ক্রিকেটারদেরও উদ্বুদ্ধ করবে বলে জানিয়েছেন সাঙ্গাকারা।
বিশদ

ইউটা ছাড়াই আজ আইজল যাচ্ছে মোহন বাগান
পুরানো দলের বিরুদ্ধে মর্যাদার লড়াই খালিদের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার দুপুর একটার বিমানে আই লিগের ম্যাচ খেলতে আইজল রওনা হচ্ছে মোহন বাগান। শনিবার আইজল এফসি’র বিরুদ্ধে দুপুর দুটো থেকে খেলবেন সনিরা। পুরানো দলের বিরুদ্ধে লড়াই মোহন বাগান কোচ খালিদ জামিলের। একদা কোচ হিসেবে আইজল এফসি’কে আই লিগে চ্যাম্পিয়ন করেছিলেন মোহন বাগান কোচ।
বিশদ

সরফরাজের হয়ে সওয়াল মঈন খানের

করাচি, ১৩ ফেব্রুয়ারি: আইসিসি’র ৫০-৫০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে সবচেয়ে বড় গাঁট ভারত। ছ’বারের মধ্যে পাকিস্তান একবারও হারাতে পারেনি ভারতকে। তবে প্রাক্তন পাক উইকেটরক্ষক মঈন খান মনে করছেন, এই পাকিস্তান দলের অধরা মাধুরি স্পর্শের ক্ষমতা রয়েছে। তিনি বলেছেন, ‘বর্তমান পাকিস্তান দল খুবই শক্তিশালী।
বিশদ

বিশ্বকাপে লক্ষ্মণের ফেভারিট ভারত

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইসিসি’র ৫০-৫০ বিশ্বকাপের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। এবারের বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ডের মাটিতে। ১৯৮৩ সালে লর্ডসে কপিল দেবের নেতৃত্বে ভারত প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে।
বিশদ

দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, যে কোনও মূল্যে জয় চাইছে এটিকে

 মারগাঁও, ১৩ ফেব্রুয়ারি: দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। বৃহস্পতিবার ফাতোরদা নেহরু স্টেডিয়ামে আইএসএলের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া এটিকে। সুপার ফোরে থেকে প্লে-অফে খেলা অনেকটাই নিশ্চিত এফসি গোয়ার। সেদিক থেকে এটিকে’র প্লে-অফে খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
বিশদ

জাতীয় ব্যাডমিন্টন
চতুর্থ রাউন্ডে লক্ষ্য, হার্শিল

 গুয়াহাটি, ১৩ ফেব্রুয়ারি: জাতীয় ব্যাডমিন্টনে লক্ষ্য সেন ও হার্শিল দানি চতুর্থ রাউন্ডে উঠলেন। এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়ন লক্ষ্য সেন গত বছর বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। বুধবার জাতীয় ব্যাডমিন্টনের তৃতীয় রাউন্ডে লক্ষ্য ২১-১৪, ২১-১৩ পয়েন্টে হারালেন বিপুল সাইনিকে।
বিশদ

অনূর্ধ্ব ২৩ ভারতীয় দলের কোচ
দলের সঠিক কম্বিনেশন তৈরি করতে চান ডেরেক পেরেরা

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি: ভারতের অনূর্ধ্ব ২৩ দলের কোচ হিসেবে ডেরেক পেরেরার নাম ঘোষণা করল এআইএফএফ। এই অভিজ্ঞ কোচের অধীনে ভারতীয় দল এএফসি অনূর্ধ্ব ২৩ ফুটবলের বাছাই পর্বে খেলবে। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে উজবেকিস্তান, তাজিকিস্তান ও পাকিস্তান। 
বিশদ

চেজের সেঞ্চুরিতেও হার ওয়েস্ট ইন্ডিজের

 গ্রস আইলেট, ১৩ ফেব্রুয়ারি: রোস্টন চেজের অপরাজিত সেঞ্চুরিতেও হার বাঁচল না ওয়েস্ট ইন্ডিজের। সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২৩২ রানে জয় পেয়েছে ইংল্যান্ড। জয়ের জন্য ৪৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
বিশদ

 মার্টিন গাপটিলের সেঞ্চুরি, বাংলাদেশকে হারাল নিউজিল্যান্ড

 নেপিয়ার, ১৩ ফেব্রুয়ারি: মার্টিন গাপটিলের অপরাজিত সেঞ্চুরির সুবাদে প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ধারাবাহিক ব্যর্থতার কারণে গাপটিলের বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়ছিল।
বিশদ

সাফাই দিলেন দীনেশ কার্তিক

 নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৬ রান। কিন্তু লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছিল ‘টিম ইন্ডিয়া’। ভারত ১-২ ব্যবধানে সিরিজ হেরে গিয়েছিল। অন্তিম ওভারে ক্রুনাল পান্ডিয়া একটা সিঙ্গলস নেওয়ার চেষ্টা করলেও তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন দীনেশ কার্তিক।
বিশদ

জানিওলোর জোড়া গোলে জয়ী রোমা

 রোম, ১৩ ফেব্রুয়ারি: গত মরশুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠে সবাইকে অবাক করে দিয়েছিল রোমা। শেষ চারের লড়াইয়ে তারা তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতা মেলে ধরেছিল লিভারপুলের বিরুদ্ধেও। শেষ পর্যন্ত ৬-৭ ব্যবধানে (দু’টি ম্যাচ মিলিয়ে) হারতে হয়েছিল ইউসেবিও দ্য ফ্রান্সেসকো-ব্রিগেডকে।
বিশদ

ঋষভ ওপেন করুক: ওয়ার্ন

 নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে ভারতের হয়ে রহিত শর্মা ও ঋষভ পন্থ ওপেন করুক। এমনটাই চান কিংবদন্তি অজি স্পিনার শেন ওয়ার্ন। তিনি আরও বলেন, ‘অনেকেই বলছেন বিশ্বকাপে কি ধোনি ও ঋষভ এক সঙ্গে খেলতে পারে। আমি বলছি পারে। ঋষভকে কেন ব্যাটসম্যান হিসাবে খেলানো হচ্ছে না?
বিশদ

Pages: 12345

একনজরে
  নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পাথরপ্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চমবাজারের কাছে পথ দুর্ঘটনায় মোটরবাইক চালকসহ দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বিশ্বনাথ মাইতি নামে অপর একজন যুবক। মৃতদের নাম নীলকন্ঠ মাইতি (২৮), মনোরঞ্জন গুড়িয়া (৩৫)। মঙ্গলবার রাত সাড়ে দশটার সময় ...

 বিশ্বজিৎ মাইতি, তমলুক, বিএনএ: টানা সাত বছর বর্ধমান জেলায় কেন্দ্রীয়ভাবে মাটি উৎসব করার পর এবার রাজ্যের প্রতিটি জেলায় মাটি উৎসব করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ...

বিএনএ, মালদহ: লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ মালদহে সাংগঠনিক সভা করে বেড়াচ্ছেন বর্ষীয়ান সংসদ সদস্য আবু হাসেম খান চৌধুরী(ডালু)। বৈঠকে সংগঠনের হালহকিকত বিস্তরিত যেমন জানছেন ওই ...

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (পিটিআই): বহুকোটি টাকার অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতিতে অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিচেলের জামিনের আবেদন নিয়ে শুনানি বুধবার স্থগিত রাখল আদালত। মামলার পরবর্তী শুনানি ১৬ ফেব্রুয়ারি।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের বিভিন্ন দিক থেকে শুভ যোগাযোগ ঘটবে। ব্যবসায় যুক্ত হলে ভালোই হবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

ভ্যালেন্টাইনস ডে
২৬৯: সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যু
১৪৮৩: মুঘল সম্রাট বাবরের জন্ম
১৯৩৩: অভিনেত্রী মধুবালার জন্ম
১৯৫২ - সুষমা স্বরাজ, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ
১৯৯০: ব্যাঙ্গলোরে ভারতীয় এয়ারলাইন্স ফ্লাইট ৬০৫ বিধ্বস্ত হয়ে ৯২ জন নিহত।
২০০৫ - ইউটিউব চালু হয়।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৮০ টাকা ৭১.৪৯ টাকা
পাউন্ড ৮৯.৩৪ টাকা ৯২.৫৮ টাকা
ইউরো ৭৮.৫৩ টাকা ৮১.৫০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৪০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,৬৯৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,১৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৯,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৯,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১ ফাল্গুন ১৪২৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, নবমী ২১/৪৩ দিবা ২/৫৫। রোহিণী ৩৯/২৯ রাত্রি ১০/১। সূ উ ৬/১৩/২৩, অ ৫/২৮/২৭, অমৃতযোগ রাত্রি ১/৭ গতে ৩/৪১ মধ্যে। বারবেলা ২/৩৯ গতে অস্তাবধি, কালরাত্রি ১১/৫১ গতে ১/২৬ মধ্যে।
১ ফাল্গুন ১৪২৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, নবমী ৯/৪২/২৯। রোহিণীনক্ষত্র সন্ধ্যা ৫/৩২/৩৩, সূ উ ৬/১৪/৪৯, অ ৫/২৬/৩৯, অমৃতযোগ রাত্রি ১/৮/৩ থেকে ৩/৪১/৪১ মধ্যে, বারবেলা ৪/২/৪০ থেকে ৫/২৬/৩৯ মধ্যে, কালবেলা ২/৩৮/৪১ থেকে ৪/২/৪০ মধ্যে, কালরাত্রি ১১/৫০/৪৪ থেকে ১/২৬/৪৬ মধ্যে।
৮ জমাদিয়স সানি
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। বৃষ: আর্থিক ক্ষেত্র শুভ। মিথুন: স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
ভ্যালেন্টাইনস ডে২৬৯: সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যু১৪৮৩: মুঘল সম্রাট বাবরের জন্ম১৯৩৩: অভিনেত্রী ...বিশদ

07:03:20 PM

পুলওয়ামায় জঙ্গি হামলায় মৃতের সংখ্যা ৪০ ছাড়াল 

08:09:37 PM

পুলওয়ামা: সাংবাদিক সম্মেলন বাতিল প্রিয়াঙ্কার
পুলওয়ামায় বিস্ফোরণের ঘটনায় দুঃখপ্রকাশ করে আজ সাংবাদিক সম্মেলন বাতিল করলেন ...বিশদ

07:44:36 PM

রাজ্যের ৬৬জন জয়েন্ট বিডিওকে বদলির নির্দেশ রাজ্যপালের 

07:35:44 PM

পুলওয়ামা: মৃতের সংখ্যা বেড়ে ৩০ 

06:51:14 PM