যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
মেদিনীপুরের মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় বলেন, মোহবনী ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে নানা উন্নয়নমূলক কাজ হচ্ছে। এরফলে উপকৃত হবেন সাধারণ মানুষ। জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক বলেন, এলাকার মানুষের জন্য আরও নানা উন্নয়নমূলক কাজ হবে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, কয়েক বছর আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষুদিরাম বসুকে সম্মান জানাতে মোহবনী ডেভেলপমেন্ট অথরিটি তৈরি হয়। প্রথম বছর উন্নয়নের জন্য বরাদ্দের পরিমাণ কম ছিল। কিন্তু উন্নয়নমূলক কাজের জন্য ২০২৩-’২৪ অর্থবছরে ২ কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়। সেই টাকা খরচ করে এই অথরিটির উদ্যোগে শিশু উদ্যান, রাস্তার সংস্কার সহ একাধিক কাজ হয়েছে। এরপর চলতি অর্থবর্ষে ৯ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়। এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা খরচ হয়েছে। এই বিপুল পরিমাণে টাকা খরচ করে গড়বেতা-৩ ব্লকে ৬টি রাস্তা, কেশপুর জুড়ে প্রায় ১৫টি নিকাশি নালা তৈরি হচ্ছে। জানা গিয়েছে, গত অর্থবছরে কেশপুরে ১০টি রাস্তা তৈরি হয়েছে। এছাড়াও মোহবনী গ্রামের পুকুরের সংস্কারের পরিকল্পনা করা হয়েছে। এতে খরচ হবে প্রায় ১ কোটি টাকা।
মোহবনী ডেভেলপমেন্ট অথরিটির টাউন প্ল্যানার রাজর্ষি চট্টোপাধ্যায় বলেন, পর্যটকদের কথা মাথায় রেখে মোহবনী এলাকা ঢেলে সাজা হচ্ছে। শীতকালে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশাবাদী। মোহবনী এলাকার বাসিন্দা সঞ্জয় ঘোষ বলেন, আগে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল বিপ্লবীর জন্মভিটে। এলাকায় অনেক কাজ হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।