যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
গাঢ় গেরুয়া রঙের এই ফল দেখতে অনেকটা কমলালেবুর মতো। তবে বোঁটার দিক এবং পিছনের দিকটা চাপা হওয়ায় দেখতে চ্যাপ্টা আকৃতির হয়। ফল বিক্রেতাদের দাবি, আম, আনারসের মতো সুগন্ধ না থাকলেও স্বাদে অতূলনীয় হয় রামফল। বাজারে আমদানি হতেই চাহিদা বাড়তে শুরু করেছে।
বহরমপুর শহরের কান্দি বাস স্ট্যান্ড এলাকার ফল বিক্রেতা ছোটন ঘোষ বলেন, এবারই প্রথম আমদানি হয়েছে। ফল কিনতে এসে অনেকেই নাম জিজ্ঞেস করছেন। আগ্রহ দেখিয়ে একবার যারা কিনছেন তাঁরা আবার ফিরে আসছেন। ফল বিক্রেতা বাবু শেখ বলেন, এখন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষও সামর্থ্য অনুয়ায়ী ফল কিনছেন। তবে ড্রাগন বা রামফল সবাই কিনতে পারছেন না। অনেকেই দাম নামার জন্য তাকিয়ে রয়েছেন।
বেল বাঙালির কাছে সীতাফল নামেই পরিচিত। তবে এই ফল মূলত গ্রীষ্মকালীন। আর রামফল হল শীতকালীন। জেলার ফল বিক্রেতারা এখনও জানেন না রামফল আপেল, কলা, ড্রাগনের মতো সারা বছর বাজারে থাকবে কিনা। তবে রামফলের আমদানি বাড়তে শুরু করলে দাম কমবে বলেই অনুমান অনেকের। কান্দি বাস স্ট্যান্ডে ফল কিনতে এসেছিলেন স্মিতা হাজরা। তিনি বলেন, একদিন রামফল কিনে নিয়ে গিয়েছিলাম। ছেলেমেয়েরা বায়নায় আবার কিনলাম।