Bartaman Patrika
উত্তরবঙ্গ
 
 

 বুধবার ইটাহারে অসুস্থ এক মাধ্যমিক পরীক্ষার্থীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। নিজস্ব চিত্র

সংগঠনের হাল যাচাই করতে নিজের কেন্দ্রে দফায় দফায় বৈঠকে ডালুবাবু

বিএনএ, মালদহ: লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ মালদহে সাংগঠনিক সভা করে বেড়াচ্ছেন বর্ষীয়ান সংসদ সদস্য আবু হাসেম খান চৌধুরী(ডালু)। বৈঠকে সংগঠনের হালহকিকত বিস্তরিত যেমন জানছেন ওই প্রবীণ নেতা তেমনি সংগঠন মজবুত করার জন্যও পদক্ষেপও করছেন। পঞ্চায়েত নির্বাচনে বিপুল বিপর্যয়ের পর দক্ষিণ মালদহে সংগঠনের অবস্থা কার্যত বেহাল। এই অবস্থায় কোতোয়ালি ভবনে জোরালো ভাঙন ধরিয়ে ঘরের মেয়ে মৌসম নুর ভিড়ে গিয়েছেন শাসকদলে। তাঁর শূন্যস্থান পূরণের পাশাপাশি মৌসমের অবর্তমানে দলে অন্তর্দ্বন্দ্বও মাথাচাড়া দিয়ে উঠেছে। রাজনৈতিক মহলের মতে, ঘরে-বাইরে প্রতিকূল আবহাওয়া সামলে লোকসভা ভোট করাতে হলে নিবিড় সংগঠন প্রয়োজন। সেখানেই কংগ্রেসের ঘাটতি তৈরি হয়েছে। এই সব বুঝেই সাত তাড়াতাড়ি আসরে নেমেছেন প্রাজ্ঞ ডালুবাবু।
যদিও ডালুবাবুর দাবি, পরিস্থিতি মোটেই জটিল নয়। তিনি বলেন, পঞ্চায়েত ভোট দিয়ে লোকসভা ভোটকে বিচার করা যাবে না। লোকসভা ভোট কোনও স্থানীয় ইস্যুতে হবে না। সেখানে দেশগড়ার প্রশ্ন থাকবে। এখানে বিজেপিই কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী। মালদহের মানুষ জানে কংগ্রেসকেই ভোট দিতে হবে। আমি শুধু সাংগঠনিক পরিস্থিতি যাচাই করতে বৈঠক করছি। সেই সঙ্গে লোকসভার জন্যে প্রস্তুত হওয়ারও বিষয় আছে। জেলায় কংগ্রেসের ভোটব্যাংক আমাদের সঙ্গেই ছিল, আছে এবং থাকবে। মানুষ এখানে বরকতদার নামে আর হাত চিহ্ন দেখে ভোট দেন। অন্য কেউ এখানে সুবিধা করতে পারবে না।
দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রটি মালদহের পাঁচটি ও মুর্শিদাবাদের ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা নিয়ে গঠিত। এখানে দীর্ঘবছর ধরে কংগ্রেসের একটি ভোট ব্যাঙ্ক আছে। কিন্তু গত কয়েকবছর থেকে জেলার সমীকরণ বদলাতে শুরু করেছে। সমীকরণ সবচেয়ে বেশি বদলেছে দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা এলাকাগুলিতে। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে নিজেদের গড় পরিচিত কালিয়াচকে কংগ্রেস নিজের অস্তিত্ব খু঩ইয়েছে। পাঁচটি ব্লকের একটিও পঞ্চায়েত সমিতি তারা দখল করতে পারেনি। পায়নি একটি জেলা পরিষদ আসনও। সামান্য কিছু গ্রাম পঞ্চায়েতের বোর্ড তারা দখল করতে পেরেছে। এখানে প্রথম স্থানে উঠে এসেছে তৃণমূল। অনেকটা দূরত্ব রেখে দ্বিতীয় স্থানে আছে বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে দক্ষিণ মালদহের মালদহের ভেতরে থাকা পাঁচটি বিধানসভার মাত্র দু’জন বিধায়ক এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে আছে। ফলে পঞ্চায়েত নির্বাচন পরবর্তী সময়ে লোকসভা ভোট করার জন্যে নিচুতলার কর্মী এবং নেতৃত্বকে পাওয়াই কংগ্রেসের পক্ষে কঠিন হয়ে উঠেছে।
মুখে অস্বীকার করলেও কংগ্রেস নেতৃত্ব জানে, লোকসভা ভোটের জন্যে নিচুতলার কর্মীদের প্রয়োজন কতখানি। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে, শুধুমাত্র প্রয়াত গনিখান চৌধুরীর নামে ভোট বৈতরণী পার হওয়া কঠিন। এই অবস্থায় দাঁড়িয়ে তাই সংগঠনের হালহকিকত জানতে নিজের কেন্দ্রের অঞ্চল ধরে ধরে বৈঠক করতে শুরু করেছেন ডালুবাবু। দল সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু জায়গায় ইতিমধ্যে সাংগঠনিক রদবদলও তিনি করেছেন। সেইসঙ্গে লোকসভার জন্যে স্থানীয় নেতৃত্বকে মাঠে নামতেও নির্দেশ দিয়েছেন। কিন্তু তা কার্যকরী করার মতো দক্ষ নেতা দলে ক’জন আছেন সেপ্রশ্নও উঠছে।

 হবিবপুরে মৌসমের সভার আগেই মঞ্চ ভাঙল দুষ্কৃতীরা, অভিযোগের তির বিজেপি’র দিকে

  সংবাদদাতা, পুরাতন মালদহ: বুধবার মালদহের হবিবপুরের রাইস মিল হাটে তৃণমূলের সাধারণ সম্পাদক তথা এমপি মৌসম বেনজির নুরের সংবর্ধনা সভার মঞ্চ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ভেঙে দেয়। এদিন সকাল হতেই এই ঘটনা সামনে আসায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। শেষমেষ মূল মঞ্চ ছেড়ে অস্থায়ী মঞ্চ বানিয়ে ওই সভা করতে হয়।
বিশদ

৬২ বছর পার, ঘরে ঘরে জল দিতে ব্যর্থ আলিপুরদুয়ার পুরসভা

রবীন রায়, আলিপুরদুয়ার, সংবাদদাতা: ৬২ বছর পরেও প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে ব্যর্থ আলিপুরদুয়ার পুরসভা। আলিপুরদুয়ার পুরসভার ৬২ বছরের ইতিহাসে বাম-ডান অনেক পুরবোর্ড ক্ষমতায় এসেছে। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, কোনও বোর্ডই এই প্রকল্প বাস্তবায়িত করতে পারেনি।
বিশদ

বিদ্যুৎ বণ্টন কোম্পানির ঠিকাদারের গুদামে রক্ষীকে বেঁধে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি

  সংবাদদাতা, হরিরামপুর: পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির বুনিয়াদপুরের নলপুকুরে থাকা ঠিকাদারের গুদামে মঙ্গলবার রাতে দুঃসাহসিক চুরি হয়। নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে দুষ্কৃতীরা বিভিন্ন দামি তার, বিদ্যুতের সামগ্রী, একটি কম্পিউটার চুরি করে নিয়ে যায়।
বিশদ

মতুয়াদের উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক সাহায্য ঘোষণা মৌসমের

 সংবাদদাতা, মালদহ: মতুয়া সম্প্রদায়ের সার্বিক উন্নতিকল্পে আর্থিক সহায়তার কথা ঘোষণা করলেন উত্তর মালদহের এমপি মৌসম নুর। বুধবার বামনগোলা ব্লকের পাকুয়ায় মতুয়া সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে অংশ নেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া এই এমপি। মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
বিশদ

 রায়গঞ্জ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের সিংহভাগ অংশেই শেড না থাকায় সমস্যায় যাত্রীরা

  বিএনএ, রায়গঞ্জ: রায়গঞ্জ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের বিরাট অংশে কোনও শেড না থাকায় দীর্ঘদিন ধরেই যাত্রীদের সমস্যা হচ্ছে। ১ নম্বর প্ল্যাটফর্মটি তুলনামূলকভাবে ছোট, তাই ২ নম্বর প্ল্যাটফর্ম থেকেই কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস ছাড়ে। ওই ট্রেনে ১৯টি বগি থাকায় ২ নম্বর প্ল্যাটফর্ম থেকেই বর্তমানে সেটি ছাড়ে।
বিশদ

সার্কিট বেঞ্চ উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ মন্ত্রীর

বিএনএ, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে অস্থায়ী সার্কিট বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চটজলদি শেষ করতে প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। বুধবার বিকেলে পর্যটন মন্ত্রী জলপাইগুড়ি শহরের স্টেশন রোডে সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবন পরিদর্শন করে সেখানকার ভিতরের অবস্থা খতিয়ে দেখেছেন।
বিশদ

ঘটনার পুননির্মাণ করাল পুলিস
তপসিখাতায় তৃণমূল কর্মী খুনে ধৃত উপপ্রধানের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল নাইনএমএম পিস্তল,গুলি

 সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের তপসিখাতায় তৃণমূল কর্মী তুষার বর্মনের (২৫) খুনের ঘটনায় ধৃত অন্যতম মূল অভিযুক্ত পরোরপাড় পঞ্চায়েতের উপপ্রধান শম্ভু রায়কে দিয়ে বুধবার বিকালে ঘটনার পুনর্নির্মাণ করাল পুলিস।
বিশদ

 আলুওয়ালিয়াকে তোপ দেগেই ভোট প্রচার শুরু করছে তৃণমূল

  বিএনএ, শিলিগুড়ি: পাঁচ বছরের মোদি সরকারের সাড়ে তিন বছর ধরে তিনি মন্ত্রী। একই সঙ্গে দার্জিলিংয়ের সংসদ সদস্য। কিন্তু বিরোধীদের অভিযোগ, এই পাঁচ বছরে নিজের লোকসভা কেন্দ্রের জন্য কিছুই করেননি সুরিন্দ্রর সিং আলুওয়ালিয়া। সাকুল্যে পাঁচ থেকে ছয় কোটি টাকা খরচ করতে পেরেছেন। নির্বাচনের মুখেও এখনও দেখা মেলেনি তাঁর।
বিশদ

কালিয়াচকের একটি স্কুল থেকেই উদ্ধার ২২টি মোবাইল, বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন জেলাশাসক সহ প্রশাসনিক কর্তারা

 সংবাদদাতা, মালদহ: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্রের প্রতিলিপি ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল অভিভাবকদের একাংশের পক্ষ থেকে। সেই বিষয়ের পুনরাবৃত্তি রুখতে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে সর্বশক্তি নিয়ে ঝাঁপাল মালদহ প্রশাসন।
বিশদ

 কোচবিহারে আগ্নেয়াস্ত্র সহ ধৃতদের ৯দিনের পুলিস হেফাজত

  বিএনএ, কোচবিহার: কোচবিহারের ঘুঘুমারি থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃতদের বুধবার ন’দিনের পুলিস হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে তাদের কাছ থেকে যে আগ্নেয়াস্ত্রগুলি পাওয়া গিয়েছে সেগুলি পুলিস পরীক্ষা করে দেখছে। এই আগ্নেয়াস্ত্রগুলির গায়ে মেড ইন ইটালি ও মেড ইন ইউএসএ লেখা রয়েছে।
বিশদ

নির্বাচনের মুখে অস্বস্তি বাড়ছে রাজ্যের
রাজ্যে জলবিভাজিকা প্রকল্পের পূর্ণাঙ্গ রিপোর্ট তলব কেন্দ্রের, সমস্যায় আধিকারিকরা

সত্যেন পাল, কোচবিহার, বিএনএ: লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে জলবিভাজিকা সংক্রান্ত প্রকল্পগুলির ছবিসহ পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল কেন্দ্রীয় সরকার। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী মার্চ মাসেই এই প্রকল্পের তৃতীয় পর্বের সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হবে। 
বিশদ

 শিলিগুড়ি পুরসভায় ২৫ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ

  সংবাদদাতা, শিলিগুড়ি: একাধিক দাবিতে শিলিগুড়ি পুরসভা চত্বরে বুধবার অবস্থান বিক্ষোভে বসলেন পুরকর্মচারী সমিতি সদস্যরা। শিলিগুড়ি পুরসভায় পুরকর্মীদের এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের পুরকর্মী সংগঠনের সদস্যরা।
বিশদ

 বালাসনের চর দখলের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপের নির্দেশ পর্যটনমন্ত্রীর

  সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়িতে বালাসন নদীর চর দখলের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। অনতিবিলম্বে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। বুধবার মাটিগাড়া বিডিও অফিসে ব্লক ভিত্তিক কাজের রিভিউ মিটিং করেন মন্ত্রী।
বিশদ

 ইসলামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ও সহ শিক্ষকের মধ্যে হাতাহাতি

  সংবাদদাতা, ইসলামপুর: বুধবার দুপুরে ইসলামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ও সহশিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। সরস্বতী পুজোর পাওনাগণ্ডা মেটানো নিয়ে ওই দুই শিক্ষকের মধ্যে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ। স্কুল সূত্রে জানা গিয়েছে, জখম দুই শিক্ষকই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিশদ

Pages: 12345

একনজরে
 রাতুল ঘোষ : ইউরোপিয়ান ফুটবলের প্রথম সারির ক্লাবের তকমা অনেক দিন আগেই খুইয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২০১৩ সালে দীর্ঘ ২৬ বছরের কোচিং ইনিংস শেষ করে ওল্ড ...

  নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পাথরপ্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চমবাজারের কাছে পথ দুর্ঘটনায় মোটরবাইক চালকসহ দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বিশ্বনাথ মাইতি নামে অপর একজন যুবক। মৃতদের নাম নীলকন্ঠ মাইতি (২৮), মনোরঞ্জন গুড়িয়া (৩৫)। মঙ্গলবার রাত সাড়ে দশটার সময় ...

 বিশ্বজিৎ মাইতি, তমলুক, বিএনএ: টানা সাত বছর বর্ধমান জেলায় কেন্দ্রীয়ভাবে মাটি উৎসব করার পর এবার রাজ্যের প্রতিটি জেলায় মাটি উৎসব করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ...

নিউ ইয়র্ক, ১৩ ফেব্রুয়ারি (পিটিআই): বহুকোটি ডলার অর্থ তছরূপের অভিযোগে আমেরিকায় দোষী সাব্যস্ত হল ছ’জন। এদের মধ্যে রয়েছে তিন ভারতীয় বংশোদ্ভূত। পাঁচ সপ্তাহ ধরে বিচারপ্রক্রিয়া শেষে তিন ভারতীয় বংশোদ্ভূত টেক্সাস এবং লারেডোর বাসিন্দা— রবীন্দ্র রেড্ডি গুডিপতি, হর্ষ জাগ্গি, নীরু জাগ্গিকে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের বিভিন্ন দিক থেকে শুভ যোগাযোগ ঘটবে। ব্যবসায় যুক্ত হলে ভালোই হবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

ভ্যালেন্টাইনস ডে
২৬৯: সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যু
১৪৮৩: মুঘল সম্রাট বাবরের জন্ম
১৯৩৩: অভিনেত্রী মধুবালার জন্ম
১৯৫২ - সুষমা স্বরাজ, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ
১৯৯০: ব্যাঙ্গলোরে ভারতীয় এয়ারলাইন্স ফ্লাইট ৬০৫ বিধ্বস্ত হয়ে ৯২ জন নিহত।
২০০৫ - ইউটিউব চালু হয়।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৮০ টাকা ৭১.৪৯ টাকা
পাউন্ড ৮৯.৩৪ টাকা ৯২.৫৮ টাকা
ইউরো ৭৮.৫৩ টাকা ৮১.৫০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৪০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,৬৯৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,১৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৯,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৯,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১ ফাল্গুন ১৪২৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, নবমী ২১/৪৩ দিবা ২/৫৫। রোহিণী ৩৯/২৯ রাত্রি ১০/১। সূ উ ৬/১৩/২৩, অ ৫/২৮/২৭, অমৃতযোগ রাত্রি ১/৭ গতে ৩/৪১ মধ্যে। বারবেলা ২/৩৯ গতে অস্তাবধি, কালরাত্রি ১১/৫১ গতে ১/২৬ মধ্যে।
১ ফাল্গুন ১৪২৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, নবমী ৯/৪২/২৯। রোহিণীনক্ষত্র সন্ধ্যা ৫/৩২/৩৩, সূ উ ৬/১৪/৪৯, অ ৫/২৬/৩৯, অমৃতযোগ রাত্রি ১/৮/৩ থেকে ৩/৪১/৪১ মধ্যে, বারবেলা ৪/২/৪০ থেকে ৫/২৬/৩৯ মধ্যে, কালবেলা ২/৩৮/৪১ থেকে ৪/২/৪০ মধ্যে, কালরাত্রি ১১/৫০/৪৪ থেকে ১/২৬/৪৬ মধ্যে।
৮ জমাদিয়স সানি
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। বৃষ: আর্থিক ক্ষেত্র শুভ। মিথুন: স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
ভ্যালেন্টাইনস ডে২৬৯: সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যু১৪৮৩: মুঘল সম্রাট বাবরের জন্ম১৯৩৩: অভিনেত্রী ...বিশদ

07:03:20 PM

পুলওয়ামায় জঙ্গি হামলায় মৃতের সংখ্যা ৪০ ছাড়াল 

08:09:37 PM

পুলওয়ামা: সাংবাদিক সম্মেলন বাতিল প্রিয়াঙ্কার
পুলওয়ামায় বিস্ফোরণের ঘটনায় দুঃখপ্রকাশ করে আজ সাংবাদিক সম্মেলন বাতিল করলেন ...বিশদ

07:44:36 PM

রাজ্যের ৬৬জন জয়েন্ট বিডিওকে বদলির নির্দেশ রাজ্যপালের 

07:35:44 PM

পুলওয়ামা: মৃতের সংখ্যা বেড়ে ৩০ 

06:51:14 PM