যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
রবিবার বাইডেনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ আমার ছেলে হান্টারকে ক্ষমা প্রদর্শনের জন্য নির্দেশিকায় সই করলাম। এই ক্ষমা নিঃশর্ত।’ বিদায়বেলায় জো বাইডেনের এই সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে। মাত্র কয়েকদিন আগেই তিনি দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে হান্টারকে ক্ষমা প্রদর্শন করবেন না বলে জানিয়েছিলেন।
মার্কিন নিয়ম অনুযায়ী, ক্ষমতায় আসার পর নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেও এই সিদ্ধান্ত বদল করতে পারবেন না। বাইডেনের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ট্রাম্প। তাঁর কথায় ‘সুবিচার পথভ্রষ্ট’ হল।
সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘যেভাবে হান্টারকে ক্ষমা করা হল, জে-৬ হোস্টেজের ক্ষেত্রেও কী সেই অবস্থান নেবেন বাইডেন।’ উল্লেখ্য, ট্রাম্পের পরাজয় মেনে নিতে না পেরে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল তাঁর উগ্র সমর্থকরা। তাদেরই জে-৬ হোস্টেজ বলা হয়। তাদের বিচার চলছে আদালতে। ফাইল চিত্র