শরীর-স্বাস্থ্যের আকস্মিক অবনতি। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ। ব্যবসায় নতুন সুযোগ ... বিশদ
জঙ্গিদের হামলার পরেই মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৈঠকের পরে তিনি বলেন, নতুন করে উত্তেজনা তৈরির কোনও ইচ্ছা ইজরায়েলের নেই। তবে ইরানের সমর্থিত জঙ্গিদের রকেট হানা বন্ধ না হলে পাল্টা হামলা চলবে। হুমকি দিয়ে নেতানিয়াহু বলেন, ‘ওরা জানে ওদের ক্ষমা না করে আমরা হামলা করে যাব। ওদের সামনে একটাই বিকল্প রয়েছে— হয় আক্রমণ বন্ধ করা, না হয় আরও বেশি আক্রমণের শিকার হওয়ার জন্য তৈরি থাকা।’ জানা যাচ্ছে, আগের মতোই ইজরায়েল এবং গাজার জঙ্গিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ শুরু করেছে মিশর। তবে এবার সেই শান্তির উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। গাজার জঙ্গিদের পক্ষ থেকে শান্তি প্রক্রিয়া খারিজ করা হয়েছে। তাদের মুখপাত্র মুসাব আল-বারিম বলেছেন, ‘ইজরায়েলি আক্রমণ প্রতিহত করা এবং অপরাধের প্রত্যুত্তর দেওয়াই আমাদের অগ্রাধিকার।’