শরীর-স্বাস্থ্যের আকস্মিক অবনতি। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ। ব্যবসায় নতুন সুযোগ ... বিশদ
লর্ড রেঞ্জারের সঙ্গে কর্তারপুর গিয়েছেন ওয়েস্ট মিডল্যান্ডের শিখ ধর্মগুরুরা। তাঁদের মধ্যে রয়েছেন নিষ্কাম কেন্দ্রের ভাই সাহিব ভাই মহিন্দর সিং, ড. অবতার সিং এবং ব্রিটেনর বার্মিংহামে নিযুক্ত ভারতের কনস্যুলার জেনারেল ড. আমন পুরি।
গত ৯ নভেম্বর কর্তারপুর করিডরের উদ্বোধন হয়েছে। এর ফলে ভারতীয় শিখ তীর্থযাত্রীদের কর্তারপুর যেতে ভিসা লাগবে না। গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে গত ৩১ অক্টোবর প্রথমবার লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে অমৃতসর রওনা দিয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিমানটির গায়ে ‘এক ওঙ্কার’ আঁকা ছিল। সপ্তাহে তিন দিন চলাচল করবে ২৫৬ জন যাত্রী বহনকারী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি। কার্তিক পূর্ণিমা বা কার্তিক মাসের ১৫ তারিখ গুরু নানকের জন্মদিন হিসেবে ধরা হয়। ব্রিটেনে মিডল্যান্ড লঙ্গর সেবা সোসাইটির পক্ষ থেকে এই দিনকে মর্যাদার সঙ্গে পালনের পাশাপাশি বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। নানক জন্মবার্ষিকী উপলক্ষে গত শনিবার বার্মিংহামের সেন্ট ফিলিপ’স ক্যাথিড্রালে একটি প্রদর্শনী এবং উইলেনহলে স্থানীয় শিখরা অনুষ্ঠানের আয়োজন করেছিল। উইলেনহলে গুরু নানক গুরুদ্বার এবং গুরু নানক লঙ্গর বাস দেখার জন্য ভিড় জমিয়ে ছিলেন বহু মানুষ। ওয়েস্টফিল্ড স্ট্র্যাটফোর্ড সিটির ফোর ডায়ালে গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে ডিজিটাল প্রজেকশনের আয়োজন করেছিল ভারতীয় দূতাবাস। দূতাবাসের সাংস্কৃতিক শাখা নেহরু সেন্টারেও পালিত হয়েছে গুরুপরব এবং গুরু কা লঙ্গর।