উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ। ... বিশদ
দিতে রাজি হয়নি। আগামী ২৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ইতিমধ্যে এই কংগ্রেস নেতার বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত।১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লির পুল বঙ্গাসে একটি গুরুদ্বারে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। ঝলসে মৃত্যু হয় ঠাকুর সিং, বাদল সিং এবং গুরুচরণ সিংয়ের। এই মামলায় অন্যতম অভিযুক্ত টাইটলার। সিবিআইয়ের দাবি, জনতাকে উত্তেজিত করে খুন এবং আগুন লাগানোয় প্ররোচিত করেছিলেন তিনি।