কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা। ব্যবসায়ীদের উন্নতির আশা রয়েছে। বিদ্যার্থীদের সাফল্যযোগ আছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য দেখা দেবে। ... বিশদ
গত বছর ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের হোটেলে দুর্ঘটনাবশত বাথটাবে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর। মাত্র ৫৪ বছর বয়সে বলিউডের প্রথম সুপারস্টার অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে পড়ে গোটা দেশ। শোকের ছায়া নেমে আসে তাঁর পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীর মধ্যে। শ্রীদেবীর জা অর্থাৎ সঞ্জয় কাপুরের স্ত্রী মহীপ কাপুর প্রয়াত অভিনেত্রীর সঙ্গে তাঁর একঝাঁক ছবি এদিন ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেই সঙ্গেই লিখেছেন, তোমার সঙ্গে কাটানো এই ভালো সময়গুলি চিরকাল মনে থাকবে।
শ্রীদেবীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ট্যুইটারে তিনি লিখেছেন, বড্ড তাড়াতাড়ি চলে গেলেন শ্রীদেবী। পরিচালক শেখর কাপুর লিখেছেন, সেই অফুরন্ত জীবনীশক্তি, ভালোবাসার রেশ এখনও কাটছে না। আরও অনেক, অনেক কিছু দেওয়ার ছিল। তাঁর আগেই চলে গেলে। উল্লেখ্য, ১৯৯৭ সালে ‘জুদাই’-এর পর ১৫ বছরের ব্রেক। ‘ইংলিশ ভিংলিশ’-এর মাধ্যমে ফের বলিউডে প্রত্যাবর্তন ঘটেছিল শ্রীদেবীর। সেই ছবির পরিচালক গৌরী সিন্ধে এদিন বলেন, তাঁর সেই হাসি মিস করি। সেই উষ্ণ আলিঙ্গন মিস করি। পৃথিবীর সবচেয়ে বড় প্রতিভাকে মিস করি।
প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রীদেবীকে স্মরণ করেছেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। ট্যুইটারে তিনি লিখেছেন, ইতিমধ্যেই একটা বছর পেরিয়ে গেল। তোমার কাজের মধ্যে তুমি বেঁচে থাকবে। কোরিওগ্রাফার তথা পরিচালক ফারাহ খান বলেন, কেরিয়ারের শুরু থেকে শ্রীদেবী আমার অনুপ্রেরণার উৎস ছিলেন। অভিনেত্রী শিল্পা শেঠি ইনস্টাগ্রামে শ্রীদেবীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, আমাদের ভাবনায় রয়েছ তুমি। চিরশান্তিতে থেকো। জেঠিমার স্মরণে এদিন ইনস্টাগ্রামে দু’টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সোনম কাপুর। আর অভিনেতা অনুপম খের লিখেছেন, শ্রীদেবীকে মিস করছি। পৃথিবীর বিভিন্ন জায়গায় যেসব অনবদ্য অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি, তিনি তাঁদের মধ্যে অন্যতম।