কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা। ব্যবসায়ীদের উন্নতির আশা রয়েছে। বিদ্যার্থীদের সাফল্যযোগ আছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য দেখা দেবে। ... বিশদ
রেলসূত্রে খবর, অচলদার কাছে দিল্লিগামী বন্দে ভারতের ঠিক পাশের রেললাইন দিয়ে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস যাচ্ছিল। সেইসময় রাজধানীর চাকার তলায় একটি গোরু কাটা পড়ে। এরপর সেই লাইন থেকে পাথর ছিটকে এসে বন্দে ভারতের একের পর এক কামরার জানলার কাচে আঘাত করতে থাকে। এই ঘটনার সি-৪, সি-৬, সি-৭, সি-৮, সি-১৩ কামরার সবকটি জানালা এবং সি-১২ কামরার দু’টি জানলার বাইরের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন।
কামরাগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ট্রেনে উপস্থিত রেল আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখেন। ট্রেনটির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার পর সেটি আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। পাশাপাশি সংশ্লিষ্ট কামরার যাত্রীরা যাতে কোনও সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত জানালাগুলিতে অতিরিক্ত একটি সুরক্ষাপর্দা লাগিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সেমি-হাইস্পিড ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নয়াদিল্লি স্টেশন থেকে। দু’দিন পর ট্রেনটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে।