সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত ... বিশদ
এই নিয়োগের জন্য, কোনও প্রার্থী সরকারি ক্ষেত্রে চুক্তিতে বা স্থায়ীভাবে ল্যাবেরটরি টেকনোলজিস্ট হিসেবে কাজ করে থাকলে তাঁকে ‘বিশেষ সুবিধা’ দেওয়া হবে বলে আগে জানানো হয়েছিল। নিয়োগ পরীক্ষায় কাজের অভিজ্ঞতার জন্য সর্বোচ্চ ১০ নম্বর করে বরাদ্দ হয়। প্রতিবছরের কাজের অভিজ্ঞতার জন্য ২ নম্বর করে দেওয়া হয়েছিল। কিন্তু বেসরকারি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা আছে এমন টেকনোলজিস্টরা কেন এই অতিরিক্ত নম্বরের সুবিধা পাবেন না, ওঠে সেই প্রশ্ন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এখন বেসরকারি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে সেই সংক্রান্ত নথিও অনলাইনে আপলোড করতে হবে। যাঁরা আগে আবেদন করেছেন একমাত্র তাঁরাই ২৩ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ওই নথি আপলোড প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তবে চাকরির মূল বিজ্ঞপ্তি যখন জারি হয়, প্রার্থীর সেইসময় পর্যন্ত কাজের যে অভিজ্ঞতা হয়েছে সেটাই এখানে এখন দেওয়া যাবে। পরবর্তী সময়ের অভিজ্ঞতা এই ক্ষেত্রে বিবেচনা করা হবে না।
রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী বলেন, সরকারি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে ল্যাবেরটরি টেকনোলজিস্টদের বহু পদ শূন্য। এজন্য কাজে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এক্ষেত্রে বাধা কেটে যাওয়ায় এবার জনস্বার্থে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলেই আশা করছি।