যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন, আগামী কাল বৃহস্পতিবার থেকে শীত পড়ার ব্যাপারটা বেশি করে অনুভূত হবে। ওইদিন থেকে তাপমাত্রা আরও বেশি নামবে। উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া ঢুকতে শুরু করার জন্য তাপমাত্রা কমেছে। শনিবার নাগাদ পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হবে। ওই ঝঞ্ঝাটি সংলগ্ন উত্তর ভারতের সমতল এলাকায় ঢুকবে বলে জানিয়েছে মৌসম ভবন। পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হলে উত্তুরে হাওয়া কিছুটা দুর্বল হয়। আবার ঝঞ্ঝা সরে গেলে কনকনে ঠান্ডা বাতাস এসে তাপমাত্রা আরও কমায়। তবে ঝঞ্ঝার প্রভাব এ রাজ্যে কতটা পড়বে সে বিষয়ে অবশ্য মৌসন ভবন এখনও কিছু জানায়নি। তবে দিন দুই পর পূর্ব ভারতে ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমবে বলে জানানো হয়েছে।
এদিকে, আজ বুধবার সকালে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। যেখানে গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। তবে সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ শহরের আকাশ পরিষ্কারই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘণ্টায় শহরের কোথাও বৃষ্টি হয়নি বলেই জানিয়েছে হাওয়া অফিস।